এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'OneStop (OSCom)'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
বাংলাদেশের ইমার্স জগতে One Stop (OSCom) http://www.onestop.com.bd নিয়ে এল দেশের সবচেয়ে সিকিউর ও এক্সক্লুসিভ E-commerce Store. দেশের স্বনামধন্য নানা প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স, খাবার, ভ্রমণ, বিনোদন, স্বাস্থ্যসেবা, ফিটনেস সেন্টার, বিউটি পার্লারসহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন বিশেষ মূল্য ছাড়ের মাধ্যমে। One Stop (OSCom) মানেই সবচেয়ে কম দামে ঘরে বসে নিরাপদ শপিং!
কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করেন অথচ গান কিংবা মুভি দেখেন না এমন কেউ নেই মনে হয় বর্তমান সময়ে। কিন্তু শুধুমাত্র একটি সাউন্ড সিস্টেম কিনে এনে সেটআপ করে দিলেই হল না। সেটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে, মিউজিকগুলো শুনতে শ্রুতিমধুর হবে কিনা এই সব বিষয় নিয়ে জানার প্রশ্নের কোন শেষ নেই। মার্কেটে গিয়ে একটি ভালো মানের স্পীকার কিনতে গেলে সেটির গ্যারান্টিসহ পাবেন কিনা বিভিন্ন বিষয় নিয়ে মনের মধ্যে প্রশ্নের জন্ম হয়।
বর্তমান সময়ে অনলাইন শপিং এর মধ্যে বাংলাদেশও পিছিয়ে নেই। এমনই একটি সাইট হচ্ছে http://www.onestop.com.bd যেখান থেকে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের জন্য স্পীকার কিনতে পারবেন। পেমেন্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে সেখান থেকে যে কোন একটি বেছে নিতে পারেন। ওহ আরেকটি কথা মার্কেটের চেয়ে কম দামে তো বটেই ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন এই মডেলের স্পীকারে।
বৈশিষ্ট্য :
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=altec-lansing-bxr1221-21-speaker-system-black-on-discount
অ্যান্ড্রয়েড নিয়ে অনেকেরই মাতামাতির শেষ নেই। অ্যান্ড্রয়েড মোবাইল নয় শুধু এখন আপনি ইচ্ছে করলে মোবাইলের মতই ঘড়িতে ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের মতই এতে রয়েছে সকল সুবিধা। রয়েছে ফেসবুক টুইটার ব্যবহার করার সুবিধা। বাকিগুলো নিজেই দেখে নিন এখান থেকে
স্মার্ট মোবাইলের মতই স্মার্ট ঘড়িটি ব্যবহার করে বন্ধুদের চমকে দিতে পারেন সহজেই। পাশাপাশি প্রিয়জনকে উপহার দেওয়ার মত বিশেষ উপহারও বটে। ফেসবুক টুইটার ব্যবহার করার সুবিধার পাশাপাশি অন্যান্য যেসকল বৈশিষ্ট্য রয়েছে অ্যান্ড্রয়েড ঘড়িতে কালো ও সিলভার কালার আপনার ঘড়িকে করে তুলেছে আকর্ষণীয়। ইমেইল এসএমএস দেখার সুবিধা রয়েছে। ব্লুটুথ, ক্যামেরা কি নেই এতে? গান শোনার জন্য রয়েছে ব্যবস্থা। সুন্দর ভাবে নিয়ন্ত্রনের পাশাপাশি গানের ট্র্যাকের তথ্যও দেখা যাবে মোবাইলে। অচিরেই হাতে শোভা পেতে যাচ্ছে নিশ্চয়ই এই স্মার্ট অ্যান্ড্রয়েড ঘড়িটি।
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=stay-updated-24-hours-with-stylish-sony-android-smart-watch-2nd-generationt
পিকনিক থেকে শুরু করে পারিবারিক যে কোন অনুষ্ঠানের স্মৃতি মানুষ ধরে রাখতে চায়। বিশেষ করে আনন্দের মুহূর্তগুলোকে। আগে ফ্লিম ক্যামেরা দিয়ে হাতে গোণা কয়েকটা ছবিতোলা যেত। এখন সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ক্যামেরা এসেছে। বিভিন্ন ব্যান্ডের ক্যামেরা থাকেও তাদের মধ্যে রয়েছে নানা তফাত। এই ভিন্নতার জন্য ছবি ভিডিওর মান নিয়ে সব সময় চিন্তাভাবনা করেন ফটো প্রেমিকেরা।
প্রিয়জনকে উপহার হিসেবেও অনেকে দিয়ে থাকেন একটি সুন্দর ক্যামেরা। মেগাপিক্সেল থেকে শুরু করে চার্য থাকা বিভিন্ন বিষয় নিয়ে খুতখুতে স্বভাব হয়ে ক্যামেরা কিনতে গিয়ে। এই ব্র্যান্ডের ক্যামেরা প্রায় ১৪ মেগাপিক্সেল হওয়ার কারণে ছবি এবং ভিডিও হবে অনেক সুন্দর। 720p HD ভিডিও মানে অনেক কিছু ভিডিও করার ক্ষেত্রে। Li-Ion ব্যাটারির কারনে আপনাকে চিন্তা করতে হবে না চার্য নিয়ে কারণ এখানে চার্য থাকবে বেশিক্ষণ। বাজারে প্রচলিত অনেক ডিজিটাল ক্যামেরার ব্যাটারী ব্যবহার করা হয়। যা কিনা ব্যয়বহুল।
বৈশিষ্ট্য :
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=capture-every-moment-of-your-life-in-detail-with-samsung-st65-142-megapixel-camera-get-this-on-38-discount
অনেকেই শখের বশে বাসায় কুকুর পোষেন। এদের নিয়মিতভাবে খাওয়ানোর জন্য আপনাকে মার্কেট থেকে খাবার কিনে আনতে হয়। সেখানে যাচাই বাছাই করে খাবার কেনার মত সময় সুযোগ হয়ে ওঠে না। আবার খাবারটি কেমন হবে তা জানার কোন উপায় নেই কিনতে গিয়ে। কিন্তু আপনি ইচ্ছে করলেই অনলাইনে বসে বসে খাদ্য কিনতে পারেন আপনার পোষা কুকুরটির জন্য। প্রয়োজনীয় পুষ্টি এবং সহজেই যাতে কুকুরের শরীরে কোন প্রকারের খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় সেই জন্য মাছের তেল ব্যবহার করা হয় তৈরি করার সময়। তিনটি ভিন্ন ভিন্ন ফ্লেভারে তৈরি এই খাদ্য কিনতে পারেন অনলাইনেই।
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=smartheart-adult-dog-food-for-your-pet-dog-3-flavors-500-gm-x-3-just-at-tk-660
যারা একটু স্মার্ট জীবন যাপনে পছন্দ অ্যান্ড্রয়েড ট্যাব দিতে পারে অনেকাংশে স্মার্ট টেকনোলজির স্বাদ। ৫১২ মেগাবাইট র্যাম সহ রয়েছে বিভিন্ন সুবিধা। ব্লিডইন ৪ গিগাবাইট মেমরী রয়েছে। আপনি ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারেন ৩২ গিগাবাইট পর্যন্ত। বৈশিষ্ট্য গুলো দেখে নিন এক নজরে-
৫১২ মেগাবাইট ডিডিআরথ্রি র্যাম সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ট্যাব আইসক্রিম স্যান্ডউইচ এ আপনি একনাগাড়ে ৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন আর স্ট্যান্ডবাই মুডে সেটি চলতে পারে ৮ থেকে ১০ ঘন্টা। অন্যান্য অ্যান্ড্রয়েড ট্যাবের মতই এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা, অ্যান্ড্রয়েড অফিস,মিউজিক,ছবি,গেমস ইত্যাদি। ব্লুটুথ ও ওয়াইফাই ব্যবহার করা যাবে সহজেই।
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=msb-android-tablet-pc-at-an-amazingly-low-price
ডিজিটাল ক্যামেরা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কারণ samsung এর ডিজিটাল ক্যামেরা নিয়ে দ্বিমত থাকার কোন প্রশ্নই নেই ক্যামেরা প্রেমিদের মনে। তবুও একবার এর বৈশিষ্ট্যগুলো দেখে নেই।
১৬ মেগাপিক্সেল হওয়ার কারণে ছবির মান নিয়ে কোন প্রশ্নই থাকার কথা নয়। সাথে যদি HD কোয়ালিটির ভিডিও রের্কডিং করার সুবিধা থাকে তবে সেটি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে অনেকটাই তৃপ্তি এনে দেয় মনে। রিচার্যএবল ব্যাটারি ব্যবহার করে আপনি সহজেই নিজের প্রিয় মুহূর্তগুলো ধরে রাখতে পারেন ডিজিটাল ক্যামেরায়। স্মার্ট মনের স্মার্ট পছন্দ।
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=stylish-and-slim-samsung-161-megapixel-digital-camera-st77-on-29-discount
বড় পর্দায় টেলিভিশন দেখার মজাই আলাদা। সেটি যদি আবার HD কোয়ালিটির হয়। ৩২" তোশিবা এলসিডি টেলিভিশন শোভা পেতে পারে আপনার ঘরের ড্রয়িং রুমে। যেসকল সুবিধা রয়েছে তোশিবা এলসিডি টেলিভিশনের এই মডেলে AutoView: রুমের আলোর সাথে সহজেই স্বয়ংক্রিয়ভাবে মনিটরের উজ্জ্বলতা মানিয়ে নিতে পারে। 3D Colour Mangement: এই পদ্ধতিতে ৬টি কালার ব্যবহার করার সুযোগ রয়েছে। এছাড়া ভালোমানে শব্দ, শক্তিশালী রেড়িও ফ্রিকোয়েন্সী। Jpeg / Music চালানো সুবিধা কি নেই এতে।
➡ ঘরে বসে অর্ডার করতে : http://www.onestop.com.bd/page?deal=toshiba-pb20e-32a-hd-lcd-tv-lets-you-enjoy-enhanced-picture-quality
House # 29, Road # 13
Baridhara, Dhaka, Bangladesh
Hotline: 0174 220 5304
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'OneStop (OSCom)'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you for suggesting.. 8)