এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
“এই গল্পটি সম্পূর্ণ সত্য, প্রাইভেসির জন্যে সংশ্লিষ্ট নামগুলো গোপন রাখা হলো”।
শফিক সাহেবের ভুরু কুঁচকে আছে। কিছু একটা নিয়ে তিনি চিন্তিত। একটি নামকরা কোম্পানির ফ্লিট ম্যানেজার তিনি। কোম্পানির প্রায় চল্লিশটি গাড়ি কখন কোথায় যায় সব খবর তাকে রাখতে হয়। ইদানিং তাদের দুটি গাড়িতে সমস্যা হবার কারণে বাহির থেকে গাড়ি ভাড়া করতে হয়েছে। কিলোমিটার ভিত্তিতে চুক্তি। যত কিলোমিটার যাবে, তত ভাড়া পাবে। গড়বড়টা এখানেই হচ্ছে। বাইরের একটি গাড়ি থেকে খুব বেশি বিল আসছে। সম্প্রতি কোম্পানি গাড়িতে প্রহরী ভেহিকল ট্র্যাকিং ডিভাইস ইনস্টল করেছে। এই ডিভাইসের হিসেব অনুযায়ী যত মাইলেজ আসে, গাড়িতে দেখা যাচ্ছে তার প্রায় দ্বিগুণ হয়! এমনটা কেন হচ্ছে? গড়বড়টা কোথায়? শফিক সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়লো।
-হ্যালো প্রহরী কাস্টমার কেয়ার?
-জ্বী বলুন।
-আপনাদের টিমকে এক্ষুণি আমাদের অফিসে আসতে বলুন। জরুরী দরকার।
-ওকে স্যার...
শফিক সাহেব পুরো ব্যাপারটা প্রহরী টিমকে খুলে বললেন। জানতে চাইলেন তারা এই সমস্যার কোনো সমাধান করতে পারবে কি না। প্রহরী টিমের সদস্যরা একে অপরের দিকে তাকালো। তারা সম্ভবত বুঝতে পেরেছে গড়বড়টা কোথায় হচ্ছে।
যে গাড়িটিতে সমস্যা হচ্ছিলো তার ড্রাইভারটিকে তলব করা হলো প্রহরী টিমের পরামর্শ মত। বিগত দিনের মাইলেজ এবং কোথায় কোথায় গাড়ি গিয়েছিলো তা মিলিয়ে নিয়ে দুটি গাড়ি পাঠানো হলো আবার, একই পথ ঘুরে আসতে। একটিতে ড্রাইভারের সাথে গেলেন প্রহরী টিমের একজন, আরেকটিতে শফিক সাহেব এবং প্রহরী টিমের আরেকজন। এবার দেখা গেলো দুটি গাড়িতে একই মাইলেজ রিডিং এসেছে। গত দিনের তুলনায় ড্রাইভারের গাড়িতে মাইলেজ এসেছে অর্ধেক! এবং প্রহরী যে রিডিং দিচ্ছিলো এবার তা গাড়ির মাইলমিটারের সাথে হুবহু মিলে গেলো!
তার কাছে জানতে চাওয়া হলো এর কারণ কী।
এর পরের ঘটনা সংক্ষিপ্ত। ড্রাইভার স্বীকার করলো যে সে বিশেষ উপায়ে গাড়ির মাইলেজ বাড়াতো ওয়্যার এফ এম রেডিওর সাথে সংযুক্ত করে। প্রহরী টিম তার সাথে যাওয়ায় এবার আর সে অসাধু পন্থা অবলম্বনের সাহস পায় নি। শফিক সাহেব নিশ্চিন্ত হলেন যে তার ডিভাইসটি তাকে সঠিক রিডিং দিচ্ছে, এবং তিনি এর ওপর ভরসা রাখতে পারেন।
আরো খুশির ব্যাপার হলো, সেই ড্রাইভার এখন ভালো হয়ে গেছে। এখন আর সে মাইল চুরি করে না।
আমরা আপনার ভরসা হয়ে থাকতে চাই, চাই আপনার টেনশন লাঘব করতে, এবং খরচ কমাতে। আমরা চাই এই সুন্দর গল্পগুলোতে আপনার অংশীদার হতে।
যেকোন জিজ্ঞাসায়- 01708 166 166
অথবা লাইক দিন https://www.facebook.com/prohorivts/
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।