মাত্র ৩০০০/= সার্টিফাইড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ও ২০০০/= “অ্যাডভান্স এসইও” প্রশিক্ষণ

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,সকলের আন্তরিক সহযোগিতায় ক্যারিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১০ এপ্রিল,২০১৫ সার্টিফাইড অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ৩য় ও ৪র্থ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে।

পাশাপাশি "অ্যাডভান্স এসইও" এর নতুন ব্যাচও শুরু হচ্ছে আগামী ১২ এপ্রিল,২০১৫।

ক্যারিয়ার ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে স্বল্প খরচে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে আত্নকর্ম সংস্থান তৈরীতে সাহায্য করা।এছাড়াও ক্যারিয়ার ফাউন্ডেশন ক্যারিয়ার কাউন্সিলিং,বিদেশে অধ্যয়ন, স্কলারশিপসহ বিভিন্ন বিষয়ে ফ্রি সেবা প্রদান করে থাকে।

ক্যারিয়ার ফাউন্ডেশনের নতুন উদ্যোগ আইনী সহায়তা কার্যক্রম।যা একজন সাধারন শিক্ষার্থীদেরকে আইনের প্রাথমিক বিষয় গুলোর সাথে পরিচিত করতে এবং একই সাথে তাদের কাছে খুব সহজে আইনী সেবা পৌছে দিতেই আমাদের এই আইনী সহায়তা কার্যক্রম।

ক্যারিয়ার ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী পথ চলায় পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
ক্যারিয়ার ফাউন্ডেশনের আইনী সহায়তা পেতে ক্লিক করুন http://careerfoundation.com.bd/?page_id=44

প্রশিক্ষণঃ সার্টিফাইড অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ।

ওয়ার্ডপ্রেস কি?

________________________________________

যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম । বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।

ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আয়ের ক্ষেত্র এবং পরিমাণঃ

________________________________________

প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে রয়েছে অনেক কাজের চাহিদা। একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ১২ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ঘন্টায় ৪০ থেকে ৬০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।

কোর্সের বিস্তারিত দেখুন এখানেঃ Career Foundation http://careerfoundation.com.bd/?p=941

• প্রতিটি ক্লাসে প্রয়োজনীয় ক্লাস ভিডিও এবং ক্লাস সংক্রান্ত রিসোর্স দিয়ে দেওয়া হয়।
• প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয়।
• প্রতিটি ক্লাশ রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। ( যাতে করে শিক্ষার্থীরা বাসায় ভালভাবে প্রাকটিস করতে পারে।)
• এই প্রশিক্ষণের পাশাপাশি প্রজেক্ট করে দেখানো হবে।
• এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

কোর্সের বিস্তারিত দেখুন এখানেঃ Career Foundation http://careerfoundation.com.bd/?p=941
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/careerfoundation.com.bd/

প্রশিক্ষণঃ "অ্যাডভান্স এসইও"প্রশিক্ষণ ।

• সার্চ ইঞ্জিন কি?
• সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে (রোবট, ক্রলার, স্পাইডার, ইনডেক্সার)
• ওয়েবসাইট প্রোমোশনের ধারণা (এসইও, এসএমএম, পিপিসি ও অন্যান্য)
• কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ এবং এনালাইসিস
• কিওয়ার্ড রিসার্চ এবং এনালাইসিস টুলসমূহের ব্যবহার
• কম্পিটিটিভ রিসার্চ, এনালাইসিস এবং সিদ্ধান্ত
• অনপেজ এসইওতে ওয়েবপেজ সমূহের টেকনিক্যাল কম্পোনেন্ট
• এসইও ফ্রেন্ডলি কনটেন্ট লিখা এবং এর অপটিমাইজেশন
• অফপেজ অপটিমাইজেশন প্রক্রিয়া
• লিঙ্ক বিল্ডিং পরিকল্পনা এবং কৌশল
• সার্চ ইঞ্জিন র্যাংকিং ফ্যাক্টর অ্যানালাইসিস
• এসইও নিয়ে মুক্ত আলোচনা
• কেস স্টাডিজ অ্যানালাইসিস

কোর্সের বিস্তারিত দেখুন এখানেঃ Career Foundation http://careerfoundation.com.bd/?p=3921
কোর্স সম্পর্কে আরো জানতে:
ক্যারিয়ার ফাউন্ডেশন
বাড়ি নং - ৮,মেইন রোড,মোহাম্মদীয়া হাউজিং লি:,মোহাম্মদপুর,ঢাকা-১২০৭(শিয়া মসজিদের নিকটে)
মোবাইল:০১৮৫৩৫৩৪৭০০,০১৯১৪৩৩৩৭০৩

ভর্তি ও বিস্তারিত জানতে কল করুন হটলাইনেঃ ০১৮৫৩৫৩৪৭০০

ওয়েবঃ http://careerfoundation.com.bd

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ১২ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ঘন্টায় ৪০ থেকে ৬০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।”

What a sweet dream……!!! শুরুতেই ১০-১২ ডলার রেট… তারপরে ৪০-৬০ ডলার রেট। আপনাদের trainer এর working profile show করেন, দেখি কত রেট এ কাজ করছেন।

    Level 2

    @ওমর: Hahaha 6mas por tt te login korlam tao apnar jonno :v
    osadaron bolsen profile ta show korar dekhi :v :v :v

ভাই আপনাদের আওয়ারলি রেট দেখতেছি ২৫ সেন্ট করে চাচ্ছেন 😀 😀 😀