এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'MoboMarket'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
স্মার্ট ফোনের যুগান্তকারি বিপ্লবের কথা বলতে গেলে চলে আসে অ্যান্ড্রয়েডের নাম। অ্যান্ড্রয়েড মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে স্মার্ট মোবাইল অপারেটিং এর স্বাধ। আর অ্যান্ড্রয়েড এর দারুন সব অ্যাপ গুলো আমাদের প্রতিদিনেরর কাজ গুলোকে করে তুলছে আরও গোছানো, প্রতিনিয়ত জোগাচ্ছে আমাদের বিনোদনের খোরাক, আমাদের জ্ঞানকে দিচ্ছে চর্চা করার অভিনব সব সুযোগ আর আমাদের ডিজিটাল জীবন ব্যবস্থাকে করে তুলেছে আরও সুষ্ঠু।
তবে নিত্যনতুন অসংখ্য অ্যাপস রিলিজ হচ্ছে প্রতিনিয়ত। অ্যাপ তৈরির হাজার ডেভোলপার, অ্যাপ কোম্পানি আর প্রতিষ্ঠান তৈরি করে চলেছে অগনিত সব অ্যাপস। আবার একই কাজের জন্য রয়েছে একই রকম অনেক অ্যাপ। তাই অসংখ্য অ্যাপ এর ভিড়ে সবচেয়ে ভালো আর কাজের অ্যাপ গুলো খুঁজে বের করা খুবই কষ্ট সাধ্য আর সময় সাপেক্ষ।
গুগলের অফিসিয়াল মার্কেট প্লেস গুগল প্লে স্টোর হলেও এখান থেকে কাজের আর প্রয়োজনীয় আর জনপ্রিয় অ্যাপ সবসময় খুঁজে বের করা খুবই কঠিন। সেই সাথে গুগল অ্যাপ থেকে .apk ফাইল নামানোর কোন ব্যবস্থা নেই। তাছাড়া গুগল প্লে স্টোর থেকে একসাথে একটির বেশি অ্যাপ বা নিজের কালেকশন মত অ্যাপ নামানো সম্ভব হয় না।
এ সবকিছু হাতের মুঠোয় এনে দিতে, অ্যাপ সার্চ ডাউনলোড আর অতুলনীয় অভিজ্ঞতা দিতে আছে Mobo Market
Mobo Market অ্যান্ড্রয়েড এর একটি ফিচার রিচ, ক্রেফ্টেড আর প্রায় ৮ লক্ষ অ্যাপ নিয়ে তৈরি এক সুবিশাল অ্যাপ মার্কেট প্লেস। যেখান থেকে যে কোন সময় যে কোন অ্যান্ড্রয়েড এর অ্যাপ খুবই সহজে ডাউলোড করে ইন্সটল করা যায়।
সবচেয়ে দারুন ব্যাপার Mobo Market এ আপনি যে কোন ফাইল .apk হিসেবে ডালোড করতে পারবেন। সেই সাথে অ্যাপ ছাড়াও Mobo Market থেকে প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় আপডেট হওয়া ওয়ালপেপার আর ভিডিও ডাউলোড ও ইন্সটল করতে পারবেন। যা গুগল প্লে স্টোর এ সম্ভব নয়।
Mobo Market এর সবচেয়ে দারুন একটি ব্যাপর হচ্ছে Mobo Market মার্কেট প্লেস থেকে আপনি যে কোন অ্যাপ ডাউলোড আর ইন্সটল করতে পারবেন কোন ধরনের অ্যাপ ইন্সটল ছাড়াই।
জাস্ট আপনার পছন্দের ব্রাউজার আপনার মোবাইলে ওপেন করুন। কি ক্রোম, কি ফায়ারফক্স, কি UC ব্রাইজার। এরপর যান http://www.mobomarket.net/android-store/ লিংকে আর ব্রাউজ করুন ৮ লক্ষে ও বেশি অ্যাপ আর মাত্র একটি ক্লিকে ডাউলোড আর ইনস্টল করুন।
যেহেতু Mobo Market আপনার পছন্দের যে কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যায়। তাই আপনি ডেস্কটপ থেকে সরাসরি যে কোন অ্যাপস এর .apk ডাউলোড ও ইন্সটল করতে পারবেন। http://www.mobomarket.net/android-store/ ঢুকে যে কোন অ্যাপ এ ডাউনলোড বাটনে ক্লিক করুন আর সাথে সাথে .apk ডাউলোড শুরু হয়ে যাবে। আর সেই .apk আপনি যে কোন ফোনে কপি করে (USB বা Wifi এর মাধ্রমে) নিমিষেই ইন্সটল করতে পারবেন। যা গুগল প্লেতে সরাসি সব্ভম নয়।
যদিও Mobo Market থেকে আপনি ব্রাউজার এর মাধ্যমে যে কোন অ্যাপ ডাইনলোড ও ইন্সটল করতে পারেন তবে মোবাইল ও ট্যাবলটের জন্য Mobomarket এর আছে ফিচার রিচ অ্যাপ যেখানে রয়েছে Mobo Market এর বেশ কিছু চমৎকার ফিচার।
যার মাধ্যমে আপনি অ্যান্ড্রোয়েড এর প্রায় ৮ লক্ষ অ্যাপ ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন অনায়েসে। নতুন নতুন অ্যাপ খুজে পাওয়া, একধরনের অ্যাপ এর কালেকশন, প্রোডাক্টিভ অ্যাপ এর সম্ভার, প্রতিদিনের বেস্ট অ্যাপ, অসংখ্য ওয়াল পেপারের সমাহার, দারুন সব ভিডিও সরাসরি ডাউলোড ও ব্যবহার করতে পারবেন Mobo Market থেকে।
মাত্র একটি ক্লিকে Mobo Market অ্যান্ড্রোয়েড এপ আপনার মোবাইলে বা ট্যাবে ইন্সটল করার জন্য জাস্ট http://m.mobomarket.net/ তে যান এবং Download for Andorid বাটনটিতে ক্লিক করুন। সাথে সাথে Apk ডাউনলোড হওয়া শুরু করবে।
এবার ডাউলোড হওয়া apk তে ক্লিক করুন ইন্সটল প্রসেস গুলো ফলো করুন আর ইন্সটল করুন। যারা অ্যান্ড্রোয়েড এ apk ইন্সটল করতে নতুন তাদের জন্য apk ইন্সটল করতে সেটিংসে গিয়ে Instaal from unknown source অবশ্যই চেকমার্ক করেদিতে হবে তা না হল apk ইন্সটল করতে পারবেন না।
Mobo Market অ্যাপ গুলোকে দারুন সুসজ্জিতভাবে ও বেশ intitute ভাবে ৬ টি সেকশনে ভাগ করা হয়েছে। mobomarket অ্যাপ ওপেন করলেই আপনি এই ৬টি সেকশন ট্যাব হিসেবে দেখতে পাবোন। এই ৬টি সেকশন হলো Discover, Games, Apps, Exclusive, Wallpaper, Video
Mobo Market এর অন্যতম একটি ফিচার হলো এর Discover সেকশনটি। ডিসকভারি সেকশনে আপনি নতুন নতুন অ্যাপ গুলো যে গুলো আপনি এখনও ইন্সটল করেননি সে অ্যাপ গুলো আপনাকে সাজেস্ট করবে। Discover সেকশনটি মুলত আপনাকে নতুন নতুন অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবে যাতে করে আপনি নতুন আর কাজের বিভিন্ন অ্যাপ আবিষ্কার করতে পারেন। এই সেকশনের প্রথমেই পাবেন Daily Best যার মাধ্যমে আপনি প্রতিদিনের Best অ্যাপ এর সাথে পরিচিত হতে পারবেন।
Discovery সেকশনে আরও স্ক্রল করলে আপনি পাবেন weekly best যেখানে প্রতি সপ্তাহের বেস্ট অ্যাপ গুলো পাবেন। এছাড়া আপনি ডিসকভারি সেকশন আরও স্ক্রল করলে আপনি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অ্যাপ সাজেশন দেখতে পারবেন।
এই সেকশনে স্ক্রল করতে থাকলে মাঝ বরাবর একটি ব্যনার পাবেন যাতে লেখা পাবেন check what popular taap to scan। এই ব্যনারটিতে ক্লিক করুন location option on করুন এর মাধ্যমে আপনি আপনার লোকেশন আনুযায়ী কোন কোন অ্যাপ পপুলার তার সাজেশন দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশেনের অন্যান্য ইউজার কোন অ্যাপ বেশি ডাউনলোড করছে সে অনুযায়ী সাজেশন দিবে।
Discovery এর ভিতরে আরেকটি সাব সেকশন হচ্ছে মাস্ট হেভ। Mast have সেকশনে রয়েছে সেইসব অ্যাপ গুলো যে অ্যাপ গুলো না হলেই নয়। এই সেকশনে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন Must have app গুলো সাজানো ররয়েছে। বিভিন্ন ক্যাটাগরির অতি প্রয়োজনীয় বা না হলেই না অ্যাপ গুলো এখানে লিস্ট করা।
এই সেকশনে editor’s choice নামে ক্যাটাগরিতে mobomarket editor কর্তৃক বাছাই করা অ্যাপ গুলো পাওয়া যাবে। এছাড়া Social & Communication, Photography, Music & Video, Life Style, Games, ইত্যাদি ক্যাটাগরির সবচেয়ে বাছাই করা অ্যাপ গুলো পাওয়া যাবে।
সবচেয়ে সুবিধার ব্যাপার হলো প্রতিটি ক্যাটাগরির নিচে আপনি download all নামের একটি বাটন দেখতে পাবেন যাতে ক্লিক করলে আপনি সে ক্যাটাগরির সকল অ্যাপ একবারে ডাউলোড ও ইন্স শুরুহবে। আপনাকে আর একটা একটা করে ডাউনলোড করতে হবে না। যা গুগল প্লেস্টোরো সম্ভব নয়।
Mobomarket এর collection সেকশনটিতে বিভিন্ন কাজের ভিত্তিতে বা বিভিন্ন ভিত্তিতে একই টাইপের অ্যাপ গুলো collection আকারে পাওয়া যাবে। যেমন counter strike collection এ আপনি counter strike জাতীয় গেমস গুলো এক সাথে একটি কালেকশন আকারে পাবেন।
ফলে আপনি যদি counter strike গেমস খেলতে পছন্দ করেন তবে এই কালেকশন থেকে সব গুলো অ্যাপ এক ক্লিকেই আপনার মোবাইল বা ট্যাবে ডাউনলোড করে নিতে পারবেন। এরকমআরও কিছু কালেকশন হচ্ছে Best of 2016 যে হলো ২০১৬ সালের বেস্ট অ্যাপ গুলো নিয়ে একটি কলেকশন, Best games of february যা ফেব্রুয়ারি মাসের বেস্ট অ্যাপ গুলো নিয়ে একটি কালেকশন। আর বরাবরের মত প্রতিটি কালেকশনের অ্যাপ গুলো আপনি মাত এক ক্লিকে ডাউনলোড ও ইন্সটল করতে পারবেন। চাইলে আলাদা ভাবে তো অবশ্যই।
mobomarket এর efficient সেকশনটি চমৎকার একটি সেকশন। বিশেষ করে তাদের জন্য যারা তার স্মার্টফোন বা ট্যাব শুধু বিনোদনের জন্য নয় বরং প্রোডাক্টিভিটি আর কাজ আর বিজনেসের ও পড়াশোনার কাজে ব্যবহার করেন। efficient সেকশনে আপনি আপনার প্রোডাক্টিভিটি কাজ ও বিসনেস অ্যাপ গুলো সুসজ্জিত আকারে পাবেন।
প্রোডাকটিভিটি অ্যাপ গুলো এখানে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন productivity 2016, new start of wor, new start of daily life,new study
ফ্যাশন আর আর লাইফ স্টাইল কে না পছন্দ করে। আর ফ্যাশনেবল লাইফ ইস্টাইল সম্বন্ধে আপটুডেড থাকার জন্য আপনার স্মাট ফোনটিই হতে পারে আপনার সবচেয়ে কাছের বন্ধু।
কি অনলাইন কেনা কাটা, বা নতুন ফ্যাশনের খবর বা নিজের লাইফ স্টাইল অন্যদের কাছে তুলে ধরা। এ সব ধরেন অ্যাপর সমারহ রয়েছে Lify style সেকশনটিতে। মুলত মেয়েদের রূপচর্চা বা গ্ল্যামার ফটো অ্যাপ, অনলাইন শপিং জাতীয় অ্যাপ গুলো দারুন ভাবে খুজে পাওয়া যাবে এখানে।
Mobo market এর অন্যতম চমকপ্রদ একটি ফিচার হলো today,s best app. এটি আপনি mobomarketএর বেশ কয়েকটি সেকশন ও বিভাগ এর ভিতরে দেখতে পাবেন।
এটি খুবই কাজের একটি ফিচার যার মাধ্যমে আপনি প্রতিদিন mobomarket অ্যাপ ওপেন করলেই প্রতিদিনের একটি করে best অ্যাপের সাথে পরিচিত হতে পারছেন ও তা experience করতে পারছেন।
Mobo Market এর প্রতিটি সেকশনে বা ট্যাবের অধিনের অ্যাপ গুলো সুসজি্জত ভাবে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা আছে।
আপনি app এবং গেমস ট্যাবে ক্লিক করে categories ট্যাবে ক্লিক করলে সেই সকশনের অধিনে ক্যাটাগরি আনুযায়ি অ্যাপ গুলো ব্রাউজ করতে পারবেন।
Mobo Market এর টপচার্ট দারুন একটি ফিচার। app AND গেমস সেকশনে এর ভিতে আপনি top chart নামে একটি বাটন খুজে পাবেন। আর এই টপ চার্টে ঢুকলে আপনি Top Weekly যা সপ্তাহের top অ্যাপ গুলো, Hot New যা নতুন জনপ্রিয় অ্যাপ গুলো, Highest Rank যা সেই ক্যাটাগরির সবেয়ে বেশি রেটিং প্রাপ্ত অ্যাপ হিসেবে অ্যাপ গুলো দেখতে পাবেন।
আপনি যে অ্যাপ গুলো ডাউলোড করবেন সে ডাউনলোডের সকল ইনফরমেশন পেয়ে যাবেন Mobo Market এর নিজেস্ব এই ডাউনলোড ম্যানাজারের মাধ্যমে।
ডাউনলোড চলাকালিন এর প্রগ্রেস, কোন ডাউনলোড পস করা, পস করা কোন কোন ডাউনলোড রিজিউম করা, কোন ডাউনলোড বাতিল করা, কমপ্লিট হওয়া ডাউনলোড দেখা, কমপ্লিট হওয়া ডাউনলোড লিস্ট থেকে মুছে ফেলা এসব ধরনের কাজ সেন্ট্রালি Mobo Market এর এই ডাউনলোড ম্যানেজার দিয়ে আনায়াসে করা যাবে যা আপনার ডাউনলোডেড অ্যাপ ম্যানেজ করাকে করে তুলেছে আর সহজ।
যা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না।
চোখ ধাঁধাঁনো আর মনের মত অসংখ্য ওয়ালপেপারের সমারহ পাওয়া যাবে Mobo Market এর wallpaper ট্যাবে।
চমৎকার আর দারুন সব ওয়ালপেপারের অনন্য সব কালেকশন আছে এখানে। তাছাড়া প্রতিদিনই নতুন নতুন ওয়ালপেপার যোগ হয় এখানে।
ওয়ালপেপার গুলো বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা আছে Nature, News, Beauty, Auto, Entertainment তাই আপার রুচি মত আপনার মোবাইল বা ট্যাবে সেট করতে পাববেন নিত্যনতুন ওয়ালপোপার দিয়ে।
mobomarket থেকে ওয়ালপেপার ডাউনলোডের আগে প্রতিটি ওয়ালপেপার এর একটি প্রিভিউ দেখে নিতে পারবেন। তাই আপনার প্রতিটি ওয়াল পেপার আলালাদা আলাদা ডাউনলোড না করেই প্রিভিউ দেখে আপনারপছন্দসই ওয়ালপেপার ডাউনলোড করে এপলাই করতে পারবেন।
Mobomarket অ্যাপের টুল এর ভিতরে রয়েছে আপডেট ম্যানেজার। আপডেট ম্যানেজার এর মাধ্যমে আপনার মোবাইল বা ট্যাবে ইন্সটল থাকা অ্যাপ গুলো আপডেটেড কিনা, কোনো কোন অ্যাপের আপডেট ভার্সন রিলিজ হয়েছে, তা প্রতিটি অ্যাপের লিস্টের পাশে দেখতে পাবেন। সেই সাথে এক ক্লিকে তা আপেডট করে ফেলতে পারবেন।
আপনার মোবাইলের স্পেসের ম্যানেজের জন্য mobomarket এর Uninstall manager টির দারুন কাজের।
এখান থেকেই আপনি দেখতে পাবেন আপনার sd card এর ইউজড ও ফ্রি স্পেস এর পরিমান এবংঅপ্রয়োজনীয় অ্যাপ গুলো নিমিষেই unisntall করে দিতে পারবেন।
আপনার স্মার্ট ফোনের প্রায়ই বিভিন্ন অ্যাপ ইন্সটল করেন আবার আনইন্সটল ও করে দেন। এই ইন্সটল আর আনইন্সটলের মাঝে প্রায় সময় বেশ কিছু আযাচিত বা undeleted ফাইল রয়ে যায়। এ ফাইল গুলো একদিকে যেমন কোন কাজে আসে না ঠিক তেমনি আপনার মোবাইলের অযথা স্পেস দখল করে রাখে যা ধীরে ধীরে আপনার মোবাইলের পারফরমেন্সকে কমিয়ে দেয় কয়েক গুণ।
এই অযাচিত ফাইল গুলো আপনার স্টোরোজের বিভন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তা এ অযাচিত ফাইল গুলো ম্যানুয়ালি খুজে বের করা ও পরিষ্কার করা খুবই কঠিন। আর এই কঠিন কাজটিকে পানির মত সহজ করে দিবে mobomarket এর package cleaner.
mobomarket এর package cleaner চালু করার সাথে সাথে এটি আপনার পুরো ফোন সার্চ করা শুরু করবে। এবং অযাচিত ফাইল ও প্যাকেজ গুলোর লিস্ট আপনার কাছে তুলে ধরবে আপনি আপনার পছন্দ মত সিলেক্ট করে করে অযাচিত ফাইল ডিলিট করতে পারবেন এবং যদি সব অযাচিত ফাইল একবারে ডিলিট করতে চান তবে সে অপশন ও পাবেন।
Mobo Market এর Tools>Settings রয়েছে Mobo Market অ্যাপের নানা ফিচার রিচ সেটিং।
এখানে আপনি ওয়াইফাই ছাড়া ডাউনলোড করলে এলার্ট পাওয়া, ওয়াইফাই থাকাকালীন অটো আপডেট, ইন্সটলের পরপরই apk সয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাওয়া, কোন অ্যাপের আপডেট রিলিজ হলে এলার্ট পাওয়া, Parental control এর মাধ্যমে কী ধরনের অ্যাপ দেখাযাবে তা নিয়ন্ত্রণ করা, Floating Window দেখা, এসকল অপশন পাওয়া যাবে যার মাধ্যমে আপনি আপনার পছন্দ মত অপশন চালু বা বন্ধ করতে পারবেন।
আপনি জেনে সবচেয়ে বেশি খুশি হবেন যে Mobo market আপনি আনার মাতৃভাষা বাংলা ব্যবহার করতে পাবেন। MoboMarket এ ইন্টারফেস ভাষা আপনি সম্পূর্ণভাবে বাংলায় ব্যবহার করতে পারবেন। বাংলা ইন্টারফেস ব্যবহার এর জন্য Tools>Settings>General>Language এ যান সেখান থেকে India (Bengali) নির্বাচন করুন। ব্যস MoboMarket এর পুরো ইন্টারফেস হয়ে যাবে বাংলায়।
Mobomarket সম্প্রতি বাংলা সহ ইন্ডিয়ার মোট ৬টি ভাষা সোপোর্ট যোগ করছে। এগুলো হলো হিন্দি - India (Hindi), India (English), উর্দু - India (Urdu), মারিঠি - India (Marathi), তামিল - India (Tamil)
Mobo Market এর অনুবাদ সংশোধন করে আপনি জিতে নিতে পারেন ফ্রি স্মার্ট ফোন। এর জন্য http://www.mobomarket.net/act/IndiaLandingPage/index.htm এ যনা Download Now বাটনে ক্লিক করে MoboMarket এর APK টি নামিয়ে নিন। আপনার ফোনে ইন্সটল করে নিন।
এবার Tools>Settings>General>Language Indian ভাষার ল্যাঙ্গুয়েজ গুলো নির্বাচন করুন। ইন্টারফেস অনুবাদে যে কোন অসঙ্গতি জনান [email protected] ইমেইল করে। Mobo market Team এর মধ্য থেকে ১০টি সবচেয়ে Useful ইমেইল গুলো বিবেচনা করবে। এবং পুরষ্কার হিসেবে স্মার্টফোন পাঠাবে।
তাই বসে না থেকে এখনই জিতে নিতে পারেন আপনি দারুন চমৎকার স্মার্টফোন
আপনি যদি নিজের মাতৃ ভাষায় অনুবাদে পারদর্শী হন। তবে যোগ দিন Mobomarket এর অনুবাদ টিমে। MoboMarket এর অনুবাদ টিমে যোগ দিতে ইমেইল করুন [email protected].
পরিশেষে বলা যায় Mobo Market আপনার অ্যাপ ডাউনলোড ও ম্যানেজের অভিজ্ঞতাই পাল্টে দিবে। Mobo Market এর মাধ্যমে আপনি যেমন নতুন নতুন অ্যাপস খুঁজে পাবেন সেই সাথে, নিত্য নতুন ওয়ালপেপার ডাউনলোড, অ্যাপ ম্যানেজ, আপডেট ও পরিচালনার নতুন এক আমেজ আবিষ্কার করবেন। তাই
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'MoboMarket' Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যবহার করলাম । সত্যিই চমৎকার । কিন্তু, বাংলা ভাষাটা পেলাম না ।