বাংলা ফটোশপ DVD সংগ্রহ করুন এখন আরো সহজে! Rokomari.com, IDB ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার থেকে সরাসরি নিতে পারবেন ডিভিডি! প্রবাসীদের জন্যও থাকছে ব্যবস্থা!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার হাসান যোবায়ের'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

এত দিনে হয়তো জেনে গেছেন ফটোশপের উপর তৈরি করা আমার ডিভিডির কথা। এখন পর্যন্ত অনেকেই আমার কাছ থেকে ডিভিডিটি সংগ্রহ করেছেন। এতদিন ডিভিডি সংগ্রহ করার জন্য শুধুমাত্র একটি উপায় ছিল। আমি কুরিয়ার করে সবাইকে দিয়েছি।

এখন সবার সুবিধার জন্য আরো কয়েক পদ্ধতিতে ডিভিডিটি সংগ্রহ করা যাবে। তার আগে ফটোশপ টিউটোরিয়াল ডিভিডি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দিয়ে দেয়া হলো। বিস্তারিত জানতে পূর্বের পোস্টটি পড়ে দেখতে পারেন।

ফটোশপ নতুন ভার্শন CS6 দিয়ে তৈরি করা এই ভিডিও টিউটোরিয়াল ডিভিডির মাধ্যমে ফটোশপের ব্যাসিক থেকে শুরু করে ধীরে ধীরে এডভান্স লেভেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বাংলা ভিডিও টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই ফটোশপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Dvd Order

Tutorial Trailer

টিউটোরিয়াল সম্পর্কে ধারণা নিতে দেখুন টিউটোরিয়াল ভিডিও ট্রেইলার  ।

অথবা ডাউনলোড করতে পারেন এখান থেকে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক DVD তে কি কি থাকছেঃ

  • ফটোশপের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল।
  • ফটোশপ CS6 ফুল ভার্শন সফটওয়্যার।
  • ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল।
  • ১৫০০+ সেরা ইংলিশ ফন্ট।
  • ৭০০+ সেরা বাংলা ফন্ট।
  • স্পেশাল প্রজেক্ট ভিডিও। ( শুধুমাত্র DVDতে পাওয়া যাবে)
  • এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।

সূচিপত্র

  • Open Image Bridge
  • Custom Workspace
  • Navigating Tabs, Interface
  • Zoom Tool
  • Rotating view, Screen Modes
  • Image Size, print
  • Layer Panel Project 1
  • Layer Panel Project 2
  • Layer Panel Project 3
  • Layer Panel Project 4
  • Layer Panel Project 5
  • Save
  • Crop tool, Perspective Crop tool
  •  Luminance
  • Auto Command
  • Color
  • Histogram
  • Color Balance
  • Hue/Saturation; Vibrance
  • Moon Project 1
  • Moon Project 2
  • Moon Project 3
  • Moon Project 4
  • Moon Project 5
  • Moon Project Final Part
  • মুখের দাগ মোছা-১
  • মুখের দাগ মোছা-২
  • মুখের দাগ মোছা-৩
  • মুখের দাগ মোছা-৪
  • মুখের দাগ মোছা-৫
  • Patch Tool
  • Level
  • Content aware Move Tool
  • Smart Sharpen Filter
  • Text Design on Magazine 1
  • Text Design on Magazine 2
  • Text Design on Magazine 3
  • Text Design on Magazine 4
  • Text Design on Magazine 5
  • Text Design on Magazine 6
  • Custom Shape
  • Text Design on Magazine 7
  • Layer Style
  • Styles
  • Paragraph Style
  • Free Transform
  • Warp
  • Create underline
  • Lanse flare effect
  • ফটোশপে বাংলা লিখার পদ্ধতি

This is not end

ইউটিউব পরিসংখ্যানঃ

ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখা যাচ্ছে। বাংলাদেশে ইউটিউব ব্যান থাকা সত্তেও এখন পর্যন্ত প্রায় ৪০০০০ বার দেখা হয়েছে এবং সাবস্ক্রাইভার রয়েছে ৬০০+! আশা করি টিউটোরিয়াল কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকবে না।

ডিভিডি আপনার কম্পিউটার ড্রাইভে ঢুকানোর পর আপনার যদি অটোরান ওপেন থাকে তাহলে অটো একটি মেনু আসবে। যেখান থেকে আপনি সকল ফাইল ওপেন করতে পারবেন। অটোরান অফ থাকলে ডিভিডি আইকনে ক্লিক করেও সেই অটোরান মেনুটি আনতে পারবেন। চলুন এক নজরে দেখে নেই মেনুটি।

মেনু ওপেন করার সাথে সাথে চমৎকার একটি সাউন্ডও শুরু হবে। তবে আপনি ইচ্ছে করলে সেটা অফ করে দিতে পারেন মেনু থেকে।

শুধুমাত্র ডিভিডিতেই পাওয়া যাবে কিছু স্পেশাল প্রজেক্ট। এই ভিডিওগুলো একটু বেশি বিস্তারিত করা হয়েছে।

স্পেশাল প্রজেক্টে তৈরি করা ছবি।

ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল অর্থাৎ আপনি যেন ভিডিও দেখে দেখে নিজে নিজেও সেটা চেষ্টা করতে পারেন সেই জন্য সাথে থাকছে সকল অনুশীলন ফাইল।

ডিজাইনিং এর জন্য ফন্ট কালেকশনের বিকল্প নেই। সেই জন্য ডিভিডির সাথে থাকছে ১৫০০ ইংলিশ ফন্ট এবং ৭০০ বাংলা ফন্ট কালেকশন।

ফ্রি দেখুন আমাদের সাইটেঃ

অনেকগুলো টিউটোরিয়াল আমাদের প্রযুক্তিটিম সাইটে ফ্রি দেখা যাচ্ছে। ইচ্ছে করলে সেগুলো দেখতে পারেন।

সংগ্রহ করার পদ্ধতিঃ

রকমারি.কম(rokomari.com):

গত বছরের শুরুর দিকে চালু হওয়া অনলাইন স্টোর রকমারি ডটকম দ্রুত জনপ্রিয়তা পায়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে হডিভিডি/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। উপহার হিসেবে এখান থেকে বই পাঠানোরও ব্যবস্থা আছে।

সংক্ষেপে রকমারি সাইট সম্পর্কে জানানো হয়েছে। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। তারপর ফটোশপ ডিভিডিটি এখান থেকে  ক্রয় করুন অপশন থেকে অর্ডার দিন।

রিভিউ অপশনে আপনাদের মতামত দিলে আরো ভাল হয়।

হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ 16297, 9:00 am – 10:00 pm। যে কোন সমস্যায় ফোন করতে পারেন।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিভিডি হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে হবে। আর আপনি একসাথে অন্যান্য বই/ ডিভিডিও অর্ডার করতে পারেন। চার্জ হবে ৩০ টাকাই! সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]

আমাদের সবগুলো টিউটোরিয়াল ডিভিডি লিঙ্ক দেয়া হলো।

BCS কম্পিউটার সিটি IDB ভবনঃ

আপনার খুব কাছেই যদি IDB ভবন থাকে তাহলে সেখান থেকেও আপনি ফটোশপ ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। শেরে বাংলা নগরের এই ভবনটি হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি সরাসরি ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে ডিভিডিটি পাবেন তার ঠিকানাঃ

Nikor

দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা)। সিডি/ ডিভিডির দোকান। সিড়ির বাম পাশেই এই দোকান খুজে পাবেন। দোকানে গিয়ে হাসান যোবায়েরের ফটোশপ টিউটোরিয়াল ডিভিডির কথা বললেই হবে। মূল্য ৩০০টাকা। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]

রবিবার এবং হরতালে এই মার্কেট বন্ধ থাকে।

মাল্টি প্ল্যান সেন্টারঃ

এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টি প্ল্যান সেন্টার আরেকটি বড় কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে পাবেন তার ঠিকানাঃ

দোকানের নামঃ

ELECTRO SOFT

দোকান নাম্বারঃ 358, ৩ তলা, ৬৯/৭১।

এবং

DISCOVERY

দোকান নাম্বারঃ ৩৭২, ৩য় তলা।

দোকানে গিয়ে হাসান যোবায়েরের ওয়েব ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ,লোগো ডিজাইন ডিভিডির কথা বললেই হবে। মূল্য ৩০০ টাকা। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]।  মঙ্গলবার এই মার্কেট বন্ধ থাকে। এই তিন মাধ্যম থেকে ডিভিডি নিতে আপনার সমস্যা হলে আমাকে জানান। আমাকে ফেসবুকে ম্যাসেজ দিন অথবা মেইল করুন [email protected]

প্রবাসীদের জন্য ব্যবস্থাঃ

অনেকেই মেইল করে অথবা ফেসবুকে প্রবাস থেকে ডিভিডি সংগ্রহ করার কথা জানিয়েছেন। তাদের জন্যও এখন ব্যবস্থা করা হয়েছে। সংগ্রহ করতে আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]

ডিভিডি চেকঃ

আমি নিজে চেক করে বা আমার মাধ্যমে যে ডিভিডিটি গিয়েছে সেই ডিভিডিতে আমার সাইন থাকবে। তাই  সাইন না থাকা ডিভিডির দায় দায়িত্ব আমি নিবো না। কারণ এই ডিভিডি কপি করে যে কেউ আপনার কাছে বিক্রি করতে পারে। তাই সেই ডিভিডিতে কোন সমস্যা থাকলে দায় আমি নিব না। তাই অবশ্যই এই সাক্ষর চেক করে নিবেন।

আর ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কেউ ডিভিডি কপি করতে পারেন। কিন্তু ব্যবসায়িকভাবে কেউ কপি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যদি দোকান থাকে বা বড় কোন ধরণের প্ল্যান থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।

সামনে আসছে Illustrator টিউটোরিয়াল ডিভিডিঃ

খুব তাড়াতাড়ি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে কাজ শুরু করবো। আশা করি সবাই সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।

আর হ্যা আমার নিজের ব্যক্তিগত ওয়েব সাইট খুলেছি। সেখানে সকল সফটওয়্যার এর আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাওয়া যাচ্ছে। ভিজিট করতে ভুলবেন না।

http://www.hasanjubair.com

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার হাসান যুবায়ের'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ টেকটিউনসকে 🙂

ভাল ব্যবসা ফেঁদেছেন দেখছি। 😎

ভাইজান অইদিন গেলাম studio তে ছবি তুলতে গেলাম T-Shirt পইরা অরা ক্যামনে ক্যামনে জানি ওরা আমারে ব্লেজার পরাইয়া দিল। এইটা ক্যামনে করল। আর এই ব্যাপারে কি কোন tutorial আছে আপনার DVD তে।

    @নাফিজ: এটা নিয়ে সরাসরি টিউটোরিয়াল নেই তবে আপনি যদি সিলেকশন তৈরি করা নিয়ে ভাল আইডিয়া রাখতে পারেন তাহলে আপনিও পারবেন। সিলেকশন তৈরি করা নিয়ে টিউটোরিয়াল আছে। 🙂

এক কথায় বলতে পারি যে এই সিডিতে যা আছে তা থেকে যে কোন কেউ অসাধারণ উপকৃত হবে। আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইন ও প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত আছি। যার কারণে খুব সহজেই বুঝতে পারছি এর সকল গুণগতমান।

হাসান ভাই, এই ডিভিটির মূল্য কত? ভাই আমি ফোটশপ এ বেসিক লেবেল পর্যন্ত জানি। আমি যেকোন ফোটশপ এ কাজ দেখে কাজ করতে পারি। এখন আমি ফোটশপে এডবান্স লেবেল শিখতে চাচ্ছি আপনার এইটার মাধ্যম্যে কিরকম এডবান্স লেবেল গুরুতব দিয়েছেন জানাবেন। আর আমি জানতে চাচ্ছি আপনে ফোটশপ কোথায় থেকে শিখেছেn?

Level 0

ধন্যবাদ ভাই lynda এর টিউটোরিয়াল দেখলাম কিছু ইংরেজি হওয়ায় বুঝতে সমস্যা হয়েছে এখন আপনার এই ডিভিডি আমার সহায়তা করবে আমার বিশ্বাস।

আমি চট্রগ্রাম থেকে ডিভিডি নিয়েছি………এক কথায় বলতে গেলে অসাম টিউটোরিয়াল গুলো। হাসান ভাইকে ধন্যবাদ।

Level 0

chorom Disk ….. jara 1st tader jonno onek upokaree …

Level 2

Original DVD tar iso image ta upload korajai na? Download kore blank DVD te write kore nitam. Jodi upload korte parten tahole amra onekei upokrito hotam. Ami West Bengal e thaki. Apnader desher baire DVD anie niteo to onek khoroch. Tai jodi paren tahole tara tari koren. Amar ar 4 din net free a6e.

Dhonnobad.

    @Arkaprova: প্রবাসীদের জন্য ব্যবস্থাঃ

    অনেকেই মেইল করে অথবা ফেসবুকে প্রবাস থেকে ডিভিডি সংগ্রহ করার কথা জানিয়েছেন। তাদের জন্যও এখন ব্যবস্থা করা হয়েছে। সংগ্রহ করতে আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]

Level 2

Koto mot koto khoroch porbe?

Level 2

Iso file ta upload korle khub taratari petam. Ar amar takar somossya ache jonno upload korlei subidha hoto. Please. . .

Level 2

Ami akhon java mobile phone die net kor6i. Tai porei mail korbo. Kichu akta babostha koren. Tao motamuti Koto khoroch porbe (Indian rupee te) ?

Level 0

ভাই আমার বাড়ি পশ্চিমবঙ্গে,,, কিন্তু DVD টা আমার দরকার কারন আমি শিখতে চাই | ধন্যবাদ |

রকমারিতে অর্ডার দিলাম। দেখা যাক কত দিনে আসে।

Level 0

PS er proti amar vheson agroho kentu shekhar vhalo konto protestan pache na karon. avhabe tutorial dey ke shekha somvob?

অনেক সুন্দর হয়েছে টিউটোরিয়াল গুলো ধন্যবাদ হাসান ভাই

Level 0

Sorasore apner kach thake DVD kevhabe pate pare?

Level 0

nice tune. i will try to collect it.

রকমারি তে মাত্র অর্ডার করলাম … আপনাকে অনেক ধন্যবাদ যোবায়ের ভাই ।।

Level 0

Very helpfull post keep it up & go Ahead….

হাসান যোবায়ের ভাই আমি আপনাকে একটা মেইল পাঠিয়েছি। একটু check করেন।
Thanks.

Level 0

shesh porjon2 DVD kinei fellam. . .

যুবায়ের ভাই রকমারিতে তো অর্ডার করলাম কিন্তু তারা তো 5 দিন পরও ডেলিভিরি দিচ্ছে না। আমার অর্ডার নং 30957। আমি এখন এই অর্ডার বাতিল করতে চাই কিভাবে করব? আমি রকমারি.কম এর অর্ডার বাতিল করে সরাসরি আপনার কাছ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ডিভিডি সংগ্রহ করতে চাই। দয়া করে একটু প্রসেস টা বলবেন। আমার মেইল আইডি হল [email protected]। ভাই আপনার মোবাইল নং কি একটু পাওয়া যাবে তাহলে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে সরাসরি ডিভিডিটা সংগ্রহ করতে পারতাম। আমার নং হল 01713955676 আপনি শুধু মিস কল দিলেই হবে।

    @Reaz Ul Islam: দুঃখিত ভাই। এখন সরাসরি আমি কুরিয়ার করছি না। আপনি রকমারি হেল্প লাইনে ফোন করে জিজ্ঞেস করেন প্লিজ।
    ০১৮৪১ ১১৪ ১১৪ , ০১৮৪১ ১১৫ ১১৫

Level 0

hasan vai, malaysia theke kivabe pabo janaben..?

Level 0

CTG KOTAS THAKE I MEAN KON MARKET THAKE NIACHEN AKTU BOLBEN KI ???????

@নেটিজেন

AMI O KINTE CHAI.
HASAN VAI KE DONNOBAD AMON UDDOK NAWER JONNO.

রিলিজ হলো এডোব ইলাস্ট্রেটর বাংলা ভিডিও টিউটোরিয়াল প্যাকেজ!
ফটোশপ টিউটোরিয়াল প্যাকেজ প্রকাশ করার পর সেই ধারাবাহিকতায় রিলিজ হয়েছে এডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ভিডিও প্যাকেজ। পুরো ইলাস্ট্রেটর টিউটোরিয়ালটি নতুন ভার্শন CS6 এর উপর করা হয়েছে। তবে পুরাতন ভার্শন দিয়েও শেখা যাবে। আমার পরামর্শ থাকবে আপনি যদি নতুন শেখা শুরু করেন তাহলে অবশ্যই নতুন ভার্শন দিয়ে শেখা শুরু করুন।

http://projuktiteam.com/2013/04/17/822