এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আজ আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস। পৃথিবীর সব দেশের সব শ্রেণীর সব পেশার মানুষ এই দিনটি তার প্রিয় বন্ধুর জন্য উৎসর্গ করে। বন্ধু দিবসে ভালোবাসা, নির্ভরতা, বিশ্বাস ও প্রতিশ্রুতিই হচ্ছে বন্ধুর জন্য একজন বন্ধুর সবচেয়ে বড় উপহার। তবুও ভালোবেসে ভিন্নরকম কিছ যদি উপহার দেওয়া যায় সেটি হবে বন্ধুর জন্য বড় পাওয়া।
ডিজিটাল এই যুগে বন্ধুর জন্য ডিজিটালি কি উপহার দেওয়া যায় সেই চিন্তা যারা করছিলেন তাদের জন্য দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল নিয়ে এসেছে যত খুশি তত বন্ধুকে ১০০ টাকা করে উপহার দেবার সুযোগ। যত বন্ধুকে জানাবে তত বন্ধুই্ আজকেরডিলের অ্যাপস ইন্সটল করে রেফার কোডের মাধ্যমে ১০০ টাকা উপহার জিতে নিতে পারবে।
বন্ধু দিবসের জন্য আজকের ডিলের স্পেশাল ফ্রেন্ডশিপ ডে কোড BONDHU2018 । আপনার বন্ধু আজকের ডিলের অ্যাপ ইন্সটল করে এই কোডটি ব্যবহার করলেই তার অ্যাপ ওয়ালেটে পৌঁছে যাবে ১০০ টাকা! যা দিয়ে আজকেরডিল থেকে যে কোন কিছু শপিং করা যাবে।
কোডটি ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে আজকেরডিলের মোবাইল অ্যাপস ইন্সটল করতে হবে (আজকেরডিল অ্যাপসটি ইন্সটল করতে এখানে ক্লিক করুন)। তারপর অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অ্যাপসটির সাইড বারে ক্লিক করলে রেফার কোড অ্যাপ্লাই করার বক্স পাবেন। সেখানে ফ্রেন্ডশিপ ডে কোড BONDHU2018 লিখে অ্যাপ্লাই করুন। তারপর ব্যালেন্স চেক করুন দেখবেন ১০০ টাকা আপনার ওয়ালেটে যুক্ত হয়ে গেছে। বিঃ দ্রঃ (এই কোডটি শুধু মাত্র ৫ই আগস্টের জন্য প্রযোজ্য)
ভালোবাসার নিদর্শন রাখতে বন্ধু দিবসে আপনিও আপনার কাছের বন্ধুকে দিতে পারেন এ রকম কিছু বিশেষ উপহারের খোঁজ। যারা বন্ধুকে কোন উপহার দিতে পারছেননা তাদের জন্য মার্কিন লেখক হেনরি ডেভিড থিওরোর একটা উক্তি তুলে ধরলাম। তিনি বলেছিলেন, ‘আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি, তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। বন্ধু দিবসে ভালোবাসা, নির্ভরতা, বিশ্বাস ও প্রতিশ্রুতিই হচ্ছে বন্ধুর জন্য একজন বন্ধুর সবচেয়ে বড় উপহার।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।