চলে এলো বাংলাদেশের প্রথম সাইন্স কিট!! ২৫ টি Exciting এক্সপেরিমেন্ট!! আপনার ও আপনার সন্তানের জীবনের সেরা গিফট!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'অন্যরকম ওয়েব সার্ভিস'
Sponsored টিউন by Techtunes tAds | আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন টেকটিউনসে

চলে এলো বাংলাদেশের প্রথম সাইন্স কিট জ্ঞান বাক্স!!

অন্যরকম বিজ্ঞানবাক্স (বাংলাদেশের প্রথম সাইন্স কিট) মূলত আট বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েদের জন্য বানানো। কিন্তু যে কেউ এটা ব্যবহার করে চিন্তার জায়গাটি নিয়ে কাজ করতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের বিজ্ঞানবাক্সের প্রথম ভার্শন আলোর খেলা সফল ভাবে ছেলেমেয়েদের হাতে তুলে দিতে পেরে খুবই আনন্দিত যেখানে রয়েছে ২৫ টি এক্সপেরিমেন্ট। ছেলেমেয়েরা তাদের মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বইতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে থাকে।

অনেক সময় তারা মুখস্ত করে কিংবা শুধুমাত্র বই পড়ে বিষয়গুলো আয়ত্ত করতে পারে না। সেক্ষেত্রে তাদের বিষয়গুলো ব্যবহারিক ভাবে শিখতে হয়। কিন্তু আমাদের দেশের অনেক স্কুলগুলোতে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় গুলো ব্যবহারিক ভাবে শেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। মূলত বিজ্ঞানবাক্স তৈরির অনুপেরণা এখান থেকেই।

 

আমরা চেয়েছি তোমাদের মত উৎসাহী ছেলেমেয়েদে রহাতে এমন কিছু একটা তুলে দিতে যেটা তোমাদের বইয়ে পড়া জিনিস গুলোই শুধু নয় বইয়ের বইরেও অনেক কিছু উপলগ্ধি করতে পারবে, নিয়ে আসবে অন্যরকম এক চিন্তা। আমরা চাই এই বিজ্ঞানবাক্সের মাধ্যমে দেশে কিছু অনররকম বিজ্ঞানমনষ্ক ছেলেমেয়ে খুঁজে পাই।

তোমরা যারা বিজ্ঞানবাক্স সম্পর্কে এখনও অবগত নও তাদের মনের ভেতর একটা প্রশ্ন জাগতেই পারে কি আসে এই বিজ্ঞানবাক্সে!!! চলো তাহলে দেখে আসি...

বিজ্ঞানবাক্সে যা যা রয়েছেঃ

  • ১। ছিদ্রযুক্ত কাগজ
  • ২। মোমবাতি
  • ৩। ছিদ্রযুক্ত কার্ডবোর্ড
  • ৪। পিনহোল ক্যামেরা বক্স
  • ৫। বাউন্সিং বল
  • ৬। ফ্ল্যাশ লাইট/লেজার লাইট
  • ৭। আয়না
  • ৮। পেরিস্কোপ বক্স
  • ৯। ক্যালাইডোস্কোপ বক্স
  • ১০। চশমা
  • ১১। মোটর
  • ১২। স্ট্রোবোস্কোপ
  • ১৩। ব্যাটারি এবং কেসিং
  • ১৪। বর্ণ চাকতি
  • ১৫। স্বচ্ছ কাচের প্লেট
  • ১৬। উত্তল লেন্স
  • ১৭। সহায়ক বই
  • ১৮। ভিডিও টিউটোরিয়ালের ডিভিডি

সরাসরি অর্ডার করুন পৌছে যাবে আপনার বাসায়

তোমার টি সংগ্রহ করতে এখনি ক্লিক কর http://rokomari.com/book/94959

জ্ঞানবাক্সের চমক !!!

ক্ষুদে বিজ্ঞানীরা! ধরো, সামনে দাঁড়িয়ে থাকা লম্বা মানুষের জন্য খেলা দেখতে পারছ না। কেমন হয় যদি হাতে একটা য্ন্ত্র থাকে যেটা দিয়ে সবাইকে টপকে দেখে নেওয়া যাবে সামনে কী হচ্ছে! কেমন হয় বলো, যন্ত্রটা যদি তুমি নিজেই বানাতে পারো?

শিখতে চাও! কীভাবে ঘরের মেঝেতে কিংবা ছাদে অনায়াসেই তৈরি করা যায় রংধনু!

ঘরে বসে বানাতে পারবে ক্যালিডাইস্কোপ! এর ভিতর চোখ রাখলেই বুঝবে কী চমক অপেক্ষা করছে ভিতরে!!

দুইটা রঙ কীভাবে মিশে না যেয়েও মিশে যেতে পারে দেখবে সেটা! রহস্যময় রঙগুলো মিলে মিশে হয়ত দেখাবে এমন কিছু যেটা তুমি কল্পনাও করতে পারো নি। বাঁকা না করেই বাঁকা করতে পারবে তোমার পেন্সিলটা। নিজে যেমন মজা পাবে, তেমনি তাক লাগিয়ে দিতে পারবে বন্ধুদেরও!

অদৃশ্য কয়েন দৃশ্যমান হবে.... তীর চিহ্ন তার দিক পরিবর্তন করে ফেলবে... তুমি যদি চাও। আগুন ছাড়াই আগুন জ্বালানো যাবে কাগজে!

লুকানো ম্যাসেজ, জট পাকানো নকশার রহস্য ভেদ করতে করতে হয়ে উঠবে ক্ষুদে গোয়েন্দা!

অবাক করা ব্যাপার দেখে যেমন আনন্দ তেমনি কেন বা কীভাবে ঘটছে ব্যাপারটা সেটা জানার মধ্যেও আছে আনন্দ। ছোট্ট বইটা থেকে জানা যাবে সেই পিছনের কারণগুলোও।

তো বন্ধুরা, আর দেরি কেন? শুরু হয়ে যাক অন্যরকম জ্ঞানবাক্স নিয়ে জ্ঞানের পথে অন্যরকম যাত্রা। আর জ্ঞানবাক্স নিয়ে তোমাদের মতামত, যে কোন Experiment নিয়ে তোমাদের জিজ্ঞাসা, পরীক্ষা করার সময় তোমাদের অভিজ্ঞতা এবং চেষ্টা করে তোমরা নিজেরা নতুন কী কী আবিষ্কার করলে সেগুলো জানাতে পারো আমাদের।

অন্যরকম জ্ঞানবাক্স যোগাযোগ

ইমেইল: [email protected]
ফোন: 01847 103 102

অন্যরকম জ্ঞানবাক্স এর ফেসবুক পেইজ

https://www.facebook.com/BigganBaksho

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'অন্যরকম ওয়েব সার্ভিস'
Sponsored টিউন by Techtunes tAds | আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন টেকটিউনসে

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Price koto vaiya?

সিলেটে কুথায় পাব

খুব ভালো। ৬৫০ টাকায় আলোর খেলা। ছোটদের জন্য খুবই ভালো। ধন্যবাদ

fb page not found???????????

তথ্যাট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

এদের পন্যটি কেউ নিবেদন না ভালো আমি কিনেছি। আপনাদের সাজেশণ দিলাম বাকি আপনাদের দায়িত্ব।

জ্বী, ভাই। আমিও কিনছি ভালো না। শুধু ৬৫০ টাকা পানিতে ফালায়া দেওয়া।

খুব ভালো একটি টিউন কাজে লাগবে।

আমার সাইট ঘুরে আসুন।
http://www.alistorebd.com