ডেভসটিম ইন্সটিটিউটে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রশিক্ষণ! নিজেকে গড়ে তুলুন একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে…

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) এর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। ওয়ার্ডপ্রেসকে অনেকে বলে থাকেন বর্তমান সময়ের সেরা সিএমএস। এই সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন কর্পোরেট ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট বানিয়ে ফেলতে পারেন, সময়ও লাগবে খুবই কম। ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরিতে থাকা লাখো থিম থেকে বেছে নিয়ে যেমন একটি ওয়েবসাইট তৈরি করা যায় তেমনি যেকোন থিমকে ইচ্ছামত ডিজাইনও করে নেয়া সম্ভব। করে নেয়া যায় যেকোন ফিচার কাস্টোমাইজেশনও।

ওয়ার্ডপ্রেস এর বর্তমান চাহিদাঃ

এই যে ওয়ার্ডপ্রেসে সহজেই সবকিছু করা যায় এ কারণে বিশ্বব্যাপী এই কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) টির এত চাহিদা। ছোট এবং মাঝারি ব্যবসা থেকে শুরু করে বড় বড় কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোও এখন ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে নিজেদের ওয়েবসাইট তৈরি করছে। আর এ কারণেই ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা বাড়ছে হু হু করে! বাংলাদেশী অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছেন যারা ফ্রিল্যান্সার এবং ওডেস্ক সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ঘন্টায় ৩০ থেকে ৪০ ডলার রেটে কাজ করে থাকেন। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কাজ শুরু করতে পারেন ন্যূনতম ১০ থেকে ১২ ডলার প্রতি ঘন্টা রেটে। অর্থ্যাৎ দিনে যদি কেউ ৮ ঘন্টা কাজ করেন তবে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রাথমিক আয় শুরু হবে প্রতি দিন ৮০ থেকে ১০০ ডলার, মাসে ৩ হাজার ডলার। আর এ এক্ষেত্রে আয়ের কোন লিমিটেশন নেই বললেই চলে, স্কাই ইজ দ্যা লিমিট বসেস!!

এ তো গেল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর কথা্ত্ত আবার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাইলে ফ্রিল্যান্স কাজ না করে নিজস্ব ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট তৈরি করেও বিশাল আন্তর্জাতিক বাজার ধরতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস থিম তৈরি করেও সেগুলো বিক্রি করতে পারেন বিভিন্ন থিম মার্কেটপ্লেসে। থিম বিক্রির জনপ্রিয় মার্কেটপ্লেস থিমফরেস্টের কর্পোরেট ক্যাটেগরির শীর্ষ বিক্রি হওয়া থিমগুলোই একবার দেখুন, কি পরিমাণ রেভুন্যু এসেছে একেকটা থিম থেকে!! এক ‘ইউ ডিজাইন’ থিম টা-ই বিক্রি হয়েছে ৮ কোটি টাকা!! এখনও প্রতিদিনই বিক্রি হচ্ছে এ থিমটি। এর পরের থিমগুলোও বিক্রি হয়েছে ৬ কোটি টাকা-৭ কোটি টাকা!! চিন্তা করে দেখুন একবার, এক থিম ডেভেলপ করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপাররা কি পরিমাণ টাকা ঘরে নিচ্ছেন। থিম বিক্রির এ মার্কেটপ্লেসে থিম বিক্রির গড় হার ১০ লাখ টাকা করে। অর্থ্যাৎ সময় এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে থিম তৈরি করেও বিপুল পরিমাণ আয় করার সুযোগ রয়েছে। বিপুল পরিমাণ এ অর্থের একটা অংশ আসতে পারে নিজের ঘরেও!!

কেবল প্রোডাক্ট কিংবা ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক। বিদেশী কোম্পানিগুলোতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের প্রচুর চাহিদা, আর এখন বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোতেও ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাকুরির সুযোগ বাড়ছে। বিডিজবস, প্রথম-আলো জবস এবং জবসইনবিডি সাইটে একবার ঢু মেরে দেখুন, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাকুরির বিজ্ঞপ্তি রয়েছে প্রচুর।

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এখন এমন একটি ক্ষেত্র, যেখানে কাজের আসলে কোন অভাব নেই। বিশাল এই কাজের ক্ষেত্রে প্রবেশের জন্য এখন কেবল প্রয়োজন দক্ষতা। আপনার যদি মনোবল আর ইচ্ছা থাকে, তবে এই দক্ষতা অর্জন কোন ব্যাপারই নয়।

শিখুন রিয়েল এক্সপার্টদের কাছ থেকে!

এখন প্রশ্ন হল কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন? ইন্টারনেটে ওয়ার্ডপ্রেসের অনেক রিসোর্স আছে। তবে ইন্টারনেট থেকে শিখতে প্রচুর সময় নষ্ট হতে পারে, আর স্টেপ বাই স্টেড গাইডলাইনও তেমন পাওয়া যায় না। যারা হাতে কলমে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান ডেভসটিম ইনস্টিটিউট তাঁদের জন্য চালু করেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে এসইচটিএমএল, সিএসএস, বেসিক পিএইচপি, পিএসডি টু এইচটিএমএল কনভার্সন, এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস কনভার্সন এবং ওয়ার্ডপ্রেস থিম অপশন পেজ ডেভেলপমেন্ট শেখানো হবে। প্রশিক্ষণ শেষে ডেভসটিম থেকেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, লোকাল মার্কেটে অর্থ্যাৎ ফ্রিল্যান্সার হিসেবে ওয়েব ডিজাইন কাজ করার গাইডলাইন তো রয়েছেই।

করতে পারবেন পিএসডু টি এইচটিএমএল (PSD to HTML) কনভার্সন এবং ওয়ার্ডপ্রেস কনভার্সনের কাজও!

প্রশিক্ষণটি সফলভাবে সমাপ্ত করতে পারলে কেবল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজই যে থিম মার্কেটপ্লেসে করা যাবে তা নয়, পিএসডি থেকে এইচটিএমএল কনভার্সন (PSD to HTML) এবং পিএসডি থেকে ওয়ার্ডপ্রেস কনভার্সনের (PSD to WordPress) কাজও করা যাবে। এ ধরণের কাজও প্রচুর রয়েছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে।

রিসোর্স পারসন!

ইউনুস হোসেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার

প্রশিক্ষণ ফি এবং ইভেন্ট ডিটেইলসঃ

দুমাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ২০,০০০ টাকা

এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।

ডেভসটিম সোশ্যাল নেটওয়ার্ক

ডেভসটিম ইনস্টিটিউট

ডেভসটিম লিমিটেড

স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার

৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫

ফোনঃ ০১৯১১-৪৬৪৭১০, ০১৮১২-১৫৪৪৫৯, ০১৭১১-২৬৭৯১১

নিবন্ধনের শেষ তারিখ: ২ অক্টোবর ২০১২।

তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।

আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি।

ডেভসটিম ইনস্টিটিউট আয়োজিত আরও কিছু প্রশিক্ষণ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বহুদিন ধরেই আমি আর্নট্রিক্সের ভীষণ ভক্ত-পাঠক ছিলাম। তারপর দেখলাম ডেভসটিমের বিস্ময়কর সাফল্যময় উত্থান। এর পেছনের প্রতিটি মানুষ ভীষণ রকমের প্রতিজ্ঞাবদ্ধ ভালো কিছু করার জন্য। আমার অনেক ইচ্ছা, এই কোর্সটাসহ আরো কিছু কোর্স করার। কিন্তু,আমি একজন স্টুডেন্ট। এই কংক্রিটের যান্ত্রিক শহরে বেঁচে থাকার খরচ অনেক। আমার পড়াশোনা+থাকা-খাওয়ার খরচ আমাকেই যোগাড় করতে হয়। তারউপর, বাড়তি এতোগুলো টাকা ম্যানেজ করা ভীষণ রকমের কষ্টকর। খোঁজ নিয়ে দেখেছি, ডেভসটিমের প্রশিক্ষণ ফি দু’বারে পরিশোধ যোগ্য। আমার আবেদন হচ্ছে, দু’বারের পরিবর্তে তিনবার কিংবা তারচেয়ে বেশি কিস্তির সুবিধা করলে, আমাদের মতো স্টুডেন্টদের জন্য স্বপ্নপূরণ অনেক সহজ হতো। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে আমরাও কিছু করতে পারতাম। ডেভসটিমের সাফল্য কামনা করছি।

Level 0

Training fee are very high. I think many student just like me will not be able to admission there.So the fee should be reduce.

Level 0

ordhek taka cash ebong bakita team e kaj kore porishod korle valo hoy.

Level 0

একসাথে এত টাকা দেয়া খুবই কষ্টকর……

এই টাকা ভাইয়াদের ক্লাস এর কাছে কিছুই না । কারন উনারা অনেক কিছু জানেন এবং তাদের কাছে গিয়া কেউ কখনও হতাশ হয় নি। আমি নিজেও ডেভস্টিম এর একজন ছাত্র।

Level 0

বাহ, আজকাল ক্লিক সেন্টার এর বদলে এইসব ব্যাবসা শুরু হয়েছে।
Techtunes এ পোস্ট করে স্টুডেন্ট ধরা হচ্ছে।

মোট প্রশিক্ষন ফি: ২০,০০০ টাকা। স্টুডেন্ট ধরার জন্নে DreamHunter এর নামে অ্যাকাউন্ট খুলে https://www.techtunes.io/tuner/dreamhunter লেখা হল যে
(এই টাকা ভাইয়াদের ক্লাস এর কাছে কিছুই না । কারন উনারা অনেক কিছু জানেন এবং তাদের কাছে গিয়া কেউ কখনও হতাশ হয় নি। আমি নিজেও ডেভস্টিম এর একজন ছাত্র।)
যাতে সবাই ভাবতে বাধ্য হয় যে এরা কত বড় এক্সপার্ট।

আমিও তাই তাদের odesk আর elance এ খোঁজা শুরু করলাম।
ডেভস টিমের মেম্বাররাঃ http://devsteam.com/about.html

এদের CFO(Chief financial officer) হচ্ছেন Mr. Masudur Rashid। পেলামঃ https://www.facebook.com/DevsTeam থেকে।

Mr. Masudur Rashid এর অডেস্ক অ্যাকাউন্ট https://www.odesk.com/o/profiles/users/Data-Entry-Operator_~~c1c8ec8c0bf20f76/ । তার লেখাঃ I want to be my won Bass।

Al-Amin Kabir এর অ্যাকাউন্ট পাইনাই।
Eunus Hosen এর অ্যাকাউন্ট দেখলাম। উনি কাজ পারেন।
https://www.odesk.com/users/Wordpress-theme-Thesis-Theme-Genesis-Theme-PHP-HTML-CSS_~01aec453f0ba5de0e1
https://www.elance.com/s/eunushosen/

Taher Chowdhury Sumon এর অ্যাকাউন্ট পাইনি।
Nasir Uddin Shamim এর অ্যাকাউন্ট দেখেন।
https://www.odesk.com/users/Article-Copywriting-Expert-With-On-Page-SEO-Experiences_~01ab44038051d56d60 কোন কাজ পায়নি ২বছরে।

Atique Hasan এর অ্যাকাউন্ট দেখলাম। উনি কাজ পারেন কিন্তু সুধু Craigslist Live Ad Posting পারেন।
https://www.odesk.com/users/-1000-Hrs-On-Advertising-Craigslist-Live-Ad-Posting-100-Live-Ad-Post-_~018af33a5e71bd3d4b

এবার আসি DevsTeam Institute এর কথায়।
https://www.odesk.com/users/Web-Development-SEO-Service-Niche-Site-Development_~016ae28e9ef5825ac0
elance এ পাইলাম না।
কোন কাজ করেনাই এই টিম।

এর বাইরে কিছু থাকলে প্লিজ জানাবেন।
DevsTeam তাহলে কিভাবে টাকা ইনকাম করে?
——————————————————-স্টুডেন্ট ধরে।

আমার কথাগুলো পারলে একবার ভাবেন তারপর সিদ্দান্ত নেন।
২০০০০ টাকা ওদের না দিয়ে, আপনি ৩মাস unlimited internet নেন। lynda.com বা অনলাইন এ সার্চ করে একটা সাইট এ কিছু টাকা খরচ করে অ্যাকাউন্ট খোলেন।

অনেক, অনেক, অনেক উপকৃত হবেন। এইরকম জায়গা টাকা ঢেলেন না।

    @apu21: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি আমাদের পিছনে রিসার্স করে অনেক সময় ব্যয় করেছেন বলেই মনে হচ্ছে। আপনার মন্তব্যগুলোর উত্তর দিচ্ছি।
    ১. ডেভসটিম লিমিটেডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাসুদুর রশীদ ফ্রিল্যান্সার নয়, এ কারণে উনার কোন রিচ প্রোফাইল ওডেস্কে পাওয়া যায়নি। উনি মূলত প্রফেশনাল ব্লগার। উনার সাফল্য সম্পর্কে জানুন দৈনিক কালের কন্ঠ থেকে: http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=Bank&pub_no=601&cat_id=3&menu_id=76&news_type_id=1&index=1&archiev=yes&arch_date=03-08-2011
    আশা করছি মাসুদুর রশীদ সম্পর্কে আপনার ভুল ধারণা ভাঙ্গবে। উনি ডেভসটিম ইনস্টিটিউটে ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিংয়ের প্রশিক্ষক।
    ২. আল-আমিন কবিরও ফ্রিল্যান্সার নন, উনি ডেভসটিম লিমিটেডের ’বিজনেস এন্ড কর্পোরেট কমিউনিকেশন দেখেন।
    ৩. আপনি নিজেই স্বীকার করেছেন ইউনুস হোসেন কাজ জানেন, এজন্য আপনাকে ধন্যবাদ। হ্যা, ভাই, যে প্রশিক্ষণটির স্পন্সর পোস্ট এখানে প্রকাশ করা হয়েছে এই প্রশিক্ষণটি উনিই পরিচালনা করবেন। একজন কাজ জানা মানুষ অন্যকে শেখাতে পারেন, এটি নিশ্চয়ই আপনি স্বীকার করবেন।
    ৪. আতিক হাসানের ওডেস্কে প্রোফাইল থাকলেও উনি কখনো ওখানে কাজ করেননি। উনি ৯৯ ডিজাইনে কাজ করেন। উনার কিছু কাজের স্যাম্পল দেখতে পারেন: http://atique.me/ ঠিকানার সাইট থেকে।
    ৫. ডেভসটিম লিমিটেড ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কজ করেনা। প্রতিষ্ঠানটি বিজনেস প্রসেসিং আউটসোর্সিংয়ের কাজ করে। বিজনেস প্রসেসিং আউটসোর্সিং সম্পর্কে গুগল করলে আশা করছি আরও তথ্য পাবেন।
    ৬. ডেভসটিম লিমিটেড আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি খুব বড় বড় কিছু ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে করে। প্রতিষ্ঠানটি থিমেভার নামে একটি আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস থিম ক্লাব প্রতিষ্ঠা নিয়ে কাজ করছে। ডেভসটিম যেসব প্রজেক্ট নিয়ে কাজ করছে তার কিছু আগামী মাস নাগাদ রিলিজ দেয়া হবে। আশা করছি এসব প্রোডাক্ট দেখলে বুঝবেন ডেভসটিম আসলে কিভাবে আয় করে।
    ৭. ডেভসটিম ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত আন্তর্জাতিক এসইও প্রতিযোগীতায় শীর্ষস্থান অর্জনকারী (http://devsteam.com/devsteam-we-born-to-rock) একটি প্রতিষ্ঠান। ট্রেনিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদেরও পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি () । প্রতিষ্ঠানটি সংবর্ধনা পেয়েছে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) থেকেও (http://devsteam.com/devsteam-felicitated-by-bdosn) । ডেভসটিমের আরও অনেক অর্জন রয়েছে এ ক্ষেত্রে।

    আরও কিছু জানতে পারবেন নিম্বের সংবাদপত্রগুলোর লিংক থেকে। আশা করছি আপনাদের ভুল ভাঙ্গবে।
    http://www.prothom-alo.com/detail/news/270974
    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=06e0737be489ef06fe31018e21fcc5da&nttl=04072012124018
    http://www.samakal.com.bd/details.php?news=35&view=archiev&y=2012&m=07&d=12&action=main&menu_type=crorpathro&option=single&news_id=274572&pub_no=1105&type=
    http://www.dainikdestiny.com/print_news.php?pub_no=327&cat_id=3&menu_id=49&news_type_id=1&index=1
    http://www.amardeshonline.com/pages/weekly_news/2012/07/12/8142
    http://www.ekusheynews24.com/?p=1680
    http://www.thedailysangbad.com/?view=details&pub_no=1109&menu_id=28&news_type_id=1&ext_news_type=&type=gold&data=Bank&val=103825
    http://www.dailyictnews.com/ictnews-home/1193#.UGRFDq7c9iQ
    http://www.eduportalbd.com/archives/2898
    http://blog.comjagat.com/2012/07/08/blogger/video-29433346
    এখানে কয়েকটি উদাহরণ দিলাম মাত্র। আপনি গুগলে সার্চ দিলে ডেভসটিম সম্পর্কে অনেক কিছুই পাবেন বলে আশা করি..

    ঢাকা বিশ্ববিদ্যলয়ে ডেভসটিমের সেমিনার: http://devsteam.com/devsteam-performed-web-entrepreneurship-speech-at-du-seminar

    আর হ্যা, অবশ্যই। যারা ইন্টারনেট থেকে শিখতে পারবেন তাদের অবশ্যই আমরা রেকমেন্ড করবো লিন্ডার ভিডিও টিউটোরিয়াল দেখে শেখার জন্য। যারা হাতে কলমে শিখতে চান তাঁদের জন্যই এ প্রশিক্ষণ।

    আর হ্যাঁ, একটা কথা বলি। বাংলাদেশীরা আন্তর্জাতিকভাবে খুব ভালো কিছু করতে পারেনা কেনো জানেন? ভালো প্রশিক্ষণের অভাবে। সে অভাবটা আমরা পূরণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। সমালোচকদের আমরা সবসময় সাদরে আমন্ত্রণ জানাই। আমাদের অফিসে একদিন কফি-র দাওয়াত রইলো। আশা করছি আমাদের এনভাইরনমেন্টটা দেখলে আপনার ভুল ভাঙ্গবে।

Level 0

ধন্যবাদ।
(ডেভসটিম লিমিটেড আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি খুব বড় বড় কিছু ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে করে। প্রতিষ্ঠানটি থিমেভার নামে একটি আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস থিম ক্লাব প্রতিষ্ঠা নিয়ে কাজ করছে। ডেভসটিম যেসব প্রজেক্ট নিয়ে কাজ করছে তার কিছু আগামী মাস নাগাদ রিলিজ দেয়া হবে। আশা করছি এসব প্রোডাক্ট দেখলে বুঝবেন ডেভসটিম আসলে কিভাবে আয় করে।)
বুঝলাম। তা আপনাদের প্রতিষ্ঠানের ডেভেলপ করা বড় বড় কিছু ওয়েব অ্যাপ্লিকেশন এর লিঙ্ক দিলে বেশী খুশি হতাম।
যাই হোক আগামী মাসে আপনাদের প্রোডাক্ট গুলো দেখার আসায় থাকলাম। আর অবশ্যই আপনাদের প্রোডাক্ট নিয়ে আমি Techtunes এ টিউন করতে ভুলবোনা।

@apu21 ডেভস টিম কথায় নয়, কাজে বিশ্বাস করে। freelancer.com এর বিশ্ব সেরার পুরস্কার ও কি আপনার কাছে fake মনে হয় । ডেভস টিম এমন কোন প্রতিস্টান নয় যার প্রচারনা fake id খুলে চালাতে হবে।
freelancing এর training নিয়ে প্রতারনার যে মহা উৎসব চলছে ডেভস টিম তার মাঝে নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল ও ব্যাতিক্রম । Odesk,freelancer.com এ আমরা ঘণ্টা প্রতি ২/৩
ডলারে কাজ করেই মহা খুশি। কিন্তু আমাদের মনে হয় সময় এসেছে ২/৩ ডলারের কাজ কে বিদায় জানিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। যেই কাজটা indian রা করে অনেক দূর এগিয়ে গেছে। “ডেভস টিম”
ঠিক সেই জাইগাটা নিয়েই কাজ করছে। “smartpassiveincome.com” এর “pet flynn” মাসে আয় করেন ৫০,০০০ হাজার ডলার। দয়া করে ওনার odesk profile টা একটু
দেখবেন কি?
@ Apu21, আমরা যারা Devsteam এর student, তাদের অনেকেই বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে এখানে এসে খুজে পেয়েছি আস্থার ঠিকানা। আসুন না একবার আমাদের মাঝে, দেখে যান
DEVSTEAM আমাদের শিকার করেছে , নাকি কি প্রানান্তকর প্রচেষ্টায় তাদের খুজে বের করেছি আমরা!!!!! ভাই ডেভস টিম এ এসে নতুন করে স্বপ্ন দেখা
শুরু করেছি। তাই তাদের ব্যাপারে যতই লিখছি,ততই কম মনে হচ্ছে। থাক আর লিখলাম না, আবার কি জানি কি মনে করে বসেন।
ভাই যদি কোন confusion থাকে তবে আমাকে ফেসবুক এ দেখে নিতে পারেন।
https://www.facebook.com/love.u.ammu.abbu
[email protected].

    Level 0

    @DreamHunter: ভাই আপনি নিজেই স্বীকার করলেন যে,
    (freelancing এর training নিয়ে প্রতারনার যে মহা উৎসব চলছে)
    আপনার কথাগুলো ঠিক আছে।

    তা ভাই আপনার odesk/freelance/elance বা অন্য কোন অ্যাকাউন্ট এর লিঙ্ক টা দেন। আপনি যেহেতু তাদের স্টুডেন্ট তাই আপনার সাফল্য দেখতে চাচ্ছি। আপনার সাফল্য দেখে আমি নিজেও যেতে পারি তাদের কাছে।

    ( “smartpassiveincome.com” এর “pet flynn” মাসে আয় করেন ৫০,০০০ হাজার ডলার) আমি উনার odesk/freelance/elance কোন অ্যাকাউন্ট খুজে পেলাম না। প্লীজ উনার লিঙ্ক দিতে ভুলেন না। কারন ইন্টারনেট এ অনেক জাইগায় দেখি যে মাসে ৫০০০০ ডলার ইনকাম করার উপায়। কিন্তু ভুয়া।

    আমার ফেসবুক id নাই তাই আপনার ফেসবুক দেখতে পারলাম না। কিন্তু অন্য Techtunes user দের বলব আপনার ফেসবুক অ্যাকাউন্ট টা দেখতে।

    উত্তর দিতে ভুলেন না…।

Level New

Ami Themeforest a kaz kori. Amar profile er link sobar ses a dilam karon ami chai sobai age amar lekha poruk. Then amar kaz dekhuk. 1yr dhore okhan theke tk aay korchi. Devsteam sudhu newspaper referance dey kan bujhi na. Apnader kazer link den. Tahole lok a besi bissas korbe apnader. Karon tk diye newspaper a article lekhane BD er moto desh a kno bapar e na. R ha vai ami apander SEO safollo somporke jani. Ei bisoy a kno misunderstanding nai. Mr Atiq er link a gelam http://atique.me/ Unar site a amon kichu dekhte pelam na za dekhe mon a hobe j WOW! Ha eta sotti j Themeforest a emon soto soto Template/ Theme ache ja koti tk earn koreche but eta zoto sohojei manus k prolubdho kore eta toto sohoj noy. Themeforest quality jevabe maintain kore tate j kono Zodu modu kodu or Tom Dick Harry theme toiri korlei ta tader market place a sthan pabe na. Eta onek onek onek tough ekta market place. Tar jonno onek dhoirzo dhora lagbe. Jekhane apni developing sekehen na kan zodi apanar joggota na thake then apanar jayga hobe fail kora freelancer hote zawader asta kurey. Ha etai bastobota. Apni zodi sotti e Themeforest a kaz korte chan tahole apnake ja ja jana lagbe

1) HTML
2) CSS
3) PHP
4) MYSQL
6) Java Script
7) WP hooks and functions (Eta kono language na CODEX library)
Ami j list dilam ei list a sobgulote apnake boss hote hobe. Ji ha thik sunechen boss hote hobe.
Webdeveloping course koray jara tader besir vager kachei apni sune thakben j bolbe r a PHP ta basic janlei hobe.
Ha basic janle apni j tk kamaben ta professional Freelancer upadhi dibena r zodi hote chan bisser sobche
boro Theme market place er author taholeto kono compromise e nei hote hobe boss boss boss n boss programmer.
R bivinno webdeveloper course company besir vag kheteri dekhay 3/4 mas er course a naki tara apnake boss freelance webdeveloper banaya dibe?
Bastobo oviggota theke bolchi ta kono kalei somvob noy.. Onek somoy er proyojon. R upor a j list dilam
ei 7 ta jinis er basicta bujhtei to j kono manob sontan er 1year lege zabe boss howa to durer kotha. R zodi sotti
e eta 3/4 mas a somvob hoy then ami bolbo j eta sadhon korbe se r zai hok manus noy!!!! Feresta or Jin jatiyo kichu.
Ami Devsteam er birodhi noi abar tader pokkheo noi. Sobai tk kamai korte chay r devsteam zodi manusk prosikkhon
diye kichu tk kamai kore tate dosher kichu nai. Kintu dos holo eikhane j, j theme ta bikri e hoyeche koti tk tar
reference tene manus k prolubdho kora. Karon vai oi level er developer hote holeto ekjn manuser bochor duek lagbei lagbe. r course korar por o there is no guarantee that u will succeed. It is all upto u. APnar medha r zoggotai apnake apanr zoggo sthan a pouche dibe. Kono devsteam noy. Zodi cretivity na thake then u will never success. R o onek kichu ache… Apni zodi sotti Themeforest a jayga kore nite chan then apanake Theme Layout design, Color Choice, Hirerchy etc onek onek bisoy ache egulo o khub valo kore jante hobe. Noyto apnar fail kora nischit.
Jai hok ami WP er kaz charao Joomla! er kaz o kori. Amar Joomla! er kazgulo Themeforest er site a eikhan epaben. http://themeforest.net/user/dmsumon
Themeforest a kaz korar bisoy a karo kichu r o janar thakle sorasori email din [email protected]

ভাইয়া আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি “freelancing এর training নিয়ে প্রতারনার যে মহা উৎসব চলছে ডেভস টিম তার মাঝে নিজস্ব যোগ্যতায় উজ্জ্বল ও *ব্যাতিক্রম*।

ভাই আমি এখনও ডেভস টিম student। তবে ভাইয়া আমি আপনার কাছে আগামী ২/৩ মাস এর ভিতর আমার freelancing সাফল্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ ।
ছোট ভাই এর জন্য দোয়া করবেন।

আর ভাই pet flynn হচ্ছেন Blogger & Affiliate Marketer এবং পৃথিবীর সকল Blogger & Affiliate Marketer এর আদর্শ । তাই ভাইয়া উনাকে ODESK এ খোঁজা
বোকামি ছাড়া আর কিছুই না

ছোট ভাই হিসেবে একটি পরামর্শ, ভাই ফেসবুক এ একটা আইডি খুলে নিয়েন। কারন ফেসবুক এ ও অনেক শিক্ষণীয় দিক আছে।

ভাল থাকবেন।

Level New

Eta mar Themeforest Profile link. Amar kazgulo dekhen http://themeforest.net/user/dmsumon
R Themeforest a kaz korar bisoy a karo kichu r o janar thakle sorasori email din [email protected]

    Level 0

    @সুমন: আরে ভাই আপনি ত আমার বলার সব কথা বলে দিলেন। আপনার Themeforest profile দেখলাম। জটিল। প্রথম কাউকে পেলাম যে সত্যি কিছু জানে। আপনার সাথে মেইল এ যোগাযোগ করব।

    @DreamHunter: আর ভাই আপনাকে বলি HTML5, CSS3, Javascript ভালভাবে সিখতে মানুষের ১ বছরেরও বেশী লাগে। আর PHP, MYSQL হচ্ছে ডাটাবেইজ এর ল্যাঙ্গুয়েজ, যা সেখার জন্নে উপরের ৩ টা ল্যাঙ্গুয়েজ জানা দরকার।
    আর http://website.informer.com/devsteam.com এর তথ্য অনুযায়ী Devsteam গত মার্চ মাসে তাদের সাইট ওপেন করে। দীর্ঘ ৬ মাসের পরে তারা বলল যে তারা বড় বড় কিছু ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। যেগুলো এই মাসে রিলিস দেয়া হবে।
    ঠিক আসে, আমি অপেক্ষায় থাকবো। আর যা বলতে চাইছিলাম টা সুমন ভাই বলে দিসে। টাকা দিয়ে কিছুদিন আগে অনেক ক্লিক সেন্টার বড় বড় পেপার এ অ্যাড দিত।
    আর কথা বারাবনা, জানতাম যে আপনি ২-৩ মাস ওয়েট করতে বলবেন। আপাতত এক মাস ওয়েট করে দেখব যে devsteam কত বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন বানায়।

    @সুমন: আর সুমন ভাই many many thanks। আপনার কাছে কিছু টিপস চাইব, প্লীজ না বলবেন না।

      Level New

      @apu21: za tips lage sob dibo. Ami sobake sikhate chai kintu bina mulley… Etei ami anondo pai. Email korun amak. ja janar sob jiges koren kokhonoi hotas korbo na kauke Inshallah.