এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার সজীব রহমান'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
এবার এসইও শিখুন দেশের যেকোন প্রান্ত থেকে। বাংলাদেশে এমন অনেকেই আছেন যারা ঢাকা কিংবা চট্রগ্রাম গিয়ে এসইও শেখার সুযোগ নেই। বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে তাঁরা পারেন না একজন ভাল এক্সপার্ট এর কাছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে। কিন্তু তারাও পিছিয়ে নেই। শেখার চেষ্টা করছেন অনলাইনেই। কিন্তু সেখানেও বিপত্তি! কোন ধরাবাঁধা গাইড লাইন না থাকার কারনে তারা আসলে বুঝতে পারেন না কিভাবে, কোথা থেকে শুরু করবেন। আর এই কারনেই তাদের প্রয়োজন হয় একটি ভাল গাইডলাইনের। যার অভাবে অনেকেই হতাশ হয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন এই সম্ভাবনাময়য় ক্যারিয়ার থেকে।
আর সেই সকল মানুষের কথা চিন্তা করেই বাংলাদেশ এ এই প্রথম সম্পূর্ণ নতুন ভাবে শুরু হতে যাচ্ছে অনলাইনে সরাসরি এডভান্স এসইও ট্রেনিং “লাইভ এসইও লার্নিং”, আর এই ট্রেনিং সেশন আপনাকে দেবে ঠিক তেমনই সাপোর্ট যা অন্যরা পাচ্ছে অফলাইন ট্রেনিং করেই !!!
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এখন অনলাইন ক্যারিয়ার গড়ার মধ্যে অন্যতম একটা মাধ্যম। আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল সকল প্রকার “অনলাইন মার্কেটিং” এর প্রাণ। কারণ আপনি এসইও জানলে আপনি অনলাইন মার্কেটিং এর যেকোন ফরম্যাট এ কাজ করতে পারবেন, যেমন আপনি ব্লগিং করে (গুগল এডসেন্স), অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, সিপিএ, পিপিসি ইত্যাদির মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারেন। অনলাইনের স্মার্ট ক্যারিয়ার এর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্যতম। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা এসইও কনসালটেন্ট প্রতিমাসে $৫০০-$৫০০০ ডলার বা তার ও বেশি আয় করতে পারেন তার স্কিল ও এক্সপেরিয়েন্স এর উপর ভিত্তি করে।
বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করেন তাঁদের মধ্যে ৪০% ফ্রিল্যান্সারই এসইও কে ১ম পছন্দ হিসাবে বেছে নিয়েছেন। আর এর মধ্যে ৫-১০% এসইও এক্সপার্ট বেশ ভালো মোটা অংকের আয় করে থাকেন শুধুমাত্র ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং করে। আর নতুন হিসাবে সবার প্রথম পছন্দের তালিকায় রয়েছে ফ্রিল্যান্সিং
আর এই “লাইভ এসইও লার্নিং” মূল উদ্দেশ্য হল একজন উদেয়মান নতুন ফ্রিল্যান্সারকে সঠিক গাইডলাইন প্রদান করে তার ক্যারিয়ারকে আরো সবলিল করে গড়ে তোলা। সঠিক গাইডলাইন ও কিছু কৌশলের মাধ্যমে আপনি ও হতে পারেন একজন এক্সপার্ট এসইও ওয়েবমাস্টার। এর এই অনলাইন লাইভ ট্রেনিং সেশন এ ঠিক তাই শেখানো হবে যেটা আপনার অনলাইন ক্যারিয়ারকে আরো মজবুত করে গড়ে তুলবে।
পৃথিবী এখন অনেক ফার্স্ট। সবখানেই এখন প্রযুক্তির ব্যবহার। কিন্তু আমার অনেক কম মানুষই আছি যারা এর ব্যবহার করে থাকি। আর সেই সব কথা চিন্তা করে আমি শুরু করেছি নতুন এক উপায়ে অনলাইনে সরাসরি এসইও শেখান। মনে প্রশ্ন আসতে পারে কেন করবেন অনলাইন ট্রেনিং?? কারন
এমন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব যা আগে কেউ কখন ও করেনি। এই “লাইভ এসইও লার্নিং” সেশন এ আপনি পাচ্ছেন
মূলত আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর খুঁটিনাটি কাজ করে থাকেন কিংবা নিজে চেষ্টা করেও শিখতে পারছেন না তাহলে এটা আপানার জন্য সবচেয়ে উপযোগী! কিন্তু নতুনদের ও হতাশ হবার কিছু নেই। নতুনদের জন্যেও আছে বিশেষ ব্যবস্থা। এতদিন হয়তো সবাই শিখে এসেছেন ব্যাকলিংক কিভাবে করতে হয়, কিন্তু এবার আপনারা পাবেন সার্চ ইঞ্জিন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা। যার মধ্যে রয়েছে।
আপনাদের সাথে থাকবেন বাংলাদেশের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গ্রুপ “SEO BD” এবং দেশের প্রথম সম্পূর্ণ বাংলা এসইও ব্লগ http://webseoguide.net/ এর এডমিন এবং টেকটিউন্সের টপ এসইও টিউনার এর একজন “সজীব রহমান”। বর্তমানে তিনি কাজ করছেন ব্লগিং, সার্চ ইঞ্জিন অপ্তিমাইজশন এবং অনলাইন মার্কেটিং নিয়ে।
এই মুহূর্তে এই “লাইভ এসইও লার্নিং” কোর্সটি সবার জন্য উন্মুক্ত নয়। কেবল মাত্র নিচে প্রদানকৃত যোগ্যতা সম্পূর্ণ যেকেউ ক্লাশ করার সুযোগ পাবেনঃ
২য় ব্যাচের ক্লাশ শুরুঃ ১৫-২০ জুন , ২০১৩
বিস্তারিতঃ http://www.sojibrahman.com/liveseolearning/
পেমেন্ট অপশনঃ http://www.sojibrahman.com/liveseolearning/order/
পেমেন্ট সংক্রান্ত সকল তথ্যঃ http://www.sojibrahman.com/liveseolearning/payment-system/
আপ্বনার আসনটি বুকিং করুনঃ http://www.sojibrahman.com/liveseolearning/booking/
আসন সংখ্যা সীমিত (২৫টি), তাই আপনার আসনটি নিশ্চিত করতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।
ফোনঃ ০১৭৩৯-৩৭৩০২৭, ০১৯৩৯-৭৩৫২৩৭
ইমেইলঃ [email protected]
অফিশিয়াল ফ্যান পেজঃ http://www.facebook.com/LiveSeoLearning
ফেসবুক এঃ http://www.facebook.com/sojibrahmanbd
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার সজীব রহমান'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ত পরিক্ষা চলতেছে। এই কোর্স শেষে আবার কখন শুরু হবে?