ওয়ার্ডপ্রেস সাইটে ক্যাটাগরির সাথে সাথে ট্যাগ ব্যবহার করা যায়। বর্তমান সময়ে এটি কি ব্যবহার করা উচিৎ? করলে কি লাভ হয় বা ক্ষতি হয়?
উপরের প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দিলে বলতে হয়- ব্লগে ট্যাগ ব্যবহার করা উচিৎ না প্রায় ক্ষেত্রে। ব্লগ ট্যাগ ব্যবহার করবেন না। বরং ক্যাটাগরি বা সাব-ক্যাটাগরি ব্যবহার করুন। কিছু ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করতে পারেন তবে, কিন্তু এটি এসইও উদ্দেশ্যে নয়।
এখন এগুলি আরও স্প্যামি, পাতলা পৃষ্ঠা তৈরি করে, কীওয়ার্ডকে ক্যানিবালাইজ করে এবং আপনার ক্রল বাজেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
পুরাতন দিনে এটি বিশ্বাস করা হতো যে - পোস্টগুলিতে ট্যাগ যুক্ত করা গুগল এবং সার্চ ইঞ্জিনকে একটি সংকেত পাঠাবে যে আপনার পোস্টটি কী বিষয়ে।
বর্তমান সময়ে অনেকে এই বিশ্বাসকে ধরে রেখেছেন, তাদের যুক্তি হল হয়ত টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং লিঙ্কডইনের এর মত ব্লগ ট্যাগগুলি হ্যাশট্যাগ হিসাবে কাজ করে। আবার কেউ কেউ ই-কমার্স সাইটের সাথে তুলনা করেন।
তারা এখন ই-কমার্সের জন্য একটি প্রয়োজনীয় মন্দের ভাল। আসলে ট্যাগ ব্যবহার করার কোন এসইও বেনিফিট নেই, তবে কন্টেন্ট ও প্রোডাক্ট সাজানের এটি একটি ভাল উপায়।
Google কন্টেন্ট এবং ইউজার ইন্টেন্ট বোঝার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছে। 2011 সালে পান্ডা অ্যালগরিদম আপডেট পুশ করার সময় থেকে এসইও এক্সপার্ট -রা ট্যাগের ব্যবহার করেন না।
2022 সালে এসে এটি ব্যবহার না করাই ভাল। এগুলি স্প্যামি, thin content, কীওয়ার্ডকে ক্যানিবালাইজ করতে পারে। এছাড়াও এবং আপনার ক্রল বাজেটকে নষ্ট করতে পারে।
আমি একটা উদাহরণ দেইঃ
টিউনের শিরোনামঃ চাকরির প্রথম দিনের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায়
ট্যাগ:
তার মানে এই ৪টি পৃষ্ঠায় টিউনের একই তালিকা থাকবে, যার অর্থ তাদের ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি হবে। আর আমারা জানি ডুপ্লিকেট কন্টেন্ট কতটা ভয়ংকর হতে পারে (আরও জানতে চাইলে)।
যদি আপনার ব্লগে ট্যাগ ব্যবহার করেন, মেটারোবট এ noindex, follow ব্যবহার করা উচিৎ হবে। যদিও নো-ফলো ব্যবহার করলে ক্রল বাজেট বাঁচতে পারতেন, তবুও ইন্টারনাল লিংকিং এর ক্ষেত্রে নো-ফলো ব্যবহার করা উচিৎ নয়। আবার ডুপ্লিকেট কন্টেন্ট হলে গুগলে সেটা ফলো করতে বাধা দিতে নিষেধ করে।
আবার, ক্যাটাগরি পেজ গুলিও একই সমস্যা তৈরি করতে পাবে। সুতরাং আপনার ব্লগ সাইটের ক্যাটাগরি ও ট্যাগ উভয় পেজেই noindex, follow মেটাট্যাগ ব্যবহার করা ভাল হয়।
আমি মোঃ রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন ডিজিটাল মার্কেটার, ভাল লাগে নতুন কিছু শিখতে ও শিখাতে।