কিভাবে বাংলাদেশি ভিজিটরে হাই সিপিসি পাবেন? High Cpc Keyword In Bangladesh

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন

আমরা যারা এই লেখাটি পড়ছি তারা কোন না কোন ভাবে গুগল এডসেন্স এর সাথে যুক্ত এবং এডসেন্স থেকে টুক টাক রোজগার করার চেষ্টা করছেন ৷ আমাদের রোজগার অনেকটা নির্ভর করে CPC অর্থাৎ (Cost Per Click) এর উপর ৷ যে যতটা CPC রেট বেশি পায় তার রোজগার তত বেশি হয়ে থাকে ৷ তবে আমাদের বাংলাদেশে CPC রেট একদমই কম ৷

যাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন আসে তারাই একমাত্র বুঝতে পারবে এই ব্যাপারটি
যে তাদের রোজগার কটটা কম হয়ে থাকে ৷ অবশ্য যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের একটু রোজগার বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে ইউটিউব এর তুলনায় ৷

আমাদের দরিদ্র দেশ এবং এড কোম্পানিগুলো কম টাকা অর্থাৎ কম CPC রেট দেওয়ার কারনে এই সমস্যাটার সম্মুখীন আমরা হয়ে থাকি ৷ তবে আজ আমরা এই কম CPC রেট এর ভিতর থেকে বাংলাদেশের পেক্ষাপটে কিছু High CPC রেট keywords সম্পর্কে জানানোর চেষ্টা করব ৷ এমনিতে বাংলাদেশের এড কোম্পানি গুলো CPC রেট দিয়ে থাকে $0.01 থেকে $0.03 মার্কিন ডলার ৷ অর্থাৎ 1 সেন্ট থেকে 3 সেন্ট কপাল ভালো থাকলে 4 বা 5 সেন্ট পাওয়া যায় ৷

তবে আজ আমি এমন কিছু High Cpc Keywords সম্পর্কে আপনাদের জানানোর চেস্টা করব ৷ যা নিয়ে কাজ করলে বাংলাদেশের পেক্ষাপটে আপনি CPC রেট মোটামোটি ভালোই পাবেন ৷ তবে আমেরিকা ও ইউরোপের মতো হাইফাই কোন CPC রেট পাবেন না তবে বাংলাদেশের তুলনায় অনেক বেশিই পাবেন ৷ তো চলুন জেনে নেওয়া যাক Keywords গুলি ৷

Top 10 highest paid Adsense keywords for 2021 in bangladesh (by industry / niche):

1. Insurance (বীমা)

Insurance cpc rate in bangladesh ৷ বাংলাদেশে এই keyword নিয়ে খুব কম মানুষই কাজ করে থাকে ৷ কারন এই keyword টিতে একটু কম সার্চ ভলিউম হয়ে থাকে ৷তবে এই কীওয়ার্ডটি অনেক দামি এবং ডিমান্ডেবল হয়ে থাকে ৷ বাংলাদেশ থেকে এই keyword টি নিয়ে কাজ করলে আপনি মোটামোটি ভালো পরিমান CPC রেট পাবেন ৷

বাংলাদেশ থেকে Insurance নিয়ে কাজ করলে Youtube এ CPC রেট পাবেন আনুমানিক $0.04 মার্কিন ডলার - $0.10 মার্কিন ডলার ৷ আবার অনেক সময় আপনি $0.15 মার্কিন ডলার থেকে বেশি পেতে পারেন ৷ আর যদি Website বা Blogger এ এই keyword নিয়ে কাজ করেন তাহলে Youtube থেকে কম করে হলেও 1.5 গুন থেকে 2 গুন বেশি CPC রেট পাবেন ৷

2. Loans (লোন)

loans cpc rates in bangladesh ৷ বাংলাদেশে লোন কোম্পানি গুলো ভালো পরিমান CPC রেট দিয়ে থাকে ৷ তারা ভালো পরিমাণ এড চালায় এবং এডগুলোর দাম মোটামোটি ভালোয়
দিয়ে থাকেন ৷ বাংলাদেশ থেকে Youtube এ loan keyword এর উপরে আনুমানিক $0.03 মার্কিন ডলার - $0.08 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাওয়া যায় ৷ আর Website বা Blogger
এ এই keyword নিয়ে কাজ করেন তাহলে Youtube থেকে কম করে হলেও 2 গুন বেশি CPC রেট পাবেন ৷

3. Gas/Electricity (গ্যাস / বিদ্যুৎ)

Gas and Electricity cpc in bangladesh ৷ বাংলাদেশে গ্যাস কোম্পানি গুলো এখন তাদের জনপ্রিয়তা এবং মার্কেট বাড়ানোর জন্য এড দিয়ে থাকে ৷ এবং এই সকল এড গুলি তারা
তাদের keyword এর উপর প্রচুর অর্থ খরচ করছে ৷ তাই আপনি ইচ্ছা করলে keyword টি নিয়ে কাজ করতে পারেন ৷ ঠিক একই কথা খাটে Electricity বা বিদ্যুৎ keyword টির উপর ৷

বাংলাদেশ থেকে Youtube এ Gas/Electricity keyword এর উপরে আনুমানিক $0.04 মার্কিন ডলার - $0.10 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাওয়া যায় ৷ আর Website বা Blogger
এ এই keyword নিয়ে কাজ করলে আপনি খুব সহজেই $0.10 মার্কিন ডলার এর উপরে CPC রেট পেয়ে যাবেন ৷

4. Treatment (চিকিৎসা)

Treatment cpc rate in bangladesh ৷ বর্তমান সময়ে চিকিৎসা জরুরী একটি বিষয় ৷ বিভিন্ন হসপিটাল এবং ওষুধ কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ তবে তবে এসব এডগুলো আপনি শুধুমাত্র হেলথ ক্যাটাগরিতেই পাবেন ৷ health category মধ্যে চিকিৎসা অন্যতম ৷ অবশ্য এই ক্যাটাগরিতে আগের সার্চ ভলিউম কম ছিল কিন্তু বর্তমানে এই ক্যাটাগরির সার্চ ভলিয়ম কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ অর্থাৎ আপনি ভালো CPC রেট এর সাথে ভালো পরিমাণ ট্রাফিকও পাবেন ৷

এই কী-ওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি মোটামুটি বাংলাদেশ থেকে $0.08 মার্কিন ডলার থেকে বেশি CPC রেট পাবেন ৷ কিন্তু অনেক সময় এটা কমতে পারে আবার অনেক উপরে চলে যেতে পারে সবকিছু মার্কেটের উপর নির্ভর করবে ৷ আশা করা যায় ভবিষ্যতে এই কী-ওয়ার্ডটির চাহিদা আরো বাড়বে ৷ এবং আরো বেশি আয় করা সম্ভব হবে ৷

5. Lawyer (আইনজীবী)

Lawyer cpc rate in bangladesh ৷ বর্তমানে আমাদের দেশে আইনজীবীর কাজ অনেকাংশে বেড়ে গেছে ৷ বর্তমানে অনেক আইনজীবী তাদের কাজের বিবরণ দিয়ে এড দিয়ে থাকে ৷ আর এই সকল Ads প্রচুর দামী হয়ে থাকে ৷ বাংলাদেশ থেকে আপনি এই কিবোর্ডে কাজ করলে মোটামুটি $0.07 মার্কিন ডলার এর ওপরে CPC রেট পাবেন ৷ এবং ওয়েবসাইটে এ বিষয়ে কাজ করলে আপনি আরো বেশি CPC রেট পাবেন ৷

6. Software (সফটওয়্যার)

Software cpc rate in bangladesh ৷ বর্তমানে বাংলাদেশে এই কীওয়ার্ডটি অনেক জনপ্রিয় এবং ডিমান্ডেবল একটি কীওয়ার্ড ৷ কারণ এর সার্চ ভলিউম প্রচুর এবং বাংলাদেশে প্রচুর সফটওয়্যার কোম্পানি তৈরি হয়ে গেছে যে কারণে এরা প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে আর এগুলোর দাম মোটামুটি ভালই হয়ে থাকে ৷ আপনি যদি মোবাইল সফটওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করেন ৷

তাহলে আপনি মোটামুটি ভালো পরিমাণ CPC রেট পাবেন ৷ বাংলাদেশ থেকে আপনি Software কীওয়ার্ড নিয়ে কাজ করলে $0.03 মার্কিন ডলার - $0.25 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাবেন ৷ এবং এর প্রচুর ট্রাফিক থাকার কারণে এই category টি আমার সবচেয়ে পছন্দের ৷

7. Classes (ক্লাস)

Classes cpc rate in bangladesh ৷ বর্তমানে অনলাইন ক্লাস আমাদের প্রয়োজন একটি জিনিস হয়ে গেছে ৷ অনেক অনলাইন ক্লাস কোম্পানি আছে যারা তাদের সফটওয়্যারকে মার্কেটিং করার জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ অবশ্য বাংলাদেশে এখন এটার এতটাও প্রভাব বিস্তার ঘটে নি ৷ তবে দিনে দিনে এর প্রয়োজনীয়তা আকাশচুম্বী হচ্ছে ৷

অনেক সময় অনেকে কিছু জানার জন্য অনলাইন ভিত্তিক ক্লাস করে থাকে আর এদেরই টার্গেট হবে ঐ সকল কোম্পানিদের ৷ এই কী-ওয়ার্ড এ বাংলাদেশ থেকে এখন প্রচুর পরিমাণে এড রেট পাওয়া যাচ্ছে ৷ যেমন :- Google Meet Classroom একটি keyword যার বাংলাদেশে CPC রেট অবাক করা - $0.16 মার্কিন ডলার - $1, 000 মার্কিন ডলার যা আসলেই অবিশ্বাস্য ৷

8. Degree (ডিগ্রি)

Degree cpc rate in bangladesh ৷ বর্তমান পেক্ষাপটে পড়ালেখা অর্থাৎ একটি ডিগ্রি অনেক প্রয়োজনীয় বিষয় ৷ যোগ্যতা যাচাই এবং চাকরির ক্ষেত্রে এসকল ডিগ্রি প্রয়োজনীয়তা অপরিসীম ৷ আমাদের দেশে নানা ধরনের ডিগ্রি রয়েছে যেমন :-mba, phd, bsc, mpa, bba, bachelor degree, mph, masters, llb, bsc nursing, juris doctor, আবার অনেকে online mba ও করে থাকেন ৷ এ ছাড়াও বাংলাদেশে আরও অনেক ডিগ্রি রয়েছে ৷ অর্থাৎ এই keyword নিয়ে কাজ করলে আপনি ভালো পরিমাণ ট্রাফিকের সাথে ভালো পরিমাণ CPC রেট পাবেন ৷ উদাহরণ সরূপ -
quantic mba তে বাংলাদেশ থেকে CPC রেট পাওয়া যাবে $1.98 মার্কিন ডলার - $6.00 মার্কিন ডলার প্রতি ক্লিকে ৷

9. Trading (লেনদেন)

Trading cpc rate in bangladesh ৷ বাংলাদেশের অনলাইন মার্কেটে ধিরে ধিরে Trading বাড়ছে ৷ এবং এর মাধ্যমে অনেকেই তাদের জীবন নির্বাহ করছে ৷ এখানে টাকা পয়সা Trading বা লেনদেন এর মাধ্যমে তার ভ্যালুকে বাড়িয়ে তোলা হয় ৷ অবশ্য বাংলাদেশ এটা এখনো খুব কম পরিমাণে হয়ে থাকে যে কারণে কম্পিটিশন অনেক কম ৷ অর্থাৎ আপনি যদি এই Trading নিয়ে কাজ করেন তাহলে মোটামুটি আপনার রোজগার অর্থাৎ CPC রেট থাকবে $0.8 মার্কিন ডলার এর উপরে যা কিনা বাংলাদেশের পেক্ষাপটে কম নয় ৷
যেমন এর কিছু High CPC keyword :-
forex trading $0.14 মার্কিন ডলার - $62.68 মার্কিন ডলার

হাই সিপিসি নিশ কিভাবে খুঁজে পাবেন দেখুন!

10. Hosting (হোস্টিং)

hosting cpc rate in bangladesh ৷ বাংলাদেশের ডোমেইন হোস্টিং এর চাহিদা দিন দিন বাড়ছে ৷ যে কারণে অনেক বড় বড় ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ আর এইগুলো সব ডিজিটাল প্রোডাক্ট এর ভিতরে পড়ে ৷ তারা তাদের প্রডাক্টকে প্রচুর পরিমাণে মার্কেটিং করার কারণে এই মার্কেটে CPC রেট অনেক বেশি ৷ আর এখানে ad প্রচুর পাওয়া যায় ৷
অর্থাৎ আপনি যদি :-
hosting, hostinger, vps, web hosting, godaddy domain, blue hosting, hostgator domain, free vps windows এর মতো keyword নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার
CPC রেট বাংলাদেশ থেকেও হবে $0.06 মার্কিন ডলার - $1.00 মার্কিন ডলার প্রতি ক্লিকে ৷ যা বাংলাদেশ থেকে পেলে আপনার রোজগার BDT তে কম হবে না ৷

তো আজ এ পর্যন্তই.

টিউন টি সর্বপ্রথম ইংরেজিতে প্রকাশিতঃ আমাদের সাইটে


হাই সিপিসি কি-ওয়ার্ড নিশ দেখুনঃ আমাদের সাইটে</strong>

Level 1

আমি Smmunna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস