আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেল আমরা ক্যাবল এর মাধ্যমে পেয়ে থাকি।এ জন্য আমাদের মাসে মাসে ২০০-৩০০ টাকা বা তারও বেশী বিল দিতে হয়।অনেক সময় দেখা যায় চ্যানেলের ভিডিও অডিও ক্লিয়ার আসে না,বিদ্যুৎ না থাকলে চ্যানেল আসে না,আবার ক্যাবল কেটে গেলে কয়েক দিন লাইন থাকে না তারপর ও মাসে মাসে বিল দিতে হয়।
আপনি যদি এক বার ২৮০০ টাকা খরচ করে স্যাটেলাইট সেটআপ বক্স ক্রয় করেন তাহলে কোন মাসিক বিল ছাড়া আজীবন (নষ্ট না হওয়া পর্যন্ত)প্রায় ৬০টি চ্যানেল দেখতে পারবেন।
এর সুবিধা হল এর অডিও ভিডিও কোয়ালিটি প্রায় ডিভিডি কোয়ালিটির মত।
আপনার ঘরে বিদ্যুৎ থাকলেই (ইলেকট্রিক বিদ্যুৎ,সোলার বিদ্যুৎ বা জেনারেটর)এ চ্যানেল দেখতে পারবেন।
আপনার ঘর থেকে বাড়ির ছাদে ক্যাবল লাগতে পারে প্রায় ৫০মিটার তাই ক্যাবল কেটে যাওয়ার
সম্ভাবনা কম।
এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সেটিং করা যায়।
এটি সেট করা তেমন একটা কঠিন কিছু না।ইচ্ছা করলে আপনিও এটি সেট করতে পারেন।
আমি নিজে আমার বাড়ির ছাদে এ সেটআপ বক্স টি সেট করেছি এবং আমি চ্যানেল গুলো উপভোগ করছি।
এর মাধ্যমে যে সব চ্যানেল দেখা যাবে সে গুলো হল
DD BANGLA, DD NATIONAL, 9X, 9XM, E24, ETC, ENTER 10, MUSIC INDIA, STAR UTSAV, ZEE SMAIL, B4U MUSIC.
এ ছাড়া আরও প্রায় ৫০ টি চ্যানেল দেখা যাবে।
তবে দুঃখের বিষয় এর মাধ্যমে কোন বাংলাদেশী চ্যানেল দেখা যাবে না।
এটি সেটআপ করতে যা যা লাগবে এবং এর দাম নিচে দেওয়া হলঃ
১।রিসিভার ১৭০০ টাকা।
২।KU BAND এল এন বি ৩০০ টাকা।
৩।ডিস ৬০০ টাকা।
৪।ডিসের ক্যাবল প্রয়োজন মত (গজ ৮ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত)
আমি যে রিসিভারটি ব্যাবহার করি তার নাম skylink এবং এর দাম ১৭০০ টাকা।এছাড়াও অন্যান্য রিসিভার ১৪৫০ টাকায় পাওয়া যায়।
এছাড়া আপনারা গুলিস্তান স্টেডিয়াম মার্কেট থেকেও এর দাম জেনে নিতে পারেন।
কোন কিছু জানার থাকলে আমাকে মেইল করতে পারেন।
আমার মেইল এড্রেস [email protected]
বি দ্রঃ টেকটিউনের কাছে অনুরুধ আমার মেইল আইডি পরিবর্তন করার জন্য নতুন আইডি [email protected]
আমি ফিরোজ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এগুলো বড় অসুবিধা হল কোন পে চ্যানেল পাবেন না।
@ ফিরোজ ভাই , মেইল এ্যাড্রেস পাল্টাতে লগইন করে https://www.techtunes.io/wp-admin/profile.php তে যান । তারপর “যোগাযোগের তথ্য” তে ইমেইল ঠিকানা লিখে আপডেট করুন ।