ইলেকট্রনিক্স শিল্প যেকোনো দেশের উন্নয়নের অন্যতম মাপকাঠি। আমাদের দেশে এই শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন ইলেকট্রনিক্স টেকনোলজি বিষয়ে পর্যাপ্ত গবেষণার মাধ্যমে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করা। কিন্তু আমরা যখনই ইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে কিছু করার চেষ্টা করি, তখনই আমাদের সামনে আসে হাজারটা প্রশ্নের দেয়াল। যেমন;
আমাদের মেধার কোনো কমতি নেই কিন্তু প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস, যন্ত্রাংশ আর পর্যাপ্ত সহযোগিতার অভাবে , হাজার হাজার উৎসাহী মেধাবী প্রযুক্তিপ্রেমী ব্যাক্তি হারিয়ে যাচ্ছে । আর চিন্তা নেই, আপনার, আমার আমাদের সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এসে গেছে টেকশপ (www.techshopbd.com) ।আপনি শুধু প্রযুক্তি নিয়ে চিন্তা করুন, আর ইলেকট্রনিক্সের যাবতীয় উপকরণ এবং যন্ত্রাংশ সংগ্রহের ভার দিয়ে দিন টেকশপের উপর। টেকশপ আপনার প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেবে আপনার ঠিকানায়। ইলেকট্রনিক্সের যেকোনো ধরণের প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে, আপনাকে টেনশন মুক্ত করাই টেকশপের কাজ, আর আপনি পাবেন পর্যাপ্ত সময় ইলেকট্রনিক্স নিয়ে কাজ করার। আসুন প্রথমেই জেনে নেয়া যাক টেকশপ সম্পর্কে।
টেকশপ একটি বিশেষ ধরণের অনলাইন শপ, যেখান থেকে আপনি, ইলেকট্রনিক্স প্রজেক্টের জন্য আপনার প্রয়োজনীয় উপকরণ সমূহ নির্বাচন করে, অনলাইনে অর্ডার করার মাধ্যমে ঘরে বসেই, সুলভ মূল্যে এবং স্বল্প সময়ের মাধ্যে পেতে পারেন। টেকশপ সব সময় গুণগত মানের পণ্য সরবরাহ করে থাকে, তাই আপনি থাকতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্ত। ইলেকট্রনিক্স উপকরণ, যন্ত্রাংশ, কিট, মডিউল, লার্নিং কিট ইত্যাদি আমদানী করার জন্য তাদের রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন সাপ্লায়ারস্।
http://www.techshopbd.com তে গেলেই আপনি বামদিকে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটেগরি সমূহ দেখতে পাবেন। এখান থেকে আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত উপকরণ বা যন্ত্রাংশ সমূহ খুঁজে নিতে পারবেন। কিছু কিছু ক্যাটেগরিতে সাব ক্যাটেগরি রয়েছে, এক্ষেত্রে ক্যাটেগরির নামের পাশের (+) চিহ্নটিতে ক্লিক করলে সাব ক্যাটেগরি সমূহ দেখতে পাবেন। টেকশপের ক্যাটেগরি সমূহ
টেকশপের প্রতিটা প্রডাক্টের সাথে রয়েছে, প্রডাক্টের বিস্তারিত বর্ণনা, স্পেসিফিকেশন, ডকুমেন্ট, ডাটাশীট, ব্যবহার প্রণালী, সার্কিট ডায়াগ্রাম, যা আপনাকে প্রোডাক্টটি সঠিকভাবে ব্যবহার করতে সহযোগিতা করবে। এছাড়া টেকশপের রয়েছে মাইক্রোকন্ট্রোলার, আরডুইনো, রোবটিক্সের উপর প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়ালের সম্ভার, যা দেখে আপনি সহজেই মাইক্রোকন্ট্রোলার, আরডুইনো, রোবটিক্সের সাধারণ বিষয়গুলো শিখে প্রজেক্ট গুলো তৈরি করতে পারবেন।
টেকশপের হোমপেজের মেনুবার থেকে Special Offers এ ক্লিক করলে রানিং স্পেশাল আফার সমূহ দেখতে পাবেন। বর্তমানে প্রায় ১৫০ টিরও বেশি প্রোডাক্টে স্পেশাল অফার চলছে। আশা করছি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটিও এই তালিকার মধ্যে পেয়ে যাবেন। তাই আকর্ষণীয় দামে আপনার প্রডাক্টটি পাওয়ার জন্য আজই অর্ডার করুন।
টেকশপের রয়েছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের সুবিধা। তাই অনলাইনে অর্ডার করুন আর চিন্তামুক্ত থাকুন। আপনার কাংক্ষিত পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করুন।
টেকশপের হোম পেজের শপ বাই ক্যাটেগরী মেনুর ঠিক নিচেই রয়েছে শপ বাই সাপ্লায়ারস মেনু, যেখানে টেকশপের আন্তর্জাতিক সাপ্লায়ারস্ কোম্পানীর লোগো সমূহ সাজানো রয়েছে।
আপনি এখান থেকে কোন বিশেষ কোম্পানীর লোগোতে ক্লিক করলে ঐ কোম্পানীর কি কি প্রোডাক্ট টেকশপে রয়েছেন তা দেখতে পাবেন। এখান থেকেও আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সমূহ অর্ডার করতে পারবেন।
ছবিতে sparkfun এর কি কি প্রোডাক্ট টেকশপে রয়েছেন তা দেখানো হয়েছে।
আপনি ইচ্ছা করলে টেকশপের আন্তর্জাতিক সাপ্লায়ারস্ যেমন sparkfun, hobbyking, seeedstudio, pololu-usa, waveshare, thinnkware , rs-com-uk এবং dfrobot-china এর ওয়েব সাইট থেকে যেকোনো পণ্য পছন্দ করে টেকশপ এর মাধ্যমে পণ্যটি সংগ্রহ করতে পারবেন।
এক্ষেত্রে প্রথমে আপনার প্রয়োজনীয় প্রডাক্ট সমূহ নির্বাচন করুন, এরপর http://www.techshopbd.com/sourcing-international-products থেকে ফর্মটি পূরণ করুন। প্রয়োজনে টেকশপের হেল্প লাইনে যোগাযোগ করুন।
টেকশপে রয়েছে বাংলাদেশে তৈরি বেশ কিছু প্রোডাক্ট যেমন মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার, ডেভলপমেন্ট বোর্ড, ব্রেকআউটবোর্ড ইত্যাদি। এগুলো আপনারা প্রোডাক্ট বাই মার্কেটপ্লেস পেজ থেকে খুজে পাবেন। পেজটির লিংক http://www.techshopbd.com/supplier-lists/marketplace-bangladesh ।
আপনি ইচ্ছা করলে আপনার নিজের ডেভলপ করা কোন মডিউল ,ব্রেকআউট বোর্ড বা প্রোগ্রামার টেকশপের মাধ্যমে বিক্রয় করতে পারেন। এজন্য আপনাকে আপনার প্রডাক্টের বিবরণ ও ছবি সহ http://www.techshopbd.com/marketplace-product-form লিংক থেকে ফরমটি পূরণ করতে হবে।
আপনার প্রজেক্টের জন্য পি সি বি তৈরি করা দরকার। চিন্তা কি http://www.techshopbd.com/pcb-specification থেকে লে-আউট তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম কানুন জেনে নিন ।
এরপর Protel,Proteus,Eagle,PCB,FreePCB,KiCAD,Orcad,PCad,Target,Boardmaker,Circuit Maker,WinBoard অথবা এ ধরণের কোনো সফটওয়্যার ব্যবহার করে লে-আউট তৈরি করে http://www.techshopbd.com/pcb-specification পেজের ফরমটিতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে পাঠিয়ে দিন টেকশপে।
আপনি টেকশপ থেকে পণ্য কেনার জন্য BKash, DBBL Nexus Card, অথবা ক্যাশ অন ডেলিভারী এই তিনটি পদ্ধতির মধ্য যেকোনোটি ব্যবহার করতে পারেন। বিকাশে পেমেন্ট করার জন্য নাম্বারটি হচ্ছে 01841300401 ।
প্রথমে http://www.techshopbd.com/user-registration লিংক থেকে রেজিস্ট্রেশন করুন। এরপর আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সমূহ এক এক করে আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে Add to cart বাটনে ক্লিক করুন।
আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সমূহ নির্বাচন করা শেষ হলে ডান দিকে উপরে কর্ণারের দিকের Checkout now বাটনে ক্লিক করুন। তাহলে Checkout পেজটি দেখতে পাবেন।
যদি আপনার নির্বাচন করা প্রোডাক্ট গুলো সঠিক মনে করেন তাহলে নিচের Checkout বাটনে ক্লিক করুন, অথবা আপনি প্রয়োজনীয় পরিবর্তন করে Checkout বাটনে ক্লিক করতে পারেন অথবা আরো প্রোডাক্ট যুক্ত করার জন্য Continue Shopping বাটনে ক্লিক করতে পারেন। Checkout করলে আপনার অর্ডারটি সঠিকভাবে সাবমিট হবে এবং আপনার সেলফোনে একটা কনফার্মেশন ম্যাসেজ যাবে।
আমাদের সকল সমস্যার সমাধানের জন্য টেকশপ আমাদের পাশে আছে। আর চিন্তা কি, আসুন আমরা ইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে নতুনকরে কাজ শুরু করি। আমাদের দেশীয় প্রযুক্তিকে সমৃদ্ধ করি।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টেকশপ বিডি'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
osadharon post