বিটডিফেন্ডার Bitdefender অ্যান্টিভাইরাস : আপনার কম্পিউটারের সর্বশ্রেষ্ঠ সুরক্ষায়। দেখে নিন কেন Bitdefender অ্যান্টিভাইরাস বিশ্বের #১ নম্বর অ্যান্টিভাইরাস!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিটডিফেন্ডার বাংলাদেশ'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

একটু ভেবে দেখেন তো, এমন কাউকে কি আপনি জানেন যিনি নিয়মতই ইন্টারনেট ব্যাবহার করেন কিন্তু ভাইরাস নিয়ে কোনই চিন্তা করেন না? গত দুই বছরে সাইবার অ্যাটাক এমন বৃদ্ধি পেয়েছে যে ভাইরাস নিয়ে চিন্তা করেন না এমন মানুষ পাওয়া এখন একেবারেই দুস্কর। প্রতিদিনই নতুন নতুন ভাইরাস ইন্টারনেটে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, আমাদের ফেসবুক আর টুইটার এমনকি গুগল সার্চ, কোনটাই এখন আর নিরাপদ না।

আপনার কম্পিউটার বা অফিস নেটওয়ার্ক অনেক ভাবেই ভাইরাস বা হ্যাকার দ্বারা আক্রান্ত হতে পারে। ফেসবুক, টুইটার আর গুগল সার্চের ফেইক লিঙ্ক তো বললামই, আরো আছে স্মার্টফোনের অ্যাপ, ইউআরএল শর্টেনিং সার্ভিস, ইমেইল আর অনলাইন বিজ্ঞাপন আর বহুল প্রচলিত ইউএসবি (পেন) ড্রাইভ। ভাল অ্যান্টিভাইরাসহীন কম্পিটারের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফাদ পেতে তৈরী থাকে ভাইরাস/ম্যালওয়ার/ট্রোজান/স্পাইওয়ার/ফিশিং আর হ্যাকাররা।

বাংলাদেশে ভাইরাসের আক্রমন আরও অনেক বেশী ছড়ানো, এর মুল কারন হল দুর্বল/মেয়াদউত্তীর্ণ অ্যান্টিভাইরাস আর যত্রতত্র পেন ড্রাইভের ব্যাবহার। একটা উদাহরন দেই, নীলক্ষেত বা যেকোন প্রিন্টিং এর দোকানে আপনি এখন একটা কম্পিউটার পাবেন না যেটা ভাইরাস-ফ্রি। অথচ ওরা সবাই বহুল প্রচলিত একটা অ্যান্টিভাইরাস ব্যাবহার করে।

কেন বিটডিফেন্ডার

একটা ভাল অ্যান্টিভাইরাস সফটওয়ার ব্যাবহার করার এই প্রয়োজনীয়তা থেকেই বাংলাদেশে স্ফুরনল্যাবসের হাত ধরে বিটডিফেন্ডারের আগমন। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসবে, অন্যদের চেয়ে কেন বিটডিফেন্ডার সেরা। এটার উত্তরের জন্যেই এই লেখা।

এভিটেস্টের নাম অনেকেই শুনেছেন, এদের দ্বিমাসিক তুলনামুলক রিভিউকে সব অ্যান্টিভাইরাসই যথেস্ট গুরুত্ব সহকারে প্রচার করে, অ্যান্টিভাইরাস রিভিউ ফিল্ডের বাইবেলও বলেন অনেকে। সব অ্যান্টিভাইরাসই এদের লোগো ব্যাবহার করে। আর এই এভিটেস্টের জানুয়ারী-ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল, আর মে-জুন তিনটা রিভিউতেই বিটডিফেন্ডার ২০১২ আছে সবার উপরে এক নম্বরে।

এভিটেস্টের সব টেস্ট রেজাল্ট পাবেন এখানে। লিস্ট থেকে প্রটেকশন রেটিং এর ভিত্তিতে সাজিয়ে নিলেই দেখবেন বিটডিফেন্ডারের র‍্যাঙ্কিং।

আরেকটা বহুল প্রচলিত রিভিউ সাইট হল টপটেনরিভিউজ ডট কম। সব ধরনের সফটওয়ার, হার্ডওয়ার বা সার্ভিসের রেটিং এর জন্য এর উপর অনেক মানুষ ভরসা করে থাকেন। টপটেনরিভিউজ এও বিটডিফেন্ডার প্রথম স্থানে আছে বেশ কয়েক বছর ধরে।

মুল সুত্র দেখতে হলেঃ টপ টেন ইন্টারনেট সিকিউরিটি, টপ টেন অ্যান্টিভাইরাস, টপ টেন অ্যান্টিম্যালওয়ার। বা সরাসরি গুগলে Best rated antivirus লিখে সার্চ দিয়েও দেখতে পারেন।

ভাইরাস বুলেটিন, বা ভিবি১০০, এরকম আরেকটি সাইট যাদের অ্যান্টিভাইরাস রিভিউ সবাই গুরুত্বসহকারে প্রচার করে। এদের সাইট থেকে নিচের মত বিটডিফেন্ডার সহ অন্যদের তুলনামুলক টেস্ট রিপোর্ট আপনিও দেখতে পারেন।

এভি কম্প্যারাটিভসের মার্চ-জুন ২০১২ টেস্ট রিপোর্ট দেখলেও আপনি বিটডিফেন্ডারকে সবার উপরেই পাবেন।

আরো দেখতে পারবেন পিসি মাগের রিভিউ, সি-নেটের রিভিউ, বা বিটডিফেন্ডারের সব অ্যাওয়ার্ড একসাথে দেখার জন্য এখানে

বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটির সাথে অন্যান্য অ্যান্টিভাইরাসের সামগ্রিক তুলনা দেখার জন্য সরাসরি এখানে দেখেন

আশা করি ইতিমধ্যে একটা ভাল ধারনা হয়েছে যে সারা বিশ্বই কেন আর কিভাবে বিটডিফেন্ডারকে সেরাদের সেরা অ্যান্টিভাইরাস বলে। আর সাধ্যে থাকলে কেনই বা আপনি সেরা অ্যান্টিভাইরাসের সাথে থাকবেন না?

বিটডিফেন্ডার কিভাবে আপনাকে সুরক্ষিত রাখতে পারে

আপনি যদি উইন্ডোজ এক্সপি/ভিসতা/সেভেন ব্যাবহার করে থাকেন তাহলে আপনার জন্য ভাল হবে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি, কিংবা আরেকটু উচ্চতর বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি। উইন্ডোজ ২০০০/২০০৩/২০০৮/এনটি সার্ভারের জন্য আছে বিটডিফেন্ডার সিকিউরিটি ফর ফাইল সার্ভার,

আর অফিসের সব কম্পিউটার সেন্ট্রালী কন্ট্রোল করার জন্য বিটডিফেন্ডার ক্লায়েন্ট সিকিউরিটি। ম্যাক, লিনাক্স আর অ্যান্ড্রোয়েডের জন্য তো আছেই, বিটডিফেন্ডারের সব সল্যুশন একসাথে দেখার জন্য এখানে দেখতে পারেন। যেকোন সল্যুশনের সাথেই আপনি ৩০ দিন ফ্রি ট্রায়ালের সুবিধা পাচ্ছেন।

বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি

সর্বাধিক প্রচলিত বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি একসাথে আপনাকে ১ থেকে ১০টি বা এর অধিক কম্পিউটারের জন্য সর্বশ্রেষ্ঠ সিকিউরিটি দিতে পারে। সেরা অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পাইওয়ার, আর ফায়ারওয়াল সাপোর্ট তো থাকছেই, সাথে আপনি পাবেন দুর্দান্ত প্যারেন্টাল কন্ট্রোল, সন্দেহজনক সাইট অ্যালার্ট, আর সর্বোপরি আপনার ফেসবুক আর টুইটার অ্যাকাউন্টের সুরক্ষা। ১ গিগাহার্জ প্রসেসর আর ১.৫ জিবি র‍্যাম থাকলেই আপনি চালাতে পারেন বিটডিফেন্ডার।

বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ফ্রি ট্রায়াল ডাউনলোডের জন্য সরাসরি এখানে

যোগাযোগ

বাংলাদেশে বিটডিফেন্ডারের একমাত্র ডিস্ট্রিবিউটর হল স্ফুরনল্যাবস

সরাসরি যোগাযোগ করতে পারেন

হোম ডেলিভারী

বর্তমানে ঢাকা এবং চিটাগাং এর প্রধান প্রধান কম্পিউটার মার্কেটে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যাচ্ছে। শুধু তাই না, দেশের যেকোন স্থান থেকেও খুব দ্রুতই এখনি ডট কম আর একমাত্র ডট কম সাইট থেকে আপনি হোম ডেলিভারী অর্ডার করতে পারেন।

ভাইরাস-ফ্রি পিসি পাওয়া এখন আর মোটেই স্বপ্ন না!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিটডিফেন্ডার বাংলাদেশ'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পিসি স্লো করে না তো ??

    @Ttanweer: বিটডিফেন্ডার চলার মিনিমাম সিস্টেম রিক্যুয়ারমেন্ট হল ৮০০ মেগাহার্জের প্রসেসর, ১ জিবি র‍্যাম আর উইন্ডোজ। আর এখন অনেকেই সাধারনত ইন্টেলের কোর ডুয়ো প্রসেসর আর ২ জিবি র‍্যাম আছে এরকম কম্পিউটার ব্যাবহার করেন, এই কনফিগুরাশনে আপনি বুঝবেনই না যে ব্যাকগ্রাউন্ডে বিটডিফেন্ডার চলছে। তবে উইন্ডোজ এক্সপি থাকলে সেটাকে সার্ভিস প্যাক থ্রি তে আপগ্রেড করে নিতে হবে।

    বিস্তারিত এখানে পাবেন – http://www.bitdefender.com/solutions/internet-security.html#System Requirements

Level 0

পেন্টিয়াম ডুয়াল কোর , 2 জিবি রেম, উইন 7 ,স্লো করবে না তো ?

    @roky11: মোটেই না। ইন্টেল অ্যাটমের নেটবুকে পর্যন্ত বিটডিফেন্ডার চালানো হয়েছে

    @roky11: আপনার ও আমার ডেস্কটপ এর কনফিগারেশন হুবহু এক। পিসি স্লো হয়নি একেবারেই…

রিভিউ ভালো লাগলো। Bitdefender Total Security 2013 অরিজিনালটা লাইসেন্স কিনে ব্যবহার করছি গত একমাস ধরে। চমৎকার প্রোডাক্ট, আমি খুবই সন্তুষ্ট। ফিচারের বিচারে ইন্টারনেট সিকিউরিটি থেকে অনেক এগিয়ে টোটাল সিকিউরিটি। আর টাকা খরচ করে যখন লাইসেন্স কিনছি তখন আগের বছরের পুরাতন ভার্সন কেনার কোন যৌক্তিকতা দেখি না। বিশেষত যখন আমি একই টাকায় Internet Security 2012’র বদলে হাজারগুনে ভালো আপডেটেড Total Security 2013 পাচ্ছি। sphuronlabs-এর উচিত ছিল এতদিনে আপডেটেড ভার্সনটি বাজারে নিয়ে আসা…

    @রাফি মাহমুদ: ঠিকই বলেছেন, টোটাল সিকিউরিটি অবশ্যই ইন্টারনেট সিকিউরিটির চেয়ে বেশী সুবিধা অফার করে। আপডেটেড ২০১৩ ভার্সন খুব দ্রুতই বাংলাদেশের মার্কেটে চলে আসবে।

Level 0

এটা অনেক দিন ধরে খুজতাছি , কিন্তু আমি এন্টিভাইরাস কিনে চালাই না , সো কেনা হচ্ছে না । তবে ওয়েব রুট চালিয়ে অনেক ভালো লেগেছে মাত্র ৭০০ কেবির এন্টিভাইরাস।

    @saaiful: এটা অনেকদিন বাংলাদেশে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। অপেক্ষা করেন, খুব শীঘ্রই আমরা অনলাইনে পুরো বাংলাদেশে ডেলিভারী দিতে পারছি

দাম কত ?

    @আরমান: ১ বছরের লাইসেন্স (১টা কম্পিউটারের জন্য) ১০৯৯ টাকা, মার্কেটে দোকান ভেদে এর মুল্য ৮০০টাকাও হতে পারে। ৩, ৫ বা একবারে ১০টা উইন্ডোজ কম্পিউটারের জন্যও আপনি একসাথে কিনতে পারেন।

    এই সপ্তাহের পরই আপনি অনলাইনে দেশের যেকোন স্থান হতে কিনতে পারবেন, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড ছাড়াই।

      @শুভ্র: একটা সার্ভার ও তিনটা ওয়ার্কস্টেশন, কত দাম পড়বে ?

        @আরমান: প্যাকেজে উইন্ডোজ সার্ভার যোগ করলেই সেটার মিনিমাম নিতে হয় ৫টার জন্য। সেই হিসেবে একটা উইন্ডোজ সার্ভার আর তিনটা ওয়ার্কস্টেশনের জন্য পড়বে ১৬০০x৫ = ৮০০০ টাকা, ১ বছর লাইসেন্স। ২ বছরের জন্য নিলে হয়ে যাবে ১১,৫০০ টাকা। আপনাকে নিতে হবে ‘বিটডিফেন্ডার স্মল অফিস সিকিউরিটি’, সব পিসিই আপনি সেন্ট্রাল কনসোল দিয়ে ম্যানেজ করতে পারবেন

bitdefender is best

    @ম্যাকসন: সাথে থাকবেন। আমাদের পেইজেও আপনার সাজেশন দিতে ভুলবেন না

Level 0

Avira Free Antivirus is THE best…

    @Tanjamin: ফ্রি অ্যান্টিভাইরাসের সাথে কিন্তু ফায়ারওয়াল থাকে না। ফায়ারওয়ালের জন্য কি আপনি উইন্ডোজের ডিফল্ট ফায়ারওয়ালের উপর নির্ভর করবেন?

Norton 360 is the king.

    @হিরন্ময়: নরটন ৩৬০ যে লেভেলে প্রটেকশন দেয়, সেটার তুলনা আপনি পাবেন বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটির মধ্যে। বাজারে প্রচলিত যে কোন ইন্টারনেট সিকিউরিটিই তুলনামুলকভাবে টোটাল সিকিউরিটির চেয়ে কম সুবিধা দেয়।

Level 0

    @KiNG: কাস্পারেস্কির টোটাল স্কোর ১৭, বিটডিফেন্ডারের সাড়ে ষোল। ২০১২ তে এই প্রথম বোধহয় বিটডিফেন্ডারকে পিছনে ফেলল, অবশ্যই শুভকামনা তাদের।

    এভিটেস্টের নেক্সট, মানে সেপ্টেম্বর-অক্টোবর রেটিং টা খুব সম্ভবত ২০১৩ ভার্সন নিয়ে করবে, বাকিরা তাদের ২০১৩ ভার্সন যদি রিলিজ দিয়ে ফেলে এর মধ্যে। নেক্সট রেটিং দেখার জন্য আগ্রহ নিয়ে থাকব, পরিচিত সার্কেলে কাস্পারের ২০১৩ ভার্সন নিয়ে পজিটিভ রিভিউ সেরকম পাই নি এখনো।

      @শুভ্র: ক্যাস্পার ২০১৩ ভার্সনটি ব্যবহার করিনি এখনও। বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি আগে ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ ব্যবহার করতাম। আমার কাছে দুইটার মধ্যে পার্থক্য চোখে পড়েনি তেমন একটা। দুইটাই খুব ভালো 🙂

Level 0

আমি avast তে নির্ভর করছি। লাইসেন্স কি কিনেছি। ফ্রি/ক্র্যাক এন্টিভাইরাস বিশ্বাস করি না।

    @kazirhut: ক্র্যাক অ্যান্টিভাইরাসের বিপক্ষে আমরাও। কিছু টাকা বাচাতে গিয়ে যদি উইন্ডোজ ক্র্যাশ করে, সেটার পেইন আসলে অর্থ দিয়ে মাপা যায় না। লাইসেন্স কি কিনে ইউজ করার জন্য অনেক শুভকামনা

এইটা কি নিয়মিত আপডেট করা যাবে?? আমি যতদুর জানি, Bit defender নিয়মিত আপডেট করা যায়না। নতুন করে নেট থেকে আপডেট নামিয়ে ইনস্টল করতে হয়।

    @sajibmazhar: ইন্টারনেট কানেকশন থাকলে প্রতি ঘন্টাতেই আপডেট অটো নামিয়ে নেয়। আপনি যেটা শুনেছেন সেটা যাদের ইন্টারনেট কানেকশন নেই তাদের জন্য, ওই প্রসেসকে বলে অফলাইন আপডেট।

৩০ দিন পরে কি করব?

    @Imran Hossain Shojib: সিরিয়াল কী কিনে ব্যাবহার করতে পারবেন। প্রধান কম্পিউটার মার্কেটের অনেক জায়গাতেই আপনি বিটডিফেন্ডার পাবেন, আজ থেকে এখনি ডট কমে ১০ দিন ব্যাপী একটা অফার চালু হল। বিস্তারিত জানতেঃ http://www.akhoni.com/dhaka/bitdefender-486

Level 2

eset nod32 ব্যাবহার করে কোন সমস্যা হয়নি। it is best. 100%…

    @sataru: এসেটও বেশ ভাল, বাংলাদেশে বোধহয় আর পাওয়া যাচ্ছে না এটা

Apnader kono free version nei?

update size koto????????????

    @স্বপন মাহমোদ: প্রথম আপডেট ফাইলটা বড়, প্রায় ১২০/৩০ এম বি, নির্ভর করে আসলে আপনি বছরের কোন সময়টায় আপডেট করছেন। এর পরে খুব ছোট ছোট সাইজে আপডেট নামিয়ে নিবে। তবে তুলনামুলক ভাবে বিটডিফেন্ডারের ভাইরাস ডেটাবেইজ বেশ রিচ।

Level 0

AVG is the Best

ভাই একবার ৭ দিন এর জন্য microsoft security essential / windows defender ব্যবহার করে দেখেন …আপনাদের সব ধারনা পাল্টে যাবে…….আমি প্রায় ২ বছর ধরে use করছি……

    @সিহান: কোন রেটিং এই সিকিউরিটি এসেনশিয়ালের ভাল কোন পজিশন দেখি নাই বলে ইউজ করি নাই। আর উপরে আমার ক্লোজ দুইজন সিকিউরিটি এসেনশিয়াল ব্যাবহার করত, ওদের পিসির অবস্থা দেখে আমারই মায়া হয়।

    নো অফেন্স, বাট অ্যান্টিভাইরাস ব্যাবহার করা একটা প্রোঅ্যাকটিভ স্টেপ, নট রিঅ্যাকটিভ। যে কোন একটা ব্যাবহার করলাম, পিসি ক্র্যাশ করলে অন্য একটা, তারপর অন্য একটা ….. এভাবে না করে শুরু থেকেই যদি সেরাটা ব্যাবহার করা যায়, সেটাই ভাল।

    আর যে র‍্যাঙ্কিং সাইটের সুত্র উল্লেখ করেছি এখানে, সবগুলোই অ্যান্টিভাইরাসের উপর সেরা ৫ সাইটের মধ্যে পড়ে।

vai computer er admin acc er pass vule gele ar onno kono acc mane guest na thakle ta kholar kono upay ase ki?

vai computer er admin acc er pass vule gele ar onno kono acc mane guest na thakle ta kholar kono upay ase ki? janan pls.

আমিও ভাই অনেক antivirus use kore অবশেষে থিতু হয়েছি..

বিটডিফেন্ডার ও use koreci…:)

    @সিহান: আপনার প্রেফারেন্সকে অবশ্যই সম্মান জানাই।

Level 0

bitdefender নিজেই একটা virus এটা হয়তো আপনি জানেন না , virus বলেই তো bitdefender ব্যবহার করলে PC স্লো হয়ে যাই I এর মধ্যে জেই virus টা আছে এটা কোনো antivirus দিয়ে ধরা সম্ভব নয় I আমি নিজে টেস্ট করেছি I আপনি যদি online এ ৪০-৪৩ টি antivirus স্কান site ব্যবহার করেন যেমন : virustotal.com ইত্যাদি তাহলে virus টা ধরতে পারবেন

    @Md Abir: বিটডিফেন্ডার পিসি স্লো করে বলে যে অপবাদ সেটা ২০১০ পর্যন্ত ছিল, অস্বীকার করব না। সেই স্লো হত হেভী রিসোর্স হাংরী বলে, ভাইরাসের জন্য না। ২০১২ ভার্সন থেকে পুরোপুরিই লাইটওয়েট হয়ে গেছে, ইন্টেল অ্যাটমের নেটবুকেও বিটডিফেন্ডার চালিয়ে দেখা হিয়েছে।

    আপনার পয়েন্টটি বেশ গুরুত্বপুর্ন, আমি কয়দিনের মধ্যেই চেক করে দেখব কোন ভাইরাসটা বিটডিফেন্ডার ধরতে পারে না। এতদিন ধরে যদি থাকে, বিটডিফেন্ডারের সেন্ট্রাল সাপোর্ট নিশ্চয়ই জানবে কোন ভাইরাস।

Level 0

আপনি যদি আসলেই একটু বুদ্ধিমান হন তাহলে বাজার থেকে কিনে না এনে গুগলে search দিলেই তো সিরিয়াল পাবার অনেক রাস্তা পেয়ে যাবেন I তবে অবস্যই antivirus এর ক্ষেত্রে patch , crack করবেন না , কারণ এগুলো মানেই virus I

    @Md Abir: অ্যান্টিভাইরাস প্যাচ ক্র্যাক করা সবচেয়ে খারাপ। আর নেটে খুজলে সিরিয়াল পাওয়া যায় এটা যেমন সত্য, তেমনি প্রচুর ফেইক সিরিয়াল (আপডেটের সময় ধরা পরে) আছে। অল্প কিছু মানুষ ফেইক সিরিয়াল দিয়েও কাজ চালাতে পারবে, কিন্তু মাস পিপল?

আপনারা আমাদের টেকটিউনস ইউজারদের জন্য কোন অফার দিচ্ছেন না কেন? ১০৯০ এর আরও কমে.. আর স্ফুরন ল্যাব দেখলাম IDM, Rapidshare এর লাই্সেন্স বিক্রি করে। আপনারা সেগুলো তো আমাদের দিতে পারেন অফার দিয়ে..

dhinka chika dhinka chika e e e e e e e “avast internet security is the best for me

    Level 0

    @avijitsarkar: আপনার মত avast internet security তে আছি, নির্ভেজাল পিসি + ব্রাউজিং।

    @avijitsarkar: অ্যাভাস্টও ভাল

Level 0

keo ki open vpn er bishoeye amake shahajjo korte pare?………………plz………………

Level 0

onek din dorei connect passilam na.kisu din age techtune natun apdate er tune dekhe- oita bebohar kore 2 din valoi chalalam.akhon abar connect hosse na.jodi paren aktu shahajjo koren ………..plz….
[email protected]

    Level 0

    @bappy1989: I have another alternative trick! This is the link -http://www.pctips20.blogspot.com/

আমি বিটডিফেন্স নিয়ে বেশ বিপদে আছি। এটা ডাউনলোড করতে গিয়ে 2.32 মেগার একটি সফটওয়্যার ডাউনলোড করি। সেটাপ দিলে কয়েক মিনিট ডাউরলোড দেখায়। সর্ব শেষে আসে ইনস্টল, ইনস্টল বাটনে ক্লিক করলে স্ক্যানিং ডাউনলোডিং, ইনস্টলিং এসে ঘুরতে থাকে কিন্তু আর শেষ হয় না। কারন কি?

Level 0

goto koyekdin age ami escan namer ekti internet security kinlam, jani na kamon hobe? apnara keu ai escan shomporke jene thakle doya kore awaj den. plz

Level New

Ami kalke bitdefender 2013 total security er trial download korlam.amar pc re age boot time chlo 25 sec ekhon 45-50 sec hoye gache keo amai help koren pls.echra speed onek kome gache.amar 3rd gen core i5 er pc 4 gb ram.2.50 ghz.ami ki bitdefender ta uninstall kore dibo?

    Level 0

    @b.raja973: @b.raja973: You can follow these tricks – Open bitdefender > click settings > click antivirus > set on access scanning permissive. That’s all!

    @b.raja973: একটু ট্রাবলশুটিং করতে হতে পারে, ০১৭৫২-০৬০০৩০, ০১৭৫৬-৭০৯৮৮৮ নাম্বারে সরাসরি ফোন দিয়ে বলতে পারেন।

    @b.raja973: এটা বিটডিফেন্ডার বাংলাদেশের সাপোর্ট নাম্বার

ভালো মন্দের মন্তব্যে যাবো না শুধু Alexa এর ওয়ার্ল্ড র‍্যাংক টা বলছি ।

bitdefender এর অবস্থান = 5371
AVG……….. এর অবস্থান = 50 only !

eset smart security 5 ব্যবহারে অসুবিধা কোথায় ?

ESET অথবা Microsoft S E ব্যাবহার করেন । ভাল performance পাবেন । আর টাকা দিয়ে কিনলে Kaspersky কিনাই ভাল।

প্রখম কম্পিউটার কেনার পর ভাইরাস বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলাম। অনেক গুলো এন্টিভাইরাস সফটওয়্যার এর ট্রায়াল সংস্করন ডাউনলোড করে ব্যবহার করি। যেমন, Avast,Avg,Bit Defender,Kaspersky,Norton,Avira,Panda,eset nod32,Mcafee,E-scan এবং সর্বশেষ Microsoft Security Essential. সবগুলো এন্টিভাইরাস ব্যবহার করার পর যা বুঝলাম যে এন্টিভাইরাস ই ব্যবহার করি না কেন পিসি পারফরমেন্স স্লো হবেই। তবে Norton,Avira,Avast,eset,Bit Defender এবং Microsoft Security Essential ব্যবহার করে দেখলাম অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যার এর তুলনায় এগুলো মোটামুটি কম স্লো করে। ভাইরাস ডিটেকশন এর দিক থেকে সবগুলোই ভাল বলব তবে Panda,eset nod32,E-scan এগুলোর পারফরমেন্স একটু খারাপ লেগেছে। ফ্রি এন্টিভাইরাস এর দিক থেকে Norton,Avira,Avast এবং Microsoft Security Essential খুব ভাল। আমি ক্যাসপারস্কি ২০১২ ইন্টারনেট সিকিউরিটি কিনে ব্যবহার করি কিন্তু পিসি এত বেশি স্লো করে যে ৩ মাস ব্যবহার করার পর আর ব্যবহার করা বন্ধ করে দিই।তবে এর ভাইরাস ডিটেকশন খুব ভাল। সব শেষে এটাই বলব কম্পিউটার ভাইরাস মুক্ত ব্যবহারের জন্য সবসময় এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। সেটা যে এন্টিভাইরাসই হোক না কেন। তবে ভাইরাস নিয়ে নিজে বেশি মাথা না ঘামানোই ভাল। এই বিষয়টা এন্টিভাইরাসের উপরই ছেড়ে দেওয়া ভাল। যেকোন পেন ড্রাইভ বা মেমোরি কার্ড প্রবেশ করালে আগে সেটা ভাইরাস স্কেন করে নিন এবং এন্টিভারাস সফটওয়্যারটি সবসময় আপডেট করে রাখুন। প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে একদিন আপডেট করুন। আমি ক্যাসপারস্কি ব্যবহার বন্ধ করার পর থেকে প্রায় ৬ মাস ধরে Microsoft Security Essential ব্যবহার করছি। পিসি স্লো করেনা বললেই চলে এবং বেশ ভালই ভাইরাস ধরতে পারে। ক্যাসপারস্কির ২০১৩ সংস্করন বের হওয়ার পর সেটা ইন্সটল করে ফুল আপডেট করে ফুল স্ক্যান করি কোন ভাইরাস ধরা পড়েনি।প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করছি,বন্ধুদের পেন ড্রাইভ ব্যবহার করছি নিশ্চিন্তে। Bit Defender খুব ভাল এন্টিভাইরাস। এর ভাইরাস ডিটেকশন ক্ষমতা খুব ভাল। পিসি কম স্লো করে। কেউ যদি কিনে ব্যবহার করতে চান করতে পারেন। আমি ব্যবহার করে দেখেছি ভালই লেগেছে। তবে আর এন্টিভাইরাস কিনে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।

ভাই এটা ডাউনলোড করে সেটাপ করছি ২ দিন পর ট্রায়াল শেষ। ৩০ দিন হবার কথা

vai BYQP505 eta jeno ki?? 😛 😛