এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
নিজের ঘরটা গুছিয়ে পরিপাটি রাখতে কে না চায়? সবাই যে যার মত অন্দরসজ্জায় এক্সপার্ট। তবে মানুষের রুচিবোধের সঙ্গে মিল রেখে ঘরের অন্দরসজ্জায় নতুনত্ব আনার জন্য প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে আসবাবের ডিজাইন। ফ্যাশনসচেতন এবং পরিপাটি থাকার জন্য কিন্তু এগুলো খেয়াল রাখাটাও জরুরি। বই, জুতা, শার্ট-প্যান্ট সহ অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র রাখার জন্য বাজারে এসেছে নান্দনিক সব শেলফ ও র্যাক।
একসময় যে আসবাবগুলো ছিল ঘরের নিত্যপ্রয়োজনীয় বস্তু, সময়ের পরিবর্তনে এর সঙ্গে যুক্ত হয়েছে নান্দনিকতার বিষয়টিও। কাজের উপযোগিতার সঙ্গে সৃজনশীলতার মিশ্রণ ঘটিয়ে সব ধরনের আসবাবেই আনা হচ্ছে দৃষ্টিনন্দনের ছোঁয়া। একটা সময় ছিল, যখন বাড়িতে জুতার তাক হতো তিন বা চার ধাপবিশিষ্ট রট আয়রন বা লোহার তাকের। যেখানে জুতা জোড়া সুন্দরমতো গুছিয়ে রাখলেও তাকটি দৃষ্টিনন্দন না হওয়ায় ঘরের সৌন্দর্যহানি ঘটে। এখন মানুষের শৌখিনতার বিষয়টি মাথায় রেখে আসবাবের প্রতিষ্ঠানগুলো তৈরি করছে নিত্যনতুন জুতার তাক বাক্স।
বর্তমানে বই থেকে শুরু করে সব ধরনের ব্যবহার্য জিনিস ব্যবহার করার জন্য শেলফ গুরুত্বপূর্ণ। কাপড় রাখার জন্য হ্যাংগিং র্যাক সহ বিভিন্ন ধরনের শেলফ ও ওয়্যারডব পাওয়া যায় যা দিয়ে আপনি আপনার কাপড় সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। অগোছালো হলে কোনো কিছুরই সৌন্দর্য ভালোমতো ফুটে ওঠে না। আবার অল্প জায়গায় একসঙ্গে অনেক কিছু গুছিয়ে রাখাও মুশকিল। তাই অল্প জায়গায় একটা র্যাক বা শেলফ রাখলে সবগুলো জিনিস একসাথে রাখতে পারবেন।
যাদের বাসায় কাপড়-চোপড় এদিক ওদিক ছড়িয়ে পুরো ঘরের বেহাল দশা হয়ে থাকে ওয়্যারড্রোবে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে নিমেষেই। ঘরের যেকোনো এক জায়গায় রেখে পরিপাটিভাবে সব গুছিয়ে রাখতে ওয়্যারড্রোবের তুলনা নেই। কাপড় ছাড়াও যারা ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুরো গুছিয়ে রাখতে চান তারা একটা ক্যাবিনেট নিয়ে নিতে পারেন।
দেয়ালেও আজকাল শেলফ জুড়ে দেওয়া যায়। সৌন্দর্য্য বাড়াতে ঘরে জুড়ে দিতে পারেন ফ্লোটিং শেলফস বা দেয়ালে লাগানো তাক। এতে জায়গা যেমন বাঁচবে, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়বে। খাবার ঘর, বসার ঘর কিংবা শোয়ার ঘর যেখানেই হোক না কেন প্রয়োজন অনুসারে দেয়ালে ফ্লোটিং শেলফ লাগিয়ে নিতে পারেন। বসার ঘরে এখন অনেকেই টেলিভিশন রাখার জন্য সুদৃশ্য তাক কিংবা দেয়ালে লাগানোর এ তাক ব্যবহার করেন। একসঙ্গে বেশ কয়েকটি তাক থাকে এতে। তবে কেউ চাইলে নিজের পছন্দমতো নকশায়ও বানিয়ে নিতে পারেন। যেহেতু দেয়ালে সংযুক্ত, তাই জায়গা বেঁচে যায় অনেকখানি। আবার দেখতেও সুন্দর লাগে। রুচি অনুযায়ী শোপিস রাখতে পারেন তাকে।
দেশের সবচেয়ে বড় অনলাইন শপ আজকেরডিলে বিভিন্ন ধরনের নান্দনিক সব শেলফ ও র্যাক পাওয়া যাচ্ছে। পোর্টেবল, ফোল্ডিং ও কাঠের যেকোন ধরনের র্যাক ও শেলফ কিনতে চাইলে আজকেরডিলের উপর ভরসা রাখতে পারেন।
➡ ঘরটাকে পরিপাটি করতে নান্দনিক সব শেলফ ও র্যাক কিনুন এই লিংকে ক্লিক করে।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।