এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
কথা বলছি ঢাকা ভিত্তিক একটি লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘রিটজী’ নিয়ে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সিইও মি. আবু রিজভী আল হুসাইন তার পড়াশুনার পাশাপাশি ২০১০ সালে সাইড প্রজেক্ট হিসেবে এই লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ডটি নিয়ে কাজ শুরু করেন। একজন নতুন উদ্দ্যোমী উদ্দ্যোক্তা হিসেবে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছেন মি. রিজভী। বর্তমানে তার ব্যবসা বেশ সমৃদ্ধ এবং প্রতিষ্ঠানটিতে প্রায় ২০ জনের একটি টিম কাজ করছে।
দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিল ডটকম এধরনের নতুন উদ্দ্যোক্তাদের উঠে আসার গল্প তুলে ধরার চেষ্টা করছে। লক্ষ্য একটাই নতুন উদ্দ্যোক্তাদের অনুপ্রেরণা জোগানো। যার ধারাবাহিকতায় আজকের আয়োজন মি. রিজভীর ‘রিটজী আউটফিটস’ নিয়ে।
মি. রিজভীর জন্ম এবং বেড়ে উঠা ঢাকাতে। আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং তারপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ এসসি পাশের পর উচ্চ শিক্ষার জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই তিনি চিন্তা করতেন কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। তাই তিনি টিউশনির পাশাপাশি ছোট ব্যবসা শুরু করেন।
যখন ২০১০ সালে প্রথম ব্যবসা শুরু করেন তখন বিশ্বকাপ ফুটবল চলছিল। সেই সময়ে সর্বপ্রথম থাইল্যান্ড থেকে আমদানিকৃত ডেনিমের ব্যাগপ্যাক আমদানি করার কথা চিন্তা করেন। তার বন্ধু এবং তিনি সিদ্ধান্ত নেন ডেনিমের ব্যাগগুলোতে ফুটবল খেলুড়ে বিভিন্ন দেশের পতাকা, প্রিয় খেলোয়াড়ের জার্সিনম্বর সংযুক্ত করে বিক্রি শুরু করবে। এবং এটার মাধ্যমেই তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়।
ব্যাগ আমদানি করা খুব সহজ ছিল কিন্তু এগুলো ক্রেতাদের কাছে বিক্রি করা মোটেও সহজ কাজ ছিলনা। তাদের পক্ষে হ্যান্ড টু হ্যান্ড পণ্য বিক্রি করা সম্ভব নয়। অনেক চিন্তার পর, তারা শহরের মেগা শপিং মল গুলোকে টার্গেট করে এবং তাদের কাছে পণ্য সরবারহ করার চিন্তা করে। ইনফিনিটি মেগা মল প্রাথমিক অবস্থায় তাদের পণ্যগুলি রাখতে সম্মত হয়। এরপর থেকে তারা তাদের পণ্য সরবারহ শুরু করে। ইনফিনিটি মেগা মলের অধীনে থাকা রিচমেন ও লুবনাইন এর মত প্রতিষ্ঠান গুলোও পর্যায়ক্রমে তাদের থেকে পন্য কেনা শুরু করে এবং তারা মি. রিজভীকে লিস্টেড সাপ্লায়ার করে নেয়।
২০১২ সাল থেকে মি. রিজভী ফ্যাশন ক্রিয়েশন নামক একটি ছোট উৎপাদন সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান দাড় করান। যেখানে তিনি প্রতিটি পন্যের উপর সেলাই ও এম্বডারির কাজ শুরু করেন। খুব অল্প সময়ে ২০১৪ সালে তিনি প্রথম ঢাকার কুড়িল এলাকায় একটি আউটলেট চালু করেন। এর পর থেকে যাত্রা অব্যহত রয়েছে। ২০১৬ সাল থেকে ইকর্মাস চালুন করেন। নিজেদের ওয়েবসাইট ছাড়াও ফেসবুক সহ আজকেরডিলের মত বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে তাদের পণ্য বিক্রি করছেন।
তার ব্যবসায়িক চলার পথ খুব সহজ ছিলনা। প্রাথমিক অবস্থায় তার পরিবার এবং বন্ধুরা তাকে সহযোগতা করেছে। বর্তমানে তিনি এখন স্বাবলম্বী এবং দেশের সফল একজন উদ্দ্যোক্ত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত নিজে কিছু করা আর বর্তমান চাকরি বাজারে চাকরি না খুঁজে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যেই তিনি ব্যবসা শুরু করেন।
রিটজী আউটফিটস বর্তমানে নিজেরাই পোশাক তৈরী করছে। ফেব্রিক সংগ্রহ করে তারপর তারা কোয়ালিটি কন্ট্রোল করে পণ্য উৎপাদন করছে। রিটজী বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের টি-শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ও টাউজার ডিজাইন ও ম্যানুফ্যাক্সার করে। বর্তমানে তার ফ্যাক্টরিতে ১২ জন ফুলটাইম এবং ৩ জন পার্টটাইম কর্মচারী কাজ করছে। অনলাইন অপারেশন পরিচালনার জন্য তাদের দুই জন লোক রয়েছে এবং পোড্রাক্ট ডিজাইনের জন্য দুই জন গ্রাফিক ডিজাইনার রয়েছে।
খুচরা বিক্রি ও রিটজী আউটফিটস থেকে বছরে তারা প্রায় কয়েক মিলিয়ন টাকা আয় করেন। গত আট মাসে তারা অনলাইন থেকে যা আয় করেছে তা তাদের বাৎসরিক ইনকামকে ছাড়িয়ে গেছে। আজকেরডিল সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পন্য বিক্রির মাধ্যমে তারা প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছে। শুধু মাত্র অনলাইনে প্রতি মাসে তারা প্রায় ৮০০ টির বেশি পণ্য বিক্রি করে। পণ্যের গণগত মান বজায় রেখে রিটজী লয়াল কাস্টমারদের ধরে রাখতে সক্ষম হয়েছে। ভাল পণ্য দ্রুত সময়ে গ্রাহকদের সরবারহ করাই তাদের লক্ষ্য।
যাত্রার শুরু থেকেই স্বপ্ন বাংলাদেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড হওয়ার। 'RITZY' র লক্ষ্য প্রত্যেকের জন্য পোশাক সরবরাহ করা, বিশেষ শ্রেণীর জন্য নয়। সবাই যেন সব স্থানে পোশাক পরিধান করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই রিটজী পোশাক তৈরী করে। রাজধানী ঢাকায় রিটজীর একটি স্টুডিও এবং ডিজাইন সেন্টার সহ ব্যবসা পরিচালনা কেন্দ্র রয়েছে। দেশের বাজারে লাইফস্টাইল ব্র্যান্ডগুলির মধ্যে রিটজী খুব দ্রততম ক্রমবর্ধমান প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। অনলাইন সহ খুচরা দোকান গুলোতেও রিটজীর পণ্য পাওয়া যায়।
মি. রিজভী গত একবছর থেকে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলের সাথে মার্চেন্ট হিসেবে যুক্ত আছেন। আজকেরডিলের সাথে তার অভিজ্ঞতা বেশ ভাল, আজকেরডিলের সিইও ফাহিম মাশরুর এবং বিজনেস অপারেশনের হেড সৌরভ তাকে বেশ সহযোগিতা করছে। আজকেরডিলের মাধ্যমে প্রতিদিন তিনি অনেক পণ্য বিক্রি করেন। যা নতুন মার্চেন্টদের জন্যও দৃষ্টান্ত হতে পারে।
-
-
-
-
-
-
ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।
সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।
আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।
আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭ নাম্বারে।
আজকের ডিল ডট কম, সুমনা গনি ট্রেড সেন্টার, প্লট নং - ০২, লেভেল-০৫,পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০
https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন
আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।