ওয়েব ডিজাইন শিখুন রিয়েল এক্সপার্টদের কাছ থেকে! | ডেভসটিম ইনস্টিটিউট আয়োজন করছে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

ওয়েব দুনিয়ায় কত শত ওয়েবসাইট, নানান রকম ডিজাইন, আপনি যদি সৃজনশীল হয়ে থাকেন তবে এরকম ওয়েবসাইট আপনিও তৈরি করতে পারেন। গ্রাহকদের ওয়েবসাইট তৈরি করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকেও প্রচুর আয় রোজগারের সুযোগ রয়েছে। তবে ওয়েব ডিজাইনে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল ওয়েব ডিজাইনারের কাছ থেকে শিখতে হবে যাঁরা আপনাকে আন্তর্জাতিক মানের দক্ষতা নিশ্চিত করতে পারেন।

ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র এবং উপার্জন

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। বাংলাদেশী যত ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেন তাঁদের প্রোফাইল ভিজিট করলেই আপনি দেখবেন কি পরিমাণ অর্থ তাঁরা আয় করছেন।

সাধারণত ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনাররা প্রতি ঘন্টা ১০ থেকে ৩০ ডলার রেটে কাজ করতে পারেন। আপনি যদি ওয়েব ডিজাইন পারেন তাহলে এটি নিশ্চিত রুপে বলা যায় যে আপনি মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত অনায়াসে আয় করতে পারবেন । শর্ত হচ্ছে, আপনার সাইট তৈরির দক্ষতা হতে হবে আন্তর্জাতিক মানের। আর দক্ষতা অর্জনে আপনার যত সাহায্য দরকার তা করার জন্য আমরা তো আছিই!

ওয়েব ডিজাইনের এ প্রশিক্ষণটি সমাপ্ত করার পর যেকোন ওয়েবসাইট তৈরির কাজ তো করতে পারবেনই, পাশাপাশি ওয়েবসাইটের পিএসডি তৈরি, পিএসডি থেকে এইচটিএমএল কনভার্সন, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি সংক্রান্ত কাজও করতে পারবেন।

কি কি শেখানো হবে?

একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে আপনাকে একটি ডিজাইনিং সফটওয়্যার শিখতে হবে। এক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে যেকোন ওয়েবসাইটের মূল ডিজাইন (পিএসডি) কিভাবে বানাতে হয় তা হাতে কলমে শেখাবো। এরপর একটি ডিজাইনকে ব্রাউজারের ভাষায় রুপান্তর করার জন্য এসইচটিএমএল এবং সিএসএস শেখানো হবে। বিভিন্ন ইফেক্ট এবং ডিজাইনকে আরও নান্দনিকভাবে উপস্থাপনের জন্য শেখানো হবে জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়েরি।

আমাদের কম্পিউটার ল্যাব এবং সুবিধা

আমাদের কম্পিউটার ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, এখান থেকেই একজন শিক্ষার্থী প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর লেকচারের পাশাপাশি বড় প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয় প্রতিটি ক্লাসে। আর ক্লাশ শেষে প্রতিদিন বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী তার বিষয়গুলোকো আরও ভালোভাবে আয়ত্ব করতে পারেন। ক্লাশ শেষে ওডেস্ক সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দেয়া হবে।

প্রফেশনাল ওয়েব ডিজাইন শিখুন সেরাদের কাছ থেকেই!

প্রফেশন হিসেবে ওয়েব ডিজাইনকে নিতে অবশ্যই কোনো ভালোমানের ডিজাইনার বা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের অন্যতম পথিকৃত প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউট হতে পারে আপনার প্রথম পছন্দ! আমরা আপনাকে সুপার দক্ষ ওয়েব ডিজাইনার হিসাবে তৈরি করার লক্ষ্যে ৩ মাসব্যাপি ‘প্রফেশনাল ওয়েব ডিজাইন’ প্রশিক্ষণটির আয়োজন করেছি।

যারা শেখাবেন

  • ১. আবু হুরাইরা ফয়সাল, প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • ২. ইউনুস হোসেন, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার

ভর্তি এবং প্রশিক্ষণ ফি

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন। প্রতি বুধ এবং বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৫ টা। দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১৫,০০০ টাকা। এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।

ডেভসটিম সোশ্যাল নেটওয়ার্ক

আমাদের অফিসের ঠিকানা:

ডেভসটিম লিমিটেড

স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার

৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫

ফোনঃ ০১৯১১-৪৬৪৭১০, ০১৮১২-১৫৪৪৫৯

নিবন্ধনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০১২

তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।
আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি। :-)

ডেভসটিম ইনস্টিটিউট আয়োজিত আরও কিছু প্রশিক্ষণ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

অনেক ভাল আয়োজন।

ভাই আমার বাসা ঠাকুরগাঁওয়ে ।আমি কিভাবে কোর্স টি নিতে পারি ।

Level 2

ভাল, তবে মাসে ৫০হাজার – ২ লক্ষ্য টাকার লোভ শুরুতেই না দেখালেই কি নয়? যে যেমন কাজ শিখবে সে তেমন টাকাই পাবে।

Level 0

MLM+PTC+COURSE ভাল আমরা বাশ খাওার জন্য প্রস্তুত

Level 0

টাকা অনেক বেশি হয়া যায়।

তাহের ভাইয়া সিখাবে না?

Level New

vai akon bujtace student ra ken molom company te jog dei….15.000tk ki moger mulluk naki . apnader kase hoito kesu na but amader kase onk kesu….. 🙁

    Level 0

    @SUMONSOPNO: Right

    @SUMONSOPNO: ভাই উপনিবেশবাদ সম্পর্কে একটা প্রশ্ন পরেছিলাম যে নব্যউপনিবেশবাদ কি? ২য় বিশ্ব যুদ্দের পর অনেক দেশ উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করলেউ পুরোপুরি মুক্তি লাভ করতে পারে নি। সাহায্যর নামে ধনী দেশ গরীব দেশের উপর পরক্ষ শাসন চালায়। এটাই নব্যউপনিবেশবাদ। MLM গেছে PTC গেছে Dole গেছে UPT গেছে মানে (উপনিবেশিক শাসন গেছে) এখন শুরু হয়ছে নব্যউপনিবেশবাদ। এই দিমু সেই দিমু শেষে, তোমারে গোড়ার আন্ডা দিমু।

    vai apnare ki keu hate paye dhorce jaoar jonno?zara jaoar tara thiki jabe.apni jekhane achen sekhanei thaken,apnake kosto kore molom companyte jaite hobe na.

html, css, java, jquery শিখাবেন? php কই গেল?

Level 0

Onek sundor koira kotha gula sagaiya lekshen…… but takar poriman ta besi……………. Amra jara notun ai pothe aste chai ,tader interest thakleo ability thake na…………….. tai takar poriman aktu kom korle valo hoi……….. Love this country and country peoples

ভাই আমরা টেকটিউন এ আসি কিছু শিখার জন্য, কোন বিষয়ে দক্ষ না তাই কাউকে কিছু শিখাতে পারি না। কিন্তু অনেক দিন যাবৎ শিখে যাচ্ছি। আমার একটা ধারণা ছিল এবং আমি সবার মাঝে মানে আমার বন্ধুদের মাঝে বলতাম। টেকটিউন এ যারা আসে এবং আছে সবাই নিঃসার্থ ভাবে উদার মনে সবার মাঝে নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু আপনার যে অফার ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা মাসিক আয়! আমি চোখে রঙ্গিন আলো দেখছি। আলো টা হঠাৎ করে নিভে গেল টাকা লাগবে ১৫ হাজার। মরার উপর খরার ঘা। ভাই আপনারা তো এক্সপারট অনেক ইনকাম করেন। ভাই একটু মহৎ হবেন? ১৫ হাজারের ১ টা কি কেটে দেয়া যায়? আমাদের মত বেকার খানরা কিছু করার সুযোগ পেত।

বিঃ দ্রঃ ভাই কমেন্টসে শুধু আমার নিজের মতামত প্রকাশ করে ছি,(This is not oiling)

Level 0

আপনাদের কি চট্টগ্রাম এ কোন কোর্স কন্ডাক্ট করার প্লান আছে?

Level New

আমরা 2.5-5 লাখ টাকা ঘোষ দিয়ে প্রতি মাসে মা্ত্র 10 হাজার টাকা বেতনের চাকরি নেওয়ার ক্ষেত্রে কোন প্রশ্ন করি না কিন্তু মাত্র 1500 হাজার টাকা খরচ করে প্রফেশনাল মানের প্রশিক্ষন নেওয়ার ক্ষেত্রে যত প্রশ্ন।
আমরা devsteam কে অন্যসব MLM, Dolencer, PTC এর সাথে মিলিয়ে ফেলছি। যারা ডেভটিম এ প্রশিক্ষন দেয় তাদেরকে একটু দেখে আসুন http://devsteam.com/about.html . devsteam গঠন হওয়ার পূর্বে তাদের নিস্বার্থ সহযোগীতায় অসংখ্য তরুণ অনলান ক্যারিয়ারে সফলতা লাভ করেছে।
অনলাইনে ভালো কিছু শিখতে চাইলে কোর্স করার প্রয়োজন নেই। Google আছে না? কিন্ত আপনি যদি দ্রূত প্রফেশনাল মানের কাজ শিখতে চান… তাহলেত কিছু টাকা খরচ করতেই হবে।.কারন যারা অনলাইনে প্রতি ঘন্টায় $6- $20 এর বিনিময়ে কাজ করে তারা প্রতিদিন ফ্রি টাইম পারবে না, এটাই স্বাভাবিক।

Level New

Sorry….15 হাজার(X1500 হাজার টাকা X) টাকা হবে।

Level 0

কোর্সের দামটা একটু বেশী হয়ে গেল না ? আমি html,css একটা প্রতিস্টানে শিখেছি, এখন বাসায় বসে নেট থেকে psd to html,javascript শিখতেছি ! Sorry কোর্সে জয়েন করতে পারলাম না