সৌশল নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় আমেজে

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বেশতো ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

এক বছরেরও কম সময়ের মধ্যে বেশতো ডট কম, দেশের প্রথম বাংলা পাবলিক সৌশল নেটওয়ার্ক ​​দেশে এবং বিদেশে বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বেশতোর এই এগিয়ে চলার পেছনে কারণ জিজ্ঞেস করা হলে হয়ত প্রথমেই আসবে-  নিজ ভাষায় যোগাযোগ করতে পারার সুবিধার কথা। বেশতোর দুটি সার্ভিস- মাইক্রোব্লগ এবং প্রশ্ন, আলাদাভাবে গুরুত্ব বহন করে। মাইক্রোব্লগের মাধ্যমে ইউজাররা যেমন জম্পেশ আড্ডা জমান তেমনি প্রশ্ন-উত্তরের মাধ্যমে জানতে পারেন নানা অজানা তথ্য।

বেশতোর আরেকটি বড় দিক হচ্ছে এটি একটি পাবলিক সোশ্যাল নেটওয়ার্ক। অর্থাৎ এখানে ইউজাররা প্রকাশ্যে একে অপরের সাথে যোগাযোগ করেন, মতের আদান প্রদান করেন। বেশতোর এমন পরিবেশের পেছনে যুক্তি হল ভাব বিনিময়কে শুধুমাত্র নিজেদের মধ্যে না রাখা। নিজেদের মধ্যেই শুধুমাত্র যোগাযোগকে সীমাবদ্ধ না রেখে, দেশ ও সমাজের জন্য ভাবার এবং সেইমত কাজ করার জায়গা দিয়েছে বেশতো। এখানে বলে রাখা ভালো যে, বেশতো “ফলো” মডেল অনুসরণ করে। অর্থাৎ ইউজাররা একে অপরকে ফলো করে তাদের পোস্ট পড়েন, প্রশ্নের উত্তর দেন। এখানে সবাই সবার বন্ধু। কোন ইউজার অগ্রহণযোগ্য কিছু পোস্ট করলে তা প্রতিবাদ করেন বাকি ইউজাররাই। ইউজারদের মধ্যে একতা বেশতোর সবচেয়ে বড় সম্পদ।

বেশতোর মাইক্রোব্লগে প্রতিদিন আড্ডা জমে বিভিন্ন বিষয় নিয়ে। যেমন- একদিন হয়ত যে যে তাঁর তাঁর মুদ্রাদোষ নিয়ে জোরে সোরে পোস্ট দিয়ে গেল, আবার কার কোন মুভি প্রিয় এমন বিষয়েও আরেকদিন তুমুল মজার তর্ক হয়ে গেল। ইউজাররা নিজেরাও একে অন্যকে ট্যাগ করে আড্ডা দিতে ডাকেন। যে যখন অনলাইনে থাকেন, সাড়া দেন সেই ডাকে। ব্যাস, তারপর কি সময় ক্ষণ খেয়াল থাকে!

বেশতোতে আছে বিভিন্ন চ্যানেল। বেশতোর চেষ্টা ইউজারদের দেশীয় তথ্য সরবরাহ করা আর সেই লক্ষ্যে টেক, খাবার, ভ্রমণ, আর্ট, স্বাস্থ্য, শপিং, গান, সিনেমা, ধাঁধা, উক্তি, অদ্ভুত তথ্য এবং আরও অনেক চ্যানেলের সৃষ্টি। এখন দেশের হাজারো পত্রিকা, ম্যাগাজিন আর পোর্টালের ভীড়ে আমাদের চোখ এড়িয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ খবর থেকে। সেইসব খবরকে সবার কাছে পৌঁছে দেয়াই বেশতো চ্যানেলের কাজ।

বেশতোর হোম পেইজে কিছু কথা বলা আছে, যার শেষ লাইনটি হচ্ছে- “বেশতোতে আপনার লেখাই আপনার পরিচয়”  একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মতের মানুষ আসে। অনেকে অনেক আজেবাজে পোস্ট দেন, মন্তব্য করেন। বেশতোতেও যখন কেউ এমনটা করেন তখন ইউজাররা নিজেরাই সেসব মানুষকে প্রতিহত করেন, শক্ত ভাষায়। বেশতো সবার জায়গা এবং একে ঠিক রাখার দায়িত্ব আমাদের সবারই- এ কথাটা যদি সবার মাথায় থাকে তাহলে মনে হয় বেশতো তৈরির উদ্দেশ্য সফল হবে।

বেশতোতে সবাই এখন পছন্দমত ছবি আপলোড করতে পারেন। “বেশতো প্রশ্ন” আস্তে আস্তে হয়ে উঠছে একটি জ্ঞান ভান্ডার। সবশেষে বলতে চাই, চীন, ভিয়েতনাম, কোরিয়া, রাশিয়ার মত বাংলাদেশের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম “বেশতো” এদেশের মানুষের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে, মানুষের সাথে মানুষের সেতু বন্ধন তৈরি করবে- এমনটাই আশা।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বেশতো ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hello Dear ai ta kon CMS dia kora janta pare

আমারে দিল না দুক্কু পাইলাম 🙁

সুন্দর একটি সাইট 🙂 ক্রিয়েটিভ আইডিয়া! জয়েন করেছি। তবে আমার প্রোফাইল ফটো আপলোড করতে একটু সমস্যা আছে। বেশতোর হেল্প ও সাপোর্ট সেন্টার আছে?