জানুয়ারী মাসের মধ্যে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকুরীর নিশ্চয়তা সহকারে কোর্স অফার!

প্রযুক্তির উৎকর্ষতার সাথে ক্রমশ মানুষের দিনবদলে যাচ্ছে। ক্ষুদ্র থেকে বৃহৎ প্রকৃতির সব কাজ এখন প্রযুক্তির ছোঁয়ায় সহজলভ্য হয়ে উঠছে। কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান আর তীব্র আকাংখা থাকলেই এ ক্ষেত্রে নিশ্চিত সাফল্য পাওয়া আর কঠিন কিছু নয়। নির্দিষ্ট যে কোন একটি কাজ শিখে বাংলাদেশে বসে লোকাল বা আন্তর্জাতিক মার্কেটের কাজ অহরহ করার ঘটনা সকলেরই জানা। তবে কাজের ক্ষেত্র হিসাব করলে কম পরিশ্রমে বেশি অর্জন করার মাইলফলক গ্রাফিক্স ডিজাইন।

একজন গ্রাফিক্স ডিজাইনারের কোথায় প্রয়োজন নেই? ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া, ব্র্যান্ড ডিজাইন, লোগো ডিজাইন, মার্কেটিং ব্রশিউর, ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, ম্যাগাজিন, কর্পোরেট রিপোর্টস, সংবাদপত্রসহ অসংখ্য ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন।

গ্রাফিক্স ডিজাইনের উপর আয়

প্রতি মাসে একজন গ্রাফিক্স ডিজাইনারের আয় কত হতে পারে? এ সম্পর্কে ডিজাইনারদের বেতন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিজাইনার স্যালারিজ-এর মতে, একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ১ লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমাধারীর বেতন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা।  [সূত্র: বিডিজবস]

প্রশিক্ষণ নিবেন কোথায়?

প্রফেশন হিসেবে গ্রাফিক্স ডিজাইনকে নিতে অবশ্যই কোনো ভালোমানের ডিজাইনার বা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হতে পারে আপনার প্রথম পছন্দ।   দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে নিয়মিতভাবে  ৪ মাসব্যাপী ‘প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন’ কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে উক্ত প্রতিষ্ঠান হতেই চাকুরী কিংবা আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ের ক্ষেত্রে সবসময় সহযোগিতা করা হয়।

নিশ্চিতভাবে চাকুরীতে যোগ দানের জন্য বিশেষ কোর্স

নেদারল্যান্ড এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি কোম্পানীর চাহিদা পূরনে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে বিশেষ গ্রাফিক্স ডিজাইন কোর্স।  মাত্র ১মাসের বিশেষ ফটোশপ কোর্স সম্পন্ন করে শতভাগ নিশ্চিত চাকরির ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি।

৪ মাসের প্রফেশনাল গ্রাফিক্স কোর্স

অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইল্যাস্ট্রেটর, অ্যাডোব ইনডিজাইন, অ্যাডোব ফ্লাশ।

এই কোর্সে   গ্রাফিক্স ডিজাইন, টাইপোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও টুলের ব্যবহার, মার্কেটট্রেন্ড সম্পর্কে ধারণা ও অনলাইন মার্কেটেপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।  কোর্স শেষে ইন্টার্নশিপ, লাইফ টাইম সাপোর্টের পাশাপাশি রয়েছে পার্ট-টাইম বা ফুল টাইম চাকরি করার সুযোগ।

কোর্স ফিঃ ২০,০০০ টাকা।

১মাসের বিশেষ কোর্স

অ্যাডোব ফটোশপ শিখানো হবে। এ কোর্সে ইমেজ অ্যাডিটিংসহ ক্লিপিংপাথ সম্পর্কিত অন্যান্য বিষয়গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষে শতভাগ নিশ্চিত সহকারে চাকুরীর ব্যবস্থা থাকছে।

 কোর্স ফিঃ ৮,০০০ টাকা।

বিশেষ এই কোর্সটির ক্লাশ শুরু হবে ১০ ডিসেম্বর’২০১৩। ভর্তির সুযোগ পাবেন ৮ ডিসেম্বর’২০১৩ পর্যন্ত।

চাকুরীর ব্যাপারে বিস্তারিত

উপরে যে কোম্পানীর কথা বলা হয়েছে, তাদের অফিসটি পল্টনে অবস্থিত। উক্ত কোম্পানীর চাহিদা পূরনের ১০০ জন ফটোশপে অভিজ্ঞ লোক দরকার। সম্মানজনক মাসিক বেতনের পাশাপাশি থাকছে ফ্রি স্বাস্থ্যসেবা ও প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা। ফুলটাইম অফিসিয়াল এ চাকুরীটির জন্য সর্বনিম্ন এস.এস.সি পাশ করা যে কেউ ১মাসের বিশেষ গ্রাফিকস কোর্স করে জয়েন করতে পারেন। এক্ষেত্রে ক্রিয়েটিভ আইটির পক্ষ হতে দেওয়া হচ্ছে শতভাগ নিশ্চয়তা।  কারও আশেপাশে বেকার কেউ থাকলে এ সংবাদটি সবার জন্য  হতে পারে বিশাল এক সুযোগ।

যোগাযোগের জন্য বিস্তারিত

কোর্সটি করার জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে ৭ ডিসেম্বরের পূর্বে। যোগাযোগের জন্য ফোন করতে হলে নাম্বারটি মনে রাখুন।

  • +8801974134424

  • +8801973344667

এ প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক গ্রুপে গিয়েও প্রশ্ন করে এ ব্যাপারে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।

ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/creativeit/

প্রতিষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইটে।

ওয়েবসাইটের ঠিকানাঃ http://www.creativeit-inst.com

সরাসরি অফিসে এসেও যোগাযোগ করতে পারবেন।

অফিস ঠিকানাঃ অর্কিড প্লাজা (৬ষ্ঠ এবং ৭ম তলা), বাড়ি নং ০২, সড়ক নং ২৮ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

full time noi weekly part time job hole try korte pare

চাকরির অফার দেখে অনেকেই হয়ত আগ্রহী হবে। চাকরির পোস্ট খালি আছে ১০০ টা, সেক্ষেত্রে যদি আপনাদের কোর্সে ২০০ জন ভর্তি হয় তবে চাকরি পাবে ১০০ জন। তাহলে বাকী ১০০ জনের কি হবে। আপনারা ১১০% নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন?

https://www.facebook.com/groups/creativeit/permalink/10152101165869085/

    Level 0

    @স্বপ্নবাজ+ jewel: সেই কোম্পানীর জন্য লোক দরকার ৪০০জন। এ মুহুর্তে জানুয়ারির মধ্যে আমরা দিচ্ছি ৬০ জন। কারন এর চাইতে বেশি মানুষের ক্লাশ নেওয়ার মত সুযোগ আমাদের এখানে নেই। সুতরাং এর চাইতে বেশি আসলে আমরা কোর্সে ভর্তি করাবোনা।
    – ১১০% নিশ্চয়তা দিচ্ছি, কারণ কোর্সটি করানোর হচ্ছে, সেই কোম্পানীর জন্যই। এটা আমাদের নিয়মিত কোর্সনা। আমাদের কোর্স ৪মাসের। সুতরাং যাকে কোর্স করাচ্ছি, তাকে চাকুরী করার উপযুক্ত মনে না হলে কোর্সে ভর্তি করাবোনা। আর এ কোর্স করার পর আপনাকেও চাকুরী অবশ্যই করতে হবে, সেই নিশ্চয়তা অবশ্যই দিতে হবে।

Level 0

৪ মাসের এইসব কোর্সে ক্রিয়েটিভ ডিজাইনার নয়, ক্রিয়েটিভ ধান্দাবাজ তৈরি করা সম্ভব। আর ধান্দাবাজরাই এসব ধান্দাবাজ বানায়।