এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) এর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। ওয়ার্ডপ্রেসকে অনেকে বলে থাকেন বর্তমান সময়ের সেরা সিএমএস। এই সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন কর্পোরেট ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট বানিয়ে ফেলতে পারেন, সময়ও লাগবে খুবই কম। ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরিতে থাকা লাখো থিম থেকে বেছে নিয়ে যেমন একটি ওয়েবসাইট তৈরি করা যায় তেমনি যেকোন থিমকে ইচ্ছামত ডিজাইনও করে নেয়া সম্ভব। করে নেয়া যায় যেকোন ফিচার কাস্টোমাইজেশনও।
এই যে ওয়ার্ডপ্রেসে সহজেই সবকিছু করা যায় এ কারণে বিশ্বব্যাপী এই কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) টির এত চাহিদা। ছোট এবং মাঝারি ব্যবসা থেকে শুরু করে বড় বড় কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোও এখন ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে নিজেদের ওয়েবসাইট তৈরি করছে। আর এ কারণেই ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা বাড়ছে হু হু করে! বাংলাদেশী অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছেন যারা ফ্রিল্যান্সার এবং ওডেস্ক সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ঘন্টায় ৩০ থেকে ৪০ ডলার রেটে কাজ করে থাকেন। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কাজ শুরু করতে পারেন ন্যূনতম ১০ থেকে ১২ ডলার প্রতি ঘন্টা রেটে। অর্থ্যাৎ দিনে যদি কেউ ৮ ঘন্টা কাজ করেন তবে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রাথমিক আয় শুরু হবে প্রতি দিন ৮০ থেকে ১০০ ডলার, মাসে ৩ হাজার ডলার। আর এ এক্ষেত্রে আয়ের কোন লিমিটেশন নেই বললেই চলে, স্কাই ইজ দ্যা লিমিট বসেস!!
এ তো গেল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর কথা্ত্ত আবার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাইলে ফ্রিল্যান্স কাজ না করে নিজস্ব ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট তৈরি করেও বিশাল আন্তর্জাতিক বাজার ধরতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস থিম তৈরি করেও সেগুলো বিক্রি করতে পারেন বিভিন্ন থিম মার্কেটপ্লেসে। থিম বিক্রির জনপ্রিয় মার্কেটপ্লেস থিমফরেস্টের কর্পোরেট ক্যাটেগরির শীর্ষ বিক্রি হওয়া থিমগুলোই একবার দেখুন, কি পরিমাণ রেভুন্যু এসেছে একেকটা থিম থেকে!! এক ‘ইউ ডিজাইন’ থিম টা-ই বিক্রি হয়েছে ৮ কোটি টাকা!! এখনও প্রতিদিনই বিক্রি হচ্ছে এ থিমটি। এর পরের থিমগুলোও বিক্রি হয়েছে ৬ কোটি টাকা-৭ কোটি টাকা!! চিন্তা করে দেখুন একবার, এক থিম ডেভেলপ করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপাররা কি পরিমাণ টাকা ঘরে নিচ্ছেন। থিম বিক্রির এ মার্কেটপ্লেসে থিম বিক্রির গড় হার ১০ লাখ টাকা করে। অর্থ্যাৎ সময় এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে থিম তৈরি করেও বিপুল পরিমাণ আয় করার সুযোগ রয়েছে। বিপুল পরিমাণ এ অর্থের একটা অংশ আসতে পারে নিজের ঘরেও!!
কেবল প্রোডাক্ট কিংবা ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক। বিদেশী কোম্পানিগুলোতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের প্রচুর চাহিদা, আর এখন বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোতেও ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাকুরির সুযোগ বাড়ছে। বিডিজবস, প্রথম-আলো জবস এবং জবসইনবিডি সাইটে একবার ঢু মেরে দেখুন, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাকুরির বিজ্ঞপ্তি রয়েছে প্রচুর।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এখন এমন একটি ক্ষেত্র, যেখানে কাজের আসলে কোন অভাব নেই। বিশাল এই কাজের ক্ষেত্রে প্রবেশের জন্য এখন কেবল প্রয়োজন দক্ষতা। আপনার যদি মনোবল আর ইচ্ছা থাকে, তবে এই দক্ষতা অর্জন কোন ব্যাপারই নয়।
এখন প্রশ্ন হল কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন? ইন্টারনেটে ওয়ার্ডপ্রেসের অনেক রিসোর্স আছে। তবে ইন্টারনেট থেকে শিখতে প্রচুর সময় নষ্ট হতে পারে, আর স্টেপ বাই স্টেড গাইডলাইনও তেমন পাওয়া যায় না। যারা হাতে কলমে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান ডেভসটিম ইনস্টিটিউট তাঁদের জন্য চালু করেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে এসইচটিএমএল, সিএসএস, বেসিক পিএইচপি, পিএসডি টু এইচটিএমএল কনভার্সন, এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস কনভার্সন এবং ওয়ার্ডপ্রেস থিম অপশন পেজ ডেভেলপমেন্ট শেখানো হবে। প্রশিক্ষণ শেষে ডেভসটিম থেকেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, লোকাল মার্কেটে অর্থ্যাৎ ফ্রিল্যান্সার হিসেবে ওয়েব ডিজাইন কাজ করার গাইডলাইন তো রয়েছেই।
প্রশিক্ষণটি সফলভাবে সমাপ্ত করতে পারলে কেবল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজই যে থিম মার্কেটপ্লেসে করা যাবে তা নয়, পিএসডি থেকে এইচটিএমএল কনভার্সন (PSD to HTML) এবং পিএসডি থেকে ওয়ার্ডপ্রেস কনভার্সনের (PSD to WordPress) কাজও করা যাবে। এ ধরণের কাজও প্রচুর রয়েছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে।
ইউনুস হোসেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার
দুমাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ২০,০০০ টাকা
এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।
ডেভসটিম লিমিটেড
স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার
৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫
ফোনঃ ০১৯১১-৪৬৪৭১০, ০১৮১২-১৫৪৪৫৯, ০১৭১১-২৬৭৯১১
তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।
আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বহুদিন ধরেই আমি আর্নট্রিক্সের ভীষণ ভক্ত-পাঠক ছিলাম। তারপর দেখলাম ডেভসটিমের বিস্ময়কর সাফল্যময় উত্থান। এর পেছনের প্রতিটি মানুষ ভীষণ রকমের প্রতিজ্ঞাবদ্ধ ভালো কিছু করার জন্য। আমার অনেক ইচ্ছা, এই কোর্সটাসহ আরো কিছু কোর্স করার। কিন্তু,আমি একজন স্টুডেন্ট। এই কংক্রিটের যান্ত্রিক শহরে বেঁচে থাকার খরচ অনেক। আমার পড়াশোনা+থাকা-খাওয়ার খরচ আমাকেই যোগাড় করতে হয়। তারউপর, বাড়তি এতোগুলো টাকা ম্যানেজ করা ভীষণ রকমের কষ্টকর। খোঁজ নিয়ে দেখেছি, ডেভসটিমের প্রশিক্ষণ ফি দু’বারে পরিশোধ যোগ্য। আমার আবেদন হচ্ছে, দু’বারের পরিবর্তে তিনবার কিংবা তারচেয়ে বেশি কিস্তির সুবিধা করলে, আমাদের মতো স্টুডেন্টদের জন্য স্বপ্নপূরণ অনেক সহজ হতো। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে আমরাও কিছু করতে পারতাম। ডেভসটিমের সাফল্য কামনা করছি।