আজকেরডিলে পাচ্ছেন ফুড ব্যবহারেজের হেলদি কালেকশন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

সব ধরনের শপিং আইটেমের পাশাপাশি ফুড ব্যবহারেজের তরতাজা কালেকশন পাওয়া যায় দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকেরডিলে। মূলত খাঁটি ও টাটকা খাদ্যসামগ্রী তুলে দেবার জন্যই আজকেরডিলের এই আয়োজন। আজকেরডিলের ফুড ব্যবহারেজ মধ্যে বেবী ফুড, মিষ্টি, দই, মধু, কেক, চকোলেট ও ক্যান্ডি, জ্যাম, জেলি ও আচার, ড্রাই ফুড/ স্ন্যাক্স, ড্রিংকস অ্যান্ড ব্যবহারেজ, তেল, ঘি ও মসলা, চাল, ডাল, মাছ ও শুটকীসহ বিভিন্ন রকমের ফলমূল রয়েছে। চলুন আজকেরডিলের কিছু ফুড ও ব্যবহারেজ আইটেম দেখে নেই।

মাষকালাই ডালঃ


মাষকলাই ডাল শুধু এমনি এমনি রান্না হয় না, মাছ-মাংস-সবজি—এসবের সঙ্গে এ ডালযোগে রান্না হয় উপাদেয় ব্যঞ্জন। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এর চাষ বেশি হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেন, মাষকলাইয়ের ডালে শতকরা ২০ থেকে ২৩ ভাগ আমিষ থাকে। প্রোটিন ও ভিটামিন বি-এর সমৃদ্ধ উৎস হলো এই ডাল। এ ডাল পেট কেচে বর্জ্য নামিয়ে দেয়। সঙ্গে পুরুষের শুক্রাণুও বাড়ায়। রুচিকর ও বলবর্ধক বলে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগানদাতা এই ডাল। ডাল কিনতে ছবিতে ক্লিক করুন।

কাঁচা বাদামঃ

ভাজা বাদামের বদলে কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করলে ভাল। কাঁচা হজম করতে না পারলে পানিতে ভিজিয়ে খাবেন। পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখলেই খোসাটা উঠে যায়। গর্ভবতী মহিলা, বাড়ন্ত শিশু ও মেনোপোজ হয়ে গেছে এমন নারীদের জন্যও কাঁচা বাদাম ভীষণ জরুরি। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ঘরে বসে কাঁচা বাদাম কিনতে এখানে ক্লিক করুন

আউস চালঃ

দেশী মোটা লাল চালের উপকারিতা সবারই জানা, মেশিনের মাধ্যমে প্রস্তুতকৃত এই আউশ চাল পুষ্টিগুণে সমৃদ্ধ। খিচুড়ি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরীতে এই চাল ব্যবহার করতে পারেন। চাল কিনতে এখানে ক্লিক করুন

কিশমিশঃ


আকারে ছোট হলেও কিশমিশ পুষ্টিগুণে ভরপুর। আঙ্গুর শুকিয়ে কিশমিশ প্রস্তুত করা হয়। আঙ্গুর থেকে কিশমিশ প্রস্তুত করার সময়ে তাপ দেয়া হয় যার ফলে ফ্রুক্টোজ জমাট বেঁধে কিশমিশে পরিণত হয়। কিশমিশে প্রচুর পরিমাণে ভিটামিন বি, আয়রন, পটাশিয়াম ও কার্বোহাইড্রেট থাকে। ক্যান্সার, হাইপার-টেনশন, কোষ্ঠকাঠিন্য, জ্বর, অ্যানিমিয়া, রক্তে অম্লের আধিক্য (Acidosis) সহ বিভিন্ন রোগ নিরাময়ে কিশমিশ খুবই কার্যকরী। কিশমিশ কিনুন

কাঠ বাদামঃ

কাঠবাদাম হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি দেহ তেকে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে। ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালমন্ডে উপস্থিত মোনোস্যাচুরেটেড ফ্যাট খিদে কমায় ও পেট ভরিয়ে রাখে। হৃদয় ভালো রাখে অ্যালমন্ড। ক্ষতিকারক কোলেস্টেরল (লো ডেনসিটি লিপোপ্রোটিন) নিয়ন্ত্রণ করে।  কিনতে ক্লিক করুন

লাল খুরমা খেজুরঃ

খেজুর অন্যতম পুষ্টিকর একটি খাবার। অনেকে এটিকে বেহেস্তী খাবারও বলে থাকেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রিয় ফল ছিল খেজুর। তিনি প্রতিদিন সকালে ৭টি খেজুর খেয়ে নাস্তা করতেন। তিনি রমযানের রোযায় সকল মুমিন মুসলমানদেরকে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে বলতেন। খেজুর কিনতে এখানে ক্লিক করুন

অর্গানিক চিড়াঃ

চিড়া অনেকের কাছেই প্রিয় একটি খাবার। সাধারণ ধান থেকে যে চিড়া উৎপন্ত হয় তার থেকে দেশি অর্গানিক আমন আউশ চাল থেকে তৈরি চিড়া খেতে খুব সুস্বাদু ও প্রিটিকন যুক্ত। ব্যচেলররা বাসা খাবার জন্য এই চিড়া কিনে নিতে পারেন। কিনতে এখানে ক্লিক করুন।

উপরের পণ্যগুলো ছাড়াও আজকেরডিল থেকে সফট ড্রিংস, বেবী ফুড, মিষ্টি, দই, কেক, ক্যান্ডি, জ্যাম, জেলি ও আচার, ড্রাই ফুড/ স্ন্যাক্স, ড্রিংকস অ্যান্ড ব্যবহারেজ, তেল, ঘি, মসলা ও শুটকীসহ বিভিন্ন রকমের ফলমূল কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস