সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
আশা করি, আপনারা ভালো আছেন।
আজকে আমি নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই টেকসময়.কম (TechShomoy) এর।
এটি একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট এর মূলমন্ত্র 'সময়ের সাথে প্রযুক্তি'।
তো চলুন পরিচয় হয়ে নেওয়া যাক 'টেকসময়.কম ' এর সাথে
টেকসময় একটি টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট। এখানে আপনি জানতে পারবেন সকল টেকনোলজি বিষয়ক সংবাদ, খবর ইত্যাদি। এছাড়াও, এখানে পাবেন বিভিন্ন টেকনোলজি বিষয়ক টিপস, ট্রিকস, কম্পিউটার বিষয়ক নানারকম আর্টিকেল, টিউটোরিয়াল সহ আরও নানারকম লিখা।
টেকসময়-সময়ের সাথে প্রযুক্তি।
টেকনোলজি তথা প্রযুক্তি সর্বদা সামনের পথে। দিন দিন ধরে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এবং এর সাথে আমরা এর অনেক ধরণের সুফল ভগ করতে পাচ্ছি। তাই, প্রযুক্তি প্রতিটি মুহূর্তে মানুষকে তার ক্ষমতা জানিয়ে দিচ্ছে। সময়ের সাথে দিন দিন ধরে প্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আর তাই, আমাদের মূলমন্ত্র ‘সময়ের সাথে প্রযুক্তি’।
টেকসময় এ শীঘ্রই চালু হতে যাবে বিভিন্ন সিরিজ টিউটোরিয়াল। বর্তমান, সময়ের বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যার ও অন্যান্য প্রযুক্তি বিষয়ক জিনিস নিয়ে টেকসময় চালু করছে সিরিজ টিউটোরিয়াল। এসব টিউটোরিয়াল খুব দ্রুত চালু হতে যাচ্ছে আমাদের ওয়েবসাইট এ।
দ্য টেকসময় একটি অনলাইন মাসিক ম্যাগাজিন। যার পূর্বে নাম দেওয়া হয়েছিলো যথাক্রমে ‘ব্ল্যাকহ্যাস মাসিক ম্যাগাজিন’ ও ‘দ্য টেকনোকালারস’।
তবে, বর্তমানে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘দ্য টেকসময়’।
এটি প্রতি মাসের ২১ তারিখ প্রকাশিত হবে ও এখানে থাকবে ১ মাস ধরে যাবতীয় টেকনোলজি বিষয়ক সকল সংবাদ,খবর। এছাড়া, এখানে পাবেন নানারকম কম্পিউটার টিপস,ট্রিকস, সফটওয়্যার, গেম রিভিউ, সর্বশেষ প্রযুক্তি সহ আরও অনেক কিছু।
টেকসময় - সময়ের সাথে প্রযুক্তি
আশা করি, আপনাদের এই সাইটটি ভালো লাগবে। আমরা আমাদের যাত্রা মাত্র অল্প কিছুদিন আগেই শুরু করেছি। আমাদের এই পথচলা হবে অসীম-অনন্ত।
টেকসময় - সময়ের সাথে প্রযুক্তি...
বর্তমানে, টেকসময় সাইটটি ইংরেজিতে রয়েছে...
সবাইকে লিখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
Hm. porlam abong technology sarai somoy nosto korlam….. :p