এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
ইন দ্য হ্যান্ড অব তালেবান লেখিকা নিজেই এক উপন্যাস। হ্যা সেই খ্রিস্টান সাংবাদিক () নারী যে কিনা ২০০১ সালে আফগানিস্তান তালেবানদের তথ্য সংগ্রহ করতে গিয়ে অপহৃত হয়। অসম্ভব সাহসী সেই নারী ইভন রিডলি তার আফগানিস্তান যাত্রা থেকে শুরু করে, তাদের সাথে যুদ্ধ, বন্দি হওয়া সময়ের নির্মমতা আর মুক্ত হয়ে স্বদেশে ফিরে এসে ইসলাম গ্রহণ পর্যন্ত পুরো আত্মজীবনী রচনা করেন ‘ইন দ্য হ্যান্ড অব তালেবান’ বইটির মাধ্যমে। ইসলামের দীক্ষায় দিক্ষিত এক নারীর চরম মুহূর্তের কাহিনীগুলো শুনে যে কেউ শিউরে উঠবে। আর তাই আবরার হামীম ()বইটি অনুবাদ করে ছড়িয়ে দিতে চেয়েছেন সবার কাছে।
মহাবীর খালিদ বিন ওয়ালিদ এর ইয়ারমুক যুদ্ধ সময়টা তখন ইসলামের জয়জয়কার। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ইন্তেকালের আগে সমগ্র আরব সাম্রাজ্য ইসলামী আদর্শে এক শাসন ব্যবস্থার আয়ত্তে রেখে গেছেন। এদিকে তৎকালীন শক্তিশালী খ্রিস্টান জাতি বাইজেন্টাইন সহ্য করতে পারছিল না খলিফাদের। তাই বার্জেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস ডাক দিলেন ধর্মযুদ্ধের। সাথে যোগ দিল বেদুইন দল যারা ভাবতো ইসলাম তাদের পরাধীন করে দিয়েছে। বদরের পর ৬৩৬ সালে সংঘটিত হয় আরেক অসম যুদ্ধ ইয়ারমুক যুদ্ধ। সেদিনের সে যুদ্ধে বিজয়ী হয়েছিল মুসলিম সেনাবাহীনি। যে জয়ের সবচেয়ে বড় অবদান ছিল মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর। যুদ্ধের সাথে সাথে এই মানুষটির বীরত্বের বর্ণনা নিয়েই মেজর মোঃ দেলোয়ার হোসেন লিখেছেন ‘মহাবীর খালিদ বিন ওয়ালিদ এর ইয়ারমুক যুদ্ধ’ বইটি। নিজে মেজর হওয়ায় একজন বীর যোদ্ধার বীরত্বের কাহিনী নিপুনভাবে। গেথেছেন লেখক। একেছেন বড় যত্ন করে।
মোসাদ ইসরাইল এর প্রথম প্রধানমন্ত্রী ডাভিড বিন গুরিয়ন এর হাত ধরে পথচলা মোসাদ এর। নাম শুনে বোঝার উপায় নেই আদতে এটি একটি গোয়েন্দা সংগঠন। প্রথম দিকে প্রতিপক্ষের বিরুদ্ধে ইন্টেলিজেন্স ইন্সটিটিউট হিসেবে কাজ শুরু করলেও পরবর্তিতে দেশের স্বার্থে জরিয়ে যায় হত্যাকান্ডসহ নানান নিষ্ঠুর কার্যক্রমের সাথে। এমনই গুরুত্বপূর্ণ সব গোপন তথ্য ও গায়ে কাটা দেয়া অজানা কাহিনী নিয়েই রচিত হয়েছে ‘মোসাদ’ বইটি। ইংরেজি এ বইটি প্রকাশের সাথে সাথে টানা সত্তর সপ্তাহ পুরো বিশ্বে বেস্ট সেলার বই ছিল। যার রুচিশীল শৈল্পিক অনুবাদ করেছেন অনুবাদক প্রবীণ সাংবাদিক কায়কোবাদ মিলন।
সুলতান সুলেমান ইউরোপের ইতিহাসে তিনি ‘গ্রেট ম্যাগনিফিসেন্ট হিরো’ নামে পরিচিত। উসমানিয়া সাম্রাজ্য কিংবা অটোমান সাম্রাজ্য যাই বলি না কেন ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্যের শাসক ছিলেন সুলতান সুলেমান । ক্ষমতাধর এই সুলতানের শাসনকালে ঘটে যাওয়া ঐতিহাসিক কাহিনী অবলম্বনে লেখক রণক ইকরাম রচনা করেন ‘সুলতান সুলেমান’বইটি। যেখানে আছে ক্ষমতা, রাজনীতি, ষড়যন্ত্র আর প্রেমের পূর্ণাঙ্গ রূপ। তাই ভালোলাগাটা এখানে জিইয়ে থাকে শেষ পর্যন্ত।
প্যারাডক্সিকাল সাজিদ সাজিদ চরিত্রটি কোন না কোন সময় আমাদের মনে হয়তো মাথাচারা দিয়ে উঠেছিল। কেউ হয়তো দৃঢ়তার সাথে তাকে দমন করতে পেরেছে। আবার কেউ হয়তো হার মেনে নিয়েছে নাস্তিকতার কাছে। বইটিতে যুক্তির ভাজে ভাজে খন্ডন করা হয়েছে নাস্তিকদের ইসলাম বিরোধী মতবাদ। লেখক আরিফ আজাদ সর্বাত্মক চেষ্টা করেছেন ইসলামের আদর্শে প্রতিটি যুক্তির ধার অক্ষুন্ন রাখার।
এই পাঁচটি বইয়ের সবচেয়ে বড় মিল কোথায় বলুনতো? প্রতিটি বইয়ের মূল উপজীব্য অন্যান্য সব বই থেকে আলাদা। কোথাও আছে বিখ্যাত ঐতিহাসিক কাহিনী, কোথাও বীরত্ব ও সাহসীকতার গল্প, আবার কোথাও আছে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের কথা। সব মিলিয়ে তাই ভিন্ন ধারায় বিচরণের সুযোগ থাকছে বহুল আলোচিত এই বইগুলোতে।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...
ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…