Intel Security Group একটি আমেরিকান গ্লোবাল কম্পিউটার সিকিউরিটি সফটওয়্যার কোম্পনি যা আগে McAfee Inc. নামে পরিচিত ছিল। এটি স্যান্টা ক্লারা ক্যালিফর্নিয়াতে অবস্থিত। ইন্টেল সিকিউরিটি গ্রুপ বিশ্বের সর্ববৃহৎ ডেডিকেটেড সিকিউরিটি টেকনোলজি কোম্পানি। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে McAfee Inc ছিল সম্পুর্ন ইন্টেল গ্রুপ এর মালিকানাধিন একটি সিকিউরিটি সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে। সেই থেকে McAfee ইন্টেল সিকিউরিটি ডিভিশনের একটি অংশ হয়ে যায়। ২০১৪ সালে ইন্টেল ঘোষাণার মাধ্যমে নিশ্চিত করে যে McAfee আর ব্রান্ড হিসেবে থাকবে না বরং তা ইন্টেল সিকিউরিটি হিসেবে ব্যান্ডিং হবে।
এক্টিভ প্রটেকশন এর প্রধান কাজ হলো আনওয়ানটেড ফাইল গুলো খুজে বেড়ায় বা ডিটেক্ট করে এবং ইহা পৃথক করে Isolated করে রাখে। পরবর্তীতে এই ফাইল গুলো কে ব্লক করে দেয় যার কারনে অনাকাঙ্খিত ফাইল গুলো পরে আর এক্টিভ বা সক্রিয় হতে পারে না।
এই সিকিউরিটি রিয়েল থ্রেটস গুলো Real Time protection এর মাধ্যমে প্রটেক্ট করে রাখে এবং Isolated করে একটি সেম ডাটাবেজ দিয়ে ডিফেন্স করে রোটেক করা হয়। যার কারনে থ্রেট গুলো আর কার্যকরি থাকে না।
এই সিকিউরিটিতে দুই স্তর বিশিষ্ট ফায়ারওয়াল সার্বক্ষনিক সিস্টেম মনিটরিং করে, জানা অজানা অনাকাংখিত ট্রাফিক স্টপ করে দেয় এবং গেটওয়ে অলওয়েস ব্লক করে দেয় এবং সাইবার ক্রিমিনাল বা হ্যাকারদের হ্যাকিং থেকে পিসি কে সুরক্ষা করে। এবং পিসি কে রাখে অত্যন্ত সুরক্ষিত।
এই সিকিউরিটি সিস্টেম ওয়াইফাই নেটওয়ার্ক কে মনিটরিং করে এবং ওয়াইফাই এক্সেস থেকে হ্যাকার দের পিসিতে প্রবেশ করতে বাধা দেয় এবং নেটওয়ার্ক কে সুরক্ষা করে, যার মাধ্যমে আপনি থাকতে পারবেন সম্পুর্ন নিশ্চিত নেটওয়ার্ক হ্যাকিং থেকে।
এই সিকিউরিটির সাইট এডভাইসার সম্ভবনাময় এবং অনাকাঙ্খিত ঝুকি থেকে রক্ষা করে। এই সিকিউরিটির একটি বিশেষ দিক হলো, আপনি যখন সার্চ ইঞ্জিন থেকে কোন কিছু সার্চ করবেন তখন প্রতিটি লিঙ্কের পাশে সবুজ টিক চিহ্ন বা লাল ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয় যে কীন সাইট আপনার জন্য নিরাপদ ও অনিরাপদ। যার মাধ্যমে আপনি সুরক্ষিত ও নিশ্চিত ভাবে ইন্টারনেট এ কাজ করতে পারবেন।
এই ভুলনারেবল স্ক্যানার সফটওয়্যার কে Identity বা পরিচয় করিয়ে দেয়, যাতে করে এন্টিভাইরাস স্ক্যান করার সময় কোন থ্রেটস সফটওয়্যার কে নষ্ট করতে না পারে।
এই ফিচার আপনার পিসির সকল অপ্রয়োজনীয় Temporary এবং Un-temporary ফাইল মুছে ফেলে, এবং আপনার পিসিকে কে হাই পারফরমেন্স পিসিতে রুপান্তর করে দেয়।
এই ফিচারের কাজ হলো আপনার পিসি থেকে এটি সকল Security Sensitive Electronic ফাইল গুলো ফেলে দিবে এবং সেসব ফাইল recovery বা পুনঃ সংযোগ করতে গেলে এই সিকিউরিটি শেদার বাধা দিবে।
আপনি আপনার ছেলে মেয়ে বা শিশু দের ইন্টারনেট বা পিসি ব্যবহার এর ক্ষেত্রে টাইম লিমিটেশন করে দিতে পারবেন এই ফিচার এর মাধ্যমে এবং অবশ্যই বাচ্চাদের ইন্টারনেট এর ব্যাড সাইট থেকে দূরে রাখতে পারবেন।
এই ফিচার আপনার কম্পিটের কে আশঙ্কাজনক ফাইল গুলো বিভিন্ন ভাবে Isolated ফিল্টারিং এর মাধ্যমে ব্লক করে রাখা হয়, এবং ডেঞ্জারাস মেইল গুলো ইনবক্স এর বাইরে রাখা হয়, যার মাধ্যমে আপনার ইনবক্স স্প্যাম মেইল এর যন্ত্রনা থেকে বিরত থাকবে সবসময়।
ইনটারনেট সিকিউরটির সম্পর্কিত যেকোন সমস্যা ও সমাধানের জন্য আমাদের রয়েছে আপনাদের জন্য ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন লাইভ সাপোর্টের ব্যাবস্থা। 24/7 লাইভ সাপোর্ট পাবার জন্য আপনাকে ভিসিট করতে হবে http://service.mcafee.com/
+৮৮০১৬২৫৯৯৯৬৬৬
+৮৮০১৬৩৫৯৯৯৭৭৭
+৮৮০১৬২৫৯৯৯১১১
+৮৮০১৬২৫৯৯৯২২২
+৮৮০১৬২৫৯৯৯৩৩৩
শুক্রবার ব্যাতিত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'কম্পিউটার ভিলেজ'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এই Intel Security কি Intel Processor Manufacturer, Intel Inc.?