ক্যাবটিভি | ক্যাবলটিভি অটোমেশন সফটওয়্যার [পর্ব-০১] :: ক্যাবল অপারেটরদের জন্য একটি দেশীয় উদ্যোগ

হাতে কি সময় আছে?:

অনেকটা লম্বা সময় পর টেকটিউনসে পোষ্ট নিয়ে আসলাম। তা প্রায় দেড় বছর এর বেশী। এসময়ের মাঝে প্রতিদিনই একবার দুবার এখানে ঘুরে যাই কিন্তু সময় স্বল্পতার কারণে পোষ্ট বা কমেন্ট করা হয়না। আজ যে বিষয়টি নিয়ে পোষ্ট করছি এটি আমার তৈরী করা একটি বাণিজ্যিক সফটোয়্যার। যারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ক্যাবলটিভি অপারেশন করছেন অথবা স্বদেশীয় কোন সৃষ্টিকে উৎসাহ যোগাতে চান শুধুমাত্র তাদের জন্যই এটি উপযোগী। সাধারণ ব্যবহারকারী বা ভিজিটররা ইচ্ছে করলে এই টিউনটিকে অগ্রাহ্য করে আপনাদের মূল্যবান সময়কে রক্ষা করতে পারেন। আমি আবারও বলছি এটি একটি বাণিজ্যিক সফটওয়্যার। এটি একটি ধারাবাহিক পোষ্ট যার মোট পর্ব হবে ৬টি। যাতে পর্যায়ক্রমে ক্যাবটিভির পূর্ণাঙ্গ টিউটোরিয়াল সহ বিস্তারিতভাবে দেয়া হবে।

সাধারণ তথ্য:

বর্তমানে ক্যাবলটিভি অটোমেশনের জন্য বাজারে অনেকগুলো সফটওয়্যার পাওয়া যাচ্ছে তার মধ্যে আমাদের দেশের তৈরী  A/V Broadcast, Channel Player ভারতের তৈরীকৃত ACM, MovieMax, Amiga অন্যতম। এই সফটওয়্যারগুলোর প্রত্যেকটিরই কিছু বিশেষ সুবিধা এবং অসুবিধাও রয়েছে। CabTV 2012 একটি অত্যাধুনিক সফটওয়্যার যাতে সংযোজন করা হয়েছে উপরে উল্লেখিত সফটওয়্যারগুলোর সবগুলো সুবিধাজনক ফিচার এবং যে সমসত্দ বিষয়গুলো ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক সেগুলোকে দুর করা হয়েছে। সেই সাথে কিছু সম্পূর্ণ নতুন ফিচার যোগ করা হয়েছে এই অত্যাধুনিক সফটওয়্যারটিতে যা টিভি চ্যানেলের সমতুল্য। ক্যাবটিভি ২০১২ একমাত্র সফটওয়্যার যেখানে ক্যাবলটিভি সমপ্রচারের উপর একটি ষ্টান্ডার্ড টিভি চ্যানেলের ন্যায় ১০০% কন্ট্রোল করা সম্ভব। শুধুমাত্র এই সফটওয়্যারটিতেই রয়েছে List Based Automatic Schedule Compilation| বিধায় যেকোন সময় যে কোন প্রকার সমপ্রচারের পরিবর্তন স্বল্পতম সময়ের মধ্যে করা সম্ভব কোন প্রকার সমপ্রচারে বিঘ্ন সৃষ্টি করা ছাড়াই। রয়েছে যে কোন বাংলা, ইংরেজী বা অন্য যেকোন ভাষার সাপোর্ট এবং সংমিশ্রণ। এর প্রতিটি ডিজাইন ওপেন সোর্স বিধায় ব্যবহারকারী তার নিজের ইচ্ছে মাফিক যে কোন সময় যে কোন ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন।

ক্যাবটিভির ফিচার সমূহ:

  • (০১) বিশ্বের একমাত্র ক্যাবলটিভি সফটওয়্যার যার রয়েছে টিভি চ্যানেল সম্প্রচারের ন্যায় আলাদা ট্রান্সমিশন প্লেলিষ্ট ব্যবস্থা তাই যে কোন সময় যে কোন ভিডিও চালানো সম্ভব।
  • (০২) প্রতিটি মুভি অথবা গানের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে নির্দিষ্ট সময় পরপর ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও বিজ্ঞাপণ, সিডিউল কার্ড, ওয়াচিং কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন।
  • (০৩) সম্প্রচার চলমান অবস্থায়ও প্লেলিষ্টে যে কোন ভিডিও ফুটেজ সংযোজন, পরিবর্তন বা বাদ দেয়ার ব্যবস্থা।
  • (০৪) চলমান ভিডিও সামনে পেছনে নেয়ার ব্যবস্থা।
  • (০৫) প্রতিটি ভিডিও ফুটেজের জন্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা আলাদা দৈর্ঘ্য, শুরু ও শেষের সময় প্রদর্শন।
  • (০৬) প্রতিটি ভিডিও ফুটেজের সাথে আলাদা আলাদা এনিমেশন বা বিজ্ঞাপণ সেট করার ব্যবস্থা। সেই সাথে এল-শেপড বিজ্ঞাপণ প্রচারের সুবিধা।
  • (০৭) ব্যবহারকারীর ইচ্ছেমাফিক ওয়াচিং এবং সিডিউল কার্ড প্রদর্শনের ব্যবস্থা।
  • (০৮) প্রয়োজন মত রিয়েল টাইম ফুটেজ ট্রিম করা সহ ম্যানুয়াল শিডিউলিং ব্যবস্থা।
  • (০৯) প্লে লিষ্টে সার্চ এন্ড রিপ্লেসের ব্যবস্থা।
  • (১০) যেকোন অবস্থাতেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রোগ্রাম চালানোর ব্যবস্থা।
  • (১১) পূর্বের তৈরীকৃত সম্পূর্ণ শিডিউল বা শিডিউলের অংশবিশেষ চালানোর ব্যবস্থা।
  • (১২) নিজস্ব সিজি এবং কপিরাইট ভিডিও বা এন্ড টাইটেল চালানোর ব্যবস্থা।
  • (১৩) সবধরণের ভিডিও ফরম্যাট সাপোর্ট, এমনকি সরাসরি ডিভিডি ফাইল, ইন্টারনেট থেকে ডাউনলোডকৃত বা মোবাইলে ধারণকৃত ভিডিও।
  • (১৪) একই সফটওয়্যারে মুভি চ্যানেল এবং মিউজিক চ্যানেল চালানোর ব্যবস্থা।
  • (১৫) চারটি ফাশ বিজ্ঞাপণ একই সাথে ব্যবহার করা যায় যার দুটি ১০০% ট্রান্সপারেন্ট। যার মাধ্যমে প্রোগ্রাম ব্রান্ডিং বিজ্ঞাপণ চালানো সম্ভব।
  • (১৬) চারটি অংশ বিশিষ্ট ভিন্ন ভিন্ন স্পিডের ব্যানারের বিজ্ঞাপণের ব্যবস্থা যা তৈরী করা যায় কয়েক কিকের মাধ্যমে এবং প্রতিটি অংশ সাপোর্ট করে ইমেজ ও ফাশ এনিমেশন।
  • (১৭) বাংলা অথবা ইংরেজী যেকোন ভাষায় নিজের ইচ্ছে মাফিক ডিজাইনের ঘড়ি।
  • (১৮) ট্রান্সপারেন্ট অথবা নন-ট্রান্সপারেন্ট ইমেজ, জিফ এনিমেশন অথবা ফাশ লোগো।
  • (১৯) বিশেষ দিনের বিশেষ লোগো প্রচার যেমন: ঈদ, পুজা ইত্যাদি।
  • (২০) বিজ্ঞপ্তি প্রচারের জন্য রয়েছে আলাদা কুইক টেক্সট যা বাংলা, ইংরেজী বা যেকোন প্রকার ফন্টের মিশ্রণে তৈরী করা যায় এবং সর্বোচ্চ পরিমাণে ফিকার ফ্রি। যার স্পিড যে কোন সময় পরিবর্তন যোগ্য এজন্য ফটোশপের প্রয়োজন নেই। যার সাথে ইচ্ছে মাফিক ফাশ হেডার এনিমেশন যোগ করা সম্ভব।
  • (২১) সংবাদ শিরোনাম প্রচারের জন্য কুইক টেক্সটের ন্যায় আলাদা ব্যবস্থা।
  • (২২) যে কোন ভাষাতেই স্বয়ংক্রিয় প্রোগ্রাম শিডিউল, ওয়াচিং কার্ড। এমনকি ব্যবহারকারীর নিজের ডিজাইন করা যে কোন ফাইল।
  • (২৩) যে কোন ভাষায় চলমান এবং পরবর্তী প্রোগ্রামের নাম বাংলা সময় সহ প্রদর্শন।
  • (২৪) সম্প্রচার শেষে অথবা নির্দিষ্ট সময়ে ইচ্ছেমাফিক কম্পিউটার বন্ধের ব্যবস্থা।
  • (২৫) ২৪ ঘন্টা সম্প্রচার সহ স্বয়ংক্রিয়ভাবে এক সাথে এক মাস ব্যাপী সম্প্রচার চালানোর ব্যবস্থা।
  • (২৬) কম্পিউটারের চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সম্প্রচার শুরুর ব্যবস্থা।
  • (২৭) সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিভি চ্যানেলের ন্যায় প্লেলিষ্ট তৈরী এবং পরিবর্তন।
  • (২৮) বন্ধ হওয়া অবস্থা থেকে স্বয়ংক্রিয়ভাবে সম্প্রচার পুন: চালু।
  • (২৯) আলাদা টিভি ছাড়াই সরাসরি মনিটরে সম্প্রচার প্রিভিউ এর ব্যবস্থা এবং সামনের প্রোগ্রাম তথ্য সহ প্রিভিউ এর ব্যবস্থা।
  • (৩০) ৫ ওয়াক্ত সময়সূচী অনুযায়ী আজান প্রচার।
  • (৩১) পবিত্র মাহে রমজানে ইফতার ও সেহরীর সময় গণনা (কাউন্ট ডাউন) প্রচার।
  • (৩২) স্ক্রীণের যেকোন অবস্থানে যেকোন সময় যে কোন কিছু সেট করা সম্ভব।
  • (৩৩) সরাসরি সম্প্রচার এমনকি অন্য কোন চ্যানেলের উপর নিজস্ব বিজ্ঞাপণ চালানোর পদ্ধতি।
  • (৩৪) স্ক্রীণে একই সাথে সর্বমোট ১১ টি এনিমেটেড অবজেক্ট চালানো সম্ভব।
  • (৩৫) যে কোন ডিজাইন যে কোন সময় পরিবর্তন করা সম্ভব এমনকি ব্যবহারকারী ইচ্ছে করলে নিজের তৈরী করা ডিজাইন ব্যবহার করতে পারেন।
  • (৩৬) যে কোন প্রকার সমস্যায় মাত্র কয়েক কিকে স্বয়ংক্রিয়ভাবে সমস্যার সমাধান।
  • (৩৭) উইন্ডোজ পরিবর্তন করলেও কোন প্রকার নতুন সেটিংস এর প্রয়োজন নেই বিধায় যেকোন সময় উইন্ডোজ পরিবর্তন করা সম্ভব।
  • (৩৮) প্রতিমাসে সম্পূর্ণ ফ্রি আপডেট।
  • (৩৯) সিঙ্গেল বা ডুয়েল ভিডিও আউটপুট সাপোর্ট। সেই সাথে মাষ্টার অডিও কন্ট্রোল।
  • (৪০) যে কোন কিছু পরিবর্তন করা যাবে দর্শকদের দেখানো ছাড়াই বা সম্প্রচার বন্ধ করা ছাড়াই। এমনকি সম্প্রচার চলমান অবস্থায়।
  • (৪১) ২৪ ঘন্টা সরাসরি ইন্টারনেট বা মোবাইলে সাপোর্ট।
  • (৪২) ছবি সহ বাংলা ভাষায় লিখিত এবং ভিডিও টিউটোরিয়াল।
  • (৪৩) মাত্র ৩ মেগাবাইটের সেটআপ ফাইল যা যেকোন মানের কম্পিউটারে চালানোর উপযোগী।
  • (৪৪) সকল ডিজাইনের মুল ফাইল যা ব্যবহারকারী কর্তৃক পরিবর্তনযোগ্য।
  • (৪৫) ব্যবহারকারীর চাহিদা মোতাবেক শর্ত সাপেক্ষে যে কোন নতুন ফাংশনালিটি সংযোজন এর ব্যবস্থা।

ক্যাবটিভি ব্যবহারকারীরা:

ঢাকা, রংপুর, রাজশাহী, গাজীপুর, কুমিল্লা, টাঙাইল, ময়নসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঠাকুরগাও, ভোলা, পটুয়াখালী, বরগুনা

আগামী পর্বে থাকছে ডাউনলোড লিংকসহ বেসিক অপারেশন।

Level 3

আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান আমার দরকার আছে?

ভাই সফটওয়্যারটি ফ্রি পাওয়া যাবে তো?

Level 3

so long feature but setup only 3mb? I am confuse.

    কনফিউসড হবেন না। কারণ ব্রডকাষ্ট লেভেলের কোন সফটোয়্যারেই গ্রাফিক্যাল অবজেক্টগুলো মুল এপ্লিকেশন দিয়ে তৈরী হয়না। শুধুমাত্র এগুলোর ফায়ার এন্ড ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। সেটাপ ফাইলে শুধুমাত্র এপ্লিকেশন ডেপেন্ডেন্সি রয়েছে। এর মুল এক্সিকিউটেবল অংশ পোর্টেবল। আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।

Level 0

porer tunes kobe pabo?

Level 2

Thank you i also need

Thanks for the Tunes.
Amar khub koutuhol achhe ei telecast baparta nie.Ei software e ki kono recording er subidha achhe ?
Sofware er dam ta koto ba ki ki vabe paowa jete pare egulo jante parle subidha hoto.
Thanks again.

CHOROM !!!!!!!!

Level 2

বহুদিন পর রুবেল ভাই টিটিতে এসে চমকে দেওয়ার মত একটা সফট নিয়ে এলেন দেখি। আপনার সর্ব শেষ USB সফটা ব্যাবহার করতে একটু অসুবিধায় পড়েছিলাম ভাই। তবে এখন ঠিক আছে।

Level 0

VAI AME EITA USE KORTE CHAI…………………….AME KE AMAR LAPTOP A EITA USE KORTE PARBO…………………… AMAR ASUS CORE I 3………..AMAR

vi ai soft ta amr dorkr apnr contact number ta dbn?

Level 2

Software Tar Download Link Kobe Pabo ?

ভাই আমি কম্পিউটার থেকে টিভিতে সংযোগ দিতে চাই….?? বলতে গেলে আমি কম্পিউটারে যা চলবে টিভিতেও তা দেখাবে……… এমন কোন সমাধান জানা থাকলে বলবেন এবং কি ভাবে করব তাও জানাবেন……

ভাই আমি কোন ডিস প্রভাইডার না শুধু একজন ইউজার আমি একটি সিডি চ্যানেল তৈরি করতে চাই যেটি আমি আমার পিসি থেকে কন্ট্রল করবো। কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না কোথা থেকে কি করব প্লিজ যদি কারো এই বিষয়ে জানা থাকে তাহলে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন। http://www.facebook.com/gausul2