স্মার্ট ক্যারিয়ার গড়ুন গ্রাফিক্স ডিজাইনে! ডেভসটিম ইনস্টিটিউট আয়োজন করেছে ৩ মাস ব্যাপি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

আঁকা ঝোঁকাতে ঝোক বেশি! ক্রিয়েটিভ কিছু করতে মন চায়? সময় পেলেই কম্পিউটারের পেইন্ট টুলস, ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে গাছ, পাখি, ফুল, ফল, বাড়ির দৃশ্য বা কারো নাম বা ছবি নিয়ে কাজ শুরু করে দেন? পার্ট-টাইম বা ফুল টাইম কাজ খুঁজছেন? অথবা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে অপেক্ষাকৃত বেশি আয় করতে চান? তাহলে ভেবে চিন্তে নেমে পড়ুন গ্রাফিক্স ডিজাইনে। অন্যান্য সব চাকরির থেকে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে নিরাপদ ও ঝামেলা বিহীন। নিরাপদ ও ঝামেলাবিহীন বলার কারণ হলো অন্যান্য সব পেশার বিপরীতে গ্রাফিক্স ডিজাইনারের কোনো কাজের অভাব হয় না। এটা একটি সন্মানজনক পেশাও।

গ্রাফিক্স ডিজাইনার কে?

আমরা প্রথমেই জেনে নিই গ্রাফিক্স ডিজাইনার কে বা তার কাজ কি। তার আগে বলি, গ্রাফিক্স ডিজাইন হলো আর্ট বা কলা’র এ মাধ্যম। ডিজাইনার তার কাজের মাধ্যমে এন্ড ইউজার অর্থ্যাৎ সর্বশেষ ব্যবহারকারীর মধ্যে একটি ভালো প্রভাব ফেলতে পারেন। যেটি সেই ব্যবহারকারীর ব্রেইন এ একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই গ্রাফিক্স ডিজাইনার হলেন তিনি, যিনি গ্রাহকের চাহিদানুযায়ী বেশ কিছু কালার, টাইপফেস, ইমেজ এবং অ্যানিমেশন ব্যবহারের মাধ্যমে তার চাহিদা পূরণ করতে সক্ষম হন। এটার আউটপুট ডিজিটাল বা প্রিন্ট উভয়ই হতে পারে। আর বর্তমান সময়ে সচরাচর পাওয়া বিভিন্ন টুলস ও লেআউট ব্যবহারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনার তার কাজকে আরো বেশি ক্রিয়েটিভ ও গ্রাহকের চাহিদা পূরণ করে বাড়তি তৃপ্তি দিতে পারছেন।

illustration-graphic-design

কাজের ক্ষেত্র

একজন গ্রাফিক্স ডিজাইনারের দায়িত্ব হলো তার কাজ, পণ্য বা সেবার ওভারঅল লুক ও ভাবমূর্তি ভালোভাবে ফুটিয়ে তোলা। কোনো পূর্বপরিকল্পনা ছাড়া ডিজাইন করা যতোই ভালো পণ্য হোক না কেনো সেটি প্রথমেই ব্যার্থ হবে। তাই একটি নিদ্দিষ্ট পরিকল্পনা ও ক্রিয়েটিভিটি একজন গ্রাফিক্স ডিজাইনারের মানকে উন্নত করে। তাই নিজেকে ভালোভাবে তৈরি করতে পারলে একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের অভাব হয় না! সবচেয়ে বড় বিষয় হলো সম্প্রতি দেয়া তথ্যমতে, বর্তমানে প্রায় ৩৫ শতাংশ গ্রাফিক্স ডিজাইনার আত্বনির্ভরশীল ও স্বাবলম্বী।

একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র হিসেবে ইন্টার্যা ক্টিভ মিডিয়া, প্রমোশনাল ডিসপ্লে, জার্নাল, কর্পোরেট রিপোর্টস, মার্কেটিং ব্রোশিউর, সংবাদপত্র, ম্যাগাজিন, লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনসহ বিভিন্ন বিষয় রয়েছে। লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস যেটাই বলি না কেনো প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনের কাজের পরিমাণ বাড়ছে।

গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা কি প্রধান বিষয়?

আসলে সত্যি বলতে কি, পেশা হিসেবে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা প্রধান বিষয়  নয়। এখানে মূলত আপনার কাজের দক্ষতাই প্রধান বিষয়। আপনার ক্রিয়েটিভিটিউ আপনাকে সফলতা উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তবে যেসব প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা বিষয়টি বিবেচনা করে তাদের প্রত্যাশা মূলত গ্রাফিক্স ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা, ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি বিষয়টি চান। তবে সব ক্ষেত্রেই তারা কাজের দক্ষতার বিষয়টি আগে গুরুত্ব দেন। তাই আপনাকে আগে কাজের ক্ষেত্রে যোগ্য হতে হবে।

গ্রাফিক্স ডিজাইনারের আয়

প্রশ্নই আসতে পারে প্রতি মাসে একজন গ্রাফিক্স ডিজাইনারের আয় কত হতে পারে? এ সম্পর্কে ডিজাইনারদের বেতন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিজাইনার স্যালারিজ এর মতে, একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইন বা এ সম্পর্কিত চাকরি বা কাজ করে ১ লাখ ডলার সেই হিসেবে বাংলাদেশে প্রায় ৮০ লাখ টাকা আয় করতে পারে। বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমাধারীর বেতন মাসে সাধারণত ২০ থেকে ৫০ হাজার টাকা। তবে ব্যাচেলর ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারীদের বেতন মাসিক ১ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লোগো ডিজাইন করলে ৫ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে দক্ষতার ক্ষেত্রে ও বেশি ক্রিয়েটিভ কাজ হলে এটি ৫ হাজার ডলার পর্যন্তও হতে পারে। এছাড়া একটি ওয়েবসাইটটের ফাস্ট পেজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। ৯৯ডিজাইন’স ডটকম, ফ্রিল্যান্সার কনটেস্ট, ওডেস্কসহ অনেক ওয়েবসাইট বা অনলাইন মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি এই কাজগুলো পাবেন। মূলত কাজের মান ও ক্রিয়েটিভি এর উপরই ভিত্তি করে আপনার আয় নির্ভর করবে।

DevsTeam graphics design

কোথায় শিখবেন?

প্রফেশন হিসেবে গ্রাফিক্স ডিজাইনকে নিতে অবশ্যই কোনো ভালোমানের ডিজাইনার বা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অন্যতম পথিকৃত প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউট হতে পারে আপনার প্রথম পছন্দ! আমরা আপনাকে সুপার দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তৈরি করার লক্ষ্যে ৩ মাসব্যাপি ‘প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন’ প্রশিক্ষণটির আয়োজন করেছি।

কি কি শেখানো হবে?

বর্তমানের বাজার চাহিদা বোঝার জন্য একজন ডিজাইনারকে এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও সফটওয়্যারের ব্যবহার জানা জরুরী। ৩ মাসব্যাপি এই কোর্সে কোর গ্রাফিক্স ডিজাইন, টাইপোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও টুলের ব্যবহার, মার্কেটট্রেন্ড সম্পর্কে ধারণা ও অনলাইন মার্কেটেপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাত্বিক ও ব্যবহারির প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টার্নশীপ, লাইফ টাইম সাপোর্টের পাশাপাশি রয়েছে ডেভসটিমের সঙ্গে কাজ করার সুযোগ।

Career at DevsTeam Institute

আমাদের কম্পিউটার ল্যাব এবং সুবিধা

আমাদের কম্পিউটার ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, এখান থেকেই একজন শিক্ষার্থী প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর লেকচারের পাশাপাশি বড় প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয় প্রতিটি ক্লাসে। আর ক্লাশ শেষে প্রতিদিন বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী তার বিষয়গুলোকো আরও ভালোভাবে আয়ত্ব করতে পারেন। ক্লাশ শেষে ওডেস্ক সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দেয়া হবে।

যারা শেখাবেন

মোহাম্মদ বাহারুল আলম, ক্রিয়েটিভ ডিজাইনার

ভর্তি এবং প্রশিক্ষণ ফি

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ২৫ নভেম্বর থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন। প্রতি রোব এবং সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষণ ফি: ১৫,০০০ টাকা। এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।

ডেভসটিম সোশ্যাল নেটওয়ার্ক

আমাদের অফিসের ঠিকানা:

ডেভসটিম লিমিটেড
স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার
৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫
ফোনঃ ০২৯৬৬২৬৪৪, ০১৯১১-৪৬৪৭১০, ০১৭১১২৬৭৯১১, ০১৮১২-১৫৪৪৫৯

নিবন্ধনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০১২

তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন। আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি। 🙂

ডেভসটিম ইনস্টিটিউট আয়োজিত আরও কিছু প্রশিক্ষণ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @টেকনোবিডি ট্রেনিং: অনেক অনেক ধন্যবাদ.. 🙂

    Level 0

    ।।মাসুদ নামের এক বাটপারের ইমেইল থেকে মেইল পাঠিয়ে বিভিন্ন অফারের কথা বলে। মেইলঃ [email protected] । এই ঠিকানা দিল- ডেভসটিম লিমিটেড স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার ৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা – ১২০৫ ফোনঃ ০২-৯৬৬২৬৪৪, ০১৯১১-৪৬৪৭১০, ০১৭১১-২৬৭৯১১
    নিচে লেখা আছে- Unsubscribe, হায়রে কপাল- তোরে( মাসুদ) আবার subscribe করলাম কবে ?
    ডুল্যান্সার ঢু মারার পরে, অনেক ব্যাঙ্গের ছাতা গজিয়ে গেছে। সবাই সাবধান…

আমি ঢাকা, রাজারবাগ থাকি। আমি প্রশিক্ষন নিতে চাইলে কোথায় গিয়ে ক্লাস করতে হবে?

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনাকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে অবস্থিত ডেভসটিম অফিসে এসে ক্লাস করতে হবে। ডেভসটিম অফিসে আপনাকে স্বাগতম…

Level 0

সার্টিফায়েড ইমেইল মার্কেটার এটি কবে শুরু হবে?

    @swordfish: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমাদের পরবর্তী ইমেইল মার্কেটিং কোর্সের সিডিউল এখনো নির্ধারিত হয়নি.. নির্ধারিত হলে অবশ্যই জানানো হবে.. ভালো থাকবেন! আর হ্যাঁ, ডেভসটিম অফিসে আপনার উপস্থিতি কামনা করছি.. 🙂

Level 0

টিউন টা ভাল লাগল।চট্টগ্রামে থাকি।এ রকম আরও টিউন পেলে ভাল হয়

    @hossen: ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে এরকম আরো টিউন আসবে…

Level 0

Is there any friday batch

Level 0

চট্টগ্রামে থাকি। শুনেছি ডেভসটিম চট্টগ্রামে অফিস খুলবে? কবে খুলবে?

Level 0

apnader online a traning babasta aca kina ami saudita ace …

“সার্টিফায়েড ওয়ার্ডপ্রেস ডেভেলপার” কোর্সটি করতে চাচ্ছি। প্লিজ ডিটেইলস বলেন।

ভাই । এতো টাকা দিয়ে কোর্স করে , কজ করতে পারব তো । পার্ট টাইম কিছু করতে না পারলে টাকা র সার্থকতা টাই শেষ হবে । তাছারা আমি একজন ছাত্র । এতো টাকা … । বুঝতেই তো পারছেন ।

Level 0

Honourable devsteam administrator i am willing to intership with 6 month with no salary , Notice that i know illustrator well and photoshop only tools , may i get any chance …..my freelancer user name rasel90 , pls check my simpl portfolio ………