বর্ষশেষ অফার!! সর্বোচ্চ ৫০% মূল্য ছাড়!!! ১ জিবি শেয়ার্ড হোস্টিং ৫৯৯ টাকা!! ৯৯.৯% আপটাইম!! ২৪X৭ সুপার ফ্রেন্ডলী সাপোর্ট!! শুধু মাত্র HostClation হোস্টিং -এ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'HostClation'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

HostClation পরিবারের পক্ষ থেকে  সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

ইন্টারনেটের এই যুগে সবাই চায়, তার একটি নিজের ওয়েব সাইট থাকুক। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পন্যের প্রচার প্রচারনার জন্য দরকার একটি নিজস্ব ওয়েব সাইট। আর ওয়েব সাইটের জন্য  প্রথমেই যা দরকার সেটি হচ্ছে  ভাল মানের হোস্টিং সার্ভিস। আমাদের হোস্টিং সেবার আসল উদ্দেশ্যই হচ্ছে সুলভ ও সাশ্রয়ী খরচে  মান সম্মত ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন সেবা এবং গ্রাহক পর্যায়ে এ সুপার ফ্রেন্ডলী সাপোর্ট দেওয়া।

হোস্টিং সেবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট। বর্তমানে অনেককে দেখা যায় হোস্টিং সেবা নিয়ে প্রোভাইডারদের উপর বিরক্ত। সাপোর্ট নিয়ে ভোগান্তি। কারন লো কনফিগারেশনের সার্ভার, অতিরিক্ত ওভারসেলিং। আমরা ওভারসেলিং করিনা।  আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা আমাদের নিজস্ব ডেডিকেটেড সার্ভার এর মাধ্যমে হোস্টিং সেবা দিয়ে থাকি। যার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সাপোর্ট এর আশায় বসে থাকতে হবে না মূল্যবান সময় নস্ট করে। আমরা আপনাকে দিচ্ছি ফাস্ট সার্ভার, ফাস্ট সার্ভিস, ফাস্ট সাপোর্ট এর গ্যারান্টি।

HostClation

বর্তমান অফার সমূহ :

Host Clation বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজ এ নিয়ে এল  ৫০% পর্যন্ত মূল্য ছাড়। ১ বছরের যে কোন  শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কিনলেই পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট,  এছাড়া রিসেলার ও মাস্টার রিসেলার প্যাকেজ এ থাকছে ৩০% ডিসকাউন্ট। এছাড়া প্রতিটা রিসেলার প্যাকেজ এর সাথে থাকছে ফ্রী ডোমেইন রিসেলার একাউন্ট। নিচে অফারের বিবরন ও মূল্য। বি:দ্র: নিচে উল্লেখিত মূল্যের জন্য কুপন কোড ব্যাবহার করতে হবে।

শেয়ার্ড হোস্টিং এ ৫০% ডিসকাউন্ট : Coupon Code 50CUT

১ জিবি ডিস্ক স্পেস এবং ১০ জিবি ব্যান্ডউইথ ৫৯৯ টাকা।
২ জিবি ডিস্ক স্পেস এবং ২০ জিবি ব্যান্ডউইথ ১১৪৯ টাকা।
৫ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ২৭৪৯ টাকা।
১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৪৯৯৯ টাকা।

রিসেলার হোস্টিং এ ৩০% ডিসকাউন্ট : Coupon Code 30CUT

৫ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ২৭৯৯ টাকা।
১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৪৮৯৯ টাকা।
২০ জিবি ডিস্ক স্পেস এবং ২০০ জিবি ব্যান্ডউইথ ৯০৯৯ টাকা।

মাস্টার রিসেলার হোস্টিং এ ৩০% ডিসকাউন্ট : Coupon Code 30CUT

১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৮৩৯৯ টাকা।
২০ জিবি ডিস্ক স্পেস এবং ২০০ জিবি ব্যান্ডউইথ ১৩৯৯৯ টাকা।
৫০ জিবি ডিস্ক স্পেস এবং ৫০০ জিবি ব্যান্ডউইথ ২৭৯৯৯ টাকা।

ডোমেইন প্রাইজ :

.com/.net/.org/.biz/.info ৮০০ টাকা (রেজিস্ট্রেশন/ রিনিউ/ ট্রান্সফার)। সাথে থাকছে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল।

অফারের শর্ত :

এই ডিসকাউন্ট অর্থাৎ উপরে উল্লেখিত মূল্য শূধু মাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। পরের বছর থেকে রেগুলার প্রাইজ প্রযোজ্য হবে।  বিস্তারিত জানতে হটলাইন ০১৭১৭ ০৩৯৯০৯ এ ফোন করুন।

সার্ভারের কনফিগারেশন ও ফিচার:

  • Intel Quad Core Xeon Processor
  • 32 GB Ram
  • Raid 10 Protected Disk
  • 1Gbps Port
  • Premium Bandwith
  • Cloud Linux Os
  • Varnish Web Accelerator
  • cPanel Hosting
  • Softaculous Auto Installer
  • Daily Backup Feture

আমাদের সেবা সমুহঃ

  • ওয়েব হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ডোমেইন রিসেলার
  • ভিপিএস হোস্টিং

আপনি কেন HostClation কে বেছে নিবেন?

  • ২৪/৭  ইমেইল, টিকেট  সাপোর্ট ।
  • ৯৯.৯% আপটাইম গ্যারান্টি।
  • ওভারসেলিং মুক্ত হোস্টিং সার্ভিস।
  • Fast, Reliable এবং Secure ওয়েব হোস্টিং।
  • ডেইলী ব্যাকআপ ফিচার
  • ওয়ান ক্লিক সফটওয়্যার ইনস্টলার ।
  • ফুল ডোমেইন কনট্রোল প্যানেল।
  • ৩০ দিনের মূল্য ফেরত গ্যারান্টি।
  • কোন লুকায়িত চার্জ নেই।

কিভাবে পেমেন্ট করবেন?

আমরা অনলাইন অফলাইন দুই ধরনের পেমেন্ট নিয়ে থাকি। ব্যাংক ডিপোজিট/ট্রান্সফার (ব্র্যাক ব্যাংক),  মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, বিকাশ),  পেপাল, পেজা (এলার্টপে), স্ক্রীল (মানিবুকারস), ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড এবং ক্যাশ পেমেন্ট। বিস্তারিত

যোগাযোগ:

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'HostClation'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি HostClation.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০০৯ সালে MiClation (Micro To Large Solution) নাম নিয়ে HostClation এর যাত্রা শুরু। পরবর্তিতে ২০১২ সালে নতুন করে HostClation নাম দিয়ে শুরু হয়েছে আমাদের নতুন করে পথ চলা। আমাদের হোস্টিং সেবার আসল উদ্দেশ্য হচ্ছে সুলভ ও সাশ্রয়ী খরচে মান সম্মত ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন সেবা এবং গ্রাহক পর্যায়ে এ সুপার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অহ! দারুন অফার তো।

আপনারা ডোমেইন কোথা হতে দিচ্ছেন গোড্যাডি নাকি নেমচিপ হতে?

    @অচিন পথিক:
    UK 2 Group (Resell.Biz)

      @HostClation.com: মন্তব্য করার জন্য ধন্যবাদ। UK 2 Group (Resell.Biz) কতটুকু ট্রাস্টেড পার্টনার বুঝতে পারলাম না। কেননা, ভালো বলতে তো Godady,Namecheap, Enom কে বুঝি।
      আরেকটি ব্যাপার হচ্ছে আপনাদের এখানে ডোমেইন নিলে তা কন্ট্রোল প্যানেল সহ নিজের নামে পাব তো?
      পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সপার করতে পারকি?
      বর্তমানে এমন অনেক হোস্টিং প্রভাইডারগণ রয়েছেন যারা প্রথমদিকে মিষ্টি কথা বলে থাকেন…..পরবর্তীতে তার আসল রহস্য ধরা পড়ে। তাছাড়া যখন একটি ডোমেইন পরিচিত/পপুলার হয়ে যায় তখন তা নিজেদের নামে করে নেন। সুতরাং এই নিয়ে একটু চিন্তিত।
      কাস্টমার অর্ডার দিলে আপনারা কি নেমচিপ কিংবা গোড্যাডি হতে ডোমেইন রেজি: করে দিতে পারবেন?

        @অচিন পথিক:
        Resell.biz কতটুকু ট্রাস্টেড পার্টনার সেটা আপনাকে বুঝতে গলে গুগল করতে হবে। Resell.biz সরাসরি কাস্টমার এর কাছে ডোমেইন সেল করে না, তারা তাদের রিসেলার কাছে ডোমেইন সেল করে, আর সেই রিসেলাররা কাস্টমারের কাছে ডোমেইন সেল করে। আমরা কাস্টমারদের কাছে ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল দিয়ে থাকি। আপনি যে কোন সময় ট্রান্সফরা করতে পারবেন অন্য কোথাও। নেমচিপ কিংবা গোড্যাডি হতে ডোমেইন রেজি: করতে চাইলে আপনি তাদের কাছ থেকেই নিতে পারবেন, তার জন্য আমাদের কাছে আসতে হবে না।

        @অচিন পথিক:
        আর কাস্টমারের ডোমেইন নিজের কাছে রেখে দেওয়া, রিনিউ এর সময় অতিরিক্ত ফি চাওয়া এইসব জিনিস তাদের কাছে ফেস করবেন যারা কম দামে ডোমেইন এর অফার করে। কারন আমরা কম পেলে বর্তে যাই, পরের চিন্তা আর করি না। আর যাই হোক আমাদের কাছে নিশ্চিন্তে ডোমেইন নিতে পারেন এইসব চিন্তা বাদ দিয়ে। বাকি টুকু আপনার ইচ্ছা। ধন্যবাদ টিউমেন্টের জন্য।

সর্বনিম্ন কত টাকায় ডোমেইন সহ ভিপিএস হোস্টিং । আর মোটামুটি মাঝারি মানের ভিপিএস হোস্টিং চার্জ কত?

Full detail pls.

    @মামুন:
    দু:খিত দেরিতে উত্তরের জন্য। ভিপিএস টা কি ম্যানেজড না আনম্যানেজড হবে? এবং অপারেটিং সিস্টেম টা কি হবে? বিস্তারিত লিখে [email protected] এ মেইল করুন।

    @মামুন: VPS (With any Linux based distro installed)

ম্যানেজড ভিপিএস, অপারেটিং সিস্টেম windows

    @মামুন:
    ধন্যবাদ। আমরা উইন্ডোজ ভিপিএস প্রোভাইড করিনা।

আপনাদের কাছ থেকে কিছুদিন আগে ডোমেইন কিনেছি। বর্তমানে ফ্রী হোস্টিং ব্যাবহার করছি। কিন্তু ফ্রী হোস্টিং টা ভোগাচ্ছে, অধিকাংশ সময় সার্ভার ডাউন থাকছে। আপনাদের আপটাইম কেমন? এখন আপনাদের এখানে সাইটটা হোস্ট করতে চাচ্ছি। আপনাদের বর্তমান শেয়ার হোস্টিং এর ৫০% ডিসকাউন্ট অফার কি শুধু নতুনদের জন্য নাকি আমাদের মত ক্লায়েন্টরা নিতে পারবে।

    @অবুঝ বালক:
    এই অফার নতুন পুরাতন সবার জন্য। আমরা ৯৯.৯% আপটাইম এর নিশ্চয়তা দেই।

VPS (With any Linux based distro installed)

VPS (With any Linux based distro installed)
সিংগেল ইউজার

সর্বনিম্ন কত টাকায় ডোমেইন সহ ভিপিএস হোস্টিং । আর মোটামুটি মাঝারি মানের ভিপিএস হোস্টিং চার্জ কত?

Full detail pls.