এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের বিপক্ষে সচেতন মানুষদের সব সময়ই কথা বলতে দেখা যায়। বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ আশঙ্কাজনক বৃদ্ধির ফলে পরিবেশের উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা তো আর নতুন কথা নয়। কেমন হবে, যদি আমাদের বাসা-বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব ব্যবহারের ফলেই কিছুটা পরিবেশ দূষণ রোধ হয়? শুনতে খুবই আশ্চর্য শোনালেও এটা সত্যি যে, এলইডি বাল্ব পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখে।
কিছুদিন আগে এমন তথ্য জানার পর ঘরের সবকটি সনাতন বাল্ব পরিবর্তন করে এলইডি বাল্ব লাগিয়েছি। আমার মা কেবল গজগজ করছিলেন, অনেকগুলো টাকা তার হাত ফসকে বেরিয়ে গেছে। তবে যখন বলেছি যে, দাম একটু বেশি হলেও এর পরিবেশের হিত সাধনের ক্ষমতা আছে, তখন আমার বৃক্ষপ্রেমী মা একটু নম্র হয়েছেন। আমার মনে হয়েছে, আমার মায়ের মতো অনেকেই হয়তো জানেন না এই তথ্যটি। যারা জানেন না, তারা নিচের ফ্যাক্টগুলো দেখে নিতে পারেন।
এলইডি বাল্ব কীভাবে পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখে?
১। এলইডি বাল্ব বায়ু-দূষণ রোধে ভূমিকা রাখে
কীভাবে? পৃথিবীর অনেক দেশেই ঘরের বৈদ্যুতিক শক্তি আসে কয়লা বিদ্যুৎ-কেন্দ্র থেকে। আর ঘরে ব্যয়িত বৈদ্যুতিক শক্তির অনেকটাই খরচ হয় বৈদ্যুতিক বাল্বের কারণে। এলইডি বাল্ব ব্যবহারে ৭০-৯০ শতাংশ কম শক্তি ব্যয়িত হয় সাধারণ বাল্বের তুলনায়। এতে করে, আরও বেশি কয়লা নির্গত হওয়ার প্রয়োজন সীমিত হয়।
২। গ্রিন হাউজ ইফেক্ট কমায়
U.S. Environmental Protection Agency’র দেয়া রিপোর্ট অনুযায়ী, প্রতিটি আমেরিকান বাড়িতে একটি সাধারণ বাল্বের পরিবর্তে অন্তত একটি এলইডি বাল্ব ব্যবহার করলেও, গ্রিনহাউজ গ্যাস অন্তত ৯ বিলিয়ন পাউন্ড কম নির্গত হবে। এই রিপোর্ট থেকেই পরিবেশ দূষণ রোধে এর গুরুত্বটা টের পাওয়া যায়।
৩। হিসেবে দেখা যায়,
একটি ২৫ ওয়াট CFL বাল্ব বছরে ৩৫১ একক কার্বন, ৫মিগ্রা মার্কারি; এবং একটি ১০০ ওয়াটের ফিলামেন্ট বাল্ব বছরে ১৫০১ একক কার্বন নিঃসরণ করে। অতিবেগুনী রশ্মি তো আছেই; যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেই তুলনায় একটি ৯ ওয়াটের এলইডি বাল্ব বছরে মাত্র ৭.৫১ একক কার্বন নিঃসরণ করে। আর মার্কারি, অতিবেগুনী রশ্মি কিংবা ইনফ্রারেড তো নিঃসরণ করেই না! তাহলে তুলনাটা নিজেই করে নেয়া যায় এখন।
তাহলে বোঝা গেল, “যন্ত্রে জীবন যতই জড়াক, পরিবেশ দূষণ দমবেই”।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।