এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
নামটা বেশ মিষ্টি!
প্রথম প্রথম শুনতে একটু গায়ে লাগবে। তবে আপনি যদি প্রোগ্রামিং বিষয়ে মোটামুটি অন্ধকারে থাকেন তবে হাবলু নামটা নিশ্চিন্তে মেনে নিতে পারেন।
বর্ণমালায় হাতেখড়ি। হয়তো হাত ঘুরিয়ে, নাহয় গোটা স্লেট ঘুরিয়ে আপনাকে ‘অ’ শেখাতে হয়েছে। কবিতা শুনিয়ে শুনিয়ে একেবারে মাথায় ছন্দগুলো ঢুকিয়ে দেয়া হয়েছে। আর বড়রা এলেই শুরু হয়ে যেত ‘বাবু, একটা কবিতা শোনাও দেখি’। ছেলেবেলায় এসব শেখাতে গিয়ে আপনার বাবা-মা যে পরিশ্রমটা দিয়েছেন। ঝংকার মাহবুব এর পরিশ্রমটাও অনেকটা তার কাছাকাছি বলা যায়। কেননা তার লেখা হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি নতুন প্রোগ্রামারদের জন্য হাতেখড়ি।
শুরুটা হয়েছে চায়ের দোকানে। সামান্য চা তৈরির পদ্ধতি থেকে এই গোমড়ামুখো টাইপ বিষয়টিকে একেবারে উপভোগ্য করে তোলা হয়েছে। চা পাতা, চিনি, কনডেন্সড মিল্ক সব মিলিয়ে হয় চা তৈরির পদ্ধতি। আর পদ্ধতি যখন কম্পিউটার করে তখন তা হয়ে যায় কম্পিউটার প্রোগ্রামিং। শুধু কি তাই ভেরিয়েবল, স্ট্রীং, অ্যারে, ফর লুপ এর মত বাঘা বাঘা বিষয়গুলোকে একেবারে মিনি বেড়াল বানিয়ে ছেড়েছেন লেখক। সব কিছুই বুঝিয়ে দেয়া হয়েছে একেবারে হাবলুদের উপযোগী করে।
বিশ্বে এখন প্রোগ্রামিংয়ের যুগ। যুগের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মানুষ। এতটুকু পিছিয়েছেন তো মরেছেন। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সব প্রতিষ্ঠানে সুযোগ পেতে আপনাকে প্রোগ্রামিং জানতেই হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হল প্রোগ্রামারদের জন্য থাকে টেলিকমিউটিং এর সুযোগ। অর্থাৎ ঘরে বসেই প্রতিষ্ঠানের জন্য কাজ করা।
ব্যস! তবে আর কী হাতের কাছেই যখন আছে ঝংকার মাহবুব এর এমন অসাধারণ বই ‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’। তখন-
‘হাবলুগিরি অনেক হল সফল হবে কবে?
প্রোগ্রামিং শিখতে হলে বইটি পড়তে হবে।’
হাবলুরাও এখন খুব স্মার্ট। প্রোগ্রামিং শিখেই ছাড়বে।
আজই কিনুন “হাবলুদের জন্য প্রোগ্রামিং”।
অর্ডার করুন- এখানে ক্লিক করুন।
ফোন- ১৬২৯৭ বা ০১৫ ১৯৫২ ১৯৭১
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...