এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টিউনার ও ফ্রিল্যান্সার আব্দুল কাদের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ্ তার রহমতে বেশ ভাল আছি।
ফ্রীল্যান্সিং নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই কিন্তু সবাই কি সফল হতে পারেন? পারেন না, এর প্রধান কারন হল- কাজ না শিখেই আয়ের চিন্তা। আপনি কাজ না শিখে যদি আয় করতে চান তাহলে ফ্রীল্যান্সিং মারকেটপ্লেসে কোনদিনই ভাল অবস্থানে যেতে পারবেন না। আর তাই আপনি যদি কাজ শেখার চিন্তা করে থাকেন তাহলে আমি আপনাকে বলব যে, আপনি এসইও এর কাজ শিখুন । কারন নতুনদের জন্য এটি একটি সহজ পদ্ধতি ফ্রীল্যান্সিং সাইটে কাজ শুরু করার জন্য। তাছাড়া এটি বর্তমান সময়ের একটি বিশেষ চাহিদা হয়ে দাড়িয়েছে, ডাটা এন্ট্রি করতে গেলেও এখন আপনার এসইও এর জ্ঞান থাকা অতি জরুরি, এমনকি আপনি যদি এসইও এর টার্ম গুলো না জানেন তাহলে হয়ত আপনি ফ্রীল্যান্সিং এর বেসিক ই জানেন না। কাজেই এসইও শিখুন। আর যারা নতুন অবস্থায় কাজ করতে চান আবার ভাল আয়ও করতে চান তারা এসইও শিখতে পারেন, এটি তাদের জন্য এক বিশাল প্লাস পয়েন্ট।
অনেকেই আছেন যারা টাকার জন্য কাজ শিখতে পারেন না আবার অনেকেই সময়ের অভাবেও কাজ শিখতে পারেন না, ঢাকার বাইরে থাকার জন্যেও অনেকে কাজ শিখতে পারেন না, আবার অনেকে নতুন অবস্থায় বুঝতেই পারেন না যে কোন দিক থেকে কিভাবে শুরু করবেন তাই আপনাদের কথা বিবেচনা করেই আমি নিজে তৈরি করেছি এসইও+ফ্রীল্যান্সিং এর উপর বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল। আমি নিজে odesk এ এসইও এর কাজ করি আর তাই আমি মনে করি, ফ্রীল্যান্সিং শুরু করার জন্য এসইও এর কাজ শেখা খুবই কার্যকরী হবে, কারন এটি সোজা এবং শিখতে অনেক কম সময় লাগে এবং এর ক্ষেত্র অনেক ব্যাপক। আর আমার নিজের অভিজ্ঞতার আলোকেই এটি তৈরি। এটি দ্বারা আপনি শুধু ফ্রীল্যান্সিং ই নয়, বরং এর পাশাপাশি অন্য আরও অনেক উপায়ে আয় করতে পারবেন।
টিউটোরিয়ালটি সম্পূর্ণ আমার নিজের বানানো এবং এতে রয়েছে এসইও শেখার এবং অনলাইনে কাজ করার জন্য ৮৫টি এর অধিক সংখ্যক HD ভিডিও টিউটোরিয়াল, প্রত্যেকটি ধাপ স্পষ্ট এবং বাংলা ভাষায়।
সব মিলিয়ে মোট ভিডিওর সংখ্যা ৮৫টি+ । প্রত্যেকটি ভিডিও HD কোয়ালিটির তাই প্রত্যেকটি কথা স্পষ্ট এবং ভিডিও এর রেজুলেশন খুবই ক্লিয়ার। এতে করে আপনারা সহজেই সব কথা শুনতে এবং দেখে বুঝতে পারবেন।
এছাড়াও এর সাথে থাকছে সকল ভিডিওর সোর্স ফাইল, যাতে করে আপনি ভালভাবে প্র্যাকটিস করতে পারেন। সাথে আর থাকছে লিখিত টিউটোরিয়াল এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার, সাথে আরও থাকছে পিডিএফ ই-বুক। এতে করে আপনাদের আর কোন সমস্যাই থাকবে না।
আমার এই এসইও এর টিউটোরিয়াল এর পূর্বের ভার্শন এমন ছিল না, ওটা বানানোর পর বিভিন্ন লোকদের কাছ থেকে উঠে আসা নানান প্রশ্ন এবং এর সমাধান নিয়ে এতে নতুন করে আরও অনেকগুলো ভিডিও যোগ করা হয়েছে। ফলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন টিউটোরিয়াল আর একটিও পাবেন না ১০০% নিশ্চিত। এই বাজারের কিছু টিউটোরিয়াল আমার কাছে আছে আমি দেখেছি, আর সেগুলো হল ২০০৯ বা তার পূর্বে তৈরি ফলে অনেক কিছুই বোঝা যায় না (কারন এতদিনে গুগল, ইয়াহু, বিং, ব্লগার ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হয়েছে)। উপরে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সব কিছুই করা হয়েছে ২০১৩ সালে। ফলে গুগল এবং বিং এর নতুন নতুন আপডেট গুলো এখানে দেখানো হয়েছে। এমনকি ব্লগারের নতুন ইন্টারফেস এবং HTML এডিটর এর নতুন চেহারাও এখানে দেখানো হয়েছে। ফলে আশা করা যায় আপনাদের বুঝতে কোন সমস্যাই হবে না এবং আমি মনে করি এই টিউটোরিয়ালটি কিনলে আপনাকে বাইরে থেকে আর কোন প্রকার কোর্স ও করার প্রয়োজন হবে না।
এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে ২৪/৭ লাইভ সাপোর্ট এর ব্যাবস্থা। আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং স্কাইপ এর মাধ্যমে এই হেল্প পাবেন। ফেসবুক গ্রুপে আপনি চাইলে এমনিতেও যোগ দিতে পারেন। কিন্তু স্কাইপ এর সেবা শুধুমাত্র যারা এটি কিনবেন তারাই পাবেন।
ফেসবুক গ্রুপ এ যোগ দিতে এখানে ক্লিক করুন।
শুধুমাত্র ফ্রীল্যান্সিং ই নয়, এসইও এর এই কোর্স টি করে আপনি আরও অনেক উপায় যেমনঃ ব্লগিং, মার্কেটিং, গুগল এডসেন্স দিয়ে মাসে ১০০-৫০০ ডলার সহজেই আয় করতে পারবেন।
আমাদের ভিডিও গুলো কিভাবে করা তার লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
টাকা বিকাশ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন কোন সমস্যা নেই কারন আমি এটা পাঠাব সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশের যে কোন প্রান্তেই আছে। ডিভিডি কিভাবে পাবেন এবং টাকা কিভাবে পাঠাবেন তা নিচ থেকে ভালভাবে পড়ে নিন। শুধুমাত্র আপনাদের জন্য কোন প্রকার অতিরিক্ত কুরিয়ার চার্জ নেয়া হচ্ছে না!
টাকা পাঠাতে হবে বিকাশ এর মাধ্যমে। আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই, আপনি আপনার নিকটবর্তী বিকাশ এর দোকান থেকেও টাকা পাঠাতে পারবেন।টাকা পাঠানোর আগে আমাকে ফোন দিয়ে নিতে পারেন- 01674900733
টাকা পাঠাতে হবে এই নাম্বারে – 01780838227
অ্যাকাউন্ট টাইপ- Personal
টাকা পাঠানো হলে আপনার টাকা এসেছে কিনা তা আপনাকে জানানো হবে বা আপনি ফোন দিয়েও জানতে পারবেন (ফোন নাম্বার-০১৬৭৪৯০০৭৩৩, 01674900733)।
তারপর আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা (এখানে শুধু আপনার এলাকার নাম, থানার নাম এবং জেলার নাম দিলেই হবে), আপনার মোবাইল নাম্বার আমার নাম্বারে মেসেজ করে পাঠাবেন। সব কিছু ঠিক হয়েছে কিনা তা আপনাকে জানানো হবে। সব ঠিক থাকলে আপনার উদ্যেশ্যে ডিভিডি পাঠানো হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে। সাধারণত ২-৪ দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার ডিভিডি। তবে একটা শর্ত- টাকা পাঠানোর পর থেকে ডিভিডি হাতে পাওয়া পর্যন্ত আপনার মোবাইল নাম্বার খোলা রাখতে হবে কারন ডিভিডি আপানার এলাকায় পৌছলে কুরিয়ার থেকে আপনাকে ফোন দেয়া হবে।
আর যদি আপনি ঢাকায় থাকেন তাহলে সরাসরি হাতে হাতে নিতে পারবেন এই জন্য আপনাকে ঢাকার উত্তর বাড্ডায় আসতে হবে। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে।
ডিভিডি আপনার নামে কুরিয়ার করা হলে আপনাকে মেসেজ করে কুরিয়ার রিসিটের কোড নাম্বার জানিয়ে দেয়া হবে।
এই টিউটোরিয়াল সম্পর্কে কোন মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন। 01674900733, (সকাল ৯টা থেকে রাত ১০টা)। তবে ফোন দেয়ার আগে প্লিজ আমার পার্সোনাল ব্লগ থেকে ঘুরে আসুন তাহলে হয়ত আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এটা সম্পূর্ণই আমার নিজের বানানো। একজন ফ্রীল্যান্সার হিসেবে আমি নিজে যা জানি বা আমি নিজে কাজ করতে গিয়ে যে সকল সমস্যা হয়েছে তার সমাধান এবং আমার অভিজ্ঞতা থেকেই আমি এটি তৈরি করেছি । তাই ডিভিডি নেয়ার সময় এর উপর অবশ্যই আমার স্বাক্ষর দেখে কিনবেন।আমার স্বাক্ষর ব্যাতীত কোন ডিভিডি কিনবেন না এবং এর দায় দায়িত্ব আমার নয়। এই টিউটোরিয়ালের প্রত্যেকটি ভিডিও কপিরাইট প্রটেক্টেড এবং এই ভিডিও টিউটোরিয়াল আমার অনুমতি ব্যতীত কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।
এই টিউটোরিয়াল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টিউনার ও ফ্রিল্যান্সার আব্দুল কাদের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সন্দুর।