বিজ্ঞান কেন বাক্সে? দেখে নিন অন্যরকম বিজ্ঞানাবক্সের চমক!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

ধরো তোমাকে একটি সুদৃশ্য বাক্স উপহার দেয়া হলো। তার মধ্যে কী থাকলে তুমি খুশি হবে? খাবার-দাবার? চকলেট? প্রিয় গেমের ডিভিডি? কাপড়-চোপড়? বই? মোবাইল ফোন? কত কিছুই তো থাকতে পারে! আসো তোমাকে আমাদের বাক্স গুলো দেখাই।

প্রথম বাক্সটির নাম “আলোর ঝলক
এর মধ্যে আছে কাগজ, মোমবাতি, ছিদ্রযুক্ত কার্ডবোর্ড, আয়না, চশমা ইত্যাদি। কী পছন্দ হলো না? ভাবছো এইসব সাধারণ জিনিসপত্র দিয়ে কী হবে?

তাহলে দ্বিতীয় বাক্সটা দেখে নিই! এই বাক্সটির নাম “চুম্বকের চমক
এতে আছে পেরেক, রিড সুইচ, বিভিন্ন ধরনের চুম্বক, তার, পেন্সিল, সুঁই ইত্যাদি! এবারও হতাশ হলে? আচ্ছা দেখছি ব্যাপারটা।

চল দেখা যাক “তড়িৎ তাণ্ডব” বাক্সে কী আছে ? 
জেমস ক্লিপ, সুইচ, কার্ডবোর্ড, পাখা, এলইডি আরো অনেক কিছু। বুঝতে পারছি তুমি অধৈর্য্য হয়ে যাচ্ছো। তাহলে শেষ বাক্সটা দেখে নেয়া যাক চটপট!

  “রসায়ন রহস্য” ।এটা পছন্দ হতে পারে। এতে আছে ফুড কালার, ভিনেগার, চামচ, বেকিং পাউডার...এগুলো খাবার জন্যে নয় কিন্তু!

আচ্ছা এবার ভেঙেই বলি। আপাত দৃষ্টিতে এসব নেহায়েৎ সাদামাটা গৃহস্থালি দ্রব্য। এগুলোর মাঝে বিশেষ কিছুই নেই। আসলেই কি তাই? বিজ্ঞানের সূত্র কাজে লাগিয়ে এসব অতি সাধারণ জিনিস দিয়েও দারুণ সব এক্সপেরিমেন্ট করা যায়।

কী রকম এক্সপেরিমেন্ট?

চারটি বাক্সে প্রায় ১০০ এর মত এক্সপেরিমেন্ট আছে। সেগুলোর কিছু উল্লেখ করা যাক!

১/ ক্যালাইডোস্কোপের রঙিন জগতে প্রবেশ করতে পারবে!

২/ পেরিস্কোপ দিয়ে দৃষ্টিসীমার বাইরের দৃশ্য দেখতে পারবে!

৩/ লুকানো ম্যাসেজ এবং নকশার রহস্যে ডুবে যাবে!

৪/ খেলনা সুপারম্যানকে ওড়াবে!

৫/ সবজি অথবা ফল-মূল দিয়ে লাইট জ্বালাতে পারবে!

এখন নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের বাক্সের ম্যাটেরিয়াল গুলো একদম ফেলে দেয়ার মত না!

হ্যাঁ, এসব দিয়ে যুগান্তকারী কোন আবিষ্কার করা যাবে না। প্রাপ্তি হচ্ছে বিজ্ঞান শেখা এবং নির্মল আনন্দ। আর এই আগ্রহ এবং আনন্দ বজায় থাকলে কে বলতে পারে আজকের অনুজও একদিন হয়ে উঠতে পারে বিজ্ঞানের মহারথী দের একজন!

চলুন, শুরুটা অন্তত করা যাক!

যোগাযোগঃ

সরাসরি কথা বলতে- ০১৮৪৭ ১০৩ ১০২

অনলাইনে- http://www.facebook.com/OnnoRokomBigganBaksho

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস