সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্যারিয়ার গড়তে চাইলে… হাতে কলমে শিখুন রিয়েল এক্সপার্টদের কাছ থেকে…

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

সবাই চায় তার ওয়েব সাইটটি গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে থাকুক। ইন্টারনেটে একই বিষয়ের উপর লাখো কনটেন্ট রয়েছে, তবে সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে যেগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা হয় অর্থ্যাৎ সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে এবং সহজে পড়তে পারে সে ধরণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা করা।

সার্চ্ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল উদ্দেশ্য হলো, কোনও কিছু দিয়ে গুগলে গিয়ে সার্চ করলে যেন আপনার পৃষ্ঠাটি প্রথমে চলে আসে। তাতে, আপনার পৃষ্ঠায় ট্রাফিক বেশি আসবে। আর এ কথাটি চিরন্তন সত্য, ট্রাফিক=ডলার! যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে আপনি তত বেশি আয় করতে পারবেন।

যারা অনলাইন উদ্যোক্তা হতে চান তাদের সফলতার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা। তাহলেই সাইটে ট্রাফিক আসবে, রেভিনিউ জেনারেট হবে। এসইও শিখে ফ্রিল্যান্সিং করেও হাজার ডলার আয় করা যায়। বাংলাদেশী অনেক সার্চ ইঞ্জিন অপটিমাইজার রয়েছে যাদের প্রতি মাসে আয় ৩ থেকে ৪ হাজার ডলার।

কাদের জন্য এ প্রশিক্ষন?

  • ১. যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ইতিমধ্যে প্রাথমিক তথ্যাবলী জানেন।
  • ২. এসইও নিয়ে কিছু প্রজেক্ট করেছেন কিন্তু ভালো জ্ঞানের অভাবে সুবিধে করতে পারেননি।
  • ৩. যারা এখনও তেমন জানেন না কিন্তু এ সম্পর্কে জানার প্যাশন আছে।
  • ৪. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যারা ব্যবসা করতে চান কিংবা ফ্রিল্যান্সিং করতে চান।
  • ৫. ব্লগিং করেন কিন্তু সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজে (সার্প) নিজের কিওয়ার্ডে তেমন সুবিধা করতে পারছেন না।
  • ৬. অ্যাফিলিয়েশনের মাধ্যমে অনলাইনে টাকা আয় করতে চান।
  • ৭. যারা সফল ফ্রিল্যান্সার হতে চান।

এটি শিখলে লাভ

আগেই এ নিয়ে কিছু কথা বলা হয়েছে। যারা ওয়েব উদ্যোক্তা হতে চান তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা অনেকটা বাধ্যতামূলক। ব্লগিং আর অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা ছাড়া কোনভাবেই এ ক্ষেত্রগুলোতে আপনি সফলতা পাবেন না। এসইও শিখে এসব ক্ষেত্রে অনেক ভালো করার সুযোগ রয়েছে। আর ফ্রিল্যান্সিংয়েও এসইওর প্রচুর চাহিদা রয়েছে। ওডেস্ক.কম বা ফ্রিল্যান্সার.কম এর মতো অনলাইন মার্কেটপ্লেসে প্রতিমুহুর্তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক শত শত প্রজেক্ট আসছে যেগুলো এ কোর্স করার পর আপনি সহজেই সম্পন্ন করতে পারবেন এবং প্রচুর টাকা আয়ের সুযোগ রয়েছে। এসইও শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সেটিও আমাদের এখানে হাতে কলমে শেখানো হবে।

কারা শেখাবেন?

বাংলাদেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন মার্কেটিং, ব্লগিং ও অ্যাফিলিয়েটের মাধ্যমে ৩/৪ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছেন এমন মানুষের তালিকা করলে অন্যতম শীর্ষ অবস্থানে আছেন এমন ব্যক্তিরাই এ কোর্সটি পরিচালনা করবেন।

  • ১. মাসুদুর রশীদ, ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার এবং এসইও এক্সপার্ট
  • ২. তাহের চৌধুরি সুমন, ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার এবং এসইও এক্সপার্ট
  • ৩. নাসির উদ্দিন শামীম, ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার এবং এসইও এক্সপার্ট

প্রশিক্ষণ ফি কত?

দুমাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১৫,০০০ টাকা। এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।

আমাদের সৌশল নেটওয়ার্ক

আমাদের অফিসের ঠিকানা: DevsTeam Limited, Suit# 1212, Level#12, Multiplan Complex, 69-71 Elephant Road, Dhaka-1205.

Phone: ০১৯১১৪৬৪৭১০, ০১৭১১২৬৭৯১১,

আজই নিবন্ধনের শেষ তারিখ। তাই এ কোর্সটিতে অংশ নিতে চাইলে আজই ডেভসটিম অফিসে এসে আপনার ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই…

আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।
আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি। :-)

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু ‍কি এস.ই.ও জন্যই ১৫,০০০ টাকা ???!!!

    @Munna Haque: হ্যাঁ, দুমাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ এসইও এর মোট প্রশিক্ষন ফি: ১৫,০০০ টাকা। লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

Level 0

ভাইয়া,
টেকটিউন্স মেম্বারদের জন্য কিছু ছাড় দেওয়া যায় না ? আমার মনে হয় ১০,০০০/- টাকা করলে ভাল হত…
ধন্যবাদ

    @seekingu: না ভাই, আমাদের আপাতভাবে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই।

Level 0

ভাইয়া,
টেকটিউন্স মেম্বারদের জন্যও কি কিছু ছাড় দেওয়া যায় না ?

    @seekingu: না ভাই, আমাদের আপাতভাবে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই।

kisota sar dile balo hoto

ভালো লাগলো। মনে হয় এসইও শেখার জন্য সঠিক দিক নির্দেশনার প্রয়োজন আছে কিন্তু কেউ চাইলে ফ্রীতেই হতে পারে এসইও এক্সপার্ট। আমার দেখা একটি ব্লগ Best SEO Learning Blog আমাকে অনেক হেল্প করেছে। এই ব্লগে সবকিছুই আলোচনা করা হয় Search Engine Optimization নিয়ে।
কাউ কে ছোট করার জন্য আমার এই কমেন্টটি নয় আমি শুধু আমার মতামত দিয়ালাম।