বাংলাদেশে এই প্রথমবারের মত শুধুমাত্র নারীদের নিয়ে আইটি বিষয়ক স্কলারশীপের আয়োজন করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এ স্কলারশীপের আওতায় বাছাইকৃত ১০০ জন নারীকে সম্পূর্ণ বিনামূল্যে গ্রাফিকস ও ওয়েবডিজাইনের উপর চার মাসের প্রশিক্ষণ এবং সবশেষে তাদের জন্য কর্মসংস্থানের (অনলাইনে এবং স্থানীয়ভাবে) ব্যবস্থা করা হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ইতিমধ্যে ৩টি ধাপে বাছাই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
চূড়ান্ত পরীক্ষাতে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ এবং ফ্রিল্যান্সিং এ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং শীর্ষক সেমিনার। সেমিনারটি আগ্রহী সকল নারীর জন্যই উন্মুক্ত থাকবে এবং বিশ্ববাজারে ফ্রিল্যান্সিং প্লাটফর্ম, নারীদের অংশগ্রহণের জন্য করণীয়সহ আউটসোর্সিং সম্পর্কে নানা তথ্য নিয়ে আলোচনা করা হবে।
প্রধান অতিথিঃ মোঃ নজরুল ইসলাম খান
সচিব, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়
বিশেষ অতিথিঃ এ, এন, এম সফিকুল ইসলাম
প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়
আরও অতিথিদের তালিকা পরে জানানো হবে।
(যারা এ সেমিনারে উপস্থিত হবেন, তাদের সবার জন্য বিশেষ সারপ্রাইজিং অফার রয়েছে, যা অনুষ্ঠানস্থলেই ঘোষনা করা হবে এবং উপস্থিত নারীরাই সেই অফারটির সুযোগ গ্রহণ করতে পারবেন)
বাংলাদেশ জাতীয় যাদুঘরের ২য় তলাতে অবস্থিত প্রধান মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ অনুষ্ঠানস্থলে সর্বমোট ৭০০ জনের আসনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ জাতীয় যাদুঘর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ি উক্ত মিলনায়তনে কোন প্রকার খাবার কিংবা পানি বহন করা যাবেনা।
অফিসের ঠিকানাঃ মমতাজ প্লাজা (৫ম তলা) (ল্যাব এইডের বিপরীত পাশে) , হাউজ# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা -১২০৫
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shudhu narider jonno. purusder jonno nai keno?