ডেভসটিম ইনস্টিটিউটে ৩ মাসব্যাপি ওয়েব ডিজাইন প্রশিক্ষণ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ডেভসটিম ইনস্টিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

হাইলাইট:

  • ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণটি আপনাকে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে গড়ে তুলবে।
  • প্রশিক্ষণটি শেষ করে আপনি যেকোন ধরণের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন।
  • কর্পোরেট প্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন।
  • ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আপনি ফটোশপে পিএসডি তৈরি, পিএসডি টু এইচটিএমএল, রেসপনসিভ লেআউট কোডিং এবং পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইনের কাজ করতে পারবেন।
  • বিশ্বব্যাপী কয়েক কোটি  ওয়েব সাইট এ বছর রেসপনসিভ ডিজাইনে Move করবে। প্রয়োজন হবে কয়েক লাখ দক্ষ ওয়েব ডিজাইনার। আপনি প্রস্তুত তো?

ভর্তি সংক্রান্ত তথ্য

  • ক্লাশ শুরু: ১৫ ফেব্রুয়ারি ২০১৩
  • ভর্তির শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০১৩
  • প্রশিক্ষণ ফি: ১৫ হাজার টাকা (এক্স. ভ্যাট)

রেসপনসিভ ওয়েব ডিজাইন এমনই একটি প্রযুক্তি, যেটি একই ওয়েবসাইট ডিভাইস অনুসারে ডিজাইন পরিবর্তন হবে। যেমন- মোবাইল থেকে ভিজিট করলে এটি মোবাইল সংষ্করণে পরিবর্তন হয়, আবার ট্যাবলেট থেকে ভিজিট করলে এটি স্বয়ংক্রিয়ভাবে ট্যাবলেট সংস্করণ প্রদর্শণ করে। আবার ডেস্কটপ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি মূল সংস্করণ প্রদর্শণ করে। শুধু ডিভাইস ভেদে নয়, ব্রাউজার ভেদেও রেসপনসিভ ওয়েব সঠিকভাবে দেখা সম্ভব। আপনি ওয়েবসাইটটি ব্রাউজারে বেশ কয়েকটি রেজ্যুলেশনে দেখতে পারবেন। ফলে জুম বাড়ালে বা কমালে ওয়েবসাইটটি ভালোভাবে দেখা যায়, ভেঙ্গে যায় না।

responsive web

গুগল রিসার্চ থেকে সম্প্রতি একটি তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রায় ৬৭ শতাংশ কনজিউমার মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট পছন্দ করেন। তারা শপিং করা বা প্রোডাক্ট রিসার্চ যে কারণেই হোক মোবাইল ফ্রেন্ডলি বা তার নিজস্ব ডিভাইস ফ্রেন্ডলি ওয়েবসাইটে বারবার ফিরে আসেন।

বিশ্বব্যাপী যেহেতু নন-ডেস্কটপ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, পুরাতন ওয়েবসাইটগুলোতে তাই রেসপনসিভ ডিজাইনে মুভ করানোর প্রয়োজনীয়তা বোধ করছেন সংশ্লিষ্ঠরা। এই বছরের মধ্যেই রেসপনসিভ ওয়েব ডিজাইনারদের চাহিদাও কর্পোরেট প্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে প্রচুর পরিমাণে বাড়বে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্লগ ম্যাশেবল এ বলা হয়, ২০১৩ সাল হবে রেসপনসিভ ওয়েব ডিজাইনের

রেসপনসিভ ডিজাইনে যা আছে

রেসপনসিভ ওয়েব ডিজাইন মূলত সিএসএসথ্রি, মিডিয়া কোয়ারি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়। এরফলে ভিন্ন ভিন্ন ডিভাইসের স্কিন রেজ্যুলেশন অনুযায়ি গ্রিড ও ইমেজ লোড হয়। এছাড়া ডিভাইসভেদে কনটেন্ট দেখানো বা লুকানোরি সুযোগ থাকে। আপনি সাইটকে জুম করো যেতোই ছোট বা বড় করেন না কোনো এটি ভেঙ্গে যাবে না। যথাযথভাবে দেখাবে।

responsive web design

পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইন প্রশিক্ষণ, সঙ্গে রেসপনসিভ প্রযুক্তি তো থাকছেই!

যারা ওয়েব ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান তাঁদের জন্যই ডেভসটিম ইনস্টিটিউট আয়োজন করেছে রেসপনসিভ ওয়েব ডিজাইন প্রশিক্ষণ। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ফটোশপ পিএসডি ডিজাইন,এসইচটিএমএল, সিএসএস, রেসপনসিভ লেআউট, জাভাস্ক্রিপ্ট বেসিক এবং পিএসডি টু এইচটিএমএল কনভার্সনসহ পূর্ণ ওয়েব ডিজাইন শেখানো হবে।

কম্পিউটার ল্যাব এবং সুবিধা

আমাদের কম্পিউটার ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, এখান থেকেই একজন শিক্ষার্থী প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর লেকচারের পাশাপাশি বড় প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয় প্রতিটি ক্লাসে। আর ক্লাশ শেষে প্রতিদিন প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী তার বিষয়গুলোকে আরও ভালোভাবে আয়ত্ব করতে পারেন। ক্লাশ শেষে ওডেস্ক সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দেয়া হবে।

যারা শেখাবেন

  • ১. মোহাম্মদ বাহারুল আলম, প্রফেশনাল ক্রিয়েটিভ ডিজাইনার
  • ২. ইউনুস হোসেন, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার
  • ৩. সারওয়ার জামান চন্দন, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার

ভর্তি এবং প্রশিক্ষণ ফি

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন। প্রতি শুক্র এবং শনিবার বিকাল সাড়ে ৫ টা ৩০ থেকে রাত ৮ টা। দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১৫,০০০ টাকা। ৪.৫ শতাংশ ভ্যাট প্রয়োজ্য।

এই কোর্সটি সম্পর্কে আরোও বিস্তারিত জানতে চাইলে ইভেন্ট ওয়ালে পোস্ট করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে

ডেভসটিম ইনস্টিটিউট অফিসে আপনাকে স্বাগতম

শুধু প্রশিক্ষণে ভর্তি হওয়ার জন্য নয়, ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কিত আপনার বিভিন্ন সমস্যা বা প্রশ্নের উত্তর জানতে আসতে পারেন ডেভসটিম ইনস্টিটিউট অফিসে। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানেন না কিংবা অল্পবিস্তর জানেন তাদের জন্য রয়েছে ফ্রি কনসালটেশন। আপনাদের জন্য আমাদের অফিসের দ্বার সবসময়ই খোলা। মঙ্গলবার বাদে সপ্তাহের যেকোনো দিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা মিলবে আমাদের সাথে। আমাদের অফিসের ঠিকানা-

ডেভসটিম ইনস্টিটিউট,
ডেভসটিম লিমিটেড
স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার
৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫

এছাড়া যারা অফিসে আসতে পারবেন না তারা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতে- ০২৯৬৬২৬৪৪, ০১৯১১-৪৬৪৭১০, ০১৭১১২৬৭৯১১, ০১৮১২১৫৪৪৫৯

দেরি করলেই মিস করবেন!

একটি কথা না বললেই নয়, আমাদের কোর্সে আসন সংখ্যা সীমিত। তাই কোর্সটি করার সিদ্ধান্ত নিয়ে থাকলে আগেভাগে বুকিং করে রাখুন। আমাদের কোর্স আপডেট জানতে ও বিভিন্ন রিসোর্স পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাড্রেস: https://www.facebook.com/DevsTeamInstitute

ডেভসটিম ইনস্টিটিউট আয়োজিত এ মাসের আরও ২টি প্রশিক্ষণ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ডেভসটিম ইনস্টিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি ঢাকায় থাকিনা। কোর্সটি করতে ইচ্ছুক। আমি আপনাদের টাকা দিলে আপনারা কি ক্লাসগুলো CD আকারে আমাকে দিতে পারবেন?

    @m.farjan: সরি। আমরা কোনো সিডি বা টিউটোরিয়াল তৈরি করি না। আমরা সরাসরি প্রশিক্ষণ দিয়ে থাকি। তাই কোর্সটি করতে হলে আপনাকে ঢাকাতে এসেই করতে হবে।

Level 0

সিডি আকারে ক্লাস গুলো বাজারে ছেডে দিন দেশের জন্য অনেক ভাল হবে বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

    @Noor: আমরা সিডি তৈরি করে টাকা আয় করতে চাই না। আমরা দক্ষ আইটি প্রফেশনালস তৈরি করতে চাই। তাই সরাসরি ট্রেনিং ও সাপোর্ট দিয়ে থাকি।

Level 2

hmm..amio class korer sojog pabona..jodi taka dai tobe ki ami class ar sobida ta pabo???onno jaiga theke???

    @MD.Rijon: না। আমাদের অনলাইনে শেখানোর কোনো সুযোগ নেই। আমরা সরাসরি ট্রেনিং দিয়ে থাকি। অনলাইনে শিখতে চাইলে আপনি অনলাইনেই অনেক রিসোর্স পাবেন যেগুলো থেকে শিখতে পারেন। তবে সফলদের গাইডলাইন ছাড়া দ্রুত ও ভালোভাবে শেখা সম্ভব নয়। হলেও সেটি অনেক সময়ের ব্যাপার। তাই আমরা সরাসরি ট্রেনিংটাকে সাজেষ্ট করি।

Level 0

ami kushtia te thake tahole amra eto dur theke only weekly 2 din course korar jonno kevabe jabo.? jode weekly 4-5 days hoto ba 3 days and hour jodi 3 hours hoto tahole 1 monthe course o complete hoto ar amader moto durer aggrohider jonno valo hoto??
apnara khali dhaka basider jonno korben tahole amra kevabe sujog pabo????
so dhakar baire besesh kore amader kushtia te korte paren??

    @mohammadp: আমাদের এখানে খুলনা, রাজশাহী, চট্রগ্রাম থেকে এসে অনেকেই কোর্স করেছেন ও করছেন। আমাদের স্বল্প সময়ে কোর্স করানোর কোনো সুযোগ নেই। আর এই মুহুর্তে ঢাকার বাইরে কোনো শাখা খোলার পরিকল্পনা নেই। তবে সময়, সুযোগ হলে অবশ্যই যাবো।