সাদামাটা গুগল হোমপেজ আর নয়! ব্যবহার করুন একসাথে অনেক সুবিধার বাংলাদেশী হোমপেজ!! এখন ইন্টারনেট ব্রাউজ করুন আরও সহজে আরও দ্রুত গতিতে!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Allquicklinks.com'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

এখন ইন্টারনেট ব্রাউজ করুন আরও সহজে আরও দ্রুত গতিতে!

দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। এর মধ্যে কিছু সাইট আছে নিত্য প্রয়োজনীয়, আর কিছু সাইট আছে মাঝে মধ্যে প্রয়োজন হয়। এ সকল সাইট এবং বিভিন্ন তথ্য খুঁজে নিতে আমরা সাধারণত কোন সার্চ ইঞ্জিন (বিশেষত গুগল) এর সাহায্য নিয়ে থাকি।

ইন্টারনেটে আমাদের সমস্ত ক্ষুধা মেটাতে গুগলের ভূমিকার কোন শেষ নেই। ইন্টারনেট বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় সকল তথ্যই আমরা গুগলের সাহায্যে পেয়ে থাকি। এ কারণে গুগল অনেক কার্যকর এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট। ফলে আমরা গুগলকে ইন্টারনেটের শুরুতে (ব্রাউজারে হোমপেজ করে) রাখতে পছন্দ করি, যাতে প্রয়োজনীয় যে কোন তথ্য সার্চ করার সাথে সাথে পেয়ে যেতে পারি।

তবে হোমপেজ হিসেবে গুগল খুব একটা সুবিধা জনক নয়। কারণ গুগলের কাছে যাবতীয় তথ্য থাকে অদৃশ্যভাবে। যা সার্চ বক্সে টাইপ করে খুঁজে আনতে হয়। ফলে এস.ই.ও জটিলতার কারণে গুগলে অনেক সময় সঠিক তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

আবার, নিত্য প্রয়োজন হয় এমন অনেক দরকারি এবং জনপ্রিয় সাইটগুলাও বারবার টাইপ করে সার্চ করতে হয়, যা নিতান্তই বিরক্তিকর, এমনকি অতিরিক্ত সময়সাপেক্ষও বটে।

তাই নিয়ে এলাম গুগলের বিকল্প হিসেবে একটি অসাধারণ বাংলাদেশী হোমপেজ!

এটি এমন একটি ওয়েবসাইট, যা প্রতিনিয়তই আপনাদের প্রয়োজন পড়বে। গুগলসহ প্রয়োজনীয় সব সার্চ ইঞ্জিন, জনপ্রিয় বিভিন্ন সাইটের কুইক লিঙ্ক, লাইভ টিভি, রেডিও, পত্র-পত্রিকা, ব্লগ, লেখাপড়া, খেলাধুলা, কেনা-বেচা কি নাই এখানে? প্রয়োজনীয় সাইটগুলো বারবার সার্চ করার ঝামেলা নেই। এখানে যে কোন কিছু পেয়ে যাবেন এক ক্লিকেই!

সাইটে একবার ঘুরে আসতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে নিয়মিত ব্রাউজ করুন। পারলে ব্রাউজারে হোমপেজ করে ফেলুন আজই। ফলে আপনার ব্রাউজিং হবে আরও সহজ, আরও গতিশীল।

জেনে নিন সাইট এবং সাইটের বহুবিধ সুযোগ সুবিধা সম্পর্কেঃ-

  • ১। Allquicklinks.com এটি একটি ওয়েবপোর্টাল বা একটি ওয়েব ডিরেক্টরিও বলা যায়। তবে এর হোমপেজকে বিশেষভাবে সাজানো হয়েছে ইন্টারনেট ব্রাউজার হোমপেজ আকারে।
  • ২। এই ওয়েবসাইটটি বাংলাদেশী বা বাংলা ভাষাভাষী ইউজারদের অগ্রাধিকার দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে।
  • ৩। সাইটের শুরুতেই গুগলসহ প্রয়োজনীয় ১২ টি সার্চ ইঞ্জিন একসাথে মাল্টিপল করে দেয়া হয়ছে। সার্চ বক্সে কীওয়ার্ড লিখে কাঙ্ক্ষিত সার্চ বাটনে ক্লিক দিলেই এসে যাবে ফলাফল। সার্চ বক্সে টাইপ করার সময় অটো কীওয়ার্ড সাজেশন চলে আসবে, ফলে আপনার সার্চ এক্সপেরিয়েন্সও হয়ে উঠবে আরও সহজ।
  • ৪। এরপর আছে ফেসবুক, টুইটার, জিমেইল, ওয়াই মেইল, প্রথমআলো, টেকটিউনস, বিডি জবস ইত্যাদি বহুলব্যবহৃত সাইটগুলোর কুইক লিঙ্ক। এসব নিত্য প্রয়োজনীয় সাইটগুলো এখন বারবার টাইপের জামেলা নেই। ক্লিকেই চলে যাবেন কাঙ্ক্ষিত ঠিকানায়।
  • ৫। কুইক লিঙ্ক আকারে দেওয়া জনপ্রিয় সাইটগুলো ছাড়াও আপনার নিজস্ব প্রয়োজনীয় আরও কিছু সাইট থাকতে পারে, যা আপনার নিয়মিত দরকার পড়ে। এ কথাটি বিবেচনায় রেখে এখানে ৮টি নীল রঙের (খালি) বাটন রাখা হয়েছে। বাটনে ডবল ক্লিক করে অথবা এখানে ক্লিক করে প্রয়োজনীয় সাইটের নাম এবং এড্রেস লিখে সেইভ দিলে তা হোমপেজের সবুজ বাটনে বুকমার্ক হয়ে যাবে।
  • ৬। এছাড়া নিত্য প্রয়োজনীয় অসংখ্য ওয়েবসাইট যেমন- লাইভ টিভি, লাইভ রেডিও, সংবাদপত্র, ব্লগ, অনলাইনে পড়ালেখা, চাকরী, খেলাধুলা, বিভিন্ন টুলস, টিউটোরিয়াল ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো এখানে খুবই কার্যকরভাবে ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। শুধুমাত্র একটি ক্লিকেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটগুলোর কাঙ্ক্ষিত ঠিকানা।
  • ৭। আরও কিছু আকর্ষণীয় ফিচার খুব শীঘ্রই যুক্ত হচ্ছে এখানে, যা হোমপেজ হিসেবে এই ওয়েবসাইটের গুরুত্ব, মর্যাদা এবং কার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে।

ইন্টারনেট ব্রাউজার হোমপেজ কি?

আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করার জন্য মুজিলা ফায়ারফক্স, ক্রোম, অপেরা ইত্যাদি ব্রাউজার ওপেন করি, তখন শুরুতেই যেই পেইজটি দেখতে পাই সেটাই ব্রাউজার হোমপেজ।

ব্রাউজারের জন্য সবচেয়ে উত্তম হোমপেজ কোনটি?

একজন ইন্টারনেট ব্যবহারকারীর জন্য একটি ভালো এবং উপযোগী হোমপেজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশই এ ব্যাপারে সচেতন না। হোমপেজ হিসেবে সাধারণত আমরা Google, Yahoo, MSN, Mywebsearch ইত্যাদি ব্যবহার করে থাকি। তবে যে সাইটটি ইউজারের নিয়মিত প্রয়োজন হয় এবং সেখান থেকে যেকোনো জায়গায় খুব সহজেই যাওয়া যায় এমন কোন সাইটই ব্রাউজারে হোমপেজ হওয়া প্রয়োজন।

তবে এ মানের ওয়েবসাইট বাজারে তেমন একটা নেই বললেই চলে। তাই ইন্টারনেট ইউজার তথা বিশেষত বাংলাদেশী ইন্টারনেট ইউজারদের সর্বোচ্চ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিশেষভাবে হোমপেজ আকারে সাজানো হয়েছে একটিমাত্র সাইট। আর তা হল Allquicklinks.com।

এর মতো একটি সাইট সারা ইন্টারনেট বাজারে আর দ্বিতীয়টি নেই। সুতরাং নির্দ্বিধায় বলা যায়- Allquicklinks.com is The World Best Internet Browser Homepage.

কাকে হোমপেজ করবেন? Google.com নাকি Allquicklinks.com?

Google হোমপেজ যেখানে শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিনের নাম, AllQuickLinks এ সেখানে গুগল সার্চ, গুগল ইমেজ, গুগল ট্রান্সলেট, ইয়াহু, বিং সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো তো থাকছেই, সাথে গুগল সার্ভিস নামে একটি ট্যাবের অধীনে গুগলের সব সেবার লিঙ্ক দেওয়া আছে একসাথে। এছাড়াও আছে প্রয়োজনীয় সকল সাইটের অপূর্ব সমাহার এবং আরও অনেক ধরণের সুযোগ-সুবিধা। সুতরাং এক কথায় বলা যায়, হোমপেজ হিসেবে Google এর চেয়ে AllQuickLinks ১০০ বার সেরা। এবার আপনিই সিদ্ধান্ত নিন কাকে হোমপেজ করবেন!

ব্রাউজারে হোমপেজ সেট করবেন কিভাবে?

মজিলা ফায়ারফক্সে হোমপেজ সেট করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন, ক্রোমের জন্য এখানে আর অপেরার জন্যক্লিক করুন এখানে। ভালো লাগলে Allquicklinks.com কে আপনার ব্রাউজারে হোমপেজ করে ফেলুন।

শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Allquicklinks.com'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর একটা পোর্টাল কিন্তু লাইভ টিভি লিঙ্কের ভিতরে বাংলাদেশি ন্যাশনাল জিওগ্রাফি এড করলে অনেক ভাল হত

Level 0

থ্যাংকস