কোরবানি ঈদের টুকিটাকি আইটেম

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

কোরবানি ঈদ অতি নিকটে, কোরবানির গরু/ছাগল নিশ্চয়ই কিনেছেন বা কিনবেন। তবে শুধু কোরবানির গরু কিনে ক্ষান্ত হলে চলবে না। যেহেতু কোরবানির ঈদ, তাই পশু জবাই থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ রয়েছে অনেক ঝামেলা। দরকার অনেক প্রয়োজনীয় সরঞ্জাম। কোরবানি করতে প্রয়োজন হবে ছুরি ও চাপাতি। তেমনি চামড়া ছাড়াতে, মাংস বানাতে প্রয়োজন হবে ছুরি, চাকু, দা, কুড়াল, কাঠের গুঁড়ি।

শুধু এগুলোই নয় মাংস তৈরীর প্রক্রিয়া শেষে রয়েছে রান্নার ঝামেলা। দ্রুত রান্না সেরে নিতে প্রয়োজন দাকারি কিচেন আইটেম। কোরবানি ঈদে আপনারা যেন ঝামেলা মুক্ত থাকতে পারেন এজন্য দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল নিয়ে এসেছে কোরবানির টুকিটাকি আইটেম। যারা ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও সিলেটে রয়েছেন তারা এখনি অর্ডার করলে ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে যাবেন। চলুন কোরবানি ঈদের কিছু টুকিটাকি আইটেম দেখে নেই।

চাপাতি, ছুরি-চাকু


পশুর চামড়া ছাড়ানোর জন্য ছুরি-চাকুর প্রয়োজনীয়তা অনেক। তবে চাকু যেন অনেক ধারালো হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তা ছাড়া হাড় থেকে মাংস ছাড়াতে ছুরি ব্যবহার করা হয়। ছোট থেকে বড় অনেক সাইজের ছুরি-চাকু আজকেরডিলে পাওয়া যাচ্ছে।

গ্রাইন্ডার

মসলা জাতীয় যেকোন কিছু ঝটপট ব্লেন্ড করার জন্য আজকেরডিলে পাবেন অত্যাধুনিক গ্রাইন্ডার।

নাইসার ডাইসার প্লাস

ফলমল বা অন্যান্য সব ধরনের সবজি যদি কাটতে চান তাহলে নিয়ে নিতে পারেন নাইসার ডাইসার প্লাস।

মিট গ্রাইন্ডার

যারা মজাদার মাংসের কিমা তৈরী করতে চান তাদের জন্য আদর্শ টুলস হতে পারে মিট গ্রাইন্ডার। এটির মাধ্যমে মাংসের কিমা তৈরি করা যায় খুব সহজেই। হাই কোয়ালিটিব্র্যান্ড নিউ এই টুলসটিতে মাংস রেখে হাত দিয়ে ঘুরালেই কিমা সাইজের জন্য যেরকম শেপ দরকার এটি সেই ধরনের শেপ তৈরী করে দিতে পারে।

ওয়েট স্কেল

কোরবানির মাংস সুষ্ঠ ভাবে পরিমাপ করার জন্য কিনে নিতে পারেন ওয়েট স্কেল। ছোট বড় সব ধরনের মাপামাপির কাজে এটি ব্যবহৃত হচ্ছে। আপনার বাড়ির ওজন মাপার টুকিটাকি কাজের জন্য এই ওয়েট স্কেলটি কিনে নিতে পারেন।

নাইফ শার্পনার


খুব সহজেই যে কোন ছুরি ধার করতে ব্যবহার করুন নাইফ শার্পনার! বাড়ির গৃহস্থালি কাজের যেসব ছুরি কাচি রয়েছে সেগুলো ধার দিতে আজই নাইফ শার্পনার কিনে নিন।

বারবিকিউ গ্রিল মেশিন

ঈদ আসলেই শুরু হয়ে যায় পরিবার-পরিজন, বন্ধুবান্ধদের বাড়িতে বেড়াতে যাওয়া আর বিভিন্ন পার্টির আয়োজন করা। বিশেষ করে কোরবানি ঈদে বারবিকিউ পার্টি হতে পারে মজার অন্যতম একটি অনুষঙ্গ। কারন কোরবানি ঈদে গোশত থাকেই সেজন্য বারবিকিউ করা সো ইজি। বারিবিকিউ যে শুধু বাইরেই হবে তা কিন্তু না অনুসঙ্গ থাকলে ঘরেও হতে পারে বারবিকিউ। এজন্য নিয়ে নিতে পারেন বারবিকিউ গ্রিল মেশিন।

মসলা

মসলা রান্নার অন্যতম একটি উপাদান। খাবারের স্বাদ বাড়াতে মসলার জুড়ি নেই। আশাকরি তাদেরকে নির্ভেজাল মসলা পৌঁছে দেবার নিশ্চয়তা নিয়ে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল গড়ে তুলেছে বিভিন্ন মসলার কালেকশন। আজকেরডিল থেকে মসলা কিনে নিন।


বন্ধুরা, কোরবানি ঈদের সব ধরনের টুকিটাকি আইটেম আপনি আজকেরডিলেই পাবেন। যারা ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর এবং সিলেটে রয়েছেন তারা অর্ডার করলে ২৪ ঘন্টার মধ্যে পণ্য পেয়ে যাবেন। ঢাকার বাইরে ১ সপ্তাহ সময় লাগবে। যারা দরকারি আইটেম কিনতে চাচ্ছেন তাদের বলে রাখি আজকেরডিলে চলছে ২০% ক্যাশব্যাক। আপনি যেকোন পণ্য কিনে বিকাশ পেমেন্ট করলে সাথে সাথে ২০% ক্যাশব্যাক পাবেন। আর অ্যাপস থেকে অর্ডার করলে ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি পাবেন।

➡ সো এখনি আপনার দরকারি টুকিটাকি আইটেম কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল মানের কিছু ঘড়ির কালেকশন পেতে ভিসিট করুন http://www.republicstorebd.com