কোরবানি ঈদের কয়েকটি সেরা পাঞ্জাবি!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

আর ক’দিন বাদেই পবিত্র ঈদ-উল-আযহা। এজন্য ঈদের ফ্যাশন নিয়ে অলরেডি হৈ চৈ শুরু হয়ে গেছে। ফ্যাশনে যাই চলুক ঈদে ছেলেদের কমন পোশাক কিন্তু পাঞ্জাবি। আপনাকে যদি প্রশ্ন করা হয় ঈদে কি কিনলেন? আমার মনে হয়, উত্তরে পাঞ্জাবির পাধান্যই বেশি থাকবে। আর সে কারণেই ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় ফ্যাশন হাউস ও বর্তমান সময়ে জনপ্রিয়তা পাওয়া অনলাইন শপগুলো সাজিয়েছে পাঞ্জাবির পসরা। চলুন কোরবানি  ঈদের কয়েকটি সেরা পাঞ্জাবি দেখে নেই।

ঈদ ফ্যাশনের লেটেস্ট পাঞ্জাবি গুলো দেখার ঢুঁ মারলাম দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলের ওয়েবসাইটে।  ঈদ উপলক্ষ্যে তাদের সাইটে নতুন নতুন পাঞ্জাবির সংগ্রহ চোখে পড়ার মত। পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন, বেশি দেখলাম শর্ট আর সেমি লং পাঞ্জাবি। পাঞ্জাবি যেন হয়ে উঠেছে ডিজাইনারের রংকরা ক্যানভাস। ছেলেদের ফ্যাশনের কথা মাথায় রেখে তারা শুরু করেছে ঈদের কালেকশনের কেনাবেচা। আর বিভিন্ন অফার দিচ্ছে আজকেরডিল। একজন ক্রেতা সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশবাকও পেতে পারেন আজরেকডিল থেকে।

আজকাল নানা রকম রং ও নকশার পাঞ্জাবি পরছে ফ্যাশন সচেতন যুবকরা। একই সঙ্গে নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ার শখ কিশোর, তরুণ, বৃদ্ধ সবারই। পাঞ্জাবি ছাড়া পুরুষের ঈদ এক কথায় অসম্ভব। গরমের কারণে পাঞ্জাবির কাপড়ে সুতি ও কিছুটা হালকা কাজের প্রাধান্য নজরে এসেছে এবারকার ঈদের পাঞ্জাবির কালেকশনে।

এ প্রজন্মের তরুণরা একটু বেশি স্টাইলিশ তাইতো তারা লং পাঞ্জাবির চেয়ে সেমি লং পাঞ্জাবিতে বেশি স্বাচ্ছন্দবোধ করে। এবারের ঈদ উপলক্ষ্যে ইতিমধ্যে পাঞ্জাবি ও টি-শার্টের দোকানগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। দোকানীরা বলছে প্রতি বছরের মত এবারও সেমি লং পাঞ্জাবির চাহিদাই বেশি। কারণ এ ধরনের পাঞ্চাবি পরতে যেমন আরাম ঠিক তেমন স্টাইলিশ। এই ঈদে আপনি যদি স্টাইলিশ লুক আনতে চান তাহলে সিমি লং পাঞ্চবি কিনে নিন।


এবারের ঈদ ফ্যাশনে বাহারি সব পাঞ্জাবি গুলোর মধ্যে লং পাঞ্জাবির ডিজাইনে বেশ পরিবর্তন আনা হয়েছে। আগেকার ভাবধারা থেকে বেরিয়ে লং পাঞ্চাবিতে স্টাইলিশ ভাব নিয়ে আসা হয়েছে। তরুণ, মধ্যবয়স্ক এবং বৃদ্ধদের কথা চিন্তা করে লং পাঞ্চাবিতে ভিন্ন ভিন্ন পরিবর্তন এসেছে। লং পাঞ্চবি পরতে বেশ আরামদায়ক। জিন্স প্যান্টের সাথে পরলে এটি বেশ মানিয়ে যাবে।


এবারের ঈদে বাহারি চেকের পাঞ্জবি তরুণদের নজর কেড়েছে। ঈদে ফ্যাশনেবল চেক পাঞ্চবি তৈরীতে সুতী কাপড় ও দেশীয় ঐতিহ্য ফুঁটিয়ে তোলা হয়েছে। হাল ফ্যাশনের সমসাময়িকতার সাথে এটি বেশ জনপ্রিয় হয়ে উছেঠে। ঈদ সহ ঐতিহ্যবাহী যেকোনো অনুষ্ঠানে চেক পাঞ্জাবিতে দারুণ মানবে। সুন্দর ডিজাইনের হালকা হাতের কাজ এই পাঞ্জাবিকে আরও আধুনিক করেছে।

ঈদে সবাই চায় নিজেকে উৎসবের রঙে রাঙিয়ে নিতে। যে করনেই এবারের ঈকে সামনে রেখে ফ্যাশনহাউসগুলো কালারফুল পাঞ্চাবির বাহারি সাজে সেজেছে। রাজধানীর বিভিন্ন বিপণি বিতান ও অনলাইন শপ গুলোর ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, নানা রকম রং ও ডিজাইনের কালারফুল পাঞ্জাবি বিক্রি হচ্ছে। তবে তরুণদের মধ্যে এবার ঈদে বিভিন্ন স্টাইপের কাজ করা শর্ট পাঞ্জাবির চাহিদাই বেশি। শধ্য বয়স্করা কিনছেন সাদা ও হালকা রঙের পাঞ্জাবি।

 

এবারে অফলাইন মার্কেট গুলোর চাইতে অনলাইনে ঈদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। আপনিও অনলাইন থেকে কিনতে পারবেন আপনার পছন্দের পাঞ্জাবিটি। অনলাইন শপ থেকে ভালো মানের পোশাক কিনতে আস্থা রাখতে পারেন দেশের সেরা অনলাইন শপিংমল আজকের ডিলের উপর।

➡ আজকের ডিলের পাঞ্চাবি কালেকশন দেখতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস