হামিদ চাচার ব্যবসায়িক লাভ, LED লাইটের জয়লাভ!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

আজ বলব হামিদুর রহমান সাহেবের গল্প, আমরা যাকে ডাকি হামিদ চাচা। বাবার সঙ্গে বন্ধুত্বের সুবাদে অনেক বছর ধরেই আমাদের সঙ্গে হামিদ চাচার যোগাযোগ। শুনেছি, খুব ছোটবেলা থেকেই দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে বড় হয়েছেন তিনি। তাই, ধনী হওয়াই ছিল হামিদ চাচার জীবনের একমাত্র লক্ষ্য। সেই হামিদ চাচা এখন একটি মাঝারি মানের ফ্যাক্টরির মালিক। কয়েক বছর ধরেই তিনি দারুণ ব্যবসায়িক সাফল্যের মধ্য দিয়ে যাচ্ছেন। মজার ব্যাপার হল, তাঁর এই সাফল্যের পেছনে পরিশ্রম এবং বুদ্ধির পাশাপাশি আছে LED লাইটের ভূমিকা। সেই গল্পই সেদিন তিনি শোনাচ্ছিলেন আমাদের।

হামিদ চাচার ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে এলইডি লাইটের ভূমিকা কীরকম?

কয়েক বছর আগে চাচার ব্যবসায়িক চিত্রটা কিন্তু অন্যরকম ছিল। ব্যবসায় প্রচুর মনোযোগ থাকা সত্ত্বেও লাভের গুঁড় যেন পিঁপড়ায় খেয়ে ফেলছিল তাঁর। শ্রম দিচ্ছেন, মাথা খাটাচ্ছেন, তবু লাভ যেমন থাকার কথা তেমন থাকছিল না। খরচ কমাতে গিয়ে তিনি ফ্যাক্টরির ওয়াশরুমগুলোতে লিকুইড সোপের পরিবর্তে রাখলেন সাধারণ সাবান, তাঁর মূল অফিসের ডাইনিং-এ লিকুইড ডিশ ওয়াশিং এর পরিবর্তে রাখলেন সাধারণ ডিশ ওয়াশিং বার আর হাত মোছার জন্য টিস্যু পেপারের চল উঠিয়ে দিলেন; সেই সাথে কর্মীদের মাঝে সকালের নাশতা বিলিটাও বন্ধ করে দিলেন। তাতে ব্যয় কিছুটা কমলেও, সবাই কম-বেশি অসন্তুষ্ট হল। চাচারও মন খারাপ হল। শেষে কেউ একজন চাচাকে হিসেব করে দেখাল, ফ্যাক্টরির সবগুলো CFL লাইট পরিবর্তন করে LED লাইট সংযোগ করলে খুব সহজেই তাঁর খরচ সাশ্রয় হতে পারে।

LED লাইট ব্যবহার করে এক বছরে খরচ বাঁচল প্রায় ২৩,৭২,৫০০ টাকা!

চাচার ফ্যাক্টরিতে প্রায় ১০ ঘন্টা করে পাঁচ হাজার CFL লাইট জ্বলত প্রতিদিন। এতে করে তাঁর এক দিনে বিদ্যুৎ খরচ হত ৭৫০ ইউনিট করে, আর বছরে পরিমাণটা গিয়ে দাঁড়াত ২,৭৩,৭৫০ ইউনিটে। চাচা জানতে পারলেন, ১৫ ওয়াটের CFL বাল্ব যেমন আলো দেয়, ৫ ওয়াটের একটি LED লাইটও তেমন আলো দেয়, আর তাতে প্রতিদিন ১০ ঘন্টা করে জ্বললে বছরে তাঁর বিদ্যুৎ খরচ হবে ৯১,২৫০ ইউনিট। কম ইউনিট মানেই কম বিদ্যুৎ বিল। ব্যস, আরকি! ১৫ ওয়াটের ৫০০০ CFL লাইটের বদলে ৫ ওয়াটের ৫০০০ LED লাইট জ্বলতে লাগল চাচার ফ্যাক্টরিতে। বিদ্যুতের ইউনিট-মূল্য ১৩ টাকা ধরে যেখানে আগের হিসাবে এক বছরে বিদ্যুৎ বিল আসার কথা ছিল ৩৫,৫৮,৭৫০ টাকা, সেখানে এবার বিল হল ১১,৮৬,২৫০ টাকা! প্রতিটি এলইডি লাইট কমপক্ষে ৫৬,০০০ ঘন্টা জ্বলার ক্ষমতা রাখে। তাহলে নিজেই হিসেব করে দেখুন, এই ৫৬,০০০ ঘন্টায় হামিদ চাচার কত টাকা সাশ্রয় হতে পারে!

কী, বাতির জগতে এলইডি বাতি এক জাদুর নামই, তাই না?

আরও জানা যাবেঃ ০১৮৪১-৫১২ ৫১২

ফেসবুক পেইজঃ http://www.facebook.com/ORELCOBD/

অথবা, ফেসবুকে লগ ইন করে orelcobd লিখে সার্চ করলেই পাওয়া যাবে।

আপনার সমস্যা বলুন সমাধান নিন অতি দ্রুত।

কার্টেসি: OnnoRokom Electronics Co. Ltd.

 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস