এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
ওয়েব দুনিয়ায় কত শত ওয়েবসাইট, নানান রকম ডিজাইন, আপনি যদি সৃজনশীল হয়ে থাকেন তবে এরকম ওয়েবসাইট আপনিও তৈরি করতে পারেন। গ্রাহকদের ওয়েবসাইট তৈরি করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকেও প্রচুর আয় রোজগারের সুযোগ রয়েছে। তবে ওয়েব ডিজাইনে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল ওয়েব ডিজাইনারের কাছ থেকে শিখতে হবে যাঁরা আপনাকে আন্তর্জাতিক মানের দক্ষতা নিশ্চিত করতে পারেন।
একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। বাংলাদেশী যত ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেন তাঁদের প্রোফাইল ভিজিট করলেই আপনি দেখবেন কি পরিমাণ অর্থ তাঁরা আয় করছেন।
সাধারণত ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনাররা প্রতি ঘন্টা ১০ থেকে ৩০ ডলার রেটে কাজ করতে পারেন। আপনি যদি ওয়েব ডিজাইন পারেন তাহলে এটি নিশ্চিত রুপে বলা যায় যে আপনি মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত অনায়াসে আয় করতে পারবেন । শর্ত হচ্ছে, আপনার সাইট তৈরির দক্ষতা হতে হবে আন্তর্জাতিক মানের। আর দক্ষতা অর্জনে আপনার যত সাহায্য দরকার তা করার জন্য আমরা তো আছিই!
ওয়েব ডিজাইনের এ প্রশিক্ষণটি সমাপ্ত করার পর যেকোন ওয়েবসাইট তৈরির কাজ তো করতে পারবেনই, পাশাপাশি ওয়েবসাইটের পিএসডি তৈরি, পিএসডি থেকে এইচটিএমএল কনভার্সন, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি সংক্রান্ত কাজও করতে পারবেন।
একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে আপনাকে একটি ডিজাইনিং সফটওয়্যার শিখতে হবে। এক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে যেকোন ওয়েবসাইটের মূল ডিজাইন (পিএসডি) কিভাবে বানাতে হয় তা হাতে কলমে শেখাবো। এরপর একটি ডিজাইনকে ব্রাউজারের ভাষায় রুপান্তর করার জন্য এসইচটিএমএল এবং সিএসএস শেখানো হবে। বিভিন্ন ইফেক্ট এবং ডিজাইনকে আরও নান্দনিকভাবে উপস্থাপনের জন্য শেখানো হবে জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়েরি।
আমাদের কম্পিউটার ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, এখান থেকেই একজন শিক্ষার্থী প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর লেকচারের পাশাপাশি বড় প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয় প্রতিটি ক্লাসে। আর ক্লাশ শেষে প্রতিদিন বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী তার বিষয়গুলোকো আরও ভালোভাবে আয়ত্ব করতে পারেন। ক্লাশ শেষে ওডেস্ক সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দেয়া হবে।
প্রফেশন হিসেবে ওয়েব ডিজাইনকে নিতে অবশ্যই কোনো ভালোমানের ডিজাইনার বা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের অন্যতম পথিকৃত প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউট হতে পারে আপনার প্রথম পছন্দ! আমরা আপনাকে সুপার দক্ষ ওয়েব ডিজাইনার হিসাবে তৈরি করার লক্ষ্যে ৩ মাসব্যাপি ‘প্রফেশনাল ওয়েব ডিজাইন’ প্রশিক্ষণটির আয়োজন করেছি।
আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন। প্রতি বুধ এবং বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৫ টা। দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১৫,০০০ টাকা। এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।
স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার
৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫
ফোনঃ ০১৯১১-৪৬৪৭১০, ০১৮১২-১৫৪৪৫৯
তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।
আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'DevsTeam Limited'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভাল আয়োজন।