সেরা ৫ টি কিওয়ার্ড রিসার্চ টুলস!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা কিওয়ার্ড রিসার্চ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি র‍্যাংকিং প্রসেস। কিওয়ার্ড রিসার্চ মার্কেটিং অথবা ওয়েবসাইট র‍্যাংক করানোর সাফল্যজনক প্রক্রিয়া যা সকল ওয়েবসাইট অথবা ভিডিও, অডিও, ইমেজ, টিউন সার্চ ইঞ্জিলে সবার প্রথমে আনতে সাহায্য করে। কিওয়ার্ড হলো এমন সব ওয়ার্ড যা ব্যবহার করে লোকজন অনলাইন অথবা ইন্টারনেটে তথ্য খুঁজে থাকে। আর কিওয়ার্ড রিসার্চ হলো মানুষদের বেশি সার্চ করা সেই সকল ওয়ার্ডগুলো খুঁজে বের করার একটি প্রসেস বা মাধ্যম। কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আপনি ব্যবহারকারীদের পছন্দ, তারা কি চায়? কেমন আপডেট আনলে আপনার মার্কেটিং প্রসেস বৃদ্ধি পাবে এই সমস্ত সম্পর্কে ধারণা পাবেন।

কিওয়ার্ড রিসার্চ করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার লক্ষ নির্ধারণ করতে হবে। তারপর সে সমস্ত বিষয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যদি "Book" নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে "Popular Book" "Historical Book" এই সমস্ত ওয়ার্ড নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। নিয়মিত সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে আপনার ওয়েবসাইট অনেক দ্রুত সার্চ ইঞ্জিলের প্রথম পাতায় চলে আসবে। গুগল অ্যালগরিদম সঠিক বিষয়ে বুঝতে পারবে আপনার লেখাটি কি বিষয়ে আর ভিজিটর কি চাচ্ছে। যার কারণে টার্গেট অডিয়েন্সদের কাছে আপনার ওয়েবসাইট দ্রুত পৌঁছে যাবে। যার কারণে আস্তে আস্তে আপনার ওয়েবসাইট অথবা ভিডিওতে ভিজিটর সংখ্যা বাড়তেই থাকবে। বেশি ভিজিটর মানেই নিশ্চিত সফলতা।

এতকিছু পড়ার পর আমরা হয়ত একটু হলেও বুঝতে পেরেছি কিওয়ার্ড রিসার্চ কী? যারা এখনো বুঝতে পারেননি তাদের আরো একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো। মনে করুন, আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান। তবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় জানেন না। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। জানার জন্য আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ দিবেন। "কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়?" এই যে আপনি যে বিষয়টি লিখে আপনার প্রয়োজনীয় বিষয়টি সার্চ করলেন "কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়?" এটিই মূলতে কিওয়ার্ড রিসার্চ। আশাকরি এবার আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো চলুন এবার জেনে নেই কীভাবে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট অথবা ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন।

1. Google Keyword Planer

Google Keyword Planner বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া জনপ্রিয় একটি অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুল যা মার্কেটারদের কিওয়ার্ড রিসার্চ করতে সাহায্য করে। এটি একটি বিনামূল্যে কিওয়ার্ড রিসার্চ টুলস যা গুগলের সকল ইউজার একদম ফ্রিতেই ব্যবহার করতে পারে। Google Keyword Planner কিওয়ার্ড রিসার্চ CPC রেট Google Ads দ্বারা পরিচালিয় হয়।

Google Keyword Planner প্রথমেই 2013 সালে প্রকাশিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য হলো মার্কেটারদের তাদের মার্কেটিং কাজকে আরো বেশি সহজ করে তোলা। Google Keyword Planner দিয়ে একজন মার্কেটার খুব সহজেই বাজারের বর্তমান চাহিদা, র‍্যাংকিং প্রডাক্ট, মানুষদের চাহিদা সম্পর্কে ধারণা নিতে পারেন। যা তাদের মার্কেটিং কাজকে আরো বেশি সহজ ও লাভবান করে তোলে। Google Keyword Planner এর ফিচারগুলো হলোঃ

কিওয়ার্ড আইডিয়া

Google Keyword Planner এর গুরুত্বপূর্ণ ফিচার হলো Google Keyword Idea. এই অপশন দ্বারা আপনি নিদিষ্ট বিষয়ে শুধুমাত্র একটি শব্দ লিখেই সম্পূর্ণ সম্ভাব্য কিওয়ার্ড আইডিয়াস পেতে পারেন। যা আপনার কন্টেন্ট এর র‍্যাংক আরো বাড়িয়ে তুলতে।

মাসিক সার্চ ভলিউম

মাসিক সার্চ ভলিউম ফিচার দ্বারা গুগলে প্রতিমাসে কোন বিষয়টি নিয়ে অনেক বেশি সার্চ করা হচ্ছে অথবা ইউজার সেই মাসে কোন প্রডাক্ট এর প্রতি বেশি চাহিদাবান হচ্ছে তা সম্পর্কে খুব ভালোভাবেই ধারণা নিতে পারবেন। সেই সাথে সেই বিষয়ে মাসিক সার্চ ভলিউম জানতে পারবেন। যার কারণে আপনার মার্কেটিং প্রক্রিয়া আরো বেশি সহজ করে তুলতে পারবেন।

পুরোলেশন তথ্য

Google Keyword Planner পুরোলেশন তথ্য ফিচারটি দ্বারা সার্চ করা হাই রিচ পাওয়া কিওয়ার্ডগুলোর বর্তমানের নিজস্ব পুরোলেশন তথ্য পেয়ে যাবেন। পুরোলেশন তথ্য আপনার সার্চ রেজাল্ট, টার্গেট অডিয়েন্সদের টার্গেট বিজ্ঞাপণ দেখানোর জন্য প্রয়োজনীয় হতে পারে।

CPC Rate Show

Google Keyword Planner দ্বারা কিওয়ার্ড রিসার্চ করলে আপনার আগের তুলনায় ইনকাম অনেক বেশি হতে পারে৷ এখান থেকে হাই CPC কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনার কন্টেন্ট এর মাঝে ব্যবহার করতে পারবেন। কোন কিওয়ার্ডগুলির CPC কেমন অর্থাৎ ক্লিক করলে কত টাকা পেতে পারেন তা সংখ্যা দ্বারা নিদিষ্ট করে বোঝানো থাকে। যার ফলে খুব সহজেই আপনার ইনকাম তুলনামূলক বাড়িয়ে তুলতে পারবেন।

Google Keyword Planer

Official Website @ Google Keyword Planer

2. Keyword Surfer

Keyword Surfer হল জনপ্রিয় একটি ব্রাউজার এক্সটেনশন। যা দ্বারা আপনি গুগল সার্চ পেজে কিওয়ার্ড রিসার্চ এবং SEO অ্যানালাইসিস করতে পারবেন। এটি মূলত অনলাইন মার্কেটিং, ওয়েবসাইট র‍্যাংকিং বাড়ানোর প্রয়োজনীয় টুলস হিসাবে ব্যবহার করা হয়। Keyword Surfer টুলটি 2019 সালে প্রথম দিকে অনলাইনে পাবলিশ করা হয়। এর প্রাথমিক উদ্দেশ্য হলো যেকোনো ওয়েবসাইট গুগল সার্চ পেজের প্রথম পাতায় দেখানো সেই সাথে রিলেটেড কিওয়ার্ড এবং ডাটা প্রদান করা। Keyword Surfer এর ফিচারগুলো হলোঃ

সার্চ ভলিউম

Keyword Surfer থেকে নেওয়া কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার ওয়েবসাইট অথবা যেকোনো কন্টেন্ট খুব সহজেই র‍্যাংক করাতে পারবেন। এছাড়াও সার্চ রেজাল্টে শো করানো কিওয়ার্ডগুলোর CPC রেট জানতে পারবেন। যা আপনার ইনকাম আরো বাড়িয়ে তুলবে।

কিওয়ার্ড সাজেশন

গুগলে আপনি যখন আপনার প্রয়োজনীয় কিছু সার্চ করবেন তখন শুধুমাত্র সেই বিষয়গুলোই দেখায় তাই না? এটি মূলত কিওয়ার্ড সাজেশন অ্যালগরিদম দ্বারা সম্পূর্ণ করা হয়। Keyword Surfer র‍্যাংকিং রিলেটেড কিওয়ার্ড সাজেশন প্রদান যা ব্যবহার করলে আপনার কন্টেন্ট খুব সহজেই গুগলের প্রথম সার্চ পেজে শো করাতে পারবেন।

কিওয়ার্ড ডাটা টেবিল

Keyword Surfer যখন আপনি কোনো কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে চাইবেন, তখন Keyword Surfer আপনাকে টেবল আকারে একইভাবে আলাদা আলাদা অনেকগুলো কিওয়ার্ড প্রদান করবে৷ সেখানে সাজেস্ট কিওয়ার্ড, ভলিউম, CPC সহ যাবতীয় সকল ডিটেইলস টেবিল আকারে বর্ণনা করা থাকবে।

Keyword Surfer

Official Website @ Keyword Surfer

3. Google Trends

Google Trends হল গুগলের তৈরি একটি ওয়েব টুল যা দ্বারা আপনি গুগলের ট্রেন্ডিং সার্চ ডেটাগুলো দেখে নিতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ এর জন্য অনেক বেশি জনপ্রিয় হলো এই Google Trends. প্রতিমাসে, প্রতি সপ্তাহে অথবা আপনার চাহিদা অনুযায়ী নিদিষ্ট সময়ে ট্রেন্ডিং থাকা ভিডিও, অডিও, টেক্স অথবা ভাইরাল সমস্ত বিষয়ে সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। সেই ধারণা থেকেই উক্ত বিষয় নিয়ে নিজের মতো করে আর্টিকেল বানালে তা ভাইরাল হওয়ার চান্স অনেক অংশে বাড়িয়ে যায়। তাই Google Trends বর্তমান সময়ে জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ টুলস।

Google Trends এর প্রথম ভার্সনটি 2006 সালে সফলভাবে প্রকাশিত করা হয়। এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের কিওয়ার্ড রিসার্চে সাহায্য করা। যাতে তারা বর্তমানের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ধারণা নিতে পারে এবং তাদের মার্কেটিং প্রক্রিয়াকে ভালোভাবেই চলমান রাখতে পারে। Google Trends দ্বারা সকল বিষয় এবং সকল কিওয়ার্ডের উপর রিসার্চ করার সুযোগ প্রদান করে থাকে। Google Trends এর ফিচারগুলো হলোঃ

ট্রেন্ড গ্রাফ

Google Trends এর মূল ফিচার হলো ট্রেন্ড গ্রাফ। এটি ব্যবহারকারীদের দেখায় কিওয়ার্ডের সার্চ ট্রেন্ড এবং সময়ের উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চ ডেটা প্রদান করে থাকেন। ব্যবহারকারীরা সার্চ ট্রেন্ডের সময়, ধরন, লোকেশন, ক্যাটাগরি সহ সমস্ত বিষয়গুলো নিজের ইচ্ছামতো পরিবর্তন করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।

সার্চ আইটেম এক্সপ্লোরার

Google Trends এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন সার্চ আইটেমে কিওয়ার্ড, প্রতিষ্ঠান, ব্রাউজার, সহ গুগলের সকল বিষয়ে বিস্তারিত এক্সপ্লেইন করতে পারেন। যা আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এটি দ্বারা আপনি আপনার সফলতা অনেক অংশেই বাড়িয়ে তুলতে পারবেন।

ট্রেন্ডিং টপিকস

Google Trends এ ব্যবহারকারীরা খুব সহজেই দেখে নিতে পারেন বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় অথবা ট্রেন্ডিং টপিকসগুলো কি? Google Trends উক্ত সময়ে উক্ত বিষয়ে সঠিক ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো রেজাল্ট হিসেবে প্রদান করে থাকে। যার ফলে ট্রেন্ডিং এর উপর ভিত্তি করে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারেন।

Google Trends

Official Website @ Google Trends

4. Seed Keywords

Seed Keywords একটি অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুলস্। যা ব্যবহারকারীদের সঠিক কিওয়ার্ড অনুসন্ধানে সাহায্য করে থাকে। এখান থেকে একজন ব্যবহারকারী খুব সহজেই সঠিক কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন। Seed Keywords মূলত গুগল কিওয়ার্ড রিসার্চ অ্যালগরিদম ব্যবহার করেই হাই ভলিউম কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে সাহায্য করে। Seed Keywords এর প্রথম ভার্সনটি 2014 সালে সফলভাবে অনলাইনে প্রকাশিত হয়। এর উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের কিওয়ার্ড আইডিয়া দিয়ে সাহায্য করা। যাতে তাদের প্রতিটি ইউজার স্বাচ্ছন্দ্যে ভিডিও, টেক্স কন্টেন্ট গুলো মার্কেটিং করে গুগল সার্চের প্রথম পাতায় নিয়ে আসতে পারে। Seed Keywords এর ফিচারগুলো হলোঃ

কিওয়ার্ড জেনারেটর

Seed Keywords দ্বারা ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন। এটি অনলাইনে সার্চ করা প্রশ্ন, ভিডিও, টেক্সট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম যেমনঃ "বিক্রয় জন্য সবচেয়ে ভাল কি পণ্য?" এমন বড়ো বড়ো কিওয়ার্ডগুলোও রিসার্চ করতে সক্ষম। ব্যবহারকারীরা তাদের রিসার্চ করা কিওয়ার্ডগুলো লিস্ট আকারে শেয়ার করতে পারবেন। যা দ্বারা অন্যান্য ব্যবহারকারীরাও আইডিয়া নিতে পারবে।

কিওয়ার্ড ম্যাপ

Seed Keywords দ্বারা ব্যবহারকারীরা তাদের নিজস্বভাবে কিওয়ার্ড ম্যাপ তৈরি করতে পারবেন। কিওয়ার্ড ম্যাপ দ্বারা ব্যবহারকারীরা কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড অবস্থান, CPC রেট সহ যাবতীয় সকল বিষয়ে ধারণা নিতে পারবেন। যার মাধ্যমে দীর্ঘ সময় খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব হবে।

Seed Keywords

Official Website @ Seed Keywords

5. Keyword Tool

Keyword Tool একটি জনপ্রিয় অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুলস। যার দ্বারা যেকোনো ব্যবহারকারী খুব সহজেই নিজের পছন্দমতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। Keyword Tool ব্যবহার করলে একজন ইউজার খুব সহজেই তাদের নিজস্ব ব্লগ সাইট অথবা ভিডিওতে টার্গেট অডিয়েন্স নিয়ে আসতে পারবেন। ওয়েবসাইট অথবা ভিডিওতে হাই কোয়ালিটির ভিজিটর আনতে অত্যন্ত কার্যকর একটি টুলস হলো Keyword Tool. এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে আপনি সকল প্লাটফর্মে ব্যবহার করতে পারবেন যেমনঃ ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট সহ জনপ্রিয় সকল বিষয়েই ব্যবহার করতে পারবেন।

Keyword Tool প্রথম প্রকাশিত হয় 2014 সালে। এর উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের কিওয়ার্ড রিসার্চ করতে সহায়তা করা যাতে তারা প্রযুক্তির সাথে মিলিতভাবে কিওয়ার্ড সহজেই নির্বাচন করতে পারেন এবং তাদের ওয়েবসাইট অথবা ইউটিউবের কন্টেন্টগুলি মার্কেটিং করার জন্য গুগলের প্রথম পাতায় আনতে পারেন। Keyword Tool এর ফিচারগুলো হলোঃ

কিওয়ার্ড রিসার্চ

Keyword Tool ব্যবহার করে সকল ব্যবহারকারীরা নিশ্চিতভাবে তাদের প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। এখানে প্রত্যেক ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বড়ো প্রশ্ন থেকে শুরু শুরু করে ছোট্ট শব্দ দিয়ে সার্চ করে প্রয়োজনীয় কিওয়ার্ড খুঁজে পেতে পারেন যা তাদের মার্কেটিং প্রসেসকে আরো বেশি সহজ করে তুলতে পারবে।

লঙ্গ টেইল কিওয়ার্ড

Keyword Tool জনপ্রিয় একটি ফিচার হলো লঙ্গ টেইল কিওয়ার্ড সার্চ করতে সাহায্য করা। আপনি আপনার বিষয়ের উপর সম্পূর্ণ টাইটেল লিখে কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন। এতে আপনার টাইটেল বা ওয়ার্ডগুলোর CPC রেট, ক্লিক ভলিউম সহ অন্যান্য কিওয়ার্ড রিসার্চ টুলস এর মতো যাবতীয় সকল ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

Keyword Research Tools

Official Website @ Keyword Tools

শেষ কথা

বন্ধুরা আজকের টিউনে আলোচনা করা সেরা কিওয়ার্ড রিসার্চ টুলস্ গুলো আপনি আপনার প্রতিটি কন্টেন্ট এর কিওয়ার্ড রিসার্চ এর কাজের জন্য ব্যবহার করতে পারবেন। আজকের টিউনে আলোচনা করা কিওয়ার্ড রিসার্চ টুলসগুলোর সবগুলো ফিচার ফ্রিতেই ব্যবহার করতে পারবেন না। তবুও যে সমস্ত ফিচার আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তা দিয়েই কিওয়ার্ড রিসার্চের সমস্ত কাজগুলো সহজেই সম্পূর্ণ করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ করে কোনো কন্টেন্ট পাবলিশ করলে তা সহজেই গুগলের প্রথম পেজে আসবে। যার কারণে টার্গেট অডিয়েন্স বেশি পাবেন। ইনকামের পরিমাণ বেড়ে যাবে। আজকের টিউনে আলোচনা করা বিষয়গুলো নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। গঠনমূলক গুরুত্বপূর্ণ কথা হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে নিবো।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৫ টি কিওয়ার্ড রিসার্চ টুলস! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস