সবাইকে আমার সালাম ,আশা করি সবাই ভাল আছেন আমি। একটি গুরুতর বিপদে পড়েছি ।আমার একটি free hosting site কে আমি Google সার্চ ইন্জিনে সাবমিট করেছি গত ১৫ দিন হল।কিন্তু Google তা সার্চে দেখাচ্ছে না।আমার সাইট হল http://www.gmsr-mobile.webs.com।আমি জানি এখানে অনেক SEO মাষ্টার আছে।আমার আশা আপনে রা সবাই আমাকে সাহায্য করবেন।আর হা একটি কথা Google সার্চ ইন্জিনে সাবমিট করার সময় " http:// " কি অবশ্যই দিতে হবে ,নাকি দিতে হবে না।জানাবেন ,সবাইকে আবার ও ধন্যবাদ।
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সজীব ভাই আপনার সাইট গুগলে সাবমিট করছেন ইনডেক্সিং এর জন্য কিন্তু মেটা ট্যাগে দিয়ে রাখছেন নো ইনডেক্স। কিভাবে গুগল বট আপনার সাইটকে ইনডেক্স করবে। আপনিতো সার্চ ইঞ্জিন বট গুলোকে আপনার সাইট ইনডেক্সিং এর জন্য নিষিদ্ধ করে রাখছেন।
আপনি NOINDEX এর জায়গায় INDEX লিখে দেন। আশাকরি গুগল বট আপনার সাইট ইনডেক্সিং করে ফেলবে।