এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'OnnoRokom Electronics Ltd.'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
জনাব ইকরামুল হক। স্ত্রী আর এক ছেলে রিমনকে নিয়ে তার ছোট্ট পরিবার। রিমন ষষ্ঠ শ্রেনীতে পড়ে, পড়াশুনায় খুবই ভাল। অবশ্য পড়াশুনা করার থেকে সারাদিন খেলাধুলা করতেই বেশি পছন্দ করে রিমন। অতিরিক্ত খেলাধুলা প্রিয় আর চঞ্চল স্বভাবের হওয়ার কারণে ইকরামুল সাহেব কিছুটা চিন্তিত।
এমতাবস্থায় ধরুন যদি এমন হয় রিমন খেলতে খেলতে পড়াশুনা করছে। পাঠকরা নিশ্চয়ই অবাক হচ্ছেন সে কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, প্রোপার প্যারেন্টিং পারে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে। যেমন ধরুন উন্নত দেশ গুলোতে বাচ্চাদের এমন কোন খেলনা বা উপকরণ দেয়া হয় না যা তাদের প্রতিভা বিকাশে কোন অবদান রাখে না।
আপনার সন্তানের জন্যই বা এটা কেন দরকার? পাঠক এ প্রশ্ন গুলোর উত্তর দেয়ার আগে একটা কথা বলুন তো- আমাদের দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিত্র শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক, নামী দামি খেলোয়াড় জন্মালেও বিজ্ঞানী কেন জন্মায় না? ছেলেমেয়েদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের বিজ্ঞান পড়তে কেমন লাগে বলবে খুবই বোরিং। আমরা কি কখনো এগুলো ভেবে দেখেছি ছেলেমেয়েদের কাছে এটা কেন বোরিং মনে হচ্ছে? আসলে পাঠ্য বইয়ের পড়া থিওরি আর হাতে কলমে সেটা করে দেখার মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান।
আর এই ব্যবধানের ফলাফল- ছেলেমেয়েরা মুখস্থের প্রতি ঝুঁকে পড়ছে যা কিনা ৫ দিন ১০ দিন কিংবা ১৫ দিন মনে থাকে, তারপর ভুলে যায়। ফলে যখন তাকে জিজ্ঞেস করা হয় বিজ্ঞান পড়তে কেমন লাগে তখন সেটা বোরিং হিসেবে আখ্যায়িত হয়। কোন কিছু করে দেখানো বা আবিষ্কারের যে আনন্দ প্রোপার বেইজমেন্ট বা বিদ্যালয় গুলোতে পর্যাপ্ত ল্যাব সুবিধার অভাবে শুরু থেকেই বিজ্ঞানের প্রতি তৈরি হয় অনীহা, অথচ যে সময়টা কিনা প্রতিভা বিকশিত হওয়ার উত্তম সময়। ফলে দেশ হারাচ্ছে ভবিষ্যৎ সম্ভাব্য বিজ্ঞানী।
খেলনা বলুন আর পাঠ্য বইয়ের সহশিক্ষা উপকরণই বলুন অন্যরকম বিজ্ঞানবাক্স তেমনই একটি উপকরণ। যার মাধ্যমে ছেলেমেয়েরা খেলাধুলার মধ্য দিয়ে কোন বিষয় নিয়ে চিন্তা কিভাবে করতে হয় তা শিখতে ও বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজে হাতে কলমে করে চিন্তার জায়গাকে প্রসারিত করতে পারবে।
ইতোমধ্যে অন্যরকম ইলেকট্রনিক্স ৩ ধরনের বিজ্ঞানবাক্স বের করেছে। এগুলো হলঃ
আলোর ঝলকে রয়েছে আলোর প্রতিফলন ও প্রতিসরণ নিয়ে ২৫ টি এক্সাইটিং এক্সপেরিমেন্ট,
চুম্বকের চমকে রয়েছে আকর্ষণ ও বিকর্ষণ ধর্মকে কাজে লাগিয়ে ২৬ টি এক্সাইটিং এক্সপেরিমেন্ট এবং
তড়িৎ তান্ডবে রয়েছে বিভিন্ন সার্কিট ও সেন্সরের কাজ নিয়ে ২০ টি এক্সাইটিং এক্সপেরিমেন্ট।
এক্সপেরিমেন্ট গুলো করার জন্য সহায়ক হিসেবে থাকছে প্রয়োজনীয় উপকরণ, একটি ম্যানুয়াল, গল্পের বই ও টিউটোরিয়াল ডিভিডি। খেলাধুলা প্রিয় ছেলেমেয়েরা খেলতে খেলতে বিজ্ঞানের কঠিন ও জটিল বিষয় গুলো খুব সহজেই এক্সপেরিমেন্টের মাধ্যমে করে ফেলতে পারছে, সেই সাথে জানতে পারছে এর পেছনের কারণ গুলো।
আলোর চারদিকে ছড়িয়ে পড়া, ক্যালাডাইস্কোপ বানানো, শব্দ সংকেত তৈরি, ফল-সবজি দিয়ে ব্যাটারী বানানো, মেরু নির্ণয় ইত্যাদি নানা বিষয় নিয়ে রিমন এখন খেলতে খেলতে বিজ্ঞান শিখছে। ইকরামুল হক তার ছেলের হাতে এরকম একটা সহশিক্ষা উপকরণ দিতে পেরে কিছুটা দুশ্চিন্তা মুক্ত। তিনি মনে করেন কোন বিষয় নিয়ে চিন্তা করা তার ছেলেকে সে বিষয়ে লেগে থাকতে শেখাবে। আর চিন্তা ও লেগে থাকার শেষ ফলাফল কোন কিছুর আবিষ্কার তো বটেই। এ উদ্দেশ্য সাধন হলেই দেশ পাবে কিছু অন্যরকম মানুষ, স্বার্থক হবে অন্যরকম বিজ্ঞানবাক্সের পথচলা।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'OnnoRokom Electronics Ltd.'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gd post