প্রোগ্রামিং এর বস [পর্ব-০৩] :: কম্পিউটার প্রোগ্রামিং এ হয়ে যাক হাতেখড়ি!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

শুরু হয়েছিল সেই ‘০’ আর ‘১’ থেকে। যদিও শূন্য থেকেই সবকিছুর শুরু কিন্তু সেটা যে এক পর্যন্ত এসেই থেমে যাবে তা কে বুঝেছিল?

হ্যা কম্পিউটার ঐ ০ আর ১ এর ভাষাই বোঝে। যাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। আরে বাবা সময়ের সাথে সাথে একটু স্মার্ট হতে হয়তো? কিন্তু কে কার কথা শোনে? বাইরে যতই স্মার্টনেস দেখাকনা কেন ভেতরে ভেতরে সেই আদ্যিকালেই পরে আছে কম্পিউটার।

আজও মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিচ্ছু বোঝে না। তবে মানুষতো আর বসে থাকার পাত্র নয়। তাই কম্পিউটার যতই ফাঁকি দিক না কেন, মানুষ ঠিক জানে কিভাবে ওকে দিয়ে কাজ করিয়ে নেয়া যায়। তৈরি করে নিয়েছে কম্পাইলার। মানুষের ভাষা না বুঝে এবার যাবে কোথায়?

গোবেচারা কম্পিউটার! আগের সেই সুস্বাস্থ্য হারিয়ে একেবারে রোগা হয়ে গেছে। তার ওপর কাজের চাপ বাড়ছে দ্বিগুন হারে! নিজের একটা ফেসবুক একাউন্ট থাকলে এতক্ষণে ফিলিং ইমোশোনাল টাইপ স্ট্যাটাস দিয়ে দিতে পারত। রিঅ্যাকশন ও ভালই পেত মনে হয়। যতই হোক কম্পিউটারের স্ট্যাটাস বলে কথা!

মুশকিল হল গিয়ে প্রোগ্রামিংয়ে। প্রোগ্রামিং করে টুলস তৈরি করতে হয় কম্পিউটারকে কোন সমস্যার সমাধান কিংবা কাজ করানোর জন্য। কিন্তু গবেট কম্পিউটারের মাথায় ব্যাপারটা ঢোকাতে একেবারে ঘাম ঝরে যাচ্ছে মানুষের। তার উপর শিখতে হচ্ছে আলাদা ভাষা সি ল্যাঙ্গুয়েজ

তবে চিন্তার তেমন কিছু নেই। এ বিষয়ে মানুষকে সাহায্য করতে তামিম শাহ্‌রিয়ার সুবিন বেশ যত্ন করে লিখেছেন কম্পিউটার প্রোগ্রামিং বইটি। মূলত সি ল্যাঙ্গুয়েজকেই প্রাধান্য দিয়েছেন। যাদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে কিংবা একেবারেই ধারণা নেই, সবার জন্যই বইটি মঙ্গলজনক।

 

অধ্যায় ভিত্তিক আপনাকে শিখিয়ে দেয়া হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তবে প্রোগ্রামিং ব্যাপারটায় শেষ বলে কিছু নেই। আপনি প্রোগ্রামিং এ পটু হয়ে গেলেও অভিজ্ঞতা শেখাটা চালিয়ে যেতে হবে। প্রথম ধাপে ডাটা টাইপ, ইনপুট আউটপুট, কন্ডিশনাল লজিক, লুপ ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।

প্রোগ্রামিংয়ের বেসিক জানতে আপনি চোখ বন্ধ করে বইটি সংগ্রহ করে নিতে পারেন। তবে পড়ার সময় ব্যাপারটা উল্টো হলেই ভালো।

আজই সংগ্রহ করুন বেস্ট সেলার প্রোগামিং বই,
কম্পিউটার প্রোগ্রামিং (প্রথম খণ্ড) - বইটি পেতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস