ছেলেদের ফ্যাশনে সু ও স্যান্ডেলের কয়েকটি সেরা কালেকশন

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

ফ্যাশনে নিজেকে ট্রেন্ডি করে তুলতে বাহারি সব অনুসঙ্গ ট্রাই করেন ছেলেরা। চুলের স্টাইল, পোষাক, জুতা-স্যান্ডেল, রোদচশমা ইত্যাদি সব ব্যাপারেই ছেলেরা এখন আগের চাইতে অনেক বেশি সচেতন। পা থেকে মাথা পর্যন্ত সবখানেই ফিট দেখাতে চায় ছেলেরা। এজন্য বর্তমান ফ্যাশনে সু ও স্যান্ডেলকে বেশ গুরুত্ব দিচ্ছে ছেলেরা। পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে খুঁজে নিচ্ছেন ফ্যাশনেবল জুতা বা স্যান্ডেল। আপনি যদি ফ্যাশনে নিজেকে আরও ট্রেন্ডি করে তুলতে চান তাহলে  নিচের সেন্ডেল গুলি আপনার জন্য।

ক্যাজুয়াল স্যান্ডেল ও সু

 

ছেলেদের ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবে প্রথমেই আসে জুতা-স্যান্ডেলের প্রসঙ্গ। আগে স্যান্ডেলের ট্রেন্ড হিসেবে একটু পা ঢাকা স্যান্ডেলের চলই বেশি ছিল কিন্তু এখন ফিতাযুক্ত ক্যাজুয়াল স্যান্ডেল বেশি চলছে।  যেকোন পোশাকের সাথে ক্যাজুয়াল স্যান্ডেল ও সু গুলো বেশ মানিয়ে যায়।

 

বিশেষ করে জিন্স প্যান্ট ও টিশার্টের সাথে ক্যাজুয়াল স্যান্ডেল বেশ মানান সই। এছাড়া হালকা ডিজাইনের স্যান্ডেল পরতে পারেন পাঞ্জাবীর সাথেও। পাঞ্জাবির সাথে পড়বার উপযোগী পাতলা সোল এর ডিজাইন করা স্যান্ডেলেরও কাটতি রয়েছে কমবেশি। এছাড়া যারা জিন্স দিয়ে হাই শোল্ডার পাঞ্জাবী পড়বেন তারা এর সাথে পড়তে পারেন বাহারী ডিজাইনের স্নিকার্সও।

 

বর্তমানে জুতার রঙের ক্ষেত্রেও এসেছে দারুণ বৈচিত্র্য। আগের মতো শুধু কালো, সাদা, খয়েরিতেই সীমাবদ্ধ থাকছে না ছেলেদের জুতা। লাল, নীল, সবুজ, হলুদ, কমলা ইত্যাদি সব রং-ই পোশাকের সঙ্গে মিলিয়ে অনায়েসেই পরছে ছেলেরা। তাই দোকানিরা ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে তরুণদের ফ্যাশনের কথা মাথায় রেখে গতানুতিক জুতার পাশাপাশি রঙচঙের কালেকশনও রেখেছে। বিশেষ করে সব জুতার দোকানেই আছে রঙিন লোফারের অনেক রকম ডিজাইনের কালেকশন।

ছেলেরা সাধারণত অফিস বা শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে ব্লেজার, কোট-প্যান্ট, টাই এসবের সঙ্গে অর্থাৎ ফর্মাল ড্রেসের সঙ্গে ফর্মাল শু অথবা পার্টি শু পরতে পছন্দ করে। তাছাড়া এই গরমে হালকা ও স্টাইলিশ শু বেশি পছন্দ করছেন। যারা নিয়মিত জিন্স পরেন তারা কেডস ও মানানসই স্যান্ডেল বেশি পরছেন। এ ছাড়া মেয়েদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের নানা রং ও ডিজাইনের জুতা পাওয়া যাচ্ছে।

ছেলেদের এইসব স্টাইলিশ সু ও স্যান্ডেলের জন্য জন্য প্রথমেই ঢুঁ মারতে পারেন। দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিলের ওয়েবসাইটে। তাদের কালেকশনে ছেলেদের জন্য ট্রেন্ডি স্যান্ডেলের বাহারি সংগ্রহ রয়েছে। রয়েছে হাজারও জুতার কালেকশন।

ঘরে বসে বাহারি জুতা স্যান্ডেল কিনতে ➡এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস