চলছে রবিন্দ্র মেলা, কবিগুরুর বইয়ে পাচ্ছেন ২৫% ছাড় এবং বইয়ের রিভিউ লিখে জিতে নিন চমৎকার সব পুরষ্কার

শ্মশ্রুমণ্ডিত সৌম্য এক পবিত্র দর্শন পুরুষ যিনি ২৫ বৈশাখ তারিখটিকে মহিমান্বিত করেছেন এই দিনে জন্ম গ্রহণ করে। কার কথা বলা হচ্ছে বুঝতে বাকি নেই কারও নিশ্চয়ই।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৪ তম জন্মবার্ষিকী নিয়ে অনলাইন শপিং সাইট রকমারি ডট কম (http://www.rokomari.com) নিজেদের ওয়েবসাইট সাজাচ্ছে নতুন আঙ্গিকে। ২৫-২৭ বৈশাখ/৭-৯ মে চলবে “রকমারি রবীন্দ্রমেলা’। এ সময়ে কবিগুরুর বইতে পাওয়া যাবে সর্বোচ্চ ২৫% পর্যন্ত কমিশন।

ওয়েবসাইটের হোম পেজে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই নিয়ে ফিচারড কালেকশন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা বইয়েরও ফিচারড কালেকশন থাকছে হোম পেজে। রকমারি ডট কম এর অফিশিয়াল ফেসবুক পেজে (http://www.facebook.com/rokomari) থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর এর বিভিন্ন ঘটনা ও বই নিয়ে পোস্ট চলবে কুইজ প্রতিযোগিতা। প্রতিদিন ৩ টি প্রশ্ন থাকবে যার উত্তর দিয়ে বিজয়ী হলে যে কেউ পেতে পারেন বই পুরষ্কার। ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করতে পারবেন প্রশ্ন। রকমারি ডট কম এর সাইটে উনার লেখা বইয়ের উপর লিখতে পারেন রিভিউ। সেরা বুক রিভিউ লেখকদের জন্য থাকছে পুরষ্কার।

কবিগুরুর যেকোনো বই কিনলেই সাথে পাবেন বিশেষ ব্যাজ। রকমারি ডট কমের কমের কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান তরুণদের মাঝে ইদানীং ব্যাজ পরার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কবিগুরুর প্রতি তরুণদের আরও বেশি আগ্রহী করতেই এই ব্যাজ এর আইডিয়া।

এটি একটি Sponsored টিউন।এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস