ফ্রিল্যান্স ক্যারিয়ার হিসেবে সময়ের জনপ্রিয় একটি পেশা ওয়েব ডেভেলপমেন্ট। কারণ লোকাল মার্কেটের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসেও এর চাহিদা অনেক বেশি। বর্তমানে ওয়েব দুনিয়ায় মোট ওয়েবসাইটের পরিমান প্রায় ৬৫০ মিলিয়ন। আর এই তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট। নতুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা পুরাতন ওয়েবসাইটে নতুনভাবে ফাংশনালিটি যোগ করার জন্য প্রয়োজন ভালমানের ওয়েব ডেভেলপার।
জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্কে প্রায় সবসময়ই ওয়েব ডেভেলপমেন্ট সংশ্লিষ্ঠ ১২ হাজারের অধিক কাজ থাকে। ইল্যান্সে রয়েছে ১৫ হাজারেরও অধিক ওপেন জব। প্রজেক্ট প্রতি যার গড় বাজেট ২ হাজার ৩ শত ডলার, প্রবৃদ্ধি ৫শতাংশ। ঘন্টা প্রতি গড় রেট ২৫ ডলার থেকে শুরু করে ১৫০ ডলার। প্রথম আলোতে ইল্যান্স কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতি মতে, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ওয়েব প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে তাদের দক্ষতা দেখিয়ে কাজও পাচ্ছেন বেশ ভাল।
তবে কাজ করে আয়ের এই পরিমান নির্ভর করে ওয়েব ডেভেলপারের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। বিলিয়ন ডলারের ওয়েব ডেভেলপমেন্টের বাজারে বাংলাদেশি ওয়েব ডেভেলপারদের সংখ্যা তুলনামূলক অনেক কম। কারণ একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, মাইএসকিউএলসহ সংশ্লিষ্ঠ আরো বিষয়গুলো ভালভাবে জানতে হবে।
একটি প্রোগ্রামিং ভাষা শেখা থেকে শুরু করে তাতে পরিপূর্ণ দক্ষ হতে বছরখানেক সময় লেগে যেতে পারে। তাই সঠিক গাইডলাইন ও মানসম্মত প্রশিক্ষণের অভাবে ইচ্ছা থাকলেও এই পেশায় যুক্ত হতে পারছেন না অনেকেই। অদক্ষদের পরিচালনায় আবার ভুল পথে এগিয়ে গিয়ে ঠকছেন এমনটি ঘঠছে অহরহই।
তাই যারা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ৪ মাসব্যাপি প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট।
যা শেখানো হবে:
চার মাসব্যাপি এই প্রশিক্ষণে এইচটিএমএল, সিএসএস, পিএসডি টু এইচটিএমএল কনভার্ট, জাভাস্কিপ্ট, জেকোয়ারি, পিএইচপি বেসিক, মাইএসকিউএল বেসিক, সিএমএস বিল্ডিংসহ ওয়েব ডেভেলপমেন্টের সংশ্লিষ্ঠ বিষয়গুলো হাতে-কলমে শেখানো হবে। এছাড়া বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক-ইল্যান্সের প্রতিনিধির মাধ্যমে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কিভাবে কাজ করবেন সেটিও শেখানো হবে প্রশিক্ষণ শেষে।
যারা শেখাবেন:
বাংলাদেশে ওয়েব ডিজাইন/ ডেভেলপমেন্ট ক্যারিয়ারে সফল এবং অন্যতম শীর্ষ ওয়েব ডেভেলপাররাই এ কোর্সটি পরিচালনা করবেন।
ইউনুস হোসেন, প্রধান কারিগরি কর্মকর্তা ও ওয়েব ডেভেলপার, সহকারী প্রতিষ্ঠাতা, ডেভসটিম লিমিটেড।
সময়: আমাদের পরবর্তী ব্যাচটির ক্লাশ শুরু হবে ২ জুলাই, ২০১৪ থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন প্রতি বুধ এবং বৃহঃবার ৩টা থেকে ৫.৩০ টা পর্যন্ত।
প্রশিক্ষন ফি: ২০,০০০ টাকা।
*** ২০ জুন, ২০১৪ইং পর্যন্ত যারা ভর্তি হবেন তাদের প্রত্যেকেই পাবেন আর্লি বার্ড রেজিস্ট্রেশনে কোর্স ফি'র উপর ১০% ডিসকাউন্ট। আর এককালীন পরিশোধে আরো ১০% ডিসকাউন্ট তো থাকছেই।
আসন সংখ্যা সীমিত। তাই আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।
আরোও বিস্তারিত জানতে চাইলে:
১. ফেসবুক পেজ: https://www.facebook.com/DevsTeamInstitute
২. ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/DevsTeam
৩. আমাদের টুইটার: https://www.twitter.com/DevsTeamInst
৪. আমাদের লিংকেডিন: http://www.linkedin.com/company/devsteam
৫. ওয়েবঃ http://www.devsteaminstitute.com
আমাদের অফিসের ঠিকানা:
ডেভসটিম লিমিটেড
স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার
৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫
ফোনঃ ০২-৯৬৬২৬৪৪, ০১৭১১-২৬৭৯১১, ০১৯১১-২৬৭৯১১
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গ্রাফিক্স ডিজাইনে আমার বেশ আগ্রহ। প্রশিক্ষণের কোন ব্যবস্থা আছে কি?