বাইস্কোপ Live টিভিঃ ফ্রিতে এন টিভি Channel

বাইস্কোপ Live টিভিঃ ফ্রিতে এন টিভি Channel

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো! আর্টিকেলটি তাদের জন্য যারা অনলাইনে টিভি দেখতে পছন্দ করেন। কিংবা লাইভ টিভি নিয়ে অনলাইনে কাজ করতে চান তাদের জন্য আর্টিকেলটি।

বর্তমান সময় অনলাইনে ফ্রিতে টিভি দেখা প্রায় অসম্ভব। কারণ বেশিরভাগ প্ল্যাটফর্ম ফ্রিতে লাইভ টিভি দেখার সুযোগ দেয় না। তবুও বাংলাদেশি বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। যে গুলির মাধ্যমে ফ্রিতে লাইভ টিভি দেখার সুযোগ থাকে।

বাইস্কোপ বাংলাদেশী প্ল্যাটফর্ম যার মাধ্যমে ফ্রিতে লাইভ টিভি দেখার সুযোগ রয়েছে

বাইস্কোপ প্ল্যাটফর্মঃ বাইস্কোপ খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম যেটা গ্রামীণফোন কোম্পানি থেকে চালু করা হয়েছে। গ্রামীণফোন কোম্পানির বিভিন্ন ছোট ছোট প্ল্যাটফর্ম রয়েছে তার ভেতর বাইস্কোপ অন্যতম।

বাইস্কোপ ভিডিও শেয়ারিং প্লাটফর্মঃ বাইস্কোপে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হয়। ভিডিও কনটেন্ট প্রিমিয়াম এবং ফ্রি উভয়ে প্রকাশ করা হয়ে থাকে বায়োস্কপে।

বাইস্কোপে ফ্রি লাইভ টিভিঃ শুরুতেই বলেছিলাম অনলাইনে ফ্রিতে লাইভ টিভি দেখা অত সহজে যায় না। লাইভ টিভি অনলাইনে দেখার জন্য সাবস্ক্রিপশন কিনতে হয় যেটা অনেক সময় (যেটা মোটা অংকের টাকা), , , যেটা আমাদের কাছে সম্ভব হয় না।

  • কিছু লোক হয়তো কিনতে পারে তাদের সামর্থ্য আছে তবে বেশিরভাগ লোক অনলাইনে ফ্রিতে লাইভ টিভি দেখতে পছন্দ করে। বাইস্কোপ এমন প্ল্যাটফর্ম যেখানে ভিডিও শেয়ারিং বা ভিডিও কনটেন্ট এর পাশাপাশি লাইভ টিভি ফ্রিতে দেখার সুযোগ দেওয়া হয়।

লাইভ টিভি বাইস্কোপে যেভাবে ফ্রিতে আপনি দেখতে পারবেন

  1. https://www.bioscopelive.com/ এখানে সরাসরি বায়োস্কোপ প্ল্যাটফর্মের লিংক রয়েছে। লিংকে ক্লিক করবেন তাহলে বাইস্কোপ প্লাটফর্মে প্রবেশ করতে সক্ষম হবেন।
  2. তারপর লাইভ টিভি একটি ক্যাটাগরি বা সেকশন রয়েছে সেখানে সকল চ্যানেল সাজানো রয়েছে। আপনি নেট কানেকশন অন করে নির্দিষ্ট চ্যানেল সিলেক্ট করে ফ্রিতে যেকোনো চ্যানেল দেখতে পারবে।

আর্টিকেলের মূল উদ্দেশ্য? (বাইস্কোপ Live টিভিঃ ফ্রিতে এন টিভি Channel)

  • এন টিভি আমরা অনেকে পছন্দ করি। যেখানে বিনোদনমূলক কনটেন্ট সহ নিউজ পোর্টাল তথ্য প্রকাশ করা হয়। যাই হোক এই চ্যানেলটি আজকে আমরা, আমাদের নিজের ওয়েবসাইটে বসাবো।
  • তার মানে N টিভি চ্যানেল বাইস্কোপ থেকে আমরা, সরাসরি নিজের ফ্রি একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে রাখবো। যখন ইচ্ছা হবে তখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি এটিএন টিভি দেখতে পারবো।

ফ্রিতে ওয়েবসাইট তৈরিঃ ব্লগার ডট কম এখনকার সময়ে সকলের চেনার কথা। এই প্ল্যাটফর্মটি গুগলের যেখানে ফ্রিতে নিজের ওয়েবসাইট তৈরি করার সুযোগ রয়েছে।

  • আমি আশাকরি এই ব্লগটি যে পড়ছেন সে অবশ্যই একটি ওয়েবসাইট চালান। আর ব্লগার ওয়েবসাইটে নিজের ফ্রি ওয়েবসাইট নেই এমন হয়তো আপনি না।

অর্থাৎ আপনি ব্লগার একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন কিংবা আপনার রয়েছে। এবার আমরা এই ব্লগার ওয়েবসাইটে সরাসরি বাইস্কোপ প্লাটফর্ম এর লাইভ টিভি (এন টিভি) বসাবো। এই বসানোটা হয়ে গেলে আমাদের আর্টিকেল এর মূল উদ্দেশ্য সম্পূর্ণ হবে।

বাইস্কোপের যেভাবে ফ্রিতে ব্লগার প্লাটফর্ম থেকে N লাইভ টিভি দেখা যাবে!

Demo: https://tv-road.blogspot.com/2023/08/ntv-live-bioscope-entertainment-channel.html

  • ডেমো দেখে নিন যাতে করে ধারণা আসে আপনি কিভাবে ব্লগার ওয়েবসাইটে বায়স্কোপের লাইভ টিভি (এন লাইভ টিভি) দেখতে কিংবা অন্যকে দেখাতে পারবেন।

মূল Article এর সংক্ষিপ্ত বর্ণনা

আমি একটি iframe কোড দিব! যেটা সঙ্গে নির্দিষ্ট বায়স্কোপ প্ল্যাটফর্মের এটিএম লাইভ টিভি লিংক সংযুক্ত করে, সহজেই ব্লগার ওয়েবসাইটে এন লাইভ টিভি দেখা যাবে।

এক নাম্বার কাজঃ iframe এর কোড সংগ্রহ এবং সঠিক প্রয়োগ।

দুই নাম্বার কাজঃ বাইস্কোপ ওয়েব সাইটের N লাইভ টিভি এর লিংক সংগ্রহ।

ফলাফলঃ দুটি সঠিকভাবে একসাথে করে এইচটিএমএল মুডে নিজের ব্লগার ওয়েবসাইটে পেজে অথবা টিউনের ভিতর রাখা। পাবলিশ করার উপযোগী হলে সরাসরি পাবলিশ করে দিলে ফলাফল, হিসেবে N লাইভ টিভি দেখতে পারবেন আশাকরি!

মূল Article এর বিস্তারিত বর্ণনা

iframe এর সম্পূর্ণ কোডঃ <iframe scrolling="yes" allowfullscreen="allowfullscreen" src="link" width="90%" height="400″ title="শিরোনাম দিন ></iframe> (সংরক্ষণ করে রাখুন)

height উচ্চতাঃ উপরোক্ত কোডের ভিতর হাইট মানে উচ্চতা যেটা আমরা সবাই জানি। তবে এটি নির্দিষ্ট লাইভ টিভির উচ্চতাকে বোঝানো হবে। এখানে সঠিক হাইট যেটা উপযোগী সেটা ব্যবহার করতে হয়।

Student Representative Council প্রতিনিধিঃ সোর্স কোড এটি হচ্ছে আসল জিনিস যেটা অনেকটা প্রতিনিধির মত। এই জায়গায় এন লাইভ টিভি এর লিংক বসাতে হবে। বাইস্কোপের, এই লিংকের মাধ্যমে N টিভি দেখা সম্ভব হবে ব্লগারে।

width প্রস্থঃ এটিও এমন কোড যার মাধ্যমে দৈর্ঘ্যের মতো প্রস্থ ঠিক রাখে। প্রস্তু ঠিক রাখার জন্য অবশ্যই সঠিক প্রয়োগ আবশ্যিক।

inline frame গঠনঃ এটি একটি ট্যাগ কোডের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে কোড দিয়েছি (মূল) তার ভিতর কোন অংশ বাদ রেখে দিলে সঠিক ভাবে NTV লাইভ টিভি দেখা সম্ভব হবে না।

এন লাইভ টিভি বায়োস্কোপের অরিজিনাল লিংকঃ https://www.bioscopelive.com/channel/ntv?contentUuid=c464fb45-f8bf-49a5-be22-85699806536e&isTvod=false&bongoId=kQjoXVhCzYI

ব্লগারের এন টিভি লাইভ টিভি যেভাবে এড করবেন স্ক্রিনশট সহ!

প্রথম স্টেপঃ কোড সংরক্ষণ করা!

<iframe scrolling="yes" allowfullscreen="allowfullscreen" src="link" width="90%" height="400″ title="শিরোনাম দিন"></iframe>

দ্বিতীয় স্টেপঃ লিংক এর সঙ্গে সংযুক্ত করা!

https://www.bioscopelive.com/channel/ntv?contentUuid=c464fb45-f8bf-49a5-be22-85699806536e&isTvod=false&bongoId=kQjoXVhCzYI

তৃতীয় স্টেপঃ ব্লগারের পেজ অথবা টিউন তৈরি করা!

চতুর্থ স্টেপঃ ব্লগ টিউন এর ভেতর এইচটিএমএল মোড অন করা!

পঞ্চম স্টেপঃ কোড উপযোগী স্থানে প্রয়োগ ও প্রকাশ করা!

  • টিউন প্রকাশ করার পূর্বে খেয়াল রাখতে হবে মূল কোডঃ বিভিন্ন অংশে আমি, বেশ কিছু জিনিস আপনার জন্য রেখে দিয়েছি আপনি, নিজ হাত দিয়ে সেগুলি ঠিক করে নিবেন।

যেমনঃ আমার এডিট করা কোড সমূহ এবং প্রকাশ করার পূর্ব মুহূর্তের স্ক্রিনশট দেখে নিন!

  • এখন আমি প্রকাশ করে দিব। অর্থাৎ উপরের স্ক্রিনশট এর মত আপনার কোডের প্রত্যেকটি বিষয় খেয়াল রাখবেন। আশাকরি এখন এন Tv লাইভ টিভি বায়োস্কপের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটে কিংবা আপনিও নিজে আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন।

Result: (preview post)

Level 2

আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Student!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস