এফিলিয়েট মার্কেটিং উইথ আমাজন প্রোডাক্টস (Amazon Products)। স্টেপ বাই স্টেপ ওয়ার্কশপ (চিটাগং ও ঢাকায়)

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'এক্সপোনেণ্ট ইনফোসিস্টেম (প্রাঃ) লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io


ফ্রিল্যাংসিংয়ে বাংলাদেশের তরুণেরা অনেক এগিয়ে গেছেন। পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং বিষয়ে অনেকে এখন আগ্রাহী হয়ে উঠেছে । কিন্তু তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রশিক্ষনের তেমন কোনো ব্যবস্থা নেই বললে চলে। অনেকই চেস্টা করছেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারছেন না কিংবা সাফল্যটা পাচ্ছেন না । অনেক গুলা কারণের মধ্যে সঠিক ভাবে শুরু না করা অন্যতম । আবার  এফিলিয়েট মার্কেটিং অনেক ভাবেই  করা যায় । কিন্তু নিশ প্রোডাক্ট রিভিউ সাইট শুরু করে এফিলিয়েট মার্কেটিং শুরু করা নতুনদের জন্য অনেক দিক থেকে উত্তম। তাই আমরা আমাজন প্রোডাক্ট রিভিউ সাইট তৈরি করার জন্য আয়োজন করতে যাচ্ছি দুই দিন ব্যাপি স্টেপ বাই স্টেপ ওয়ার্ক সপ । আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে আমরা কর্মশালাটি সাজিয়েছি । যাতে করে অংশগ্রহনকারীরা শুরু থেকে একটা প্রোডাক্ট রিভিউ সাইট তৈরি করার প্রতিটি পর্যায় আয়ত্ব ও প্রয়োগ করতে পারে।ওয়ার্কশপটিতে অংশগ্রহন শেষে একটি সফল নিশ প্রোডাক্ট রিভিউসাইট তৈরি শুরু করতে পারবে।

আমাদের পরিচয়ঃ

আমরা ২০০৬ সাল থেকে বিভিন্ন ধরনের আউটসোর্সিং সার্ভিস দিয়ে আসতেছি । আমাদের ক্লায়েন্টদের অধিকাংশই নিশ ওয়েবসাইট পরিচালনা করেন। তাদের আয়ের সোর্সের অধিকাংশই আসে এফিলিয়েট মার্কেটিং করে । ক্লায়েণ্টের সাইটে কাজ করা ছাড়াও আমরা এফিলিয়েট মার্কেটিং করে থাকি । আমাদের আউটসোর্সিং সার্ভিস সাইটঃ http://www.bdhire.com , http://www.webuildlink.com

কেন রিভিউ সাইট?

একটা জরিপে দেখা যায়ঃ

  • ৮৩% ভোক্তা বলেছেন প্রোডাক্ট রিভিউ তাদের পার্সেচ ডিশিসনকে প্রভাবিত করে
  • ৭০% ক্রেতা কেনার আগে অনলাইনে প্রোডাক্ট রিভিউ খুজে
  • প্রায় অর্ধেকেরও বেশিভাগ ক্রেতা প্রোডাক্ট রিচার্সের অংশ হিসাবে সার্ভে এবং ভোক্তাদের রিভিউ পড়ে থাকেন
  • প্রায় ১০ জনের মধ্যে ৯ জন মার্কিনি কেনার আগে কোনও না কোনো সময় প্রোডাক্ট রিভিউ পড়ে থাকেন।

কেন আমাজনঃ

ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ক্লিকব্যাঙ্ক হলো প্রথম পছন্দ । আর ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাজন এখন খুবই জনপ্রিয় । দুটি বিশেষ কারনে আমাজন এফিলিয়েট প্রোগ্রাম আমাদের দেশের মার্কেটারদের জন্য এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আদর্শ । প্রথমটি হলো পেপল না থাকার কারনে যেমনি ক্লিকব্যাঙ্ক বাংলাদেশকে সাপোর্ট করে না তেমনি অনেক মার্চেণ্ট এফিলিয়েটসদের কেবল পেপলের মাধ্যমে পেমেণ্ট দিয়ে থাকে । আমাজন চেকের মাধ্যমে পেমেণ্ট করে বলে পেপল না থাকলেও আমরা কমিশন সময়মতো পেতে পারি ।দ্বিতীয়টি হলো কন্টেন্ট তৈরিতে আমাদের দুর্বলতা । এমাজন প্রোডাক্টগুলোতে বিস্তারিত তথ্য দেয়া থাকে যা ভিত্তি করে ভালো মানের কন্টেণ্ট তৈরি করা সম্ভব ।

আমাজন নিয়ে বিভিন্ন ফোরামে , ব্লগে এবং সোসাল মিডিয়া গ্রুপে অনেক আলোচনা হচ্ছে । অনেক সফল এফিলিয়েট মার্কেটারগন আলোচনায় অংশগ্রহন করেন ।

আলোচনার সাম্ভাব্য বিষয় সমূহঃ

  • এফিলিয়েট মার্কেটিং ফান্ডামেন্টাল- যা জানতে হবে
  • এফিলিয়েট মার্কেটিং সাফল্য যে বিষয়গুলোর উপর নীর্ভর করে
  • এফিলিয়েট মার্কেটিংয়ে আমাদের স্ট্রেন্‌থ এবং উইকনেস্‌ কোথায়
  • আমাজন (Amazon) আফিলিয়েট প্রোগ্রাম কিভাবে কাজ করে
  • কেন আমাজন (Amazon) আফিলিয়েট আমাদের জন্য উত্তম
  • আমাজন (Amazon) আফিলিয়েট শুরু করতে যা যা লাগবে
  • আমাজন (Amazon) আফিলিয়েট রিভিউ সাইট তেরি করার ধাপ সমুহ
  • প্রোডাক্ট নির্বাচনের শর্ত ও ধাপসমূহ
  • কিওয়ার্ড রিসার্চ ও নির্বাচন
  • কন্টেন্ট ডিভাল্‌পমেন্ট প্লান ও রিভিও লিখার গাইডলাইন তৈরি
  • ডোমেইন রেজিস্ট্রশন , হোস্টিং , ওয়ার্ডপ্রেস থিম ও প্রয়োজনীয় প্লাগিন সমহূ
  • ট্রাফিক বিল্ডিং – এস , ই , ও এবং অন্যান্য ইন্টারনেট মার্কেটিং স্ট্রাটেজি
  • কমিউনিটি বিল্ডিং -সোশাল মিডিয়া স্ট্রাটেজি
  • এন্যালিটিক্স , স্ট্রাটেজি পর্যালোচনা এবং নতুন স্ট্রাটেজি গ্রহন

কর্মশালার পরবর্তী তারিখঃ

১)    চট্রগ্রামঃ এক্সপোনেণ্ট অফিস।

  • তারিখঃ১৪ -১৫ ডিসেম্বর, ২০১২।
  • ফিঃ ৩০০০ টাকা । ( ২ ডিসেম্বর হতে)

আর্লি বার্ড স্পেশালঃ ১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করে সেইভ করতে পারেন ৮০০ টাকা । (চট্রগ্রাম)

২) ঢাকাঃ

  • তারিখঃ১৮ ১৯ জানুয়ারি , ২০১৩।
  • ফিঃ ৩০০০ টাকা । ( ২ ডিসেম্বর হতে)

আর্লি বার্ড স্পেশালঃ ২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করে সেইভ করতে পারেন ৫০০ টাকা । (ঢাকা)

কিছু পরিকল্পনাঃ

এই প্রোগ্রামটির কম্পিমেণ্টরী ও সাপ্লিমেণ্টরি সিরিজ ওয়ার্কশপ হবে। প্রতি মাসে একটি চার ঘণ্টার সেশন হবে।অংশগ্রহনকারিরা প্রত্যকে এক বছরে একটি অথরিটি সাইট তৈরির পরিকল্পনা করবে। প্রত্যেক মাসের সম্পাদনের জন্য টার্গেট ঠিক করবে । এই চার ঘণ্টার সেশনটা হবে অনেকটা মেন্টরিং ধরনের।ক্লাসরুম অরিয়েণ্টেড প্রোগ্রাম ছাড়াও ওয়েবভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম থাকবে।

মাস্টারমাইন্ড গ্রুপঃ

অংশগ্রহনকারিরা নিজেদের মধ্যে নলেজ শেয়ারিং ও কমিনিটি বিল্ডিংয়ের জন্য আলাদা একটা গুপ তৈরি করা হয়েছে। সাফল্য নিশ্চিত করার জন্য এই পদক্ষেপটি অত্যন্ত জরুরী।

ঢাকায় প্রথম ওয়ার্কশপঃ

গত ১৫-১৬ নভেম্বর  ঢাকায় সম্পন্ন হয়েছে প্রথম ওয়ার্কসপ । অংশগ্রহন কারীদের ফিডব্যাক জানতে এখানে ক্লিক করুন ।

অংশগ্রহনকারীদের মন্তব্যঃ

Raihan Uddin Shaikat

Kashem ভাইকে অনেক ধন্যবাদ এই ধরণের একটা ইভেন্ট আয়োজোন করার জন্য। আসলে আমাদের অনেকেরই ধারণা ছিল যে অনলাইনে আয় করা খুব সহজ। কিন্তু যখন ব্যাপারগুলি বুঝতে শুরু করলাম তখন দেখলাম যে আসলে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। কিন্তু গত দুইদিন ওয়ার্কশপ করার পর মনে হল যদি কেউ স্টেপ-বাই-স্টেপ প্রসেসগুলি ঠিকমত অনুসরণ করেন তাহলে সেটা অসম্ভব নয়। আসলে এত বিশাল একটা বিষয় দুইদিনে সম্পূর্ণ আইডিয়া দেয়ার মত নয়। তদুপরি কাশেম ভাই খুব সুন্দরভাবে আমাদের দুইদিনে সফল হবার প্রসেস-ফ্লো দেখিয়ে দিয়েছেন যা আমাদের পথ চলার পথে নতুন মাত্রা যোগ করেছে। অনেক রিসোর্স শেয়ার করেছেন যা আমাদের ভুলগুলি শুধরাতে সাহায্য করবে। আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরণের আরো ওয়ার্কশপ আয়োজোন হবে যার ফলে অ্যাফিলিয়েট মার্কেটিং দেশের জন্য সুফল বয়ে নিয়ে আসবে।

Ibrahim Khalil

Affiliate Marketing বিষয়ক ২ দিনের ওয়ার্কশপ করতে পেরে নিজেকে সোভাগ্যবান মনে করছি। ঢাকায় ওয়ার্কশপটি আয়োজন করায় Kashem ভাই সহ সংশ্লিষ্ট সবাই কে অসংখ্য ধন্যবাদ। একজন সফল Affiliate Marketer হতে হলে কি কি জানতে হবে, কি কি কাজ করতে হবে তা খুব সুন্দর ভাবে কাশেম ভাই উপস্থাপন করেছেন। ওয়ার্কশপটি করার পর মনে হলো, লক্ষ্য স্থির রেখে ধৈর্য ধরে কেউ স্টেপ-বাই-স্টেপ প্রসেসগুলি ঠিকমত অনুসরণ করলে সফলতা আসবেই। Asif Anwar Pathik ভাই এর নেওয়া একটি শেসন আমাদের সামনে চলার পথ কে আরও মসৃণ করবে বলে আশা রাখি। একটি কথা না বললেই নয় কাশেম ভাই সহ exponent academy এর উপস্থিত অন্যান্য সদস্যদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

দেখা হবে বিজয়ে ——–


Younus Ali Sakib

Kashem  ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য একটি সুন্দর ওয়ার্কশপ উপহার দেওয়ার জন্য । ধন্যবাদ জানাই  আসিফ  ভাইয়াকে --- web entrepreneur হতে আমাদের যা যা প্রয়োজন, এগুলো এত সুন্দর করে আমাদের বোঝানর জন্য।

*যা যা পেয়েছি ওয়ার্কশপটি করে।

  •  পরিপূর্ণ, সঠিক ও সচ্ছ ধারনা ।
  • এফিলিয়েট করার জন্য যা যা প্রয়োজন ।
  • কিভাবে সফল এফিলিয়েট মার্কেটার হওয়া যায়।
  • সাফল্য ধরে রাখার উপায়।
  • কেন আমরা সফল হতে পারিনা।
  • কখন কি সিধান্ত নেওয়া প্রয়োজন।
  • অনেক গুলো highly tips and tricks।
  • নিজের মধ্যে কিছু করার আগ্রহ।

*আরও অনেক কিছু যা আমি এখন বলতে পারছি না কিন্তু খাওয়া-দাওয়াটা ভরপুর ছিল যা আমাদের ক্লাসএ মনযোগী হতে সাহায্য করেছে ।

যোগাযোগ

  • বিস্তারিত জানতে কল করুন 01713-432-880 নাম্বারে অথবা

  • ভিজিট করুন  http://www.xponentacademy.com/297

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'এক্সপোনেণ্ট ইনফোসিস্টেম (প্রাঃ) লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

If you still teach affiliate marketing, I need you. Thanks.