বাংলাদেশের যে কোন জেলায় মাত্র ৫৫ টাকায় যেকোনো পরিমান ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ ও মডিউল ঘরে বসেই নিয়ে নিন

বিশ্ববিদ্যালয় পর্যায় তো বটেই, স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীর উদ্ভাবনী ক্ষমতা দেখা যায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পগুলোর মাধ্যমে। নিজের খেয়ালে তৈরি সেই ক্ষুদ্র উদ্ভাবনগুলো যে ফেলনা নয় তা প্রমাণ করেছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ রোবটিকস দলের অর্জন । সফলতার কাহিনিগুলো আমরা জানি, কিন্তু বাংলাদেশি বাজারে সব ধরনের ইলেকট্রনিকস যন্ত্রাংশ এবং সহজে কারিগরি সহায়তা পাওয়া না-যাওয়ায় অসংখ্য তরুণ স্রষ্টার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। ঠিক এদের কথা ভেবেই মাহমুদুল হাসান ও আবুল হাসানের নেতৃত্বে তৈরি হয় ইলেকট্রনিকস যন্ত্রাংশের অনলাইন দোকান—টেকশপ। আবার একে শুধু ইলেকট্রনিকসের উপাদান বিক্রির অনলাইন দোকানও বলা যাবে না৷ টেকশপ ইলেকট্রনকস চর্চাকে উৎসাহ দেওয়ার একটার উদ্যোগ৷

অনলাইন কুইজের মাধ্যমে প্রযুক্তি বিষয়ক শিক্ষা গ্রহন করুন

খেলাচ্ছলে শেখাটা মানুষের মনের ভেতরে গেঁথে যায়। প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে করুক আরও উন্নত, আরও সহজতর – এটাই আমাদের স্বপ্ন।
আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই প্রথমবারের মত টেকশপবিডি.কম অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন http://www.techshopbd.com/quizs/quiz-no-1-22-of-2014

অন্যরকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টেকশপ৷  অন্যরকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ‘বুয়েটে আমরা যখন কোনো ইলেকট্রনিকস যন্ত্র তৈরির চেষ্টা করেছি, যন্ত্রাংশের সহজলভ্যতা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে এই পার করানোর তাগিদ থেকেই টেকশপ তৈরির চিন্তা মাথায় আসে।’

প্রকৌশলী ছাত্র ছাত্রী এবং খুদে বিজ্ঞানীদের কাছে নির্ভরতার প্রতীক টেকশপ

২০১২ সালে চালু হওয়া টেকশপ এখন প্রকৌশলের ছাত্র-ছাত্রী, গবেষক এবং খুদে বিজ্ঞানীদের কাছে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের সাবেক ছাত্র মো. রাশেদুল আমিন বলেন, ‘যখন ছাত্র ছিলাম টেকশপ থেকে বিভিন্ন উপাদান কিনেছি। সবচেয়ে বড় সুবিধা ছিল বিদেশ থেকে যে উপাদানগুলো আনা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তা টেকশপের মাধ্যমে হাতে পেয়েছি।’ তবে পণ্যের মূল্য আরও কিছুটা কম হলে ভালো হতো বলে রাশেদুল জানান।

দেশীয় যন্ত্রাংশ সহ বিদেশী বিভিন্ন যন্ত্রাংশের সম্ভার এখন টেকশপ

দেশীয় বাজারে পাওয়া যন্ত্রাংশ তো আছেই, চাহিদা অনুসারে দেশের বাইরে থেকেও যন্ত্রাংশ আমদানি করে সরবরাহ করে টেকশপ। টেকশপে নেই এমন পণ্য কেনার জন্যও চাহিদা জানানো যাবে ওয়েবসাইটটিতে। এ প্রসঙ্গে টেকশপের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘টেকশপ এখন যুক্তরাষ্ট্রের স্পার্কফান ইলেকট্রনিকস এবং পোলোলু রোবটিকস অ্যান্ড ইলেকট্রনিকস, চীনের সিড স্টুডিও, ওয়েভশেয়ার ইলেকট্রনিকস, ডিএফ রোবট এবং মেকব্লক, যুক্তরাজ্যের আরএস কম্পোনেন্টস, হংকংয়ের হবিকিংয়ের মতো বড় ইলেকট্রনিকস যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পণ্য সরবরাহ করছে।

মাত্র ৫৫ টাকায় যেকোনো পরিমান যন্ত্রাংশ যেকোনো জেলা শহরে পৌছে দিবে টেকশপ

যেকোনো পরিমাণ যন্ত্রাংশ ৫৫ টাকার বিনিময়ে দেশের যেকোনো জেলা শহরে দুই থেকে পাঁচ দিনের মধ্যে পাঠানো হয়ে থাকে৷lswআর ঢাকা শহরের মধ্যে এক দিনের পৌছে যেতে পারে৷ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ যেমন করতে পারেন, তেমনি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে মূল্য পরিশোধের সুযোগও থাকছে।

যন্ত্রাংশ ব্যাবহারে দক্ষতা বাড়িয়ে নিন টেকশপ টিউটোরিয়ালের মাধ্যমে

যন্ত্রাংশগুলোর ব্যবহার সম্পর্কে নিজের দক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেখে নিতে পারেন টেকশপের ভিডিও টিউটোরিয়ালগুলো। সেই সঙ্গে অন্যরকম গ্রুপের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রকৌশলীরা মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ের ওপর বিনা মূল্যে কর্মশালার আয়োজন করে থাকে৷ এমনটাই জানালেন আবুল হাসান। বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.techshopbd.com/tutorial-categories

সার্কিট বোর্ড প্রিন্ট করানোর প্রয়োজন? টেকশপে আছে সমাধান

যেকোনো ইলেকট্রনিকস যন্ত্রের মূল কাঠামো হলো সার্কিট বোর্ড। সকল যন্ত্রাংশকে এক করে কাজ করানোই এর কাজ। সার্কিট বোর্ড প্রিন্ট করার কাজকে পিসিবি প্রিন্টিং বলা হয়।

মাহমুদুল হাসান জানান, ‘কোনো শিক্ষার্থীর একক সার্কিট বোর্ড প্রিন্ট করানোর কাজ সাধারণত কোনো প্রতিষ্ঠান করতে চায় না। কারণ, এতে খরচ বেশি পড়ে, ঝামেলাও আছে। কিছুটা লোকসান হলেও আমরা এই পিসিবি প্রিন্টিং কাজগুলো করে থাকি।’

নিজের তৈরী মডিউল বিক্রি করুন টেকশপের মাধ্যমে

প্রথমে শুধু পণ্য কেনা গেলেও পরবর্তী সময়ে নিজের তৈরি মডিউল বিক্রির সুযোগ করে দেয় টেকশপ। এই বাজারের মাধ্যমে পণ্য বিক্রি করতে হলে আপনাকে আপনার মডিউলের বিস্তারিত বর্ণনাসহ টেকশপের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
টেকশপের ঠিকানা  http://www.techshopbd.com

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টেকশপ বিডি'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

TechShop er service valoi kintu parts er price ta ektu beshi

http://www.techshopbd.com ভাই আপনাদের এই সাইড টা আমি নিওমিত দেখি কিন্তু আমাদের দেশে যে সব লোক ইলেক্ট্রনিক্স কাজ করে তারা অশিক্ষিত নিন্তু আপনাদের সাইড টা ইংরেজিতে বিস্তারিত দেয়া আছে। তাই সেটা বাংলা দিলে ভাল হত।

ততপরতা ভাল লাগলো।ধন্নবাদ

Thanks. Your efforts are the most important for new inventors. hope that this site will spread its product all over the country.

টেকশপকে আগে থেকেই চিনি……..তারপরেো নতুন করে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ

nice digital world a dekce……………

Level 0

valo