টেকশপবিডি.কম একটি অনলাইন রিটেইল স্টোর যেখান থেকে স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রোজেক্ট, রোবোটিক্স প্রতিযোগীতা কিংবা গবেষণার জন্য প্রয়োজনীয় সবধরনের ইলেক্ট্রনিক যন্ত্রাংশ আপনি ঘরে বসেই কিনতে পারেন।
দেশ-বিদেশের হাই-টেক পণ্যের সমারোহ, আন্তরিক গ্রাহকসেবা, নিরাপদে পণ্য পৌঁছানো এবং মূল্য পরিশোধের সুবিধার কারণে, ২০১২ সনে যাত্রা শুরু করার পর থেকেই দেশের ইলেকট্রনিক্সের ছাত্র-ছাত্রী এবং শখের বিজ্ঞানীদের কাছে টেকশপবিডি.কম একটি বিশ্বস্ত নাম।
টেকশপবিডি.কম-এ রয়েছে বিভিন্ন ক্যাটেগরির পণ্যের সমারোহ।
যেমনঃ Starter Kits, Burners/Programmers, Development boards, FPGA boards, Robotics, GSM/GPS/GPRS, Arduino, Raspberry Pi, Breakout Boards, Modules, Microcontrollers, Digital and Analog ICs, Displays, Cables and connectors, Tools & Components, Regulators, Switching Devices, Sensors, Audio components.
টেকশপবিডি.কম যুক্তরাষ্ট্রের Sparkfun Electronics, Pololu Robotics and Electronics; চায়নার Seeedstudio, Waveshare Electronics, DF Robot, Makeblock; হংকংয়ের Hobbyking, যুক্তরাজ্যের RS Components; ভারতের Thinnk Ware এবং বাংলাদেশের Pi labs এর অফিসিয়্যাল পরিবেশক।
উপরোল্লিখিত বিদেশী ওয়েবসাইটগুলোতে লভ্য কোনো পণ্য যদি টেকশপবিডি.কম -এ না-ও থাকে, তবুও ক্রেতাদের অনুরোধে আমরা সেই পণ্য তাদের বাড়িতে পৌঁছে দিয়ে থাকি। তাই প্রয়োজনীয় পণ্য পেতে এখনি ভিসিত করুন http://www.techshopbd.com/sip
গ্রাহকদের জন্য টেকশপবিডি.কম-এর রয়েছে পিসিবি প্রিন্টিং সার্ভিস। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার করা পিসিবির ডিজাইন পাঠিয়ে দিলেই আমরা সেই অনুযায়ী আপনাকে পিসিবি প্রিন্ট করে দেব।
সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার দুই ধরনের পিসিবিই আমরা প্রিন্ট করে থাকি। আপনি চাইলে গ্রীন মাস্কিংসহ পিসিবিও প্রিন্ট করাতে পারেন আমাদের কাছ থেকে। এসব ক্ষেত্রে আপনার ডিজাইনের গোপনীয়তা ও নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দিচ্ছে টেকশপবিডি.কম। আপনার প্রয়োজনীয় পিসিবি প্রিন্ট করাতে ক্লিক করুন http://www.techshopbd.com/pcb-specification
আপনি কি নিজের তৈরী কোনো ইলেক্ট্রনিক মডিউল বিক্রীর কথা ভাবছেন? সেক্ষেত্রে টেকশপবিডি.কম হতে পারে আপনার লক্ষ্য পূরণের একটি মাধ্যম। 'Embedded Marketplace' নামক প্রকল্পের আওতায় আপনি আপনার নিজের তৈরী মডিউল টেকশপবিডি.কম এর মাধ্যমে বিক্রী করতে পারেন।
আপনার তৈরী পণ্যের যাবতীয় তথ্য টেকশপবিডি.কম এ জমা দিন। আপনার পণ্য বিক্রীর জন্য ক্রেতাদের কাছে উন্মুক্ত করতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করবে টেকশপবিডি.কম কর্তৃপক্ষ। আপনার প্রতিটি পণ্য বিক্রীর মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশের সিংহভাগই ভোগ করবেন আপনি।আপনার তৈরী করা মডিউল জমা দিতে এবং আরো জানতে ক্লিক করুন http://www.techshopbd.com/marketplace-product-form
টেকশপবিডি.কম বিশ্বাস করে, সবার সাথে ভাগাভাগি করে নেবার মাধ্যমে জ্ঞানের বৃদ্ধি ঘটে।আর সেই কারণেই আমাদের ওয়েবসাইটে আমরা বেসিক এবং অ্যাডভান্সড ইলেকট্রনিক প্রোজেক্ট, মাইক্রোকন্ট্রোলার, আরডুইনো, রোবোটিক্স ইত্যাদি বিষয়ের উপর সহজবোধ্য ফ্রি অনলাইন টিউটোরিয়াল দিয়ে থাকি যা প্রযুক্তিপ্রেমীদের নতুন কিছু শেখার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। ট্রেনিং কোর্সে অংশ নিতে এবং আরো বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.techshopbd.com/training-course
টেকশপবিডি.কম অনলাইন কুইজ পরিচালনা করে থাকে।
আমরা বিশ্বাস করি, খেলাচ্ছলে শিক্ষা মানুষের দক্ষতা বাড়ায়। তাই আজই ভিজিট করুন http://www.techshopbd.com। কুইজে অংশ নিয়ে জিতে নিন টেকশপ থেকে শপিংয়ের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট কুপন।
বর্তমান সময়ে ইলেকট্রনিক্স নিয়ে যারা লেখাপড়া করছেন অথবা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের কাছে মাইক্রোকন্ট্রোলার একটি বহুল আলোচিত বিষয়।
এমবেডেড সিস্টেম, ও মাইক্রোকন্ট্রোলারের প্রতি নতুনদের মধ্যে আগ্রহ তৈরির লক্ষ্যে এবং এ ধরনের টেকনোলজিকে সহজলভ্য করার উদ্দেশ্যে টেকশপবিডি.কম ফ্রি সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করে থাকে। ফ্রী সেমিনারে অংশ গ্রহন করতে এবং রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন http://www.techshopbd.com/course-seminar-registration
দেশের সবকয়টি জেলা শহরেই আমরা হোম ডেলিভারী করে থাকি। সারাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের পণ্যসমূহ ক্রেতাদের কাছে পৌঁছে দিই। আপনি যেখান থেকেই, যতসংখ্যক পণ্যই অর্ডার করুন না কেন, আমরা এক থেকে পাঁচ দিনের ভেতরেই সেগুলো আপনার কাছে পৌঁছে দেবো মাত্র ৫৫ টাকা ডেলিভারী চার্জের বিনিময়ে। ঢাকা মহানগরী এলাকায় বসবাসরত যে কোনো গ্রাহক আমাদের 'সেইম ডে ডেলিভারী' সেবার আওতায় অর্ডার করার দিনই তার পণ্য হাতে পেতে পারেন।
ক্রেতাদের জন্য মূল্য পরিশোধ ব্যবস্থাকে সহজ করতে টেকশপবিডি.কম দিচ্ছে 'ক্যাশ অন ডেলিভারী', অর্থাৎ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ। এছাড়া বিকাশ, ডিবিবিএল নেক্সাস, ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যাবে।
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Khub valo ekti uddok