আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যাদের একটি ওয়েবসাইট রয়েছে, তাদের ক্ষেত্রে নিজেদের ওয়েবসাইটে এসইও প্র্যাকটিস করা একটি ভালো সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে কোন একটি ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করার ক্ষেত্রে, সেই ওয়েবসাইট কে যথেষ্ট এসইও করতে হয়। কেননা, কোন একটি ওয়েবসাইটের সঠিকভাবে SEO না করা হলে, সেটি সার্চ ইঞ্জিনে Rank করবে না এবং সেটিতে কোন ভিজিটরও আসবে না। আর কোন একটি ওয়েবসাইটে ভিজিটর না থাকলে, সেটি থেকে ইনকাম করাও সম্ভব নয়।
যাইহোক, একটি ওয়েবসাইট পরিচালনার অংশ হিসেবে আমরা প্রতিনিয়তই ওয়েবসাইটের নানা বিষয়ে ডেভেলপমেন্ট করি। আর এই ডেভলপমেন্টের অংশ হিসেবে সেটির SEO Report চেক করা গুরুত্বপূর্ণ। আর কোন একটি ওয়েবসাইটকে পূর্ণাঙ্গ এসইও করার পর সেটির পূর্ণাঙ্গ Details পূর্ণ রিপোর্ট ও গুরুত্বপূর্ণ, যেটির মাধ্যমে পরবর্তীতে কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে।
আমরা অনেক সময় আমাদের সাইটের উন্নতির ব্যাপারে যথেষ্ট কাজ করি। তবে আমরা আমাদের ওয়েবসাইটটির সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেমন করতে পেরেছি, সেটিও দেখা গুরুত্বপূর্ণ। আর এই সমস্যা থেকেই সামনে আসে বিভিন্ন SEO Report Checker ওয়েবসাইটের।
বর্তমানে আপনার ওয়েবসাইটটির SEO Score কেমন, সেটি দেখার জন্য আপনি যেকোনো একটি SEO Checker ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন। আর এক্ষেত্রে আপনাকে Seo-Checker.io ওয়েবসাইট টি সহযোগিতা করতে পারে। আপনি যখন এই টুলটির মাধ্যমে আপনার ওয়েবসাইটের এসইও চেক করবেন, তখন আপনি সেই SEO Report কে PDF আকারে Export করতে পারবেন। এটি আপনার ওয়েবসাইটের ব্যাপারে একটি ব্যাপক ডিটেলস পূর্ণ রিপোর্ট তৈরি করে, যা আপনি অন্য কারো কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার পিসিতে ডাউনলোড ও করে রাখতে পারেন।
আপনার যদি কোন একটি এসইও এজেন্সি থাকে, তাহলে আপনার ক্লাইন্টকে Proper Data সহ একটি Professional SEO Report দেওয়ার জন্য এটি একটি প্রয়োজনীয় এসইও টুল। এছাড়াও আপনি যদি আপনার নিজের জন্য এই এসইও টুলটি ব্যবহার করতে চান, তাহলে আপনি এখানে একটি Free Account Create করার মাধ্যমে সেটি খুব সহজেই করতে পারেন। এই ওয়েবসাইটটি খুব দ্রুত SEO Report তৈরি করে থাকে।
তবে, Seo-Checker.io ওয়েবসাইটে আপনি যদি তাদের ফ্রি প্লান ব্যবহার করেন, তাহলে আপনি মাসে শুধুমাত্র ১০ টি রিপোর্ট তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটি আপনাকে যে রিপোর্ট প্রদান করবে, সেটি যে কেউ বুঝতে পারবে। এছাড়াও এই ওয়েবসাইটটি এসইও এর বাহিরেও আপনার ওয়েবসাইটের Performance এবং Security এর দিকটিও Analysis করে।
আপনি চাইলে এই রিপোর্টটি নিজের জন্যও করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করে তাকে সেই রিপোর্ট পাঠাতে পারেন। অনেকেই যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করে থাকেন, তারা চাইলে এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে তার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য একটি PDF Report তৈরি করতে পারে। আর আপনি এভাবে করে পিডিএফ রিপোর্ট বের করার মাধ্যমে, পরবর্তীতে ওয়েবসাইটটিকে আরো Optimize করা অথবা সেটিকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Seo-Checker.io
অন্যান্য সকল ওয়েবসাইটের মত আপনি প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এবং তারপর Seo-Checker.io এর হোমপেজ থেকে ফ্রি একাউন্টে Sign Up করে নিন। আর এরপর আপনার অ্যাকাউন্টটি যেকোনো ওয়েবসাইটের SEO Parameter চেক করার জন্য প্রস্তুত।
১. কোন একটি ওয়েবসাইটের এসইও চেক করার জন্য আপনাকে সেই ওয়েবসাইটটির Domain Name টি এখানে লিখতে হবে এবং তারপর সেটি লিখে Enter করলেই এসইও রিপোর্ট দেখতে পাবেন। এজন্য আপনি এখানে প্রথমে আপনার ওয়েবসাইটের URL টি দিন এবং তারপর Analyze বাটনে ক্লিক করুন। আপনাকে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে এবং তারপর এটি আপনার জন্য একটি Report Generate করবে। যেখানে আপনার ওয়েবসাইটের ১০০% এর ভেতরে কত SEO Score রয়েছে, তা দেখা যাবে।
২. যাইহোক, এবার আপনার ওয়েবসাইটটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটের ইউআরএল এর উপর ক্লিক করুন এবং সেখানে আপনার ওয়েবসাইটের সমস্ত SEO Data প্রদর্শিত হবে। যেখানে, Title, Headings, Meta Description, Keyword, Robot.txt, URL এবং আরো অনেক কিছুর Status দেখতে পাবেন।
৩. আপনার ওয়েবসাইটটি কোন কোন এসইও সূচকে Failed হয়েছে এবং এগুলো কেন গুরুত্বপূর্ণ তা দেখার জন্য সেগুলোর পাশের "i" আইকনে কারণগুলো জানতে পারেন। আর সেসব বিষয়গুলোর ব্যাপারে পরবর্তীতে আপনার ওয়েবসাইট কে সাজানোর জন্য তাদের Recommendation গুলো পড়তে পারেন।
৪. এবার আপনি আরো নিচের দিকে স্ক্রোল করুন, যেখানে আপনি আরো কিছু প্যারামিটার দেখতে পাবেন, যেগুলোর জন্য আপনার ওয়েবসাইটের এসইও প্রভাবিত হয়েছে। আর এখান থেকে আপনি ওয়েবসাইটটির Performance এবং Security Parameter এনালাইসিস করতে পারেন। এই এসইও প্যারামিটারটি আপনাকে দেখাবে যে, কোন কারণে আপনার ওয়েবসাইটটি এরকম Error এর সম্মুখীন হয়েছে এবং কীভাবে এটি ঠিক করা যায়।
৫. আপনি যখন আপনার ওয়েবসাইটের এসইও চেক করবেন, তখন Report-এ আসার পর উপরের দিকে আপনি একটি Print দেখতে পাবেন। এবার আপনি সেই রিপোর্টটিকে পিডিএফ ফরমেটে Export করার জন্য এটি ব্যবহার করতে পারেন। এরপর আপনাকে আর কোন তথ্যই দিতে হবে না, এটি আপনার কম্পিউটারে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে।
তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই এই Powerful SEO Auditor Tool টি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে প্রফেশনাল ব্যক্তিদের মতো একটি Details পূর্ণ রিপোর্ট তৈরি করুন। যদিও তাদের Free Plan ব্যবহার করলে শুধুমাত্র সীমিত সংখ্যক রিপোর্ট তৈরি করা যায়, তবে আপনি যদি চান, তাহলে আরও বেশি রিপোর্ট তৈরি করার জন্য তাদের Paid Service ব্যবহার করতে পারেন।
আপনি যদি আপনার জন্য অথবা আপনার ক্লায়েন্টদের জন্য একটি ফ্রি এসইও অডিটিং টুল খুঁজে থাকেন, তাহলে Seo-Checker.io ওয়েবসাইটটি হয়তোবা আপনার জন্যই। এটি ব্যবহার করার মাধ্যমে আপনি একটি ব্র্যান্ডডেড রিপোর্ট তৈরি করতে পারেন, যা অন্যদের মাঝে শেয়ার এবং ডাউনলোড করা যায়। একটি ওয়েবসাইটের এসইও প্যারামিটার স্ক্যান করার জন্য এটি অনেক দুর্দান্ত কাজ করে। আশা করছি যে, আপনাকে এই এসইও টুলটি হতাশ করবে না।
তাহলে আজ থেকে আপনার অথবা আপনার ক্লায়েন্টের জন্য একটি প্রফেশনাল মানের এসইও রিপোর্ট তৈরি করার জন্য Seo-Checker.io ব্যবহার করুন এবং আপনার অভিজ্ঞতার কথা টিউনমেন্ট করে জানান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)