নিজের বাসায় নিজের স্যাটেলাইট কেবল নেটওয়ার্ক বানাতে চান?

টিউন বিভাগ স্যাটেলাইট টিভি
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের মধ্যে অনেকেই আছি যাদের মাঝে মাঝেই বাসা পরিবর্তন করতে হয়। আবার এমনও হতে পারে ঈদে বাড়ি যাচ্ছেন কিন্তু আপনার গ্রামে কেবল নেটওয়ার্ক এখনও গড়ে ওঠেনি। আপনি ইচ্ছা করলে নিজেই হয়ে উঠতে পারেন আপনার ব্যক্তিগত কেবল নেটওয়ার্কের মালিক। অনেকের ধারণা এটি বেশ ব্যয়বহুল। এর ব্যয় সামান্য বেশি তবে আপনি নিজেই মালিক তাই ইচ্ছা মত চ্যানেল দেখতে পারবেন। এর অনেক আগেই টিটি তে স্যাটেলাইট টিভি বিভাগে তথ্যবহুল কিছু পোস্ট হয়েছে। আমি এগুলোর একটা আপডেট পোস্ট এখানে দিচ্ছি (শুধু দামের)। আপনি যদি কোন মাসিক বিল ছাড়া টিভি চ্যানেল দেখতে চান তবে, কম খরচের KU Band এর সেট(ডিস+রিসিভার+এলএনবি) কিনতে পারেন। একটি ফ্রী টু এয়ার KU band সেট কিনতে আপনার মোট খরচ পরবে কোয়ালিটি ভেদে ২১০০ টাকা থেকে ৩০০০ টাকা। ২৫০০ টাকায় মোটামোটি ভাল মানের সেট পাবেন। এতে আপনি যে চ্যানেল গুলো দেখতে পারবেন সেগুলোর মধ্যেঃ 9X, 9XM, B4U music, ETC, Zee Smile, Star UTSAB, DD Sports, Enter10 উল্লেখযোগ্য। এই চ্যানেল ছাড়াও আপনি আরও প্রায় এক দেড়শ চ্যানেল দেখতে পারবেন।

 

এবার আসি C band এ , আপনি যদি বাংলাদেশি সব চ্যানেল দেখতে চান তবে আপনার প্রয়োজন হবে একটি C Band ডিস + রিসিভার+ এলএনবি। বাংলাদেশের সকল চ্যানেল ফ্রী হওয়ায় আপনার মাসিক কোন বিল দিতে হবে না। আর KU band এ উল্লেখযোগ্য যে সব চ্যানেলের কথা বললাম সেগুলো এই সেটেও দেখতে পারবেন। এতে প্রচুর চ্যানেল দেখার সুবিধা আছে (কোন পে চ্যানেল দেখা যাবে না)  নিচে চ্যানেলের একটা লিস্ট দেওয়া হলঃ

**Satellite Angle এর হিসাব সবসময় পশ্চিম দিক কে শূন্য ডিগ্রী ধরে পূর্ব দিকে করতে হবে। যেমনঃ Thaicom5 স্যাটেলাইটের Angle 78.5 E, এর মানে হল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ৭৮.৫ ডিগ্রী কোনে গেলে Thaicom5 স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যাবে।

**.Dish Elevation হল ভুমির সমান্তরালে উপরের দিকে ডিস এন্টেনার অবস্থানের মধ্যবর্তী কোন। যেমনঃ Insat 4B স্যাটেলাইটের Elevation Angle ৬০। এর মানে Insat 4B Satellite এর সিগন্যাল পেতে হলে ডিস এন্টেনাটি ভূমি থেকে উপর দিকে ৬০ ডিগ্রী কোনে রাখতে হবে।  

রঙ্গিন লেখা গুলো সরাসরি কপি করা C band channel list এর ছবিটিও সেখান থেকেই নেওয়া। মুল পোস্ট এখানে।

C Band এর সম্পুর্ণ সেট কিনতে খরচ হবে মোট ৬২০০-৭৫০০ টাকা। তবে ৬৫০০ টাকাতেই মোটামোটি ভাল মানের একটি সেট পাবেন। (রিসিভার রিমোট কন্ট্রোল্‌ড হয়ে থাকে)

 

আর যদি খেলার চ্যানেল হিন্দি মুভি ইংলিশ মুভি চ্যানেল দেখতে চান তবে আপনার ইন্ডিয়ান ডিটিএইচ সার্ভিস গুলোর কোন একটি নিতে হবে। ডিস টিভি, টাটা স্কাই, সান ডিরেক্ট, এয়ারটেল ডিজিটাল টিভি ইত্যাদি ঢাকায় কিনতে ৪০০০-৫৫০০ টাকা লাগবে। তবে বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাও,যশর এবং সীমান্ত যোগাযোগ আছে এই সব যায়গায় ২৮০০-৩৫০০ টাকায় পেয়ে যাবেন। মাসিক বিল ঢাকার বিক্রেতারা মাসিক ৬০০ টাকায় ৩ টি খেলার চ্যানেল অথবা ৮০০-১০০০ টকায় ৬ টি খেলার চ্যানেল প্যাকেজ দিয়ে থাকে। আমার একজন বন্ধু বগুড়া থেকে কিনে ব্যবহার করছে তার মাসিক বিল ৫০০ টাকা ৬ টি খেলার চ্যানেল সহ মোট ১৮৪ চ্যানেলের সুবিধা সহ। কেনার আগে অবশ্যই মুল্য যাচাই করে কিনবেন। স্টেডিয়াম মার্কেটে এই যন্ত্রপাতি কিনতে পারবেন। চ্যানেল প্যাকেজ জানতে এই লিঙ্ক গুলো দেখতে পারেনঃ

*http://www.tatasky.com

*http://www.dishtv.in

*http://www.sundirect.in

*http://www.bigtv.co.in

*http://www.airtel.in/digitaltv

*www.videocond2h.com

*www.sundirect.in

সবাইকে শুভেচ্ছা জানাই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

 

 

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রহস্যময় অভিযাত্রী ভাই, লোভ লাগতাছে ,কি করি ,ধন্যবাদ টিউনের জন্য ।

খুব সুন্দর একটা টুন । পড়ে ভাল লাগল ।

amar o lov lagtece 😀

আপনি বরাবরের মতই যত্নশীল। অনেক ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।

ভাল টিউন ধন্যবাদ।

ভাই আমি গ্রামে থাকি কিন্তু কথাই বলে শখের তুলা ৮০ টাকা সেই সখের বশে C Band ডিশ কিনেছিলাম আমি এখন সুধু বাংলাদেশি চ্যানেল দেখতে পারি । আমি চাই KU Band এর ফ্রী চ্যানেল গুলু দেখতে । এখন আমি কি C Band এর ডিশ দারা KU Band এর চ্যানেল দেখতে পারব ? দেখতে চাইলে আমাকে কিকি জিনিস কিনতে হবে দয়া করে জানালে উপকৃত হব।

    C band এ আসলে KU band এর চ্যানেল দেখতে পারবেন না। কিন্তু আমি যেসব চ্যানেলের নাম উল্লেখযোগ্য এর তালিকায় দিয়েছিলাম সেগুলো C band এও সম্প্রচার করা হয়। C band চ্যানেলের লিস্ট থেকে প্রয়োজনীয় ডাউনলিঙ্ক ও ডিস ঘুরিয়ে নিলেই Star utsav, 9XM…… এই চ্যানেল গুলো দেখতে পারবেন। অন্য কোন ডিভাইসের প্রয়োজন নেই। ধন্যবাদ।

    Level 0

    আসলে C Band এর ডিশ এ শুধুমাত্র C Band এর স্যাটেলাইট চলবে তা কিন্তু সঠিক নয়, আপনি চাইলে KU Band এর চ্যানেলও দেখতে পারবেন আর সেজন্য আপনি KU Band এর LNB C Band স্যাটেলাইট এর পাশে বিশেষভাবে সেট করলে KU Band এর সিগন্যাল পাওয়া যায়।সকলে যদি চান এটা নিয়ে আমি আগামীতে ধারাবাহিক টিউন করব।
    ধন্যবাদ

      হ্যা আপনার কথা ঠিক কিন্তু LNB চেঞ্জ করতে হচ্ছে।

      ভাই জলদি করেন আপনার অপেক্ষায় রইলাম কিভাবে কি করতে হবে সব ভেঙ্গে বলবেন যদি পারেন মোবাইল ছবি তুলে পোস্ট এ দিবেন আশা করি আপনার পোস্ট পেলে অনেক উপকৃত হব

ভাই আপনি যে চ্যানেল এর লিস্ট দিয়েছেন বর্তমানে অনেক চ্যানেল স্যাটেলাইট পরিবর্তন হয়েছে, এবং অনেক চ্যানেল পে তে চলে গিয়েছে, http://www.lyngsat.com চেক করেন বুঝতে পারবেন ধন্যবাদ

    এস এম আসাদ ভাই আপনার কথা ঠিক এটি আমিও জানি। আমি যে লিস্টটি দিয়েছি তা মুলত ২০০৯ সালের। আসলে উদাহরণ হিসেবে এটি দিয়েছি। তবে আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুনেছিলাম টাটা স্কাই বাংলাদেশে তাদের সার্ভিস নিয়ে আস্ছে । কথাটি সত কিনা আপনি কি জানেন ?

    এটা গুজব বলেই আমার ধারণা। এখন পর্যন্ত টাটা স্কাই এর পক্ষ থেকে এমন কোন ঘোষণা আসেনি। তবে তাদের সার্ভিস ত ব্যবহার করা যাচ্ছেই। ধন্যবাদ।

দারুন ভাই ……….চমত্কার টিউন

যশোরে নাকি খুব কমে ডিস টিভি, টাটা স্কাই, সান ডিরেক্ট, এয়ারটেল ডিজিটাল টিভি এগুলা পাওয়া যাই… একজন আমারে ২৫০০ টাকায় দিতে চাইছিল… যশোরে এগুলা রি- চার্জ করার কার্ড ও পাওয়া যাই কম দামে … 🙁 … তখন নিলে ভাল করতাম…

    ঠিক বলেছেন। কিন্তু শুধু শুনেই কাউকে টাকা দিতে যাবেননা। তাই দোকান থেকে কেনাই বুদ্ধিমানের কাজ কয়েকটা টাকা বেশি লাগবে এই আর কি। 🙂

Level 0

Peace TV bangla দেখা যাবে……আমাকে জানান প্লিজ। এইটা হলে আমি নিয়ে নেব।

    raakib ভাই আপনি চ্যানেলটি দেখতে পারবেন।
    নিচের তথ্য অনুযায়ী সেট করে নিতে হবে। ধন্যবাদ।
    Intelsat 10

    Position:
    68.5° East.

    Downlink Frequency:
    3774.25 MHz

    Symbol Rate:
    3.33 Msps

    Transponder:
    G2C/G2C (H/H)

    FEC:
    QPSK, FEC 3/4

    Polarization:
    Horizontal

    Reach: Asia, Middle East, Australia & Africa

Level 0

ভাই আমার মোট TV ১০ টা ৷ ১টা চ্যানেল স্যাটেলাইট দিয়ে কি 10টা TV চালু করতে পারব ৷ ধন্যবাদ

জি আপনি ১০টা টিভিতেই দেখতে পারবেন কিন্তু রিসিভারে চ্যানেল চেঞ্জ করলে ১০ টি টিভির চ্যানেলই চেঞ্জ হবে। মানে একই সময়ে একের অধিক চ্যানেল আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন না ক।

    ভাই, এলাকার ক্যাবল টিভি অপারেটররাও তো টাটাস্কাই কোম্পানির সার্ভিস ব্যবহার করে, তাহলে ওরা এত মানুষের টিভিতে কিভাবে সাপ্লাই দেয়? তাও আবার সবাই ইচ্ছামত চ্যানেল বদল করতে পারে… জানাবেন 🙂

আমি কি শুধু মাত্র দুইটা টিভিতে লাগিয়ে ইচ্ছা মত আলাদা আলাদা দেখতে পারব না?

      ভাই, আমাদের এলাকার ক্যাবল টিভি অপারেটররাও তো টাটাস্কাই কোম্পানির সার্ভিস ব্যবহার করে, তাহলে ওরা এত মানুষের টিভিতে কিভাবে সাপ্লাই দেয়? তাও আবার সবাই ইচ্ছামত চ্যানেল বদল করতে পারে… জানাবেন 🙂

Level 0

সপন মাহমোদ বলেছেনঃ
15 August, 2011 at 4:08 pm

ভাই আমি গ্রামে থাকি কিন্তু কথাই বলে শখের তুলা ৮০ টাকা সেই সখের বশে C Band ডিশ কিনেছিলাম আমি এখন সুধু বাংলাদেশি চ্যানেল দেখতে পারি । আমি চাই KU Band এর ফ্রী চ্যানেল গুলু দেখতে । এখন আমি কি C Band এর ডিশ দারা KU Band এর চ্যানেল দেখতে পারব ? দেখতে চাইলে আমাকে কিকি জিনিস কিনতে হবে দয়া করে জানালে উপকৃত হব।
আসলে C Band এর ডিশ এ শুধুমাত্র C Band এর স্যাটেলাইট চলবে তা কিন্তু সঠিক নয়, আপনি চাইলে KU Band এর চ্যানেলও দেখতে পারবেন আর সেজন্য আপনাকে KU Band এর LNB C Band স্যাটেলাইট এর পাশে বিশেষভাবে সেট করলে KU Band এর সিগন্যাল পাওয়া যায়।সকলে যদি চান এটা নিয়ে আমি আগামীতে ধারাবাহিক টিউন করব।
ধন্যবাদ

Level 0

আলাদা আলাদা টিভিতে আলাদা আলাদা চ্যানেল দেথা যাবে কি?

    না দেখা যাবে না।

      মনেহয় একটু ভুল বললেন। আমার যতদূর মনে পড়ছে, একাধিক টিভির জন্য মাল্টি রিসিভার টাইপের কি যেন আছে। Please check it out.

Level 2

এটা কি বাংলাদেশ এর যে কোন জায়গায় ব্যবহার করা যাবে? আমার বাসা পাবনা জেলায়। c band ডিশ কেনার ইচ্ছা জাগসে। যদি বিল না লাগে তাহলে ত চরম অবস্থা। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Level 0

khub valo laglo-ami use kori 2 tai…..tobe cable broadcast softwear free kew link ba gift korle valo lagto…tt te amon kew ki nei…..je help korbe……sobai sudhu ad dei softwear er kintu serial deina…..comment er ans kore na..

Level 0

rentv ki kore dekhte parbo janabe? ami INDIA te thaki

অনেক ভালো একটি পোস্ট। অনেক কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাইয়া আমি (ডিস টিভি, টাটা স্কাই, সান ডিরেক্ট, এয়ারটেল ডিজিটাল টিভি ইত্যাদি) এগুলর থেকে একটা নিতে চাচ্ছি। আগুলো তে কি ফ্রি চ্যনেল আছে? এবং কি কি? একটু জানালে উপক্রিত হইতাম। আপনাকে ধন্যবাদ।

    samim khanঃ এগুলো মুলত KU band এর ডিভাইস শুধু বিশেষ অপারেটরের সংযোগে চালিত। তাই এগুলোর প্রায় সবগুলোতেই FTA(Free to Air) চ্যানেল গুলো ফ্রী দেখা যায়। তবে মাসিক সাবস্ক্রিপশন না নিলে অন্যান্য চ্যানেল দেখতে পারবেন না। আর আপনি যদি একান্তই ফ্রী চ্যানেল দেখতে চান তবে KU band এর সেট কিনতে পারেন। তাতে খরচ অনেক কম সর্বমোট ২৫০০ টাকার মত লাগবে। ধন্যবাদ

দুই একটি ভালো ব্র্যান্ড'এর ডিশ, রিসিভার এবং এলএনবি'র নাম বললে উপকরিত হতাম। এগুলো কি প্যাকেজ হিসেবে একই দোকান থেকে কেনা যাবে?

Level 0

Monthly bill pay na kore ki ki channel paoa jabe ????
Janale opokrito hobo.
Shundar tune er jonno dhonnobad

    faizur আপনি স্বনামধন্য চ্যানেল গুলোর মধ্যে 9xm, 9x, star utsav, zee smile, B4U music, zoo music, etc, এসব চ্যানেল দেখতে পারবেন। এছাড়া বিদেশী অনেক চ্যানেল দেখতে পারবেন। আর যদি C band ব্যবহার করেন তবে এগুলো সহ বাংলাদেশের সব চ্যানেল দেখতে পারবেন। Peacetv bangla দেখতে পারবেন। আর এর জন্য কোন বিল দিতে হবে না শুধু ডিভাইস গুলো কেনার জন্য টাকা খরচ করতে হবে। ধন্যবাদ

অনেক ধন্যবাদ অনেক কিছু জানা হলো। আর আপনার উদারতার জন্য আরো একবার ধন্যবাদ যে নিজের সব লেখা নিজের নাম ছাড়া প্রকাশের অনুমতি দিয়েছেন।

Level 0

ভাইজান আলাদা আলাদা 10টা tv দেখার জন্য কি করতে পারি।

    @sohel: আপনাকে প্রয়োজনীয় সংখ্যক (১০ টি) রিসিভার কিনতে হবে। C band ও KU ব্যান্ডের জন্য আলাদা আলাদা LNB ব্যবহার করতে হবে। ধন্যবাদ।

Level 0

আপনাকে অনেক ধ্যনবাদ।আর আপনার মোবাইল নামভার টা পাওয়া যাবে।

Level 0

খুব ভাল লাগল। আমি অনেক আগে থেকেই স্যাটেলাইট এর পোকা। আমি অপেক্ষা করছি কখন বাংলাদেশ এ ডিটিএইচ আসবে। বাংলা চ্যানেল ও দেখা যাবে সাথে পে এবং খেলার চ্যানেল ও। শুনেছি টাটা আর বসুন্ধারা সরকারের কাছে অনুমতি চেয়েছে। শালার কেব্‌ল ওয়ালা রা বাঁধা দিচ্ছে। আমরা যে কত পিছিয়ে আছি এই লাইনে। নেপাল এ পর্যন্ত আছে, শ্রীলঙ্কা সহ সবখানে।

Level 0

ভাই আমি একটা নতুন বাড়ি করছি যেখানে পাওয়ার লাইনের কোন ব্যবস্থা নাই।তাই COLOUR TV দেখার মত বিকল্প কোন বিদ্যুতের ব্যবস্থা কিভাবে করব ? PLEASE HELP

Level 0

kivabe channel change korbo aktu (frequency, etc) bujiye dile bhalo hoto. ar pay channel gulu fee sara ki dekha jabe kono vabe? arekta question, Antena (umbrella)-er direction ki change kora lagbe jodi channel change kori?

Level 0

Bhai, ame eto pach bujhi na. Jodi ame c-band kini r line amar tv te lagai, tahole ki ame tv remote deye channel change kore kore tv dekhte parbo? Naki bar bar receiver er frequency set korte hobe?

    @Akil7: আপনি টিভি রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে পারবেন না। তবে আপনাকে বারবার চ্যানেলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা লাগবে না। আপনি আপনার রিসিভারের রিমোট দিয়ে খুব সহজেই চ্যানেল চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ।

vi ami ship a job kori.Ship a settelite tv dakha kunu way asa?
janala khubi khushi hotam.

    @abdullah sadek: ইন্টারনেটে টিভি দেখতে পারেন। স্যাটেলাইট টিভি সিস্টেম হয় পয়েন্ট টু পয়েন্ট মানে স্যাটেলাইট এর নির্দিষ্ট পয়েন্ট বরাবর ডিশ ফেস করাতে হয়। তাই ভ্রাম্যমাণ অবস্থায় স্যাটেলাইট টিভি দেখা সম্ভব নয় তবে টেরিস্টোরিয়াল চ্যানেল ধরবে যদি শক্তিশালী কাভারেজ থাকে(৩জি/ওয়াইম্যাক্স এসব ব্যবহার করে অনলাইনে দেখা সম্ভব)। ধন্যবাদ।

Vy cable operator.ra kemon korey ekti dish diye channel recieve korey aamader tv te connection dicce , r aamra channel o change korte parci….orthat bolte chaici ekta set diye 10/20/500 tv te sobai aalada aalada chanel dekce ki korey ? PLZ BUJHIYE DIN ?

    @আজাদ.অলীক.মানুষ: ব্যাপারটা এমনঃ কেবল অপারেটর ১০ টি ডিস আছে। ভারতীয় চ্যানেল গুলো সাধারণত তারা DTH সার্ভিসের মাধ্যমে দেখায়। তাহলে সিগ্ন্যাল শক্তিশালী থাকলে একই এলএনবি তে একাধিক রিসিভার ব্যবহার করে, সকল রিসিভারের আউটপুট মডুলেশনের মাধ্যমে একত্র করে ট্রান্সমিট করা যাবে। অর্থাৎ ১০ রিসিভারের ১০ চ্যানেলের ফ্রিকোয়েন্সি কে একত্রিত করে আমাদের কাছে পৌছায়। আমাদের বাড়িতে থাকা রিসিভার(টিভি) তা ডিমড্যুলেট করে ১০ টা চ্যানেল দেখায়। আশাকরি বুঝতে পেরেছেন। কেবল অপারেটরা একাধিক ডিস এন্টেনা ব্যবহার করে ত্থাকেন তবে একটা ডিস দিয়ে ১০-২০ রিসিভার কানেকশন দেওয়া যায় অর্থাৎ ১ টা ডিস দিয়েও ২০টা চ্যানেল দেখা সম্ভব। ধন্যবাদ।

      আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বোঝানোর জন্ন্য, এটা আমিও জানি কিন্তু অনেক ভাইরা জানে না,
      আর একটা কিছু জানতে চাই জেটা অনেকে জানেনা,  সংগে আমিও জানিনা,  আমাদের মদ্ধে অনেক আছে জারা কিছু free channel এর সংগে কিছু cash payment করে কিছু channel নিয়ে, সব গুলোকে,   ওরথাত আমি ২০টি setup box এর মাদ্ধমে ২০টি channel নিলাম,     পরে   cash payment করে মনে করেন ১০টি নিলাম,  এখন আমি total channel গুলো plus করে,  ৫০কি ১০০টি টিভিতে connection দিবো,   সেটার জন্ন কি প্রয়জন, ,   এটা বলবেন please,   কারন এটা সুধু আমার প্রশ্ন নয়,  এটা অনেকে জানতে চাই। 
           যেমন আমার এলাকাই cabel line নেই, আমার মতো এর মাঝে অনেক আছে জারা এটা বুঝতে চাই, তো please বলবেন,  কি ভাবে হতে পারে।

খুবই ভালো লাগলো। তবে ভাই আমি বাংলাদেশী সকল চ্যানেল, খেলা সংক্রান্ত চ্যানেল, পিচ টিভি বাংলা দেখতে চাই, এরপরও যদি কোন চ্যানেল পছন্দ না হয় তা বাদ দিতে চাই। অনুগ্রহ পূর্বক HELP ? কোন BAND কত টাকা খরচ হবে ইত্যাদি।

    @Md. Al-Amin Akond: আপনি সি ব্যান্ডের ডিস লাগিয়ে এবং সাধারণ রিসিভার কিনে একাত্তর টিভি এবং ইন্ডিপেনডেন্ট টিভি ছাড়া সকল বাংলাদেশি চ্যানেল দেখতে পারবেন। ইন্ডিপেনডেন্ট দেখতে MPEG(৪০০০-৭৫০০ টাকায় পাওয়া যাবে) সাপোর্টেড রিসিভার এবং একাত্তর দেখতে HD রিসিভার (১২৫০০-১৫০০০)। খেলা সংক্রান্ত চ্যানেল দেখতে আপনার ইন্ডিয়ান DTH সার্ভিসের কোণ টপবক্স লাগবে। ইন্ডিয়ান DTH গুলোর মধ্যে Airtel Digital TV এর প্যাকেজ গুলো ভাল এবং সাশ্র্যয়ী। আপনি ৩০০টাকা প্রতিমাস প্যাকেজের সাথে আরও ২৫০ টাকা মানে ৫৫০* টাকায় Ten Sports, Ten Cricket, Ten Action+, ESPN, STAR SPORTS, STAR CRICKET, NEO SPORTS, NEO CRICKET চ্যানেল গুলো দেখতে পারবেন। ঢাকায় সাধারণত মাসিক বিল বেশি করে ধরা হয়।
    *বর্ডার সংলগ্ন এলাকায় এই মূল্য পরিশোধ করতে হয়।
    DTH সার্ভিস বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়। তাই কোন MRP নেই। ধন্যবাদ।

      ভাইয়া আমি যদি MPEG সাপোটেড রিসিভার নিয় আর HD রিসিভার ও নিয়, 
      তাহলে কি আমার ৩০টি রিসিভার এর ৩০টি channel এর AV
      সংযোগ, মানে এই ৩০টি AV তার গুলো কি MPEG রিসিভারে input  এত গুলো input থাকে কি,  না কি ভাবে সংযুক্ত হবে বোলবেন, ,     ১টা MPEG রিসিভার আর ১টা HD রিসিভার নিলে কি তাতে ৩০-৪০কি ৫০টি রিসিভার AV সংযোগ  দেয়া যাবে কি,   রিসিভার c – q -band.  airtel, tata, dish tv, ba tata Band হোক না কেন ৫০টি channel ৫০টি রিসিভার সব গুলো সংযোগ কি ভাবে সেটা বোলবেন তাহলে উপকৃত হবো, 
      আমার watsapp number  009660571832854যোগাযোগ করবেন please  help me

Level 0

Vai ami jante chai sob free chanal alada alada TV tay dheaktay ki ki lagbay and koto khoroch hobay akto details bolben ki.

    ভাই জিনিশ টা বোঝেন,   সব comment গুলো পড়েন।
      আপনি চান ৫০টা TV দেখবেন,
    ফ্রি channel  যদি ৩০টি থাকে তাহলে আপনাকে ৩০টি রিসিভার কিনতে হবে, আর সেগুলো সংযোগ দিবার জন্ন MPEG সাপোর্টড   রিসিভার আর HD রিসিভার নিতে হবে,     তা হলে আপনি ৩০-৫০কি ১০০ টি TV তে ৩০ টি channel ইচ্ছামত দেখতে পারবেন আর TV রিমোটে channel গুলি change করা যাবে,   কিন্তু পতি রিসিভারে আলাদা আলাদা channel  লাগিয়ে রাখতে হবে,  একটা রিসিভার off করলে যতোগুলো  TV চলবে তারা একটা channel পাবে না কারন আপনি একটা রিসিভার off রাখছেন,  

    বোঝাতে পেরেছি অবশ্যই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বোঝানোর জন্ন্য, এটা আমিও জানি কিন্তু অনেক ভাইরা জানে না,
আর একটা কিছু জানতে চাই জেটা অনেকে জানেনা,  সংগে আমিও জানিনা,  আমাদের মদ্ধে অনেক আছে জারা কিছু free channel এর সংগে কিছু cash payment করে কিছু channel নিয়ে, সব গুলোকে,   ওরথাত আমি ২০টি setup box এর মাদ্ধমে ২০টি channel নিলাম,     পরে   cash payment করে মনে করেন ১০টি নিলাম,  এখন আমি total channel গুলো plus করে,  ৫০কি ১০০টি টিভিতে connection দিবো,   সেটার জন্ন কি প্রয়জন, ,   এটা বলবেন please,   কারন এটা সুধু আমার প্রশ্ন নয়,  এটা অনেকে জানতে চাই। 
     যেমন আমার এলাকাই cabel line নেই, আমার মতো এর মাঝে অনেক আছে জারা এটা বুঝতে চাই, তো please বলবেন,  কি ভাবে হতে পারে।